Posts

Showing posts from February 3, 2020

দুজনকে ছুরিকাঘাত করে পুলিশের গুলিতে নিহত সন্ত্রাসী

Image
গুলির পর ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ। ০২ ফেব্রুয়ারি, লন্ডন, যুক্তরাজ্য। ছবি: রয়টার্স যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মহাসড়কে ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। এ ঘটনার পর পুলিশের গুলিতে নিহত হয়েছেন অভিযুক্ত ছুরিকাঘাতকারী ব্যক্তি। রোববার স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনা ‘সন্ত্রাসের সঙ্গে সংশ্লিষ্ট’ বলে উল্লেখ করেছে। পুলিশের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, লন্ডনের স্ট্রিথাম মহাসড়কে ছুরিকাঘাতের ঘটনায় দুজন আহত হলে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় জরুরি সেবা সংস্থা দ্রুত সাড়া দেওয়ায় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন টুইট করে ধন্যবাদ জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী ১৯ বছর বয়সী গুললেদ বুলহান নামে এক শিক্ষার্থী বলেন, একটি ওষুধের দোকানের সামনে গুলির ঘটনা ঘটে। তিনি রাস্তা পার হওয়ার সময় এক ব্যক্তির কাছে ধারালো চাপাতি দেখতে পান। ওই শিক্ষার্থী বলেন, ‘পরে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। আমি তিনটি গুলির শব্দ শুনেছি।’ তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ওই ব্যক্তিক...

পাকিস্তানে পঙ্গপালের হানায় জরুরি অবস্থা ঘোষণা

Image
পাকিস্তানের পাঞ্জাবে ফসল ধ্বংস করছে মরুভূমির পঙ্গপাল। ফলে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ওই এলাকায়। ছবি: সংগৃহীত পাকিস্তানের পাঞ্জাবের একটি বৃহৎ অংশের ফসল ধ্বংস করে দিচ্ছে মরুভূমির পঙ্গপাল। মাঠের ফসল একেবারে শেষ করে দিচ্ছে। ফলে পঙ্গপালদের এ আক্রমণ দূর করতে দেশটির সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী ইমরান খান গত শুক্রবার এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও চারটি প্রদেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা। এর আগে সিন্ধু প্রদেশেও আক্রমণ করেছে মরুভূমির পঙ্গপাল। শুক্রবারের বৈঠকে অনুমোদিত হয় ন্যাশনাল অ্যাকশন প্ল্যান। এর অধীনে পঙ্গপালের এই আক্রমণ কাটিয়ে উঠছে প্রয়োজন ৭৩০ কোটি রুপি। দেশে পঙ্গপালের প্রাদুর্ভাব জরুরি ভিত্তিতে নিয়ন্ত্রণ ও ফসলের ক্ষতি রোধে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন ইমরান খান। ২০১৯ সালের মার্চে পাকিস্তানে প্রথম পঙ্গপালের আক্রমণ হয়েছিল। পরে তা সিন্ধু, দক্ষিণ পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ায় কমপক্ষে ৯ লাখ হেক্টর জমিতে ছড়িয়ে পড়েছিল। ধ্বংস করে দেয় মাঠের ফসল। গাছের ফলও ক্ষতিগ্রস্ত হয়। এতে কয়েক ক...

ময়ূর নদের সীমানা জরিপ করে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ

Image
খুলনার ময়ূর নদ দখল করে নির্মাণ করা হচ্ছিল লিনিয়ার পার্কের স্থাপনা। ফাইল ছবি সিএস ও আরএস রেকর্ড অনুসারে খুলনার ময়ূর নদ জরিপ করে এর সীমানায় থাকা অবৈধ স্থাপনা অপসরণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পরিবেশ সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ও খুলনার জেলা প্রশাসকসহ বিবাদীদের নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে অবৈধ দখলদারদের তালিকাও এই সময়ের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। ‘ নদী দখল করে পার্কের স্থাপনা ’ শিরোনামে ২০১৬ সালের ১২ জুলাই প্রথম আলোতে ছবিসহ একটি প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, খুলনার ময়ূর নদ দখল করে নির্মাণ করা হচ্ছে লিনিয়ার পার্কের স্থাপনা। নগরের গল্লামারীতে নির্মাণাধীন পার্কটির জন্য নদীর পাঁচটি স্থানে স্থাপনাগুলো গড়ে তোলা হচ্ছে। প্রতিবেদনটি যুক্ত করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে (এইচআরপিবি) ওই বছরের ১৮ জুলাই হাইকোর্টে রিট করা হয়। এর প...

০২.০২.২০২০—হাজার বছর পর আসবে এমন এক দিন

Image
০২.০২.২০২০–এর মতো তারিখ দেখতে অপেক্ষা করতে হবে এক হাজার বছর। ছবি: টুইটার গতকাল রোববার ২ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ০২.০২.২০২০ তারিখটি ছড়িয়ে পড়েছিল। আশ্চর্য এ তারিখের সাক্ষী ছিল কোটি কোটি মানুষ। আর এমন ঘটনার জন্য বিশ্বকে অপেক্ষা করতে হবে আরও এক হাজার বছর। ২০২০ সালের ২ ফেব্রুয়ারি মানুষ সাক্ষী রইল প্যালিনড্রমের। রোববার এই তারিখ (০২.০২.২০২০)–সংক্রান্ত আট সংখ্যার পোস্ট ফেসবুক, টুইটারে অনেকেই শেয়ার করেছিলেন। এই তারিখ সামনে থেকে বা পেছন থেকে দেখলে বা পড়লে একই থাকে। ফলে দিন–মাস–বছর বা বছর–মাস–দিন যা–ই লেখা হোক না কেন, যেকোনো দিক থেকেই তা একই থাকে। অক্সফোর্ড ডিকশনারি অনুসারে, প্যালিনড্রোম এমন একটি শব্দ, শব্দগুচ্ছ বা ক্রম, যা সামনের দিকে পেছনের দিকে এবং পেছনের দিকে থেকে সামনের দিকে একই থাকে। প্যালিনড্রম সাধারণ একটি ব্যাপার হলেও দিন–মাস–বছর বা বছর–মাস–দিন যেভাবেই লেখেন বা দেখেন, তা একই থাকে। ছবি: টুইটার মূলত সংখ্যা নিয়ে যাঁদের আগ্রহ অনেক বা যাঁরা এগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করেন, তাঁদের কাছে প্যালিনড্রম সাধারণ একটি ব্যাপার। এর আগে শেষ প্যালিনড্রম তারিখ ছিল ৯০০ বছর আগে, ১১.১১.১১১১। আর এ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৬ ডিগ্রি সেলসিয়াস

Image
ছবি: সংগৃহীত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। সোমবার (৩ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান জানান, সোমবার সকাল সাড়ে ৯ টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানান তিনি। গত ২২ জানুয়ারি (বুধবার) ও ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে চায়ের নগরী খ্যাত এ শ্রীমঙ্গলে। যা বৃহস্পতিবার রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস ও বুধবার ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আরো পড়ুন:  ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, ২০১৪ সালে ১ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। ২০০৩ সালের ২৩ জানুয়ারি শ্রীমঙ্গলে ৫ ডিগ্রি এবং ২০০৪ সালের ২৮ ডিসেম্বর ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। উল্লেখ্য, ২০০৮ সালের ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৭...

সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় তুরস্কের ৪ সেনা নিহত

Image
ছবি: সংগৃহীত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবে সোমবার এক বোমা হামলায় তুরস্কের চার সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৯ সৈন্য। আহতদের একজনের অবস্থা গুরুতর। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানায়। মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলেছে, তুর্কিবাহিনী পাল্টা হামলা চালিয়ে লক্ষ্যসমূহ ধ্বংস করেছে। রুশ-তুরস্ক চুক্তির অংশ হিসেবে ওই এলাকায় আঙ্কারার ১২ টি পর্যবেক্ষণ চৌকি রয়েছে। এছাড়া রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সামরিক বাহিনী সমর্থিত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সেনারা সম্প্রতি ইদলিবে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট এই হামলার পর বলেছেন, এমন হামলার প্রতিশোধ তারা নিবে। ইত্তেফাক/এসআর

আফগানিস্তান থেকে পাকিস্তানে হামলা, নিহত ৭

Image
ছবি: সংগৃহীত আফগানিস্তান থেকে পাকিস্তানে হামলার ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানের অন্তত ৭ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। পাকিস্তানের স্থানীয় পুলিশের বরাত দিয়ে আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় বাজৌর জেলার সালারজাই এলাকার বাংরো বাটওয়ার গ্রামে মর্টার শেলের হামলা চালানো হয়। বাজৌরের জেলা পুলিশ কর্মকর্তা পির সাহাব বলেন, হামলায় একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে এক নারী ও চার শিশু আছে। এছাড়া হামলায় ওই পরিবারের একটি বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় বলে খবরে বলা হয়েছে। তবে ঠিক কারণে এই হামলার ঘটনা ঘটেছে বা কে হামলা চালিয়েছে এর বিস্তারিত কিছু বলতে রাজি হননি পির সাহাব। ইত্তেফাক/এসআর  পাকিস্তান  আফগানিস্তান  হামলা

করোনাভাইরাসের চিকিৎসায় নতুন পদ্ধতি অবলম্বন, মিলছে সাফল্য

Image
ফাইল ছবি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনায় আতঙ্কিত গোটা বিশ্ব। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। অব্যহত মৃত্যু মিছিল। এমন এক সময়ে করোনাভাইরাসের চিকিৎসায় হইচই ফেলে দিলেন থাইল্যান্ডের একদল চিকিৎসক। ফ্লু এবং এইচআইভি'র চিকিৎসার ওষুধের সংমিশ্রণে করোনাভাইরাসের চিকিৎসার নতুন এই ওষুধ তৈরি করেছেন তারা। গুরুতরভাবে অসুস্থদের মধ্যে নতুন এই ওষুধের প্রয়োগে প্রাথমিকভাবে ব্যাপক সাফল্য মিলেছে বলেও গতকাল রবিবার তারা দাবি করেছেন। করোনাভাইরাসের চিকিৎসায় নতুন এই পদ্ধতি অবলম্বন করছেন ব্যাংককের রাজাভিথি হাসপাতালের চিকিৎসকরা। তাদের এই চিকিৎসা পদ্ধতিতে গুরুতর অসুস্থ রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে ব্যাংকক হাসপাতালের ওই চিকিৎসকরা জানিয়েছেন। নতুন এই ওষুধ প্রয়োগের ২৪ ঘণ্টার মধ্যেই ইতিবাচক ফলাফল পাওয়া যাচ্ছে বলে জানা গিয়েছে। এইচআইভি'র চিকিৎসায় লোপিনাভির এবং রিটোনাভির ওষুধ ব্যবহার করা হয়। আর ফ্লুর চিকিৎসায় ব্যবহার করা হয় ওসেলটামিভির। করোনাভাইরাসের চিকিৎসায় বেশি পরিমাণে ওসেলটামিভিরের সঙ্গে লোপিনাভির এবং রিটোনাভির রোগীর দেহে প্রয়োগ করা হচ্ছে। আর এতে ব্যাপক সাড়া মিলেছে বলে চিকিৎসকদের দ...

কিভাবে বেঁচে গেলেন করোনাভাইরাসে আক্রান্ত এই ব্যক্তি? জানালেন নিজেই

Image
সংগৃহীত ছবি চীনে মহামারী রূপ নিয়েছে করোনোভাইরাস। উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৬০ জনের মৃত্যু হয়েছে। এই ভয়াবহতার মাঝেও চীনের এক ব্যক্তি এই ভাইরাসে সংক্রমিত হওয়ার পর সফলভাবে তা থেকে রোগমুক্ত হয়েছেন।  ইতিবাচকতা এবং আশা ছড়িয়ে দেওয়ার জন্য অনলাইনে তিনি তার নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। করোনাভাইরাস সংক্রমণের বিভিন্ন পর্যায় বর্ণনা করেছেন তিনি।   ৩৭ বছর বয়সী লি ঝেনডং নামের এই ব্যক্তি চীনের হুবেই প্রদেশের জিংজহু শহরে করোনাভাইরাস সনাক্ত হওয়া প্রথম ব্যক্তি। তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর সে সময়ের লড়াইয়ের সম্পর্কে বর্ণনা করেছেন। লি তার রোগমুক্তির কাহিনী সিক্সসথ টোন নামের ভিডিওতে প্রদর্শন করেছেন। লি জানিয়েছেন, তাকে ১৬ দিন ধরে চিকিৎসা নিতে হয়েছে। সংক্রমণের বিভিন্ন ধাপ সম্পর্কে তুলে ধরেছেন তিনি।   প্রথম পর্যায় :  লি জানান যে, প্রথম পর্যায়ে ডাক্তাররা তাকে রক্ত ​​এবং আল্ট্রাসাউন্ড পরীক্ষা করানোর পাশাপাশি চেস্টের (বক্ষ) রেডিওগ্রাফিও করিয়েছিলেন। তিনি বলেছেন, ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য আক্রান্ত ব্যক্তির যথাযথ...

ওআইসি’র বৈঠকে ইরানকে বাদ দিল সৌদি আরব

Image
ছবি সংগৃহীত মুসলিম দেশগুলোর সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশনের (ওআইসি) বৈঠকে ইরানকে বাদ দিয়েছে সৌদি আরব। আজ সোমবার রিয়াদে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসাভি জানান, সৌদি আরবের সরকার ইরানি প্রতিনিধি দলকে বৈঠকে অংশ নিতে বাধা দিয়েছে। দেশটি বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে চান এবং পরীক্ষা করে দেখতে চান ‘শতাব্দীর সেরা চুক্তি’ হিসেবে পরিচিত এই পরিকল্পনার প্রতি কেমন সমর্থণ আছে সদস্য দেশগুলোর। -আল জাজিরা ইত্তেফাক/এএম

করোনা আতঙ্কে কুকুর-বিড়াল হত্যার হিড়িক চীনে

Image
চীনে মহামারী রূপ নিয়েছে করোনোভাইরাস। উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও পুরো বিশ্বে করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪,৩৮০ জন।  চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে নতুন এক আতঙ্ক তৈরি হয়েছে দেশটিতে। প্রাণী থেকে মানুষের মধ্যে ভাইরাসটি সংক্রমিত হচ্ছে, এমন গুজব ছড়ানোর পর চীনারা তাদের পোষা প্রাণীগুলোকে বহুতল ভবন থেকে ছুড়ে মারছেন। কুকুর-বিড়ালের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা গেছে দেশটির বিভিন্ন শহরের রাস্তায় রাস্তায়। উহানের পার্শ্ববর্তী শহর তিয়ানজিনসহ চীনের সাংহাই শহরেও এমন ঘটনা ঘটেছে। শহরের এক রাস্তায় একসঙ্গে পাঁচটি পোষা বিড়াল রক্তাক্ত অবস্থায় মরে পড়ে থাকতে দেখা গেছে।  স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, বহুতল ভবনের একেবারে উপরের তলা থেকে ওই পোষা কুকুরগুলো ছুড়ে ফেলে দেয়া হয়। মাটিতে পড়ার আগে একটা গাড়ির উপরে পড়ে কুকুরগুলো। সেই শব্দ শুনে ঘুমন্ত অনেকে জেগে ওঠেন।  বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

গোপনে ফিলিস্তিন সফর করলো সিআইএ প্রধান

Image
জিনা হাসপেল গোপনে অধিকৃত ফিলিস্তিনের রামাল্লাহ শহর সফর করেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র প্রধান জিনা হাসপেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কথিত ডিল অব দ্য সেঞ্চুরি বা শতাব্দীর সেরা চুক্তি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার পর জিনা হাসপেল এই সফর করলেন।  বৃহস্পতিবার রামাল্লা পৌঁছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন জিনা হাসপেল। এদিকে, ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনা ফিলিস্তিনের সমস্ত রাজনৈতিক দল প্রত্যাখ্যান করেছে। যখন ফিলিস্তিনি নেতারা বলছেন, ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনা প্রকাশের পর তারা ওয়াশিংটন ও ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করবেন তখন জিনা হাসপেল রামাল্লা সফর করলেন।  ইসরায়েলি গণমাধ্যম বলছে, রামাল্লা সফর করলেও ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাসের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে পারেননি। এ সফরে তিনি ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের গোয়েন্দা পরিচালক মাজিদ ফারাজ এবং ফিলিস্তিন-ইসরায়েল আন্তঃসম্পর্ক বিষয়ক মন্ত্রী হোসেন আশ-শেখের সঙ্গে সাক্ষাৎ করেন। এসব বৈঠকে জিনা হাসপেল ফিলিস...

মিশন শেষে ফিরতে পারা ড্রোনের পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র

Image
মার্কিন যুক্তরাষ্ট্র ‘গ্র্যামলিন’ নামে নতুন একটি ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে। এই ড্রোনগুলো ‘সোয়ার্ম অ্যাটাকে’র কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে।  ‘গ্র্যামলিন’ নামে নতুন এই ড্রোনগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য হবে, মিশন শেষ করে আবার ‘মাদারশিপে’ ফিরে আসবে।  গেল বছরের নভেম্বরে আমেরিকার উথ প্রদেশের ডগউয়ে প্রোভিং গ্রাউন্ডে একটি সি-১৩০এ যুদ্ধবিমান থেকে এক্স-৬১এ গ্র্যামলিন এয়ার ভেহিকেল নামে পরীক্ষামূলকভাবে ওই ড্রোনটি চালানো হয়। আগামী কয়েক মাসের মধ্যে এর মিড এয়ার রিকভারি সিস্টেম পরীক্ষা করা হবে।  ‘ড্রোনটি তার জন্য পরিকল্পিত গতিপথ অনুসরণ করেই লক্ষ্যে পৌঁছে যায়; যা আমাদের এর ভবিষ্যত নিয়ে আশাবাদী করে তুলেছে। এখন আমরা এর মিডএয়ার (মধ্যাকাশ) রিকভারি সিস্টেম অর্থাৎ সি-১৩০এ যুদ্ধবিমানে সংযুক্ত ডকিং সিস্টেমে এটি পুনরায় নিরাপদভাবে ফিরে আসার ব্যবস্থাটি নিয়ে কাজ করবো।’ এক ঘণ্টা ৪১ মিনিটের পরীক্ষায় এক্স-৬১এ গ্র্যামলিন তার কোল্ড-ইঞ্জিন-স্টার্ট থেকে স্ট্যাবল ফ্লাইট, যুদ্ধবিমান থেকে ভূমিতে অবস্থিত কন্ট্রোল সেন্টারে ড্রোনের কন্ট্রোল হস্তান্তর, সি-১৩০এ যুদ্ধবিমান থেকে ডকিং আর্ম ডেপল...