Posts

Showing posts from July 5, 2018

স্টার ওয়ারসের ‘লেজার একে-৪৭’ আনছে চীন

Image
কল্পকাহিনিভিত্তিক  সিনেমাগুলোতে ব্যবহৃত হয়, এমন বিধ্বংসী ‘লেজার গান’ বাস্তবে আনছে চীন। হাতে ধরা এ বন্দুকগুলো যে আলোর রশ্মি উৎপন্ন করে তা খালি চোখে দেখা যায় না। বন্দুকগুলো এমনই বিধ্বংসী যে মানুষের শরীরের হাড়-মাংস গলিয়ে ফেলতে সক্ষম। প্রায় এক কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে তেজস্ক্রিয় রশ্মিসমৃদ্ধ এই ‘লেজার গান’। এ প্রকল্প সংশ্লিষ্ট চীনা বিজ্ঞানী ও গবেষকেরা এমনটাই জানিয়েছেন। সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, হলিউডের কল্পকাহিনিভিত্তিক সিনেমা স্টার ওয়ারসের বিধ্বংসী বন্দুক বাস্তবে নিয়ে আসছে চীন। তেজস্ক্রিয় রশ্মিসমৃদ্ধ এ বন্দুককে বলা হচ্ছে জেডকেজেডএম-৫০০ লেজার অ্যাসল্ট রাইফেল। হাতে ধরা এ বন্দুকগুলোর রশ্মি কঠিন ধাতু নির্মিত জানালার মধ্য দিয়েও যেতে পারে। অস্ত্রটিকে শক্তি জোগাবে বিশেষভাবে তৈরি লিথিয়াম আয়ন ব্যাটারি; যা সাধারণ গুলি চেয়ে অনেকটাই হালকা। একটি ব্যাটারি থেকে প্রায় এক হাজার বার হামলা করা যাবে। ট্যাংক, বিমান ও জাহাজ থেকেও ব্যবহার করা যাবে এই অত্যাধুনিক অস্ত্রটি। একটি বন্দুকের দাম পড়বে প্রায় ১৫ হাজার মার্কিন ডলার। খবরে বলা হয়েছে, কারও গায়ের পোশাক যদি দাহ...

আগরতলা বিমানবন্দরের নামবদল

Image
বদলে গেল ত্রিপুরা বিমানবন্দরের নাম। বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত এই বিমানবন্দরের নাম দেওয়া হয়েছে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে। গতকাল বুধবার ভারত সরকার এই সিদ্ধান্ত নেয়। ভারতে সীমান্ত লাগোয়া আর কোনো বিমানবন্দর নেই। ভারত ভাগের আগেই ব্রিটিশ সরকার এই বিমানবন্দরটি চালু করে। ত্রিপুরার শেষ মহারাজা বাংলাদেশের চাকলা রোসনাবাদের শেষ জমিদার ছিলেন, বীর বিক্রম কিশোর মানিক্য। চলতি বছরে ত্রিপুরা বিধানসভার নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রতিশ্রুতি ছিল প্রয়াত আদিবাসী মহারাজার নামেই বিমানবন্দরের নাম দেওয়া হবে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা নামবদলের প্রস্তাবটি দিল্লিতে পাঠায়। গতকাল ভারতের মন্ত্রিসভা সেই প্রস্তাবকে স্বীকৃতি দেয়। নাম বদলের পর টুইটে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিপুরার মুখ্যমন্ত্রীও প্রধানমন্ত্রীকে রাজ্যবাসীর পক্ষ থেকে পাল্টা অভিনন্দন জানিয়েছেন। গতকাল রাতেই দিল্লি থেকে আগরতলা ফেরেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁকে মন্ত্রী, বিধায়ক ও বিজেপি সদস্যরা বিমানবন্দরে বিশেষ অভ্যর্থনা জ...

আতঙ্কে আসামের ৯০ লাখ মুসলমান

Image
আতঙ্কে আছেন আসামে বসবাসকারী ৯০ লাখ মুসলমান। সেখানে জাতীয় নাগরিক পঞ্জি(এনআরসি) হালনাগাদ করার কাজ শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। সুপ্রিম কোর্টের নজরদারিতে চলা এই প্রক্রিয়া আসামে বসবাসকারী ভারতীয় নাগরিকদের নাম তালিকাভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হবে। এনআরসি’তে বিদেশী হিসেবে চিহ্নিত হলে তাদের ভাগ্যে কি ঘটতে চলেছে সে বিষয়ে কোন ধারণা নেই তাদের। খবর বিবিসি’র। খবরে বলা হয়, এনআরসি’র কারণেই আসামে বসবাসকারী বাংলাভাষী প্রায় ৯০ লাখ মুসলমান ভীষণ আতঙ্কের মধ্যে রয়েছেন। সংখ্যাটা মুসলমানদের তুলনায় অনেক কম হলেও বাঙালি হিন্দুদের একটা অংশের মধ্যেও রয়েছে আতঙ্ক। বর্তমানে আসামের বাংলাভাষী মুসলমানদের মধ্যে যে প্রশ্ন বিরাজ করছে তা হচ্ছে, এনআরসি শেষে যেসব মানুষকে ‘বিদেশি’ বলে চিহ্নিত করা হবে, তাদের ভবিষ্যৎ কী! ভারত আর বাংলাদেশের মধ্যে যেহেতু বিদেশি বা বাংলাদেশি বলে চিহ্নিত ব্যক্তিদের ফেরত পাঠানোর কোনো চুক্তি নেই। তাহলে যেসব মানুষ কয়েক প্রজন্ম ধরে ভারতকেই নিজেদের দেশ বলে মনে করে এসেছেন, তাদের নিয়ে কী করা হবে। সরকারের তরফ থেকে এ ব্যাপারে কোনো ঘোষণা দেওয়া হয়নি। ভারত আর বাংলাদেশের মধ্যে ‘বিদেশি’ বলে চি...