আজ পর্যন্ত কোনও পাক প্রধানমন্ত্রী পুরো মেয়াদ থাকেননি সুজয় চক্রবর্তী ২৯ জুলাই, ২০১৭, ১৬:৪৪:২৯ | শেষ আপডেট: ২৯ জুলাই, ২০১৭, ২০:৩৯:০৭ মধ্যমণি নওয়াজ শরিফ। বাঁ দিকে (ওপরে ও নীচে) বেনজির ভুট্টো ও জিয়াউল হক। ডান দিকে (ওপরে ও নীচে) জুলফিকার আলি ভুট্টো ও আয়ুব খান। শুধু নওয়াজ শরিফই নন। তথ্য-পরিসংখ্যান জানাচ্ছে, স্বাধীনতার ৭০ বছর পরেও পাকিস্তান এমন কোনও প্রধানমন্ত্রী পায়নি, যিনি তাঁর পুরো মেয়াদটা ছিলেন ক্ষমতায়। এক রাজা যান। অন্য রাজা আসেন। কোনও রাজাই থাকতে পারেন না পুরোটা মেয়াদ। রাজাদের চলে যেতে বাধ্য করা হয়। কখনও সেনা অভ্যুত্থান, কখনও বাধ্যতামূলক ইস্তফা, কখনও আদালতের রায়, কখনও গৃহবন্দি, কখনও বা খুন অথবা দুর্ঘটনায় মৃত্যু হয়ে মেয়াদ ফুরনোর আগেই চেলে যেতে হয়েছে পাক প্রধানমন্ত্রীদের। একের পর এক। লিয়াকৎ আলি খান দিয়ে শুরু। এখন নওয়াজও আর ‘শরিফ’ নন! শীর্ষ পদগুলির অস্থিরতা, অস্থায়ী সরকারই যেন পাকিস্তানের ললাটলিখন! যাঁরা পাকিস্তান রাজনীতির ওপর নজর রাখেন, সেই বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, সেই দিন হয়তো বা এ বার বদলাতে চলেছে পাকিস্তানে। পাক গণতন্ত্র হয়তো এ...
Posts
Showing posts from July 29, 2017
- Get link
- X
- Other Apps
সূর্যোদয় না হওয়া পর্যন্ত পশ্চিম দিকে সজাগ চোখ রাখতে হবে ভারতকে অঞ্জন বন্দ্যোপাধ্যায় ২৯ জুলাই, ২০১৭, ০৪:০১:২১ | শেষ আপডেট: ২৯ জুলাই, ২০১৭, ১২:২৯:১৩ 1.6K 5 নওয়াজ শরিফ। একটা সূর্যাস্ত হয়েছে। কিন্তু, খুব স্বাভাবিক ভাবে হয়নি। পশ্চিম দিগন্তে অশনি-সঙ্কেত রেখে ডুবেছে সূর্যটা। দিগন্তের ওই পাশে কেমন যেন অস্থিরতার আভাস, স্থিতিটা ন়়ড়ে গিয়েছে আচমকা, টালমাটাল এক সন্ধিক্ষণ। এমন অস্থির সন্ধিক্ষণ পশ্চিম দিগন্তের ও পারে এই প্রথম বার এল, তা নয়। আগেও বহু বার টালমাটাল হয়েছে পাকিস্তান। রাজনৈতিক নেতৃত্ব বার বার দুর্বল হয়েছে সে দেশে। প্রত্যেকটি অবকাশে না হলেও, অধিকাংশ অবকাশেই বিপর্যয় নেমে এসেছে সে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার উপরে। আর প্রত্যেক বার সেই বিপর্যয়ের আঁচ এসে লেগেছে ভারতের গায়ে। সুতরাং, নয়াদিল্লিকে এখন অত্যন্ত সজাগ ও সতর্ক চোখে তাকিয়ে থাকতে হচ্ছে ইসলামাবাদের দিকে। নওয়াজ শরিফ আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নন। সে দেশের সর্বোচ্চ আদালতের রায়ে দুর্নীতি মামলায় ফৌজদারি প্রক্রিয়া শুরু হচ্ছে নওয়াজের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী পদে এবং পাক ন্যাশনাল অ্যাস...
- Get link
- X
- Other Apps
ঈশ্বরদীতে দুই ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ২৯ জুলাই, ২০১৭ ইং ১৮:১৩ মিঃ পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে দুই ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ। ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা ডিবি পুলিশের পরিচয় দিয়ে ডাকাতির কাজে জড়িত ছিল। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে শহরের পশ্চিম টেংরীর রেলকলোনী এলাকায় অভিযান চালিয়ে ওই ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হওয়া হলো বাঘা উপজেলার গোয়ালগাঁও এলাকার হাবিব প্রাং এর ছেলে কোরবান আলী (২৭) ও ঈশ্বরদী শহরের কাচারীপাড়া এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে ইব্রাহিম হোসেন (২৮)। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। ইত্তেফাক/ইউবি
- Get link
- X
- Other Apps
হাম্বানটোটা বন্দর নিয়ে চীনের সঙ্গে শ্রীলংকার চুক্তি অনলাইন ডেস্ক ২৯ জুলাই, ২০১৭ ইং ১৫:২৯ মিঃ শ্রীলংকার দক্ষিণাঞ্চলীয় হাম্বানটোটায় ১১০ কোটি ডলারের বিনিময়ে গভীর সমুদ্রবন্দরের নিয়ন্ত্রণ এবং উন্নয়নের জন্য চীনের সঙ্গে একটি চুক্তি করেছে দেশটির সরকার। চীনা সামরিক বাহিনী বন্দরটি ব্যবহার করতে পারে এমন আশঙ্কা থেকে চুক্তিটি কয়েক মাস বিলম্বের পর স্বাক্ষরিত হলো। সরকার নিশ্চিত করছে যে শুধুমাত্র বাণিজ্যিক কাজেই চীন বন্দরটি ব্যবহার করা হবে। এছাড়া এশিয়া এবং ইউরোপের মধ্যে পণ্যবাহী জাহাজ চলবে এই বন্দর দিয়ে। শ্রীলংকার সরকার বলছে এই চুক্তি থেকে পাওয়া অর্থ তাদের বৈদেশিক ঋণ পরিশোধে সাহায্য করবে। চুক্তি অনুযায়ী, রাষ্ট্র মালিকানাধীন একটি চীনা কোম্পানি ৯৯ বছরের জন্য বন্দর এবং তার সংলগ্ন ১৫,০০০ একর জমি শিল্পাঞ্চল তৈরির জন্য ইজারা নেবে। এই পরিকল্পনার ফলে হাজার-হাজার গ্রামবাসীকে উচ্ছেদ করতে হবে। তবে সরকার বলছে তাদের সবাইকেই নতুন জমি দেয়া হবে। জানা গেছে, ২০০৯ সালে শ্রীলংকায় ২৬ বছরব্যাপী গৃহযুদ্ধ শেষ হবার পর থেকে দেশটির অবকাঠামো খাতে চীন কোটি-কোটি ডলার বিনিয়োগ করেছে। বিবিস...
- Get link
- X
- Other Apps
তুরস্কে ৭ সাংবাদিকের মুক্তির নির্দেশ জঙ্গি সংশ্লিষ্টতায় ব্রিটিশ নাগরিক গ্রেপ্তার ইত্তেফাক ডেস্ক ২৯ জুলাই, ২০১৭ ইং ১৯:৩৯ মিঃ তুরস্ক সরকারের কট্টর সমালোচক হিসাবে পরিচিত ‘কামহুরিয়ত’ পত্রিকার গ্রেফতার হওয়া ১৭ সাংবাদিক-কর্মীর মধ্যে সাত সাংবাদিককে মুক্তিদানের নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। পরবর্তী শুনানির আগে তাদেরকে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। আর বাকি ১০ জনকে আটক রাখার কথা বলা হয়েছে। এদিকে সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসাবে তুরস্কে ব্রিটেনের এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। একটি সন্ত্রাসী সংগঠনকে অর্থায়নের অভিযোগে ওই সাংবাদিকদের গ্রেফতার করা হয়েছিল। যাদেরকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন: মুসা কার্ট,বুলেন্ট উকতু,তুরান গুনে,অনদার সিলিক,কেমাল গুংগর,হাকান কারাসিনির এবং গুরাই ওজে। বিচার বিভাগীয় তত্ত্বাবধানে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। তবে তারা যদি বিচারে দোষী সাব্যস্ত হন, তাদের ৪৩ বছর পর্যন্ত জেল হতে পারে। অভিযুক্তদের মধ্যে লেখক, কার্টুনিস্ট এবং প্রশাসনিক কর্মকর্তাও রয়েছেন। আগামী ১১ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ...
- Get link
- X
- Other Apps
কর্মচারীদের ১১ দফা দাবি মেনে নিলেন রাসিক মেয়র স্টাফ রিপোর্টার, রাজশাহী ২৯ জুলাই, ২০১৭ ইং ২১:০১ মিঃ অবশেষে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের ১১ দফা দাবি মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। শনিবার বিকেলে নগর ভবনের সিটি হল সভা কক্ষে সাংবাদিক সম্মেলন করে মেয়র এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, কর্মচারীদের ১১ দফা দাবি নিয়ে নগর ভবনে অপ্রীতিকর ঘটনা ঘটছিল। পরিস্থিতি সামাল দিতেই তিনি দাবি মেনে নিয়েছেন। এখন নগরীর উন্নয়ন কর্মকাণ্ডে আবার গতি ফিরবে। উল্লেখ্য, নিজেদের ১১ দফা দাবি নিয়ে রাসিকের অস্থায়ী কর্মচারীরা গত ১২ জুন মানববন্ধন কর্মসূচি পালন করে। ওই মানববন্ধনের পর ১৯ জুন নগর ভবনে তালা দিয়ে কর্মবিরতি পালন করা হয়। এরপর ৯ জুলাই থেকে লাগাতার কর্মবিরতি পালন করা হয়। তালা ঝুলানো হয় নগর ভবনের প্রধান ফটক, গ্যারেজ ও রাসিক নিয়ন্ত্রিত শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায়। এরপর ১২ জুলাই আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়। ওই দিন কর্মচারীরা নিজেদের দাবি আদায়ে মেয়র বুলবুলকে ৭ দ...
- Get link
- X
- Other Apps
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা শেখ হাসিনা গড়বেন' দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা ২৯ জুলাই, ২০১৭ ইং ২০:২১ মিঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা শেখ হাসিনা নিজের হাতেই গড়বেন। এজন্য তাকে ২০বার হত্যা চেষ্টার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু আল্লার অশেষ মেহেরবানীতে তিনি এখনও বেঁচে আছেন। তিনি বলেন, 'দেশের সর্বক্ষেত্রে নারী অধিকার বাস্তবায়ন করা হয়েছে। শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নে নারী শিক্ষার বিশেষ ভূমিকা রয়েছে। কেননা এদেশের একটি বৃহৎ অংশ নারী। সেদিক চিন্তা করে দেশের প্রতিটি ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। নারীরা নিজেকে শিক্ষিত ও দক্ষ জনশক্তি রূপে গড়ে তুলে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছে। তাই জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের কথা চিন্তা করে দেশে নারী শিক্ষায় বিশেষ নজর দেয়া হচ্ছে। শনিবার বিকেলে ঢাকার দোহার উপজেলার মুকসুদপুরে পদ্মা কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি এ কলেজের প্রতিষ্ঠাতা সদস্য। আসাদুজ্জামান খান কামাল বলেন, নারীদের অব...
- Get link
- X
- Other Apps
জঙ্গি রাশেদ ৬ দিনের রিমান্ডে ইত্তেফাক রিপোর্ট ২৯ জুলাই, ২০১৭ ইং ১৭:৫৫ মিঃ গুলশানের হোলি আর্টিজানে হামলার মামলায় গ্রেফতার আসলাম হোসেন ওরফে রাশেদকে ছয় দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছে আদালত। শনিবার ঢাকার মহানগর হাকিম নুরুন নাহার ইয়াসমীন এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজম বিভাগের পরিদর্শক হুমায়ূন কবির তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্র বলছে, আসামির পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। শুক্রবার ভোরে নাটোরের সিংড়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররাকে। বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত সুপার (গণমাধ্যম) সনাতন চক্রবর্তী বলেন, গুলশান হামলার মূল সমন্বয়ক তামিম চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন রাশেদ (২৪)। তিনি এই হামলার অন্যতম পরিকল্পনাকারী। তাঁর বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। বাবার নাম আবদুস সালাম। ইত্তেফাক/এএম।
- Get link
- X
- Other Apps
ঢাবিতে শিক্ষক-শিক্ষার্থী ধস্তাধস্তি বিশ্ববিদ্যালয় রিপোর্টার ২৯ জুলাই, ২০১৭ ইং ২০:০৭ মিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষক ও ছাত্রদের মধ্যে হাতাহাতি, ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুইজন শিক্ষক সহ কয়েকজন ছাত্র আহত হয়েছেন। শনিবার সিনেট ভবনে উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য বিশেষ অধিবেশন ছিলো। বেলা সাড়ে তিনটার দিকে বাম ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সিনেট ভবনের ফটকে জড়ো হন। তারা ডাকসু নির্বাচনের দাবিতে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা ফটক ভেঙে ভেতরে ঢুকে যান। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক এম আমজাদ আলী, সহকারী প্রক্টর রবিউল ইসলামসহ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তারা ফটকের ভেতরে অবস্থান করছিলেন। তারা শিক্ষার্থীদের বাধা দিলে দুপক্ষের মধ্যে হাতাহাতি, ধস্তাধস্তি হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের প্রভাষক রাকিবুল হাসান সহ দুই শিক্ষক আহত হন। রাকিবুল হাসান প্রাথমিক চিকিৎসা ন...
- Get link
- X
- Other Apps
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য ৩ জনের প্যানেল ঘোষণা অনলাইন ডেস্ক ২৯ জুলাই, ২০১৭ ইং ১৮:১৯ মিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগের জন্য তিনজনের একটি প্যানেল মনোনীত করা হয়েছে। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিনেটের এক বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিন সদস্যের প্যানেল মনোনয়ন পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অধিবেশনে সভাপতিত্ব করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩’র আর্টিক্যাল ১১(১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এ প্যানেলের যে কোনো একজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ করবেন। এ প্যানেলে মনোনীতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন ও থিওরিটিক্যাল এন্ড কম্পিউটেশনাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩’র আর্...
- Get link
- X
- Other Apps
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য ৩ জনের প্যানেল ঘোষণা অনলাইন ডেস্ক ২৯ জুলাই, ২০১৭ ইং ১৮:১৯ মিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগের জন্য তিনজনের একটি প্যানেল মনোনীত করা হয়েছে। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিনেটের এক বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিন সদস্যের প্যানেল মনোনয়ন পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অধিবেশনে সভাপতিত্ব করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩’র আর্টিক্যাল ১১(১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এ প্যানেলের যে কোনো একজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ করবেন। এ প্যানেলে মনোনীতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন ও থিওরিটিক্যাল এন্ড কম্পিউটেশনাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩’র আর্...
- Get link
- X
- Other Apps
প্রকাশ : শনিবার, ২৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৯ জুলাই, ২০১৭ ০০:১২ প্রিন্ট করুন তাহলে অস্ট্রেলিয়া আসছে! ক্রীড়া প্রতিবেদক Currently 0/5 1 2 3 4 5 গড় রেটিং: 0 /5 (0 টি ভোট গৃহিত হয়েছে) সব সংশয় দূর করে দুই টেস্ট সিরিজ খেলতে তাহলে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া! যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এখন পর্যন্ত সিরিজের ভবিষ্যৎ নিয়ে আগাম কোনো কথা বলেনি। তারপরও আর্থিক লভ্যাংশের বণ্টন নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ও স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের বিপরীতমুখী অবস্থানের জন্য ভেস্তে যাওয়ার পথে সিরিজ। তবে পাঁচ সদস্যের অস্ট্রেলিয়ান প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে যাওয়ার পর এখন পালে সুবাতাস লেগেছে। ঢাকা ও চট্টগ্রামের ভেন্যু পরিদর্শন শেষে পরিদর্শন দল নিরাপত্তা ও লজিস্টিক সাপোর্ট নিয়ে ইতিবাচক কথা বলবে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ভেন্যু পরিদর্শন শেষে অস্ট্রেলিয়ার ম্যানস টিম ম্যানেজার গ্যাভিন ডুভে মিডিয়াকে জানিয়েছেন, অস্ট্রেলিয়া ফিরে তারা ইতিবাচক রিপোর্টই জমা দেবেন। আশা করছেন, স্মিথরাও সফর করবেন। সফরকারী অস্ট্রেলিয়ান প্রতিনি...
- Get link
- X
- Other Apps
প্রকাশ : ২৯ জুলাই, ২০১৭ ১০:০২ অনলাইন ভার্সন আপডেট : ২৯ জুলাই, ২০১৭ ১১:২৯ প্রিন্ট করুন মক্কাকে লক্ষ্য করে বিদ্রোহীদের মিসাইল হামলা! অনলাইন ডেস্ক Currently 5.00/5 1 2 3 4 5 গড় রেটিং: 5.0 /5 (1 টি ভোট গৃহিত হয়েছে) ফাইল ছবি সৌদি আরবের মক্কাকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা একটি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে বলে জানিয়েছে সৌদি সেনাবাহিনী। সৌদি সেনাবাহিনী বলছে, মিসাইলটি পবিত্র শহর মক্কাকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল। পরে তা মক্কা নগরীর ৭০ কিলোমিটার দক্ষিণে ধ্বংস করা হয়। তবে হুতিরা জানিয়েছে, মিসাইলটি মক্কার কাছে তায়েফ শহরে অবস্থিত সৌদি বিমানঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল। মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র এই শহরে এখন হজ উপলক্ষে হাজার হাজার মানুষ জড়ো হতে শুরু করেছেন। আর সেটা লক্ষ্য করেই কি এই মিসাইল ছোঁড়া হয়েছিল কিনা তা নিয়েই প্রশ্ন উঠছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, হজ বানচাল করার লক্ষ্যে শিয়া হুতিদের একটি চেষ্টার অংশ হিসেবে মিসাইলটি ছো...