ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ প্রোগ্রামে আবেদন গ্রহণ চলছে
ছবি: মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক বিভাগ কলেজ ইনিশিয়েটিভ (সিসিআই) কর্মসূচির অধীনে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের জন্য আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। এই কর্মসূচিতে অংশ নেয়ার জন্য বাংলাদেশের স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের জন্য আমেরিকাতে থাকার জন্য কোনো একটি আমেরিকান কমিউনিটি কলেজে পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন। গত ২০১৩ সাল থেকে প্রায় ৫৫ জন বাংলাদেশি শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ কর্মসূচির অধীনে ২০২১-২২ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রব্যাপী কমিউনিটি কলেজগুলোতে ফলিত প্রকৌশল, কৃষি, ব্যবসা ব্যবস্থাপনা ও প্রশাসন, প্রারম্ভিক শিশু শিক্ষা, তথ্য প্রযুক্তি, মিডিয়া/গণমাধ্যম, জন-নিরাপত্তা, এবং পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। আবেদন করার শেষ তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ৭, ২০২১, বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিট। এই কর্মসূচির উদ্দেশ্য হলো- প্রতিশ্রুতিশীল শিক্ষার্থীদের নেতৃত্...