Posts

Showing posts from September 13, 2018

উত্তেজনা বাড়িয়ে মহড়ায় নামছে ভারত-যুক্তরাষ্ট্র

Image
বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। চলছে বাকযুদ্ধ আর ভয়ঙ্কর সব মহড়া। তারই জের ধরে এবার যৌথ সেনা মহড়ায় নামতে যাচ্ছে ভারত এবং মার্কিন সেনাবাহিনী। আগামী ১৬ সেপ্টেম্বর হিমালয়ের পাদদেশে দুইদেশের সেনা এই মহড়ায় নামবে বলে জানা গেছে। যুদ্ধ অভ্যাস ২০১৮, ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে হয়ে চলা সবথেকে পুরনো সামরিক মহড়া, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অঙ্গও। এই ১৪তম মহড়াটি ১৬ সেপ্টেম্বরে শুরু হয়ে শেষ হবে ২৯ সেপ্টেম্বরে। দুই সপ্তাহব্যাপী এই মহড়ায় উপস্থিত থাকবে মার্কিন সেনার ৩৫০ কর্মকর্তা এবং ভারতীয় সেনার গরুঢ় ডিভিশন। এই মহড়াতে দুই পক্ষ একে অপরের সাংগঠনিক পরিকাঠামো, অস্ত্র, প্রযুক্তি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে অবগত হয়। এদিকে, ২০১৯ সালেন ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সেনা বিমান, হেলিকপ্টারের এই প্রদর্শনী। চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেঙ্গালুরুর এয়ারবেসেই হবে প্রদর্শনী। ৫ দিনের এই প্রদর্শনীতে থাকবে বিভিন্ন বিমান পোত, সেনা বিমান, হেলিকপ্টার। এছাড়াও ডিফেন্স পাবল...

বাংলাদেশ-মিয়ানমার হয়ে চীনের কুনমিং থেকে কলকাতা বুলেট ট্রেন!

Image
চীনের কুনমিং থেকে কলকাতা পর্যন্ত (ভায়া মিয়ানমার ও বাংলাদেশ) দ্রুতগামী ট্রেন পরিষেবা চালু করার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছে চীন। বুধবার একথা জানিয়েছেন কলকাতাস্থ চীনা কনসাল জেনারেল মা ঝানউ। এদিন সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন করে ঝানউ জানান ‘চীন, পূর্ব ভারত, মিয়ানমার এবং বাংলাদেশে বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা বৃদ্ধিতে ভারত ও চীনের যৌথ প্রচেষ্টায় এই দুই শহরের মধ্যে দ্রুতগামী ট্রেন পরিষেবা চালু করা উচিত বলে আমি মনে করি।’ তাঁর অভিমত ২৮০০ কিলোমিটার দীর্ঘ এই রেল প্রকল্পটি বাস্তবায়িত হলে কুনমিং থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ট্রেনে করে কলকাতা পৌঁছে যাওয়া যাবে। ২০১৫ সালে কুনমিং-এ অনুষ্ঠিত ‘গ্রেটার মেকং সাবরিজিয়ন’ (জিএমএস)-এর বৈঠকেও এই দ্রুতগামী রেল পরিষেবা চালু করার বিষয়ে প্রস্তাব রাখা হয়েছিল বলেও জানান চীনের কনসাল জেনারেল। ঝানউ জানান ‘এই প্রকল্পটি সংযুক্ত দেশগুলোকে অর্থনৈতিকভাবে অগ্রসর হতে সহায়তা করবে। এই রেললাইন বরাবর আমাদের অনেকগুলো শিল্প থাকতে পারে যেগুলো বাংলাদেশ-চীন-ইন্ডিয়া-মিয়ানমার (বিসিআইএম) করিডোর ভুক্ত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাকে আরও বাড়িতে তুলবে’। তিনি আরও বলেন ...