Posts

Showing posts from February 23, 2018

আবারও উত্তপ্ত বিতর্কিত চীন সাগর, 'প্রাচীর' গড়ছে বেইজিং

Image
বিতর্কিত দক্ষিণ চীন সাগর ইস্যুতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক মহল। জানা গেছে, বিতর্কিত ঐ অঞ্জলে নিজেদের আধিপত্য বিস্তারে এবার ‘Great Underwater Wall’ তৈরি করছে চীনা বাহিনী। পাশাপাশি জাহাজ এবং সাবসারফেস সেন্সরের মধ্যে একটি নেটওয়ার্কও তৈরি করছে বলে জানা গেছে। এতে এই বিতর্কিত এলাকায় বিদেশি জাহাজের গতিবিধি এবং অন্যান্য সাবমেরিনের ওপর নজর রাখতে সুবিধা হবে। জানা গেছে, চীন তার হাইনান পাওয়ার গ্রিড ইন্টার কানেকশন প্রজেক্ট সম্পূর্ণ করেছে। সাবমেরিন কেবলটি কিয়ংঝাউ স্ট্রেইট এবং হাইনান প্রদেশের লিনসি আইল্যান্ডের মধ্যে দিয়ে গেছে। তবে পিপলস লিবারেশন আর্মিকে (পিএলএ) তাদের গতি ১০নটস-এর মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কিয়ংঝাউ স্ট্রেইটের মধ্যে দিয়ে যাওয়ার সময় কোনোরকম ছবিও তুলতে নিষেধ করা হয়েছে। এদিকে, হাইনান স্ট্রেইটে সমস্ত বিদেশি জাহাজের প্রবেশ নিষেধ। অন্যদিকে চীনা জাহাজ সেখানে প্রবেশের ৪৮ঘন্টা আগে অনুমতি নিতে হবে। সেইসঙ্গে রাডারের ব্যবহারেও নিষেধাজ্ঞা রয়েছে। তবে প্রয়োজনে বিশেষ অনুমতিতে তা ব্যবহার করা যেতে পারে। বিডি প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ

উত্তেজনা বাড়িয়ে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ভারত

Image
আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। পাশাপাশি চলছে ভয়ঙ্করসব মহড়া। আর তারই জের ধরে এবার মধ্যমপাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করার কথা জানিয়েছে ভারত। পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম এ ক্ষেপণাস্ত্র ২০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এ ব্যাপারে ভারতের নিরাপত্তা সূত্র দাবি করেছে, মঙ্গলবার অগ্নি-২ ক্ষেপণাস্ত্রটি উড়িষ্যা উপকূলের আবুল কালাম দ্বীপ থেকে ছোঁড়া হয় এবং এ পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছেন ভারতের কর্মকর্তারা। ভারতের স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড এ পরীক্ষা চালায়। এতে সহযোগিতা দিয়েছে দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা ডিআরডিও। জানা গেছে, ২০ মিটার লম্বা অগ্নি-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওজন হচ্ছে ১৭ টন। পাশাপাশি এক টন ওজনের ওয়ারহেড বহন করে ২০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এটি। আগেই এ ক্ষেপণাস্ত্র ভারতের সামরিক বাহিনীতে সংযুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে নতুন করে কেন এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হলো তা পরিষ্কার নয়। বিডি প্রতিদিন/২২ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ

বির্তের মধ্যেই মোদি-ট্রুডো সাক্ষাৎ

Image
গত বছর হোয়াইট হাউজে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে জড়িয়ে ধরেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর গত মাসেই ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেয়াহুকে দিল্লি বিমানবন্দরে স্বাগত জানাতে গিয়ে তাঁকে বুজে জড়িয়ে ধরেন মোদি। এরও আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জাপানের প্রধানমন্ত্রী শিনজো-কে আলিঙ্গন করেছিলেন মোদি। কিন্তু বিদেশি রাষ্ট্রপ্রধানদেরকে স্বাগত জানানোর মোদির সেই ভঙ্গিমা দেখা যায়নি বর্তমানে ভারত সফররত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ক্ষেত্রে। আট দিনের সফরে গত ১৭ ফেব্রুয়ারি রাতে কানাডার প্রধানমন্ত্রী-কে স্বাগত জানাতে দিল্লির বিমাবন্দরে উপস্থিত ছিলেন না মোদি বা তার মন্ত্রিসভার কোন গুরুত্বপূর্ণ সদস্য। এমনকি ট্রুডোর সফর নিয়ে সোশ্যাল মিডিয়াতেও একটিও শব্দ খরচ করেন নি মোদি। ভারত সফরে এসে পরদিন সপরিবারে তাজমহল পরিদর্শনে গেলেও ট্রুডোকে স্বাগত জানাননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপর মোদির নিজের রাজ্য গুজরাটে অক্ষরধাম মন্দির, সবরমতী আশ্রমে গেলেও দুই রাষ্ট্রপ্রধানের দেখা হয়নি। ট্রুডোর প্রতি মোদির এই শীতলাতা নিয়ে একদিকে যেমন গণমাধ্য...

হামলাকারীদের পিটিয়ে স্বামীকে বাঁচালেন স্ত্রী

Image
হামলাকারীদের পিটিয়ে হটিয়ে দিয়ে স্বামীকে বাঁচালেন ভারতের হরিয়ানা প্রদেশের যমুনানগর গ্রামের এক নারী। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর তা ভাইরাল হয়েছে।  ভিডিওতে দেখা যাচ্ছে, ওই নারীর স্বামী সংজ্ঞাহীন অবস্থায় মাটিতে পড়ে আছেন। দু-তিন জন লোক লাঠি হাতে তাকে মারছে। ওই মহিলা ছুটে গিয়ে লাঠি দিয়ে এক হামলাকারীকে মারেন। অন্য একজন তাকে মারতে উদ্যত হয়। কিন্তু তিনি সেই হামলা রুখে দেন। এরপর তিনি মাটি থেকে আরো একটা লাঠি তুলে নিয়ে স্বামীর দিকে ছুড়ে দেন। তাকে এভাবে রুখে দাঁড়াতে দেখে হামলাকারীরা পালিয়ে যায়।  হাজার হাজার মানুষ এই ভিডিও দেখেছেন। প্রত্যেকেই এই নারীর সাহস ও বীরত্বের প্রশংসা করছেন। ইত্তেফাক/ইউবি

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দিন দিন আরো উন্নত হচ্ছে: শ্রিংলা

Image
ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটি দিন দিন আরো উন্নত হচ্ছে। দুই দেশই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে একযোগে কাজ করছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল। সে সময় হাতে হাত মিলিয়ে যুদ্ধ করেছিল ভারতীয় সেনারাও। এখনো বাংলাদেশের প্রতি ভারতের সেই ভালোবাসা অব্যাহত আছে বলে উল্লেখ করেন ভারতীয় হাই কমিশনার। শুক্রবার সিলেটের আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) মন্দির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আগামী দুই মাসের মধ্যেই সিলেটে ভারতীয় হাই কমিশনের শাখা অফিস হবে। এখান থেকেই সিলেটের লোকজন সহজে ভিসা নিতে পারবেন। তাদেরকে আর ঝামেলা পোহাতে হবে না। ইসকন সিলেটের অধ্যক্ষ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, ভারতীয় হাই কমিশনের কর্মাশিয়াল সেকেন্ড সেক্রেটারি শিশির কটারী, সিলেটের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবজিৎ সিনহা, যুগলটিলা আখড়া কমিটির সভাপতি অ্যাডভোক...