Posts

Showing posts from September 10, 2019

চার ধাপে বৃদ্ধির পর দাম কমল স্বর্ণের

Image
ফাইল ছবি গত আগস্ট মাসে দেশের বাজারে চার ধাপে বৃদ্ধি পেয়েছিল স্বর্ণের দাম। এবার স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সব মানের স্বর্ণে প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে সংগঠনটি। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে। বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানান, দেশের স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে সঙ্গে ওঠা নামা করে। আন্তর্জাতিক বাজারে কিছুটা হ্রাস পাওয়ায় দেশীয় বুলিয়ন মার্কেটেও স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে। এর আগে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে দাবি করে আগস্ট মাসের ৬, ৮, ১৯ ও ২৭ তারিখ স্বর্ণের দাম বাড়ায় বাজুস। নতুন দাম অনুযায়ী ভরি প্রতি স্বর্ণে ১ হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ ৫৬ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেট ৫৪ হাজার ৫২৯ এবং ১৮...

দেশের প্রথম স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্স সিটি হবে রাজশাহী'

Image
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সবার সার্বিক সহযোগিতা ও প্রচেষ্টায় মেয়র খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে রাজশাহী দেশের মধ্যে প্রথম স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্স সিটি হবে। আগামীতে বিশ্বের অন্যতম সেরা শহর হবে রাজশাহী। এক বছরের মধ্যে রাসিকের সব নাগরিক সেবা অনলাইনে প্রদানের লক্ষ্যে একটি অ্যাপস চালু করা হবে। মঙ্গলবার দুপুরে নগর ভবনে মেয়র খায়রুজ্জামান লিটনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মতবিনিময়কালে মেয়র খায়রুজ্জামান লিটন রাজশাহী মহানগরীরবাসীর কল্যাণে স্মার্ট ও ডিজিটাল সিটি বিনির্মাণে প্রতিমন্ত্রী পলককে ডিও লেটার প্রদান করেন। এসময় প্রতিমন্ত্রী রাজশাহীকে প্রথম স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট সিটি গড়তে সার্বিক সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন। ডিও লেটারে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন উল্লেখ করেন, ‘দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার ফলে রাজশাহী মহানগরীর জীবনযাত্রার মানোন্নয়নসহ পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন নগরী হিসেবে সুপরিচিত হওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এ শহরে উন্নততর জীবনের প্রত্যাশায় প্রতিনিয়ত এসে বসবাস করছে। এ কারণে নগরায়নের প্রসার ঘটছে। রাজশাহী ...

জায়রাকে বাঁচাতে লড়াইয়ে প্রিয়াঙ্কা-ফারহান!

Image
ফারহান (বামে), জায়রা (মাঝে) ও প্রিয়াঙ্কা। মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। অবশ্য, পরে তা নাকচ করে দেন সাবেক এই বিশ্বসুন্দরী। এবার প্রিয়াঙ্কা আলোচনায় চলে আসলেন বিয়ের আগেই গর্ভবতী হয়ে। তবে সেটি রিয়েল লাইফে নয়, রিল লাইফে। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘দ্য স্কাই ইস পিঙ্ক’ সিনেমার ট্রেলার। প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার, কাশ্মীরিকন্যা জায়রা ওয়াসিমকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে এই সিনেমায়। ট্রেলারে দেখা গেছে অভিনেতা রোহিত সরফকেও। পরিচালক সোনালি বোসের এই সিনেমার ট্রেলার মুক্তি পাওয়ার পর পরই কয়েক লক্ষ ভিউ হয়েছে ইউটিউবে। ছবির ট্রেলারে প্রিয়াঙ্কা চোপড়া এবং ফারহান আখতারকে দেখা যাচ্ছে জায়রা ওয়াসিমের বাবা, মায়ের চরিত্রে। ট্রেলার উঠে এসেছে প্রিয়াঙ্কা-ফারহানের গভীর প্রেমের গল্প। বিয়ের আগেই যেখানে প্রিয়াঙ্কা ও ফারহান শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন এবং প্রিয়াঙ্কা গর্ভবতী হয়ে পড়েন। সেই গল্পটাই তুলে ধরা হয়েছে ‘দ্য স্কাই ইস পিঙ্ক’র ট্রেলারে। শুধু তাই নয়, বাবা-মায়ের ২৫ বছরের প্রেমের সম্পর্ক এবং তাদের জীবনের টানাপোড়েনকে সুন্দরভাবে দ...

ইরানে খেলা দেখতে না দেওয়ায় নারী ভক্তের আত্মহত্যা

Image
নীল মেয়ের জন্য ফুটবল কার্টুনিস্ট ওমর মোমানির শ্রদ্ধা। ছবি: ওমর মোমানির টুইটার নামটি পড়েই যে শব্দটা মাথায় এসেছিল, তা হচ্ছে নীলাঞ্জনা। কিন্তু সে কল্পনায় বাঁধ দিতে হয়েছে সঙ্গে সঙ্গে। একে তো সারার (উপনাম) চোখের রং বর্ণনা করা হয়নি কোঠাও। দ্বিতীয় ‘দ্য ব্লু গার্ল’এর বাংলা নীলাঞ্জনা নয়। আর নীলাঞ্জনা শব্দটা বাঙালি মনে যে কারণে গেঁথে আছে, সংবাদটা তার ঠিক উল্টো অনুভূতি জাগিয়ে তোলে। ক্ষোভ, ক্রোধ, বিস্ময়—যে অনুভূতিই বেছে নিন না কেন, সেটা দিয়ে সারার মৃত্যুর খবরটা মেনে নেওয়া যায় না। সংবাদটা পড়েই থমকে যেতে হবে সবাইকে। এই আধুনিক যুগে এমন কিছু চিন্তা করাটাই কঠিন। ইরানে এক নারী ফুটবল ভক্ত আত্মহত্যা করেছেন। কারণ, তাঁকে একটি নির্দিষ্ট অপরাধে ছয় মাসের জন্য জেলে যেতে হবে। তাঁর ‘অপরাধ’, মেয়ে হয়েও ফুটবল স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেছিলেন। তাঁকে জেলে ঢোকানোর জন্য সরাসরি এ অভিযোগ তোলা হয়নি। নীল মেয়ের বিরুদ্ধে অভিযোগ, ‘সঠিকভাবে হিজাব পরেননি।’ সারাকে ইরানে ‘দ্য ব্লু গার্ল’ ডাকা হচ্ছে। কারণ তাঁর প্রিয় দল ছিল তেহরানের এস্তেঘলাল ফুটবল ক্লাব। এ ক্লাবের নীল রঙ্গের সঙ্গে মিল রেখেই এই ফুটবল ভক্তকে ডাকা হচ্ছে নী...

‘আমিই হয়তো বিশ্বের সেরা ভিলেন’

Image
‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির দৃশ্যে প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতার। ছবি প্রিয়াঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে ‘আমিই হয়তো বিশ্বের সেরা ভিলেন।’ একটি সংলাপ। সংলাপটি ছবির অংশ। বলেছেন জাইরা ওয়াসিম। কিন্তু এই একটি মাত্র সংলাপ ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির ব্যাপারে দর্শকদের আগ্রহ অনেক বাড়িয়ে দিয়েছে। ছবির প্রথম ঝলকই মুগ্ধ করেছে অসংখ্য দর্শককে। আজ মঙ্গলবার সকাল ১০টায় ইউটিউবে এসেছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির ট্রেলার। এর পর মাত্র ৭ ঘণ্টায় ট্রেলারটি দেখেছেন প্রায় ১৯ লাখ দর্শক। আর তাতে লাইক পড়েছে ৭৭ হাজার। গতকাল সোমবার ইনস্টাগ্রামে ছবিটির প্রথম পোস্টার শেয়ার করেন প্রিয়াঙ্কা চোপড়া। এই ছবির মধ্য দিয়ে তিন বছর পর তিনি বলিউডে ফিরছেন। তাই ছবিটি নিয়ে রয়েছে তাঁর ব্যাপক আগ্রহ। বলিউডে তিনি সর্বশেষ অভিনয় করেছেন ২০১৬ সালে, ‘জয় গঙ্গাজল’ ছবিতে। আর ছবিটি বক্স অফিসে একেবারেই ব্যর্থ হয়। তাই এবার আর কোনো ভুল নয়। দিল্লির মেয়ে আয়েশা চৌধুরী পালমোনারি ফাইব্রোসিস রোগে আক্রান্ত। বয়স ১৩। ফুসফুসের দুরারোগ্য এই রোগে আক্রান্ত ব্যক্তি ৩ থেকে ৫ বছর বাঁচে। কিন্তু আয়েশা চৌধুরী এই রোগের সঙ্গে লড়াই করেছে ছয় বছর। ...

তালেবান কী করবে এখন?

Image
আফগানিস্তানের গজনি প্রদেশে তালেবানরা। রয়টার্স ফাইল ছবি। আফগানিস্তানে প্রায় দেড় যুগ ধরে তালেবানের সঙ্গে লড়ে কার্যত কোনো ফল নিয়ে আসতে পারেনি যুক্তরাষ্ট্র। তার সহযোগী পশ্চিমা মিত্ররা এ যুদ্ধে ক্ষান্ত দিয়ে অনেক আগেই পাততাড়ি গুটিয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তবু দেশটায় স্থিতি আনতে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেছেন। প্রথমে চেষ্টা ছিল তালেবানকে ঝাড়ে–বংশে নির্বংশ করার। কিন্তু সে আশার গুড়ে বালি। তালেবান যেন অফুরান বেনো জল। এই শেষ তো আবার উত্থান। হালের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা–ও বা আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিলেন, তা–ও গেল ভেস্তে! সাংবাদিকদের বলেছেন, ওই আলোচনা এখন মৃত। তালেবানের সাম্প্রতিক হামলায় মত বদলেছেন। পানি তাহলে কোন দিকে গড়াচ্ছে? তালেবানের উত্থান ও শাসন আফগানিস্তান একটি যুদ্ধপীড়িত দেশ। ২০০১ সালের ইঙ্গো-মার্কিন সামরিক অভিযানের আগে সে দেশে প্রায় ২০ বছর অবিরাম যুদ্ধ চলেছে। ১৯৭৮ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে আফগান কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসে। তাদের সহযোগিতা করার নামে তৎকালীন সোভিয়েত সেনারা পরের বছর আফগানিস্তানে আগ্রাসন চালায়। আফগান মুজাহিদরা তাদের ব...

আফগানদের বিপক্ষে আজ বাংলাদেশের কোন ১১?

Image
আফগানিস্তানের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ। বিশ্বকাপের প্রাক বাছাইপর্বের প্রথম লেগে লাওসের বিপক্ষে জয়সূচক গোলটি করেছিলেন রবিউল হাসান। মূলত সে গোলেই মূল বাছাইপর্ব নিশ্চিত হয়েছে জেমি ডে’র দলের। কিন্তু আজ তাজিকিস্তানে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচে প্রথম একাদশে হয়তো থাকা হচ্ছে না রবিউলের। রবিউল কেবল লাওসের বিপক্ষে প্রথম লেগেই গোল করেননি। গত মার্চ কম্বোডিয়ার বিপক্ষে নমপেনের প্রীতি ম্যাচেও গোল করে দেশকে জিতিয়েছিলেন। সে হিসেবে বাংলাদেশের সর্বশেষ দুই আন্তর্জাতিক জয়ের নায়ক তিনি। তাজিকিস্তানে বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। একটিতে হেরেছে, পরেরটি ড্র। দ্বিতীয় ম্যাচে তাঁর পা থেকেই এসেছে একমাত্র গোলটি। কেন জায়গা হচ্ছে না রবিউলের? বদলি নেমে গোল করে যে দলকে উদ্ধার করতে পটু, তাই সেরা অস্ত্র টাকে হয়তো মোক্ষম সময়েই ব্যবহার করতে চান বাংলাদেশ কোচ জেমি ডে। আফগানদের বিপক্ষে কৌশল সাজানো ও একাদশ গঠন করতে গিয়ে ইংলিশ এ কোচ ফিরে যাচ্ছেন কিছুটা এশিয়ান গেমসে। গত বছর জাকার্তায় অনুষ্ঠিত এশিয়াডে যে কৌশলে খেলে কাতারকে হারিয়ে চমক দেখিয়েছিল, সেই ৪-২-৩-১ ফরমেশনেই আজ দলকে ...

পাকিস্তান ছেড়ে ভারতে থাকতে চান ইমরান খানের দলের নেতা

Image
বলদেব কুমার ইমরান খানের অস্বস্তি বাড়ালেন তার দল ‘তেহরিক-ই-ইনসাফ’র সাবেক বিধায়ক। পাকিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচারের কাহিনী তুলে ধরে ভারতের কাছে আশ্রয় চাইলেন বলদেব কুমার।  এ প্রসঙ্গে তিনি বলেছেন, “আমি এখানে (ভারত) আশ্রয় চাইতে এসেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করব, যাতে উনি আমাদের সাহায্য করেন।” উল্লেখ্য, গত মাসেই দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে ভারতে এসেছেন বলদেব। কেন তিনি পাকিস্তান ছাড়তে চাইছেন সে ব্যাপারেও মুখ খুলেছেন বলদেব। এ প্রসঙ্গে তিনি বলেন, “গোটা দুনিয়া দেখছে, পাকিস্তানে এখন কী পরিস্থিতি। প্রধানমন্ত্রী ইমরান খানের থেকে আমাদের অনেক প্রত্যাশা ছিল যে উনি ক্ষমতায় এলে পাকিস্তানের ভাগ্য বদলাবে।” তিনি বলেন, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ ইমরান খান। বলদেব আরও বলেন, “আপনারা পাকিস্তানের পরিস্থিতি দেখছেন, আমিও একই পরিস্থিতি দেখছি। সেদিন আমাদের এক শিখ নাবালিকাকে অপহরণ করা হয়েছে। এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।” প্রসঙ্গত, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক শিখ নাবালিকাকে অপহরণ করার অভিযোগ উঠেছে। এক মুসলিম ব্যক্তির সঙ্গে বিয়ের আগে ওই নাবালিকার ধর্মান্তর করা হয় বলে ...

বেলুচিস্তানে পাকিস্তানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, জাতিসংঘ অফিসের বাইরে প্রতিবাদ

Image
পাকিস্তান যখন ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের অধিবাসীদের মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলছে, তখন স্বয়ং পাকিস্তানের বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠছে। সোমবার জেনেভায় শুরু হয়েছে বিশ্বে মানবাধিকারের সর্বোচ্চ ফোরাম জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৪২তম অধিবেশন। বেলুচিস্তানে পাকিস্তানের নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরে জেনেভায় জাতিসংঘ অফিসের বাইরে ‘সেভ দ্য বালুচ’ প্যাভিলিয়ন তৈরি করে প্রতিবাদ জানিয়েছে বালুচ হিউম্যান রাইটস কাউন্সিল। জাতিসংঘ অফিসের বাইরে পাকিস্তানের মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ধরনের পোস্টার ও ব্যানার দেখা গেছে। এর মধ্য দিয়ে বেলুচিস্তানে পাকিস্তানি বাহিনীর বর্বরতা ও নৃশংসতার প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার সংগঠনটি। সূত্র: ফোর নিউজ এজেন্সি, জিনিউজ বিডি প্রতিদিন/কালাম

নিরাপদ পানির অভাবে উগান্ডায় কলেরার প্রকোপ

Image
আফ্রিকার দেশ উগান্ডায় নিরাপদ পানির অভাবে কলেরার প্রকোপ দেখা দিয়েছে। গত তিন মাসে অন্তত ২৪১ জনের মধ্যে কলেরা রোগ ধরা পড়েছে এবং অন্তত ২ জন মারা গেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে মানবিক সহায়তা সংস্থা রিফিল ওয়েব শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ইতোমধ্যে ৫টি জেলায় কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জেলাগুলো হলো- কেগেগওয়া, বুদুদা, কিসোরো, ইসিনজিরো ও বুসিয়া।  নিরাপদ পানি ও পয়নিষ্কাশন নিয়ে কাজ করা সংস্থা ওয়াটার ডট ওআরজি’র প্রকাশিত চলতি বছরের এক প্রতিবেদনে বলা হয়েছে, উগান্ডার ৬১ শতাংশ নাগরিকের নিরাপদ পানি ব্যবহারের সুযোগ নেই। আর ৭৫ শতাংশ মানুষের নেই উন্নত স্যানিটেশন ব্যবহারের সুযোগ। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন