বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা শেখ হাসিনা গড়বেন'
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা২৯ জুলাই, ২০১৭ ইং ২০:২১ মিঃ
'বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা শেখ হাসিনা গড়বেন'
 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা শেখ হাসিনা নিজের হাতেই গড়বেন। এজন্য তাকে ২০বার হত্যা চেষ্টার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু আল্লার অশেষ মেহেরবানীতে তিনি এখনও বেঁচে আছেন।
 
তিনি বলেন, 'দেশের সর্বক্ষেত্রে নারী অধিকার বাস্তবায়ন করা হয়েছে। শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নে নারী শিক্ষার বিশেষ ভূমিকা রয়েছে। কেননা এদেশের একটি বৃহৎ অংশ নারী। সেদিক চিন্তা করে দেশের প্রতিটি ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। নারীরা নিজেকে শিক্ষিত ও দক্ষ জনশক্তি রূপে গড়ে তুলে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছে। তাই জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের কথা চিন্তা করে দেশে নারী শিক্ষায় বিশেষ নজর দেয়া হচ্ছে।
 
শনিবার বিকেলে ঢাকার দোহার উপজেলার মুকসুদপুরে পদ্মা কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি এ কলেজের প্রতিষ্ঠাতা সদস্য।
 
আসাদুজ্জামান খান কামাল বলেন, নারীদের অবদান ছাড়া দেশের উন্নয়নের কথা চিন্তা করা যাবে না। তাইতো দেশের শিক্ষার প্রসারে ১৬লাখ কাওমি মাদ্রাসা শিক্ষার্থীকে শিক্ষা বোর্ডে আওতায় আনা হয়েছে। এটি একটি দৃষ্টান্ত।
 
এসময় স্বরাষ্ট্র মন্ত্রী শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, নিজেকে মেধাবী হিসেবে প্রতিষ্ঠা করো। এর জন্য নিজেকে মাদক থেকে দূরে রাখতে হবে। মাদক গ্রহণ শুধু নিজেকে নয় দেশকেও মেধা শূন্য করবে। অভিভাবকদের সচেতন হতে হবে। আপনার সন্তান কোথায় যায় কি করছে তার খোঁজ খবর রাখুন।
 
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পদ্মা কলেজ গভর্নিং বডির সভাপতি মেজর জেনারেল (অব) ডা. এ আর খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের হিতৈষী সদস্য ও ভূমি নিবন্ধন মহাপরিচালক ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোবারক হোসেন, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমীন প্রমুখ।
 
ইত্তেফাক/জামান

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা