দুজনকে ছুরিকাঘাত করে পুলিশের গুলিতে নিহত সন্ত্রাসী

গুলির পর ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ। ০২ ফেব্রুয়ারি, লন্ডন, যুক্তরাজ্য। ছবি: রয়টার্সগুলির পর ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ। ০২ ফেব্রুয়ারি, লন্ডন, যুক্তরাজ্য। ছবি: রয়টার্সযুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মহাসড়কে ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। এ ঘটনার পর পুলিশের গুলিতে নিহত হয়েছেন অভিযুক্ত ছুরিকাঘাতকারী ব্যক্তি। রোববার স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনা ‘সন্ত্রাসের সঙ্গে সংশ্লিষ্ট’ বলে উল্লেখ করেছে।
পুলিশের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, লন্ডনের স্ট্রিথাম মহাসড়কে ছুরিকাঘাতের ঘটনায় দুজন আহত হলে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় জরুরি সেবা সংস্থা দ্রুত সাড়া দেওয়ায় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন টুইট করে ধন্যবাদ জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ১৯ বছর বয়সী গুললেদ বুলহান নামে এক শিক্ষার্থী বলেন, একটি ওষুধের দোকানের সামনে গুলির ঘটনা ঘটে। তিনি রাস্তা পার হওয়ার সময় এক ব্যক্তির কাছে ধারালো চাপাতি দেখতে পান। ওই শিক্ষার্থী বলেন, ‘পরে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। আমি তিনটি গুলির শব্দ শুনেছি।’
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ওই ব্যক্তিকে পুলিশ গুলি করে। এতে ওই ব্যক্তি নিহত হন।
প্রথম আলো

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা