দুজনকে ছুরিকাঘাত করে পুলিশের গুলিতে নিহত সন্ত্রাসী
- Get link
- X
- Other Apps

পুলিশের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, লন্ডনের স্ট্রিথাম মহাসড়কে ছুরিকাঘাতের ঘটনায় দুজন আহত হলে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় জরুরি সেবা সংস্থা দ্রুত সাড়া দেওয়ায় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন টুইট করে ধন্যবাদ জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ১৯ বছর বয়সী গুললেদ বুলহান নামে এক শিক্ষার্থী বলেন, একটি ওষুধের দোকানের সামনে গুলির ঘটনা ঘটে। তিনি রাস্তা পার হওয়ার সময় এক ব্যক্তির কাছে ধারালো চাপাতি দেখতে পান। ওই শিক্ষার্থী বলেন, ‘পরে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। আমি তিনটি গুলির শব্দ শুনেছি।’
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ওই ব্যক্তিকে পুলিশ গুলি করে। এতে ওই ব্যক্তি নিহত হন।

- Get link
- X
- Other Apps
Comments