Posts

Showing posts from June 9, 2018

পাকিস্তানে ভোটে লড়ছেন শাহরুখ খানের বোন

Image
বলিউডের মেগাস্টার শাহরুখ খানের চাচাতো বোন নূরজাহান পাকিস্তানের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। বৃহস্পতিবার এ খবর দিয়েছে পাকিস্তানি দৈনিক 'এক্সপ্রেস ট্রিবিউন'। পত্রিকাটি জানিয়েছে, পাকিস্তান পার্লামেন্টের পিকে-৭৭ আসনে (পেশোয়ার) স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়ার জন্য ইসলামাবাদে নির্বাচন কমিশনের দফতর থেকে তার মনোয়নপত্র তুলেছেন নূর জাহান। 'এক্সপ্রেস ট্রিবিউন'কে নূরজাহান জানিয়েছেন, আমি নারীদের ক্ষমতায়নের জন্য কাজ করতে চাই। নির্বাচনে জিতলে আমার কেন্দ্রের সমস্যাগুলো পাক পার্লামেন্টে তুলে ধরব। নূরজাহানের নিজের ভাই মনসুর বোনের হয়ে ভোটের প্রচারে নেমেছেন। তিনি জানান, রাজনীতিতে আমাদের পরিবার একেবারেই নতুন নয়। আবদুল গাফফার খানের খোদাই খিদমতগার আন্দোলনের সঙ্গে জড়িত ছিল তার পরিবার ও পূর্বপুরুষরা। আমাদের পরিবারের রাজনৈতিক ধারাবাহিকতা আছে। আমার বোন নূরজাহানও এর আগে পেশোয়ারের একটি ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। পাশাপাশি তিনি আরও জানান, আওয়ামী ন্যাশনাল পার্টি (ANP)-এর পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে আমার দিদি নূরজাহানকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল,...

জাকারবার্গের প্রতিদ্বন্দ্বী হতে গিয়ে লেজেগোবরে বাবা রামদেব

Image
আগে তিনি টেলিভিশনে যোগব্যায়ামের শো করতেন। সেখান থেকেই পরিচিতি বাড়ে। ধীরে ধীরে ব্যবসা করার বুদ্ধি আসে মাথায়। কোম্পানি খুলেও ফেলেন। ২০১৪ সালে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার গঠনের পর ব্যবসার পালে লাগে উত্তাল হাওয়া। এবার ফেসবুকের সঙ্গে টক্কর দিয়ে প্রযুক্তি খাতে দুপয়সা কামানোর স্বপ্ন দেখেছিলেন। তবে শুরুতেই লেগে গেল ভজকট। এই ‘তিনি’টা হলেন বাবা রামদেব। যোগব্যায়ামের আধ্যাত্মিক গুরু হিসেবেই তাঁর পরিচিতি বেশি। তাঁর কোম্পানির নাম পতঞ্জলি আয়ুর্বেদ। সেই কোম্পানির পণ্যের তালিকায় কী নেই! আছে ঘি, মধু চ্যাবনপ্রাশ। পাবেন সাবান, শ্যাম্পু ও ফেসওয়াশ। আবার ওষুধও বানায় পতঞ্জলি আয়ুর্বেদ। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার গঠনের পর বাবা রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদের ব্যবসার পালে লাগে উত্তাল হাওয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাবা রামদেবের সম্পর্কও ঘনিষ্ঠ। ছবি: রয়টার্স এবার একটু ভিন্ন জগতে পা রাখতে চেয়েছিলেন বাবা রামদেব। স্বঘোষিত আধ্যাত্মিক নেতা রাম রহিমের জেল-জরিমানা ও নানা কেচ্ছা সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকে ভারতের এই ‘বাবা’রা কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। শুধু রাম রহিম নন, একে এ...

ট্রাম্প চান রাশিয়া জি-৭-এ ফিরে আসুক

Image
জি-৭ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এ রাশিয়াকে ফিরে পেতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ দখল করেছিল রাশিয়া। এরপর রাশিয়াকে জি-৭ থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট চেয়েছিলেন রাশিয়া যেন আবারও জোটে ফিরে আসে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। তবে জি-৭-এর অন্য সদস্য দেশগুলো তাদের অবস্থানে অনড়। তারা রাশিয়াকে জোটভুক্ত করার বিরোধিতা করে বলছে, ট্রাম্পের এই একমাত্র ইস্যুতে তারা বিরোধিতা করছে। জি-৭ সম্মেলনের পরিসর ছোট হয়ে গেছে এমনটি মনে করছেন ট্রাম্প। দুঃখ করে ট্রাম্প বলেন, ‘আপনারা পছন্দ করেন বা না করেন কিংবা এটি রাজনৈতিকভাবে সঠিক নাও হতে পারে। কিন্তু আপনারা জানেন, আমাদের বিশ্ব পরিচালনা করতে হবে জি-৭ এর মাধ্যমে। যেটি একসময় জি-৮ ছিল, সেখান থেকে রাশিয়াকে বের করে দেওয়া হয়েছে। রাশিয়াকে ফিরতে দেওয়া উচিত।’ জি-৭ সম্মেলনে অংশ নেওয়া রাষ্ট্রনায়করা। ছবি: রয়টার্স রাশিয়ার ব্যাপারে ইতালি ইতিবাচক বলে মনে করছেন ট্রাম্প। ইতালির নতুন প্রধানমন্ত্রী কন্তে এক টুইটে বলেছেন, সবা...

ভারতের যুদ্ধজাহাজে চীনের গোপন নজরদারি!

Image
ডোকালামের পর ভারত-চীনের মধ্যে সবকিছু স্বাভাবিক যে হয়নি তা চীনের মনোভাবে মাঝেমধ্যেই স্পষ্ট হয়ে উঠছে। ভারতের গতিবিধির ওপর চীনের নজরদারিও সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত সপ্তাহেই ভারতীয় যুদ্ধজাহাজের ওপর চীনের গোপনে নজরদারির বিষয়টি সামনে এসেছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মে মাসের শেষ সপ্তাহে ভারতীয় নৌ-বাহিনীর যুদ্ধজাহাজ অ্যান্টি সাবমেরিন আইএনএস কামরোটা যখন ভিয়েতনাম থেকে মহড়া শেষে ফিরছিল তখন তারা দেখে দূরে থাকা এক চীনা রণতরী তাদের ওপর নজর রাখছে। মে মাসের শেষ সপ্তাহে ভারত এবং ভিয়েতনামের নৌ-সেনাবাহিনীর মধ্যে মহড়া চলে। ট্রেনিং, রিপেয়ারিং, মেন্টেন্যান্স, এমনই বেশ কিছু বিষয় যুক্ত ছিল এই মহড়ার সঙ্গে। তবে চীনের এই নজরদারির বিষয়ে এর আগে ভারতীয় নিরাপত্তা সংস্থা সরকারকে অবগত করেছিল বলে জানা যায়। ভারতের শক্তিবৃদ্ধি সম্পর্কে অবগত থাকতেই চীনের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ৭২ দিন ধরে ভারত-চীনের ডোকালাম সমস্যা দুই দেশের সম্পর্কে যথেষ্ট প্রভাব ফেলেছিল। সাম্প্রতিককালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট জি জিংপিং-এর মধ্যে বৈঠক হয়। এই ব...