Posts

Showing posts from October 24, 2020

লাদাখের দিকে সতর্ক নজর আমেরিকার

Image
  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষা সচিব মার্ক এসপার। শনিবার ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানালেন, লাদাখে ভারত-চীন সেনা সমাবেশের দিকে সতর্ক নজর রাখছে আমেরিকা। তারা চায় না, সেখানে উত্তেজনা আরও বৃদ্ধি পাক।  আমেরিকা জানিয়েছে, দক্ষিণ চীন সাগরে ভারতের নৌ সেনার উপস্থিতিতে তারা খুশি। হিমালয়ে অথবা সমুদ্রে, চীন যেখানেই আগ্রাসী ভূমিকা নেবে, তাকে ঠেকাতে হবে। সেজন্য সমমনস্ক দেশগুলির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছে আমেরিকা। অনলাইন প্রেস বিবৃতিতে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, কেবল দক্ষিণ চীন সমুদ্রে নয়, সামগ্রিকভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতের সঙ্গে নানা বিষয়ে সহযোগিতা বাড়ানোর জন্য আমাদের আলোচনা চলছে।  চীনের কঠোর সমালোচনা করে মার্কিন মুখপাত্র বলেন, হিমালয় থেকে দক্ষিণ চীন সমুদ্র পর্যন্ত সামগ্রিকভাবে ভারতীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন আগ্রাসী মনোভাব নিয়ে চলছে। ফলে ভারতের সঙ্গে সহযোগিতা করে চলা আমাদের পক্ষে আরও প্রয়োজনীয় হয়ে পড়েছে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

লন্ডন থেকে নওয়াজ শরীফকে দেশে আনতে মরিয়া ইমরান খান

Image
  নওয়াজ শরীফ ও ইমরান খান। চিকিৎসা নিতে বৃটেনে অবস্থান করছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। সেখানে বসে তিনি দেশের রাজনীতিতে বড় প্রভাব সৃষ্টি করেছেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে নওয়াজ শরীফকে বৃটেন থেকে দেশে ফিরিয়ে আনতে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইমরান খানের সরকার। এ জন্য প্রয়োজন হলে তিনি ব্যক্তিগতভাবে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে কথা বলতেও প্রস্তুত পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান। এদিকে নওয়াজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। তবে দৃশ্যত সহসাই দেশে ফিরছেন না নওয়াজ। তবে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে বৃটিশ সরকার জড়িত হবে না বলে পাকিস্তান কর্মকর্তাদের জানিয়ে দেয়া হয়েছে।   সম্প্রতি ৯ দলীয় যে সরকার বিরোধী জোট হয়েছে তাতে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে অগ্নিঝরা বক্তব্য রাখেন নওয়াজ শরীফ। ইমরান খান বলেছেন, যেহেতু নওয়াজ শরীফকে বৃটেন থেকে দেশে আনা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তাই তাকে দ্রুত দেশে ফেরত পাঠানোর বিষয়ে বৃটিশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। তাকে ফেরত পেতে আমরা পূর্ণাঙ্গ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি আমি পার...

সুদান-ইসরায়েল সম্পর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র : ইরান

Image
  ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, ঘুষ খেয়ে মার্কিন সরকার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সুদানের সম্পর্ক প্রতিষ্ঠা করে দিয়েছে। মার্কিন সন্ত্রাসী তালিকা থেকে সুদানকে মুক্ত করার জন্য মার্কিন সরকার ওই ঘুষ নিয়েছে। খবর পার্সটুডে। আজ শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটারে দেয়া এক পোস্টে একথা বলেছে। পোস্টে বলা হয়, “যথেষ্ট পরিমাণে ঘুষ দিন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে সবরকমের অত্যাচার ও অন্যায়ের বিষয়ে চোখ বন্ধু করে রাখুন তাহলে আপনি কথিত সন্ত্রাসীরা তালিকা থেকে মুক্ত হয়ে যাবেন।” গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে, সম্পর্ক স্বাভাবিক করার পথে ইসরাইল এবং সুদান অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুক ও দেশটির সার্বভৌম পরিষদের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিকনফারেন্সের মাধ্যমে আলোচনা করার পর ওভাল অফিস থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তির কথা ঘোষণা করেন। বিডি-প্রতিদিন/শফিক