Posts

Showing posts from October 23, 2019

ইংল্যান্ডে লরিতে মিলল ৩৯ লাশ

Image
ছবি: বিবিসির সৌজন্যে ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর এসেক্সের একটি লরি কনটেইনার (মালবাহী ট্রাক) থেকে ৩৯টি লাশ উদ্ধার করা হয়েছে। খবর বিবিসি অনলাইনের।  স্থানীয় সময় আজ বুধবার বেলা ১টা ৪০ মিনিটের দিকে গ্রেস শহরের পূর্ব অ্যাভিনিউয়ের ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্কে এসব লাশ পাওয়া যায়। অ্যাম্বুলেন্স সার্ভিস লরিটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে উত্তর আয়ারল্যান্ডের ২৫ বছর বয়সী লরিচালককে গ্রেপ্তার করা হয়েছে। এসেক্স পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, নিহত ব্যক্তিদের মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং একজন কিশোর। পুলিশ জানিয়েছে, লরিটি বুলগেরিয়া থেকে হলিহেড হয়ে শনিবার দেশে প্রবেশ করেছিল।

কুর্দি হটাতে তুরস্কের সঙ্গে জোট রাশিয়ার

Image
সিরিয়ার সীমান্ত থেকে কুর্দি বাহিনীকে হটাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে চুক্তি স্বাক্ষর। ছবি: রয়টার্স সিরিয়ার সীমান্ত থেকে কুর্দি বাহিনীকে হটাতে তুরস্কের সঙ্গে চুক্তি করেছে রাশিয়া। দুই দেশ এই চুক্তিকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যায়িত করেছে। চুক্তি অনুসারে, সিরিয়ার সীমান্ত এলাকা থেকে কুর্দিদের সরাতে তুর্কি সেনাদের সঙ্গে একজোট হয়ে টহল দেবে রুশ সেনারা। আজ বুধবার বিবিসি ও সিএনএন অনলাইনের খবরে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বৈঠকের পর চুক্তির ঘোষণা আসে। রাশিয়ার দক্ষিণাঞ্চলে রিসোর্ট শহর সোচিতে আজ দুই নেতার বৈঠক হয়। বৈঠকে দুই নেতার মধ্যে ১০ দফার সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এই চুক্তির জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানান এবং এ ব্যাপারে তাঁর পূর্ণ সমর্থন তুলে ধরেন। মাত্র সাত দিন আগে রাশিয়া তুরস্ককে হুঁশিয়ার করে, তারা সিরিয়ায় হামলা সহ্য করবে না। রাশিয়ার মধ্যস্থতায় শর্তের বিনিময়ে কুর্দিদের সহায়তা করতেও সম্মত হয়েছিল সিরিয়ার সরকারি বাহিনী। যদ...

অর্থনীতিতে গতি বাড়াল তিন সেতু

Image
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে গতি ফিরিয়ে এনেছে দ্বিতীয় কাঁচপুর, গোমতী ও মেঘনা সেতু, যার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে অর্থনীতিতে। পণ্য পরিবহনে সময় ও খরচ কমেছে। গতকাল নারায়ণগঞ্জের কাঁচপুরে। ছবি: প্রথম আলো দ্বিতীয় কাঁচপুর, গোমতী ও মেঘনা সেতু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্য ও যাত্রীবাহী যান চলাচলে নতুন গতি এনেছে। তাতে বদলে গেছে এ তিন সেতুকে কেন্দ্র করে তীব্র যানজটের চিরচেনা রূপ। কমেছে ব্যবসা-বাণিজ্যের পরিবহন খরচ। গতি এসেছে অর্থনীতিতে। আবার এ তিন সেতু তৈরি হয়েছে দেশীয় সিমেন্ট ব্যবহার করে। তিন সেতুর প্রভাব ও তাতে সিমেন্টের ব্যবহার নিয়ে এই প্রতিবেদন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি হলো দেশের অর্থনীতির চালিকাশক্তি। এক দশকের বেশি সময় ধরে এই চালিকাশক্তি যেন অর্থনীতির সমৃদ্ধির ভার বইতে পারছিল না। আমদানি-রপ্তানির পণ্যবাহী ট্রাকগুলোকে ঘণ্টার পর ঘণ্টা এই মহাসড়কেই কাটাতে হয়েছে। এতে খরচ বেড়েছে আমদানি-রপ্তানিকারকের, যা সার্বিকভাবে দেশে ব্যবসা-বাণিজ্যের খরচও বাড়িয়েছে। ২০১৬ সালে দুই লেনের মহাসড়কটির চার লেনে উন্নীত করার কাজ শেষ হলেও পরিস্থিতির যেন উন্নতি হচ্ছিল না। ঢাকা কিংবা চট্টগ্রামমুখী পণ্যবাহী ...

ভারত পাম অয়েল কেনা বন্ধ করলেও মালয়েশিয়া কাশ্মীরিদের পাশে থাকবে’

Image
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ছবি: সংগৃহীত। ভারত মালয়েশিয়া থেকে পাম ওয়েল কেনা বন্ধ করলেও কাশ্মীরিদের পাশে থাকবে মালয়েশিয়া। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। পাশাপাশি তিনি জানান, কাশ্মীর ইস্যুতে নিজের বক্তব্য থেকে সরে আসবেন না তিনি। মাহাথির মোহাম্মদ গত মাসে জাতিসংঘে দেওয়া এক বক্তৃতায় ভারত কাশ্মীরকে ‘আক্রমণ ও দখল’ করে রেখেছে বলে মন্তব্য করেছিলেন। এর জেরে গত সোমবার ভারতের ভোজ্য তেল ব্যবসায়ীদের সংগঠন এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এসইএআই) মালয়েশিয়া থেকে পাম ওয়েল আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার সাংবাদিকদের মাহাথির বলেন, আমরা মনে করি জাতিসংঘের প্রস্তাবের সুফল কাশ্মীরের মানুষ পেয়েছে। আমরা সবাই বলছি, কেবল ভারত বা পাকিস্তান নয়, এমনকি যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলোরও জাতিসংঘের প্রস্তাব মেনে চলা উচিৎ। না হলে জাতিসংঘ থেকে লাভ কী?  আমরা আমাদের মনের কথা বলি, এবং আমরা প্রত্যাহার বা পরিবর্তন করব না। এছাড়া মাহাথির জানান, মানুষের পক্ষে কথা বলা থামাবেন না তিনি। তিনি বলেন, কোনও কোনও সময় আমরা যা বলি তা কেউ কেউ ...

আল-আকসা মসজিদ নিয়ে যুদ্ধ শুরু হতে পারে: হামাস

Image
ছবি-সংগৃহীত ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস বলেছে, পবিত্র আল-আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের অবমাননার কারণে সর্বাত্মকভাবে আঞ্চলিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। হামাসের মুখপাত্র ফাউজি বারহুম সোমবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন । হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের উসকানিমূলক আচরণের কারণে তেল আবিবকে চড়া মূল্য দিতে হতে পারে। পাশাপাশি দখলদার ইসরাইল ও অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ফিলিস্তিনের পশ্চিম তীর ও জেরুজালেম শহরের জনগণকে তাদের প্রতিরোধ জোরদার করার আহ্বান জানান ফাউজি বারহুম। পবিত্র আল-আকসা মসজিদে ইসরাইলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীরা যে অবমাননাকর তত্পরতা চালাচ্ছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বানও জানান তিনি। আরো পড়ুন:  ‘ভারত পাম অয়েল কেনা বন্ধ করলেও মালয়েশিয়া কাশ্মীরিদের পাশে থাকবে’ পবিত্র আল-আকসা মসজিদে সম্প্রতি ইসরাইলের সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের অবমাননামূলক তত্পরতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে আরো কয়েকটি সংগঠন। এসব সংগঠন বলেছে, আল-আকসা মসজিদের অবমাননার ঘটনা থেকে ইসরাইলের বিরুদ্ধে লড়াই অনিবার্য হ...

‘চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ করবে যুক্তরাষ্ট্র’

Image
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। ছবি: সংগৃহীত ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, 'ইন্দো প্যাসিফিক অঞ্চলে নানা চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করবে মার্কিন যুক্তরাষ্ট্র।' বুধবার সকালে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রদূত এসব কথা বলেন। তিনি বলেন, 'ইন্দো-প্যাসিফিক অঞ্চল নতুন নতুন প্রযুক্তি, পরিবেশ এবং নিরাপত্তাগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এমন একটি সময়ে কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত বিনিয়োগ, ন্যায্য প্রতিযোগিতার টেকসই পরিবেশ নিশ্চিত করা এবং যেসব নীতি ও মূল্যবোধ বাংলাদেশের লক্ষণীয় প্রবৃদ্ধিকে সম্ভব করেছে সেগুলোকে জোরদার করার জন্য যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশকে একত্রে কাজ করতে হবে।' রবার্ট মিলার সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্টের পরিবেশ ও বাস্তুসংস্থান নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, 'রাতারগুলের মতো বাস্তুসংস্থানগুলো সংরক্ষণ করা খুবই জরুরি, কারণ এগুলো বিভিন্ন সংরক্ষিত প্রজাতির আবাসস্থল এবং মানুষকে বন্যার হাত থেকে রক্ষা করার মতো পরিবেশগত সেবা দেয়।' তিনি বাংলাদেশের পরিবেশ রক্...

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৪ জেলের কারাদণ্ড

Image
ছবি: ইত্তেফাক মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ৫ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার দুপুরে তাদেরকে আটক করা হয়। এসময় ৪ জেলেকে ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও এক জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আটককৃতদের কাছ থেকে ১লাখ মিটার কারেন্টজাল ও ৩ টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। আটককৃত জেলেরা হলো, মো. নজরুল ইসলাম(৪৫), মাহমুদ হোসেন (৩৩), মো. ইয়াসিন মিয়া(১৯), মো. মোফাজ্জল হোসেন(২৮), মো. ইসমাইল(২৪)। তারা সবাই উপজেলার হোসেন্দী ইউনিয়নের রঘুরচর গ্রামের বাসিন্দা। গজারিয়া কোস্টগার্ড ইনচার্জ (এসইপিও) মো. ইয়াহিয়া জানান, উপজেলার মেঘনা নদীর মোহনা ও রঘুরচর এলাকার মেঘনা নদীতে নৌ-পুলিশ, উপজেলা মৎস অফিসার আসলাম হোসেন শেখ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসান সাদীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১লাখ মিটার কারেন্টজাল, মাছ ধরার তিনটি নৌকাসহ ৫ জেলেকে আটক করা হয়। দেশের চলমান মা ইলিশ সংরক্ষণ ও ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয় বলে জানান তিনি। আরও পড়ুন:  রাবিতে ৩ ভর্তিচ্ছু ছিনতাইয়ের শিকার ইউএনও ম...

অর্থ ছাড়া সৌদির আর কিছুই নেই: ট্রাম্প

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত। সৌদি আরবকে নিয়ে ফের উপহাস করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সৌদি আরবের অর্থ ছাড়া আর কিছুই নেই। ফক্স নিউজ'কে দেয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন ট্রাম্প। এবং এটাকে তিনি নিজের জন্য গর্ব হিসেবে বর্ণনা করেছেন। গত বছরও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, তাদের সেনা-সমর্থন ছাড়া সৌদি রাজা সালমান দুই সপ্তাহও ক্ষমতায় থাকতে পারবেন না। মার্কিন সরকারই সৌদি আরবকে রক্ষা করছে বলে তিনি জানিয়েছিলেন। এছাড়াও ফক্স নিউজের উপস্থাপক ওই সাক্ষাৎকারের এক পর্যায়ে ইরানের আকাশসীমায় অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংস, ইরানিদের মাধ্যমে তেল ট্যাংকার আটক এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা যেসব তেল ট্যাংকার আটক করেছে সেগুলো আমাদের নয় এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা ইস্যুতে বলব ভূ-রাজনৈতিক দিক থেকে হরমুজ প্রণালী আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজ খুব একটা চলাচল করে না। প...

কৃষ্ণ সাগর উপকূলে রাশিয়া-আফ্রিকা সম্মেলন শুরু

Image
ছবি-সংগৃহীত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে কৃষ্ণ সাগর উপকূলের এক রিসোর্টে আজ প্রথমবারের মতো রাশিয়া-আফ্রিকা সম্মেলন হতে যাচ্ছে। খবর এএফপি’র। প্রথমবারের মতো আয়োজিত দুই দিন ব্যাপী রাশিয়া-আফ্রিকা সম্মেলনের জন্য আফ্রিকার বহু নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ মহাদেশের দেশগুলোর ওপর ব্যাপক প্রভাব বিস্তারের লক্ষ্যে মস্কোর প্রচেষ্টার অংশ হিসেবে এ সম্মেলনের আয়োজন করা হয়। মহাদেশটিতে পশ্চিমা দেশ ও চীনের শক্ত অবস্থান রয়েছে। সোচির কৃষ্ণ সাগর অবকাশ কেন্দ্রে ২৩ ও ২৪ অক্টোবর দু’দিন ব্যাপী এ সম্মেলনে তিন হাজারে বেশি প্রতিনিধি অংশ নিয়ে বিভিন্ন চুক্তিপত্র প্রস্তুত এবং খনিজ সম্পদ উত্তোলনে পারমাণবিক প্রযুক্তি কাজে লাগানো নিয়ে আলোচনা করবে বলে ধারণা করা হচ্ছে। পুতিন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি’র পাশে উপস্থিত থেকে গ্রিনিচ সময় ০৮০০ টায় এ সম্মেলনের উদ্বোধন করবেন। সিসি হচ্ছেন আফ্রিকান ইউনিয়নের বর্তমান প্রধান এবং সম্মেলনের সম্মানিত অতিথি। ক্রেমলিন উপদেষ্টা উরি উশাকভ জানান, আফ্রিকা মহাদেশের ৫৪ দেশের সকলেই এ সম্মেলনে প্রতিনিধি পাঠাচ্ছে। এদের মধ্যে ৪৩ টি দেশের রাষ্ট্র ব...

দুইয়ের বেশি সন্তান থাকলে সরকারি চাকরি নয় আসামে

Image
২০২১ সালের ১ জানুয়ারির পর থেকে কোন ব্যক্তির দুইয়ের বেশি সন্তান থাকলে সেই ব্যক্তিকে আর সরকারি দেওয়া হবে না- এমনই সিদ্ধান্ত নিয়েছে ভারতের আসাম রাজ্য সরকার। সোমবার রাতে রাজ্যের ক্যবিনেট বৈঠকেই গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজেপি শাসিত রাজ্যটিতে।  মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের পাবলিক রিলেশন দফতরের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারের লক্ষ্য হল ছোট পরিবার। তাই দুইটির বেশি সন্তানের বাবা-মা সরকারি চাকরি পাওয়ার জন্য বিবেচিত হবেন না। আগামী ২০২১ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে এই নিয়ম।  জনসংখ্যা নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নিয়ে সরকারেরই এক মন্ত্রী জানান, ‘জনসংখ্যা নীতি কার্যকর করা খুবই জরুরি, কারণ এটা আসামের সম্পদ ও জমির ওপর প্রচণ্ড পরিমাণে প্রভাব ফেলছে।’  ২০১৭ সালের সেপ্টেম্বর জনসংখ্যা ও নারী ক্ষমতায়ন সম্পর্কিত একটি বিল পাশ হয় আসাম বিধানসভায়। যার নাম ছিল ‘পপুলেশন এন্ড ওইমেন এমপাওয়ারমেন্ট পলিসি অফ আসাম'। সেখানেই নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল কেবলমাত্র দুইটি সন্তান থাকা ব্যক্তিরাই সরকারি চাকরি পাওয়ার উপযুক্ত বলে বিবেচিত হবেন। শুধু তাই নয়, যার...

সিরিয়ায় তুর্কি সামরিক আগ্রাসনের তীব্র বিরোধিতা চীনের

Image
সিরিয়ায় তুরস্কের সেনা অভিযানের তীব্র বিরোধিতা করেছে চীন। ফ্রান্স সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মঙ্গলবার প্যারিসে ফরাসি বার্তা সংস্থা এএফপি’কে দেয়া এক সাক্ষাৎকারে সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সেনা অভিযান সম্পর্কে বেইজিং-এর অবস্থান ব্যাখ্যা করেন। ওয়াং ই বলেন, চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৫৪ নম্বর প্রস্তাব অনুযায়ী সিরিয়া সংকট সমাধানের আহ্বান জানায়। ওই প্রস্তাবে সিরিয়ার জনগণের মাধ্যমে সেদেশের সব সমস্যার সমাধান করার আহ্বান জানানো হয়েছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন কিংবা যে দেশটিতে অভিযান চালানো হচ্ছে সে দেশের অনুমতি ছাড়া বিশ্বের যেকোনো স্থানে যেকোনো দেশের সামরিক অভিযানের বিরোধী। তুরস্কসহ বিশ্বের সকল দেশ সম্মিলিতভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করবে তিনি আশা প্রকাশ করেন। তুরস্কের সেনাবাহিনী গত ৯ অক্টোবর থেকে ‘সন্ত্রাস বিরোধী যুদ্ধ’ ও ‘তুর্কি-সিরিয়া সীমান্ত থেকে কুর্দি গেরিলাদের মূলোৎপাটনের’ অজুহাতে সিরিয়া সীমান্তে হামলা চালায়। অবশ্য ১৭ অক্টোবর থেকে পাঁচদিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় তুরস্কের এরদোগান সরকার। উত্তর সিরিয়া থেকে মা...

পাকিস্তানি গায়িকার আত্মঘাতী হামলার হুমকি মোদির ওপর!

Image
এবার পাকিস্তানি পপ গায়িকা রাবি পিরজাদা আত্মঘাতী বিস্ফোরণের ছক কষছেন। আর এই সুন্দরী গায়িকার নিশানায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবি পিরজাদা সম্প্রতি একটি ছবি টুইট করে মোদির ওপরে আত্নঘাতী হামলার এই হুমকি দিয়েছেন। শুধু তাই নয়! মোদিকে হিটলার বলেও আক্রমণ করেছেন এই গায়িকা। ছবিতে দেখা যাচ্ছে, এই গায়িকা নিজের পোশাকের ওপরে ভারী বিস্ফোরক লাগিয়ে রেখেছেন। পিরজাদার ছবির ক্যাপশন দেখেই পরিষ্কার তিনি মোদির ওপরে আত্মঘাতী হামলার ইঙ্গিত দিচ্ছেন। নিজেকে কাশ্মীরের মেয়ে বলেও সম্বোধন করেছেন পিরজাদা। পপ গায়িকা রাবি পিরজাদার এই টুইট মুহূর্তে-ই ভাইরাল হয়ে যায়। অনেকে তার এই টুইট শেয়ারও করেছেন। তবে অনেকে আবার পিরজাদার এই টুইটের সমালোচনা করেন। পাকিস্তানের কয়েকজন নাগরিকও এই টুইটের নিন্দা জানিয়েছেন। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় হিংসা ছড়ানো ও সারা বিশ্বের কাছে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ন করারও অভিযোগ এনেছেন। যদিও এবারই প্রথম নয়। এরআগেও মোদিকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছিলেন রাবি পিরজাদা।  সম্প্রতি জম্মু-কাশ্মীরের ওপর থেকে ৩৭০ ধারা বিলোপ করার পর এই পাক গায়িকা একটি টুইট করেছিলেন। ...