Posts

Showing posts from January 19, 2019

ট্যাংক চালাচ্ছেন মোদি!(ভিডিও)

Image
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাংক চালাতে দেখা যাচ্ছে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাংক চালাতে দেখা যাচ্ছে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা যাচ্ছে, একটি ট্যাংকের ভেতরে প্রবেশ করে কারো সাহায্য ছাড়াই সেটি চালাচ্ছেন তিনি। কিন্তু বাস্তবে এটি ‘হোয়িতজার’ নামে চালকবিহীন একটি সামরিক যান। শনিবার গুজরাটে নিজে নিজেই চলতে এবং শত্রুর লক্ষ্যবস্তুতে গোলা নিক্ষেপে সক্ষম ‘হোয়িতজার’ যানের উদ্বোধন করেন মোদি। এ যানটি ভবিষ্যতে ভারতেই তৈরি হবে বলে ঘোষণা দেয়া হয়েছে ওই অনুষ্ঠানে। জানা গেছে, দক্ষিণ কোরীয় কোম্পানি হানহোয়ার সঙ্গে প্রযুক্তি হস্তান্তরের চুক্তি করেছে ভারত। সেই প্রযুক্তির সহায়তায় ভারতের মাটিতেই তৈরি করা হচ্ছে অত্যাধুনিক সমরাস্ত্র। অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সেন উপস্থিত ছিলেন। আরও পড়ুনঃ  একটি বার্গারের জন্য লাইনে দাঁড়িয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিটি ইত্তেফাক/টিএস

যুক্তরাষ্ট্র অকূলে ভাসাল কুর্দিদের!

Image
২০১৬ সালের আগস্টে সিরিয়ার কামিশলি শহরে কুর্দি নারী যোদ্ধা ১৮ বছরের আসিয়া রামাজান আন্তার আইএসের হামলায় নিহত হন। ছবি: টুইটার সিরিয়ার কোবানি এলাকার একটি কবরস্থান। মাহমুদ রাসুলের কবরের পাশে দাঁড়িয়ে ছিলেন শোকার্ত কয়েকজন। মা নাজমা কবরের পাশে আহাজারি করছিলেন। চুমু খাচ্ছিলেন কবরের শিয়রে সাঁটানো ছেলের ছবিতে। বিলাপ করে তিনি বলে যাচ্ছিলেন, ‘ওঠো বাবা, ওঠো।’ পরিবারের অন্য সদস্যরা মা নাজমাকে মাটি থেকে তুলে নেওয়ার চেষ্টা করছিলেন। কোবানির এই কবরস্থান এমন প্রিয়জন হারানো মানুষের আহাজারিতে ভারী হয়ে থাকে। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে লড়াইয়ে নিহত মানুষের সমাধি এখানে। নিহত ব্যক্তিদের স্মরণ করতে প্রতি শুক্রবার স্বজনেরা আসেন কবরস্থানটিতে। সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, সিরিয়ার উত্তরাঞ্চলের কোবানি শহরে আইএসের বিরুদ্ধে যুদ্ধে আট হাজার সিরীয় কুর্দি নিহত হয়েছেন। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ও অপরিবর্তিত মিত্র এই কুর্দিরা। আইএস পরাজয়ের প্রায় দ্বারপ্রান্তে। তবে পূর্ব দিকে ইরাক সীমান্তে এখনো এই যুদ্ধ চলছে। তবে খুব শিগগির এই কুর্দিদের একাই এই লড়াই চালাতে হবে। কারণ, সিরিয়া থেক...

মাঝ আকাশে দুই সুখোই বিমানের সংঘর্ষ

Image
রাশিয়ার পূর্ব দিকের তাতার স্ট্রেট এলাকার আকাশে শুক্রবার দুটি সুখোই সু-৩৪ ফাইটার বম্বার মুখোমুখি চলে আসে। মাঝ আকাশেই দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলেই অনুমান করা হচ্ছে। সূত্রের খবর, শুক্রবার এই ঘটনা ঘটেছে রাশিয়ার আকাশে। আচমকা রাডারের স্ক্রিন থেকে উধাও হয়ে যায় দুটি যুদ্ধবিমান। এরপর দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলেই অনুমান করা হচ্ছে। দুই বিমানে থাকা ক্রুদের কী অবস্থা তা এখনো স্পষ্ট নয়। যদিও প্রাথমিকভাবে জানা যাচ্ছে, একজন একটি বিমানের ক্রু বেরিয়ে এসেছেন। দ্বিতীয় বিমান বেসে ফিরে গেছে। এদিন হারবা এয়ারফিল্ড থেকে রুটিন মাফিক বিমান ওড়াচ্ছিল দুটি সুখোই। ইঞ্জিন বিকল হয়ে যাওয়াতেই এই ঘটনা ঘটে বলে জানা গেছে। বিডি প্রতিদিন/ ওয়াসিফ