Posts

Showing posts from February 27, 2019

উ. কোরিয়ার ভবিষ্যত ‘উজ্জ্বল’: ট্রাম্প

Image
দুই দিনের বৈঠক করবেন ট্রাম্প-কিম। ছবি: সংগৃহীত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরীয় নেতা কিম জং উনকে বন্ধু অভিহিত করে বলেন, তার বন্ধু পরমাণু অস্ত্র কর্মসূচি বাতিল করতে সম্মত হলে উত্তর কোরিয়ার ভবিষ্যত অত্যন্ত ‘উজ্জ্বল।’ বুধবার একটি নৈশভোজকে সামনে রেখে তিনি টুইটারে একথা বলেন। খবর এএফপি’র। বুধবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ট্রাম্প ও কিমের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর তারা একটি নৈশভোজে যোগ দিবেন। এরপর বৃহস্পতিবার তাদের মধ্যে আরো আলোচনা হবে। ট্রাম্প কিমকে ‘আমার বন্ধু’ হিসেবে অভিহিত করেন। অথচ কিছুদিন আগেই উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে চরম উত্তেজনাকর মুহূর্তে এই দুই নেতা পরস্পরকে অপমানজনক শব্দে ব্যক্তিগত আক্রমণ করেন এবং একে অপরকে ধ্বংসের হুমকি দেন। উত্তর কোরীয় নেতার সঙ্গে এই বৈঠকের সমালোচনা করায় ট্রাম্প তার নিজ দেশের সমালোচকদের তীব্র নিন্দা জানান। আরো পড়ুন:  ভারতীয় দুই যুদ্ধবিমান ভূপাতিত করলো পাকিস্তান, গ্রেপ্তার ১ পাইলট তিনি বলেন, উত্তর কোরিয়ার সাথে আমার কি করার উচিত সে ব্যাপারে ডেমোক্র্যাটসদের কথা বলাই উচিৎ না। বরং তাদের নিজ...

ট্রাম্প যে খাবারে দুপুরের ভোজ সারলেন

Image
ভিয়েতনামের পতাকা হাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান) ও যুক্তরাষ্ট্রের পতাকা হাতে ভিয়েতনামের প্রধানমন্ত্রী নুয়েন জুয়ান ফুক। হ্যানয়, ভিয়েতনাম, ২৭ ফেব্রুয়ারি। ছবি: এএফপি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এখন ভিয়েতনামে। আট মাসের কিছু বেশি সময়ের ব্যবধানে দুই নেতা দ্বিতীয়বার বৈঠকে বসতে যাচ্ছেন। আজ বুধবার রাতে নিজেদের উপদেষ্টাদের সঙ্গে নিয়ে বসবেন বিশাল নৈশভোজে। কাল বৃহস্পতিবার দুই নেতার মধ্যে মূল বৈঠকটি হবে। নৈশভোজের আগে ট্রাম্পকে মধ্যাহ্নভোজে হ্যানয় কী দিয়ে আপ্যায়ন করেছে, তা নিয়ে প্রতিবেদন করেছে এএফপি। হোয়াইট হাউসের বরাত দিয়ে বলা হয়, পাঁচ পর্বের শুরুতে ছিল শামুক, পুদিনাপাতা, কাজুবাদামসহ টাটকা কাঁচা আমের সালাদ। সালাদে ছিল মিষ্টি ভিনেগার। তবে খাদ্যরসিক ট্রাম্পকে সালাদের পর খুব বেশি অপেক্ষা করতে হয়নি। তাঁর সামনে চলে আসে কড়া করে ভাজা স্প্রিং রোল। ছিল বিশাল আকারের কাঁকড়া, পালংশাক দিয়ে সামুদ্রিক মাছের ঝোল। এরপর যা ছিল প্রেসিডেন্টের পছন্দ না হয়ে উপায় নেই। কড মাছের কাবাব। সঙ্গে ছিল ফোয়ি গ্রাস (হাঁসের যকৃৎ থেকে তৈরি) দিয়ে ভাজা ওয়াগো গরুর মাংসের স...

তিন ব্যাংকের পরীক্ষার তারিখ পরিবর্তন

Image
ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের কারণে সমন্বিত তিন ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে। ওই মৌখিক পরীক্ষা ১৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। এসব ব্যাংক হচ্ছে সোনালী, বাংলাদেশ কৃষি ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন উপল‌ক্ষে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় বন্ধ থাকবে। তাই আগামীকাল বেলা ১১টার পরীক্ষা ১৬ এপ্রিল ১১টায় ও বেলা আড়াইটার পরীক্ষা ১৬ এপ্রিল বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। আ রও সংবাদ