Posts

Showing posts from December 15, 2018

আতঙ্ক ছড়িয়ে সিরিয়ায় সেনা ঘাঁটি বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র

Image
ফাইল ছবি সিরিয়ার মানবাধিকার সংস্থা জানিয়েছে, রাকা প্রদেশের তেল আবিয শহরের অদূরে দু’টি নতুন সামরিক ঘাঁটি নির্মাণ করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে সিরিয়ার কুর্দি অধ্যুষিত অঞ্চলে মার্কিন ঘাঁটির সংখ্যা দাঁড়ালো ২১। গত ১৭ দিনে সেখানে তিনটি ঘাঁটি নির্মাণ করেছে মার্কিন বাহিনী। এর আগে গত ২৭ নভেম্বর সিরিয়ার তুর্কি সীমান্তের অদূরে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হয়। ঘাঁটি নির্মাণের পরপরই তাড়াহুড়ো করে সেখানে উন্নত সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়। তুর্কি বাহিনী সিরিয়ায় নতুন করে অভিযান শুরু করতে পারে বলে যখন আশঙ্কা করা হচ্ছে ঠিক তখনি মার্কিন ঘাঁটি নির্মাণের খবর এলো। উল্লেখ্য, সিরিয়া সরকারের কোনো অনুমতি না নিয়েই সেদেশে সেনা মোতায়েন করেছে এবং সেখানে নিয়মিত মানুষ হত্যা করছে যুক্তরাষ্ট্র- এমন অভিযোগ উঠতে শুরু করেছে। আইএস জঙ্গি দমনের কথা বলে সেদেশে ঢুকলেও কার্যত সেদেশে তৎপর সন্ত্রাসীদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এই অভিযোগও উঠছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দিলো অস্ট্রেলিয়া

Image
পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া। ছবি: সংগৃহীত। পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন শনিবার এ ঘোষণা দেন। খবর রয়টার্সের। রয়টার্সের খবরে বলা হয়, পশ্চিম জেরুজালেমকে রাজধানীর স্বীকৃতি দিলেও অস্ট্রেলিয়ার দূতাবাস শিগগিরই সেখান থেকে সরানো হচ্ছে না। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, 'পশ্চিম জেরুজালেমের পরিস্থিতি ও অবস্থা পর্যালোচনা করে আমরা আমাদের দূতাবাস স্থানান্তর করার সিদ্ধান্ত নিব।' চলতি বছরের মে মাসে তেল আবিব থেকে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেসময় ট্রাম্পের এমন সিদ্ধান্তে ইসরায়েল খুশি হলেও ক্ষোভ প্রকাশ করে ফিলিস্তিন, আরব বিশ্ব ও পশ্চিমা কয়েকটি দেশ। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেওয়ার আগেও গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা দেন ট্রাম্প। আরো পড়ুন:  ভারতে মন্দিরের প্রসাদ খেয়ে ১১ জনের মৃত্যু, অসুস্থ ৮২ উল্লেখ্য, জেরুজালেম ইহুদি...