Posts

Showing posts from September 19, 2017

শাকিবের সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা অক্টোবরে! বিনোদন প্রতিবেদন | সোনালীনিউজ ডটকম

Image
ঢাকা:  সুপারস্টার শাকিব খানের নতুন সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে অক্টোবরে! সংগঠনের অন্যতম উদ্যোক্তা ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘ইতোমধ্যে ২০০’শ সদস্য নাম এন্ট্রি করা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক করা হয়েছে চিত্রপরিচালক কাজী হায়াতকে। আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে আমরা সংবাদ সম্মেলন করে যাত্রা শুরু করবো। আমাদের নুতন সংগঠনের নাম ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’। ১৯৩৭ সালে গঠিত ‘ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন’ (ইমপা)-এর আদলে হতে যাচ্ছে চলচ্চিত্রের নতুন সংগঠনটি। আমরা শেষ মূহুর্তের প্রস্তুতি নিচ্ছি। শাকিব খান আমাদের এই সংগঠনের ভাইটাল পোস্টে থাকবেন। তিনি দেশে ফিরলে আরো বিস্তারিত জানানো হবে। আমরা তার দেশে ফিরে আসার অপেক্ষায় আছি। আমরা চাইছি সরকারের অনুমোদন নিয়ে এই সংগঠন করতে। নিবন্ধন করে তথ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীণ একটি সংগঠন হবে এটি। চলচ্চিত্রের সার্বিক উন্নয়নে কাজ করবো আমরা। চলচ্চিত্রের বাইরে যে কোনো শিল্পী-প্রযোজকেরাও এখানে তালিকাভুক্ত হতে পারবেন।’ চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী, পরিচালক, প্রযোজক, ...

Great Tsunami Wave Hits Beach ✰ Crazy Tsunami ✰

Image
4:57 Great Tsunami Wave Hits Beach ✰ Crazy Tsunami ✰

টেকনাফ হবে ‘রোহিঙ্গা নগরী’!/

Image
  উখিয়া উপজেলার সদর বাজার থেকে শুরু করে টেকনাফের সাবরাং নয়াবাজার পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটারজুড়ে রাস্তার দুই পাশেই ক্ষুধার্ত মানুষ আর মানুষ। তবে এখানে অবস্থান নেওয়া লোকদের মাঝে অধিকাংশই পুরাতন রোহিঙ্গা। তাদের কারণে নতুন রোহিঙ্গারা অসহায় বলে জানা গেছে। উখিয়ায় রয়েছে ৫টি বড় বড় ক্যাম্প এর মধ্যে বেসরকারি হিসেবে তাজনির মারখোলা ক্যাম্পে দুই লাখ, হাকিরপাড়া ক্যাম্পে দেড় লাখ, জামতলী ক্যাম্পে ৪০ হাজার, বালুখালী ক্যাম্পে দুই লাখ, খাইনখালী উচ্চ বিদ্যালয়ে ২০ হাজার, লাম্বার এশিয়া পাহাড়ে ১ লক্ষ রোহিঙ্গা রয়েছে। টেকনাফে লোকসংখ্যা ২ লাখ ৮২ হাজার হলেও ভোটার সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ১০ জন। এখানে রোহিঙ্গাদের বড় আশ্রয়কেন্দ্র পুটিবুনিয়া (নতুন), লেদা (অনিবন্ধিত) ও নয়াপাড়া (সরকারি নিবন্ধিত) এই তিনটি। এই তিন কেন্দ্রে এখন রোহিঙ্গার সংখ্যা আড়াই লক্ষাধিক। ক্যাম্পগুলোতে লোকসংখ্যা প্রতিদিনই বাড়ছে। এ ছাড়া পাহাড়ের ঢালে, সড়কের পাশে অনেক ছোট ছোট বস্তি গড়ে উঠেছে। আবার অনেকে তাদের পতিত ভিটায় বাঁশ, ত্রিপল, প্লাস্টিক দিয়ে লম্বা ঘর করে ভেতরে বেড়া দিয়ে আলাদা করে রোহিঙ্গাদের ভাড়া দিচ্ছেন। এসব দশ বাই দশ হাত ঘরের মাসিক ...

বাবার কোলে নিষ্পাপ শিশুর লাশ!

Image
‎ অসহায় বাবার কোলে নিষ্পাপ শিশুর লাশ! পৃথিবীতে এর চেয়ে বড় কষ্টের বোঝা আর কি হতে পারে? হে আল্লাহ, আপনি রোহিঙ্গা মাসুম শিশুদের রক্ষা করুণ।। Source  Rubon Rahman ‎   to   Beauty of Bangladesh

মিয়ানমারের চাল একটি মেইলের অপেক্ষায় /আশরাফুল হক রাজীব

Image
একটি মেইল এলেই মিয়ানমারের চাল আসাটা নিশ্চিত হবে। সেই মেইল না আসা পর্যন্ত চাল আসবে কি না তা কেউই নিশ্চিত হতে পারছেন না। কারণ গতকাল সোমবার মিয়ানমারের সঙ্গে কোনো চুক্তি হয়নি। মিয়ানমারের প্রতিনিধিরা গতকাল সকালে কোনো বৈঠকেও বসেননি। খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, হোটেল ত্যাগ করার আগে তাদের সঙ্গে ফোনে কথা বলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি অনুরোধ করেন ৪৪২ ডলার দরেই যেন ১ লাখ টন চাল বাংলাদেশকে দেওয়া হয়। মিয়ানমারের প্রতিনিধিরা মন্ত্রীর অনুরোধে সায় দিয়ে বলেছেন, চাল দেবেন। কিন্তু যাওয়ার আগে কোনো চুক্তি করেননি। মিয়ানমার পৌছে তারা মেইল করার কথা বলে গেছেন। এই মেইলের প্রতীক্ষায় সময় পার করছেন খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা। সরকারের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিয়ানমারের প্রতিনিধিরা গত রবিবার দিনভর বৈঠক করেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে। সেখানে দর নিয়ে কথাবার্তা হয়। বৈঠকে দুপক্ষের দরাদরিতে ব্যবধান ছিল ১০ ডলার। বাংলাদেশ প্রতি টন চালের দাম দিতে চেয়েছিল ৪৪০ ডলার। কিন্তু মিয়ানমার প্রতিনিধি দল ৪৫০ ডলারের নিচে নামেনি। ওই অবস্থায়ই দিনের বৈঠক শেষ হয়। উভয় পক্ষের মধ্যে আবার কথা হয় মিয়...

চরম স্বাস্থ্য ঝুঁকিতে ৫৪ হাজার রোহিঙ্গা মা /কালের কণ্ঠ অনলাইন

Image
মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে আসা ৫৪ হাজার গর্ভবতী ও স্তন্যদানকারী নারী চরম স্বাস্থ্য ঝুঁকিতে আছেন। ঝুঁকিতে আছে শিশুরা। প্রয়োজনীয় ওষুধ এবং পুষ্টি সহায়তা পাচ্ছে না তারা। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি)-এর হিসাব অনুযায়ী, ২৫ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মিয়ানমারের রাখাইন থেকে চার লাখ ১২ হাজার রোহিঙ্গা শরণার্থী এসেছেন। তাঁদের মধ্যে এক লাখ ৫৮ হাজার নতুন অস্থায়ী ক্যাম্পে আশ্রয় পেয়েছেন। দুই লাখ ৩৩ হাজার কক্সবাজার এলাকায় নানাভাবে নিজেদের উদ্যোগে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নিয়েছেন। আর ২১ হাজার আগে আসা রোহিঙ্গার কাছে আশ্রয় পেয়েছেন। নতুন আসা রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে প্রায় তিন লাখের জরুরি ভিত্তিতে পুষ্টি সহায়তা প্রয়োজন। আর যাদের এই পুষ্টি সহায়তা প্রয়োজন তাদের মধ্যে এক লাখ ৫৫ হাজার আছে পাঁচ বছরের কম বয়সি শিশু। ১৪ হাজার শিশু চরম পুষ্টিহীনতায় ভুগছে। ৫৪ হাজার গর্ভবতী মা এবং স্তন্যদানকারী মা রয়েছেন চরম স্বাস্থ্য এবং পুষ্টিহীনতার ঝুঁকিতে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে গর্ভবর্তী ...

সামরিক শক্তিতে কার দৌড় কত, তালিকায় আছে বাংলাদেশ-মিয়ানমারও

Image
বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনীর ৫০টি করে তথ্য বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেস্ক। বাংলাদেশ এ তালিকায় সামরিক শক্তির দিক দিয়ে ৫৬তম অবস্থানে রয়েছে। এতে বিশ্বের ১০৬টি দেশের তালিকা করা হয়েছে। যেখানে স্থান পেয়েছে সামরিক বাহিনীর সদস্যসংখ্যা থেকে শুরু করে পরমাণু শক্তিধর সাবমেরিনের হিসাব। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার। এ তালিকা অনুযায়ী বিভিন্ন দেশের সামরিক শক্তির পার্থক্যও স্পষ্টভাবে ধরা পড়ে। এতে যুদ্ধাস্ত্র ছাড়াও যুদ্ধ করার উপযোগী জনসংখ্যাও বিবেচনা করা হয়। এসব দিক দিয়ে দেখা গেছে যুদ্ধ করার উপযোগী জনসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে চীনের। অন্যদিকে ট্যাংক সবচেয়ে বেশি রয়েছে রাশিয়ার, বিমান সবচেয়ে বেশি রয়েছে যুক্তরাষ্ট্রের। তবে পারমাণবিক বোমার দিক দিয়ে রাশিয়া এগিয়ে থাকলেও বিমানবাহী রণতরীর দিক দিয়ে তারা পিছিয়ে রয়েছে। তবে আশ্চর্যজনকভাবে ডুবোজাহাজের সংখ্যার দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে উত্তর কোরিয়া। TRENDING NOW The Hidden Link Between Alzheimer's and Berries Hot Girls in Bi...