Posts

Showing posts from August 5, 2019

কায়রোতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭

Image
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ছবি: সংগৃহীত মিশরের রাজধানী কায়রোতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছে। এছাড়া এতে আহত হয়েছে আরও ৩২ জন। মিশরের স্বাস্থ্য মন্ত্রনালয়ের পক্ষ থেকে সোমবার এই তথ্য জানানো হয়। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, কায়রোতে অবস্থিত দেশটির জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট এর পাশে ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে। এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, ট্রাফিক আইন অমান্য করে চলা একটি গাড়ি সঙ্গে অন্য তিনটি গাড়ির সংঘর্ষ হয়। এতে করে ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে। আরও পড়ুন:  কাশ্মীরে ১৪৪ ধারা, নেতারা গৃহবন্দী, বন্ধ স্কুল-কলেজ, ইন্টারনেট মিশরের পাবলিক প্রসিকিউটর এই ঘটনার তদন্ত করছে। তবে এটি হামলা না গাড়ি দুর্ঘটনা তা পরিষ্কার করে বলা হয়নি। ইত্তেফাক/এসআর