ছেলেদের পারফিউম ব্যবহার করি: আলিয়া ভাট
আলিয়া ভাট আলিয়া ভাট। এখন যে কজন নায়িকা বলিউডকে শাসন করছেন, তাঁদের একজন। বলিউডের প্রখ্যাত পরিচালক মহেশ ভাট আর অভিনেত্রী সোনি রাজদানের কন্যা প্রতিটি ছবিতে নিজেকে ভাঙছেন আবার গড়ছেন। চলচ্চিত্র, ব্যক্তিগত জীবন, সামাজিক যোগাযোগমাধ্যম, প্রেম, বিয়ে—তিনি যা-ই করেন, অথবা করেন না, তাই-ই খবর হচ্ছে। সম্প্রতি ‘ফিল্মফেয়ার’ আর ‘বিবিসি এশিয়ান নেটওয়ার্ক’কে দেওয়া সাক্ষাৎকারে তাঁর শিল্প ও ব্যক্তিসত্তা নিয়ে কথা বলেছেন। তাঁরই কিছু অংশ দেওয়া হলো এখানে। আপনি নাকি ছেলেদের পারফিউম ব্যবহার করেন? হ্যাঁ। মেয়েদের পারফিউমে কেমন যেন ফলের গন্ধ। ফলের গন্ধ আমার ভালো লাগে না। আমার পছন্দ মসলার গন্ধ। তাই ছেলেদের পারফিউম ব্যবহার করি। অর্জুন কাপুরের পারফিউমের রুচি খুব ভালো। আপনার অপছন্দের সহকর্মী কে? বরুণ ধাওয়ান। ও খুব খুঁতখুঁতে। চরিত্র নিয়ে খুব বেশি নাড়াচাড়া করে। আর সেটা সেটের অন্যদের মধ্যেও ছড়িয়ে দেয়। যেমন আমাদের জীবনের প্রথম শট, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির ‘রাধা’ গানের জন্য সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান আর আমাকে একবার ঘুরে হাসতে হবে। এটুকুই। প্র্যাকটিস শট। সেই প্র্যাকটিস শটের জন্যও বরুণ অনেকবার প্র্যাকটিস ক...