Posts

Showing posts from June 17, 2019

হংকংয়ে মহাসড়ক অবরোধ সমাপ্ত ঘোষণা করলো বিক্ষোভকারীরা

Image
হংকংয়ে সরকার বিরোধী বিক্ষোভকারীরা সোমবার সকালে পার্লামেন্টের বাইরের প্রধান সড়কে তাদের অবরোধের সমাপ্তি ঘোষণা করে। হংকংয়ে সরকার বিরোধী বিক্ষোভকারীরা সোমবার সকালে পার্লামেন্টের বাইরের প্রধান একটি সড়কে তাদের অবরোধের সমাপ্তি ঘোষণা করেছে। ফলে ওই রাস্তা দিয়ে ফের যানবাহন চলাচল শুরু করেছে। ঘটনাস্থল থেকে এএফপি’র এক প্রতিবেদক একথা জানিয়েছেন। সড়কটি অবরোধ করে রাখা কয়েকশ’ বিক্ষোভকারীকে পুলিশ সোমবার সকালে রাস্তাটি ছেড়ে দেয়ার অনুরোধ জানালে তারা পুলিশের সাথে কোন ধরনের সংঘর্ষে না জড়িয়ে একেবারে শান্তিপূর্ণভাবে ব্যস্ত সড়কটি ছেড়ে দেয়। সেখানে থাকা বিক্ষোভকারীদের অধিকাংশ পার্শ্ববর্তী একটি পার্কে চলে যায়। দিকে রবিবার চীনপন্থী প্রত্যর্পণ বিল পুরোপুরি বাতিলের দাবিতে হংকংয়ে ২০ লাখ বিক্ষোভকারী রাজপথে নেমেছে বলে জানিয়েছে আয়োজকরা। তবে পুলিশ বলছে বিক্ষোভকারীর সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার। প্রত্যর্পণ বিল পুরোপুরি বাতিল ছাড়াও হংকংয়ের রাস্তায় লাখ লাখ বিক্ষোভকারী হংকংয়ের চীনপন্থি প্রধান নির্বাহী ক্যারি লামের পদত্যাগ দাবি করছে। ইতিমধ্যে বিক্ষোভের মুখে গতকাল জনগণের কাছে ক্ষমা চেয়েছেন প্রধান নির্বাহী লাম।আয়োজকদে...

গোলানে ট্রাম্পের নামে বসতি

Image
গোলানে নতুন বসতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামফলক। ছবি: এএফপি অধিকৃত গোলান উপত্যকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে নতুন একটি বসতির উদ্বোধন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল রোববার ওই বসতির উদ্বোধন করা হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, এই এলাকায় ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়ায় ট্রাম্পের সম্মানে বসতির নামকরণ করা হয়েছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ট্রাম্পকে ইসরায়েলের অকৃত্রিম বন্ধু বলে ঘোষণা দিয়ে নেতানিয়াহু বলেন, এটি একটি ঐতিহাসিক দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রাইডম্যান। তিনি এই বসতি ইসরায়েলের প্রাপ্য বলে উল্লেখ করেন। ওই এলাকায় অবকাঠামোগত কাজ এখনো শুরু হয়নি। তবে ট্রাম্পের নামের একটি ফলক রয়েছে। সেখানে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা। সমালোচকেরা বলছেন, এ ঘটনার আইনগত বৈধতা নেই। এটি নেতানিয়াহুর প্রচারণার কৌশল। ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে সিরিয়ার গোলান উপত্যকা দখল করে নেয় ইসরায়েল। এই উপত্যকা এখনো ইসরায়েলের দখলে রয়েছে। প্রায় ১ হাজার ২০০ বর্গকিলোমি...