Posts

Showing posts from December 8, 2018

এক সঙ্গে লড়বে ইরান-পাকিস্তান

Image
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কাইসারের সঙ্গে বৈঠকে ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি ইরান এবং পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের মধ্যে সহযোগিতা জোরদার করার ব্যাপারে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। গত কয়েক বছর ধরে দুই দেশই সন্ত্রাসবাদের শিকার হয়ে আসছে বলে তেহরান ও ইসলামাবাদ অভিমত প্রকাশ করেছে। শুক্রবার পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কাইসারের সঙ্গে বৈঠকে ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো এ অঞ্চলের বহু দেশের ব্যাপক ক্ষতি করেছে। তাই সবারই সম্মিলিতভাবে এসব গোষ্ঠীকে মোকাবেলা করতে হবে। পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের কবলে এখনো ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্যরা জিন্মি রয়েছেন এ কথা উল্লেখ করে লারিজানি বলেন, পাকিস্তানের সরকারের সহযোগিতায় শিগগিরই তাদের মুক্তি লাভের বিষয়ে আমরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি। ১৫ অক্টোবর ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্তের মিরজাভার জিরো পয়েন্ট থেকে ১২ সীমান্তরক্ষীকে অপহরণ করে ইরানের ইসলামি বিপ্লব বিরোধী সন্ত্রাসীরা। অপহরণের পর তাদেরকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানের সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় অপহৃত পাঁচ ইরান...

হীরা দিয়ে খচিত বিমান!

Image
টুইটার হ্যান্ডেলে এমিরেটস এয়ারলাইন সংস্থা ছবিটি পোস্ট করতেই চিন্তায় পড়েছেন নেটিজেনরা। সবার মুখে প্রশ্ন একটাই, এটা সত্যি। যদিও ক্যাপশনে গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে ছবিটি বানিয়েছেন সারা শাকিল নামে এক শিল্পী। কিন্তু সেদিকে চোখ যাবেই বা কি করে! তখন কয়েক লক্ষাধিক হিরের ঝলকানিতে নেটিজেনদের চোখ গেছে আটকে। বিষয়টি খোলসা করা যাক। গত মঙ্গলবার ‘ব্লিং৭৭৭’ নামে একটি হীরা খচিত বিমানের ছবি পোস্ট করে এমিরেটস এয়ারলাইন সংস্থা। ছবিটি পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের কৌতূহল, বিমানের গায়ে সত্যিই কি হিরে বসানো হয়েছে! সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কৌতূহল চরমে ওঠায় এমিরেটসের পক্ষ থেকে জানানো হয়, ছবিটি বানানো হয়েছে। জানা গেছে, ছবিটি বানিয়েছেন ক্রাইস্টাল শিল্পী সারা শাকিল। তার ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করেন শাকিল। মনে ধরে এমিরেটস এয়ারলাইন সংস্থা। শাকিলের অনুমতি নিয়ে ওই ছবি তাদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে। ক্রাইস্টাল শিল্পী হিসাবে সোশ্যাল মিডিয়া শাকিল অত্যন্ত জনপ্রিয়। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৪.৮ লাখ। বিডি প্রতিদিন/০৮ ডিসেম্বর ২০১৮/আরাফাত

মার্কিন আদালতে হিজবুল্লাহ’র প্রধান অর্থদাতার স্বীকারোক্তি

Image
হিজবুল্লাহ লেবাননের একটি শিয়া রাজনৈতিক দল ও উগ্রপন্থী গ্রুপ। ফাইল ছবি। লেবাননের ব্যবসায়ী কাশিম তাজিদীন তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এড়ানো সংক্রান্ত অভিযোগের ব্যাপারে দোষ স্বীকার করেছেন। মার্কিন কর্তৃপক্ষ তাকে হিজবুল্লাহ’র প্রধান অর্থদাতা হিসেবে চিহ্নিত করেছে। মার্কিন বিচার বিভাগের এক বিবৃতিতে একথা বলা হয়। এএফপি। ৬৩ বছর বয়সী ব্যবসায়ী তাজিদীন ওয়াশিংটনের একটি আদালতে তার দোষ স্বীকার করেন। এতে তার পাঁচ বছরের সাজা হতে পারে। মার্কিন অর্থ বিভাগ ২০০৯ সালের মে মাসে হিজবুল্লাহ’র সাথে জড়িত থাকা প্রশ্নে আন্তর্জাতিক মানের সন্ত্রাসী হিসেবে তাজিদীনের নাম প্রকাশ করে। উল্লেখ্য, হিজবুল্লাহ হচ্ছে লেবাননের একটি শিয়া রাজনৈতিক দল ও উগ্রপন্থী গ্রুপ। আরও পড়ুনঃ  মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিন আজ বিবৃতিতে আরো বলা হয়, বিদেশে গ্রেফতার হওয়ার পর ২০১৭ সালের মার্চ মাসে তাজিদীনকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়। আর তারপর থেকেই তিনি বন্দি রয়েছেন। সূত্র: বাসস ইত্তেফাক/টিএস