Posts

Showing posts from February 2, 2020

করোনাভাইরাস: চীনে কীভাবে এতাে দ্রুত তৈরি হলো হাসপাতাল

Image
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্যে চীনের উহান শহরে খুব দ্রুত একটি হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। কর্মকর্তারা বলছেন, মাত্র ১০ দিনে তৈরি এই হাসপাতালটি হয়তো সোমবারই খুলে দেয়া হবে। চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত তিন শতাধিকের বেশি মানুষের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাস মোকাবেলায় চীনে দুটো হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। তার একটি হুশেনশান হাসপাতাল - যার আয়তন ২৫,০০০ বর্গমিটার। তারা আশা করছেন, এই সোমবারেই হাসপাতালটি চালু করে দেওয়া সম্ভব হবে। উহান শহরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর গত ২৪শে জানুয়ারি এই হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হয়। চীনের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ৩০৪ জনের মৃত্যু হয়েছে। চীন ও চীনের বাইরে আক্রান্তের সংখ্যা ১৪,০০০-এর বেশি। চীনের বাইরে আরো ২২টি দেশে প্রায় ১০০ জনের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সার্স মহামারীকে ছাড়িয়ে গেছে। ২০০৩ সালে ২৪টিরও বেশি দেশে সার্স ভাইরাসের সংক্রমণের ঘটনা ঘটেছিল। সার্স ভাইরাসে আ...

আমাদের জায়গা আমাদের পরিবেশ

Image

হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন , নির্বাহী পরিচালক ,নিজ হাতে ছাত্র-ছাত্রীদের বই বিতরণ করছেন বান্দরবান

Image

চীন ফেরত অন্তঃসত্ত্বা নার্স সিএমএইচে ভর্তি/১ ফেব্রুয়ারি, ২০২০ ১৬:১০

Image
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশিদের উহান থেকে ফিরিয়ে আনা হয়। চীনের উহান থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফেরা ৩১৪ জনের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নার্সের শরীরে জ্বর থাকায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এ বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। করোনাভাইরাস আক্রান্ত কিনা বিষয়টি নিশ্চিত না হলেও যেহেতু বিষয়টি স্পর্শকাতর তাই নার্সসহ দেশে ফেরা সবাই সার্বিক তত্ত্বাবধায়নে রাখা হয়েছে। এর আগে, ৭ বাংলাদেশিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। চীন থেকে ফেরা সবাইকে বিআরটিসির ১০টি বাসে করে আশকোনা হজক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। বিমানবন্দর থেকে সরাসরি ৭ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়াও প্রত্যেকের নাম আলাদা করে তালিকাভুক্ত করা হয়েছে। প্রত্যেকেই যেন নিরাপদ থাকেন সেজন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। যেহেতু করোনা ভাইরাসের লক্ষণ প্রকাশ পেতে ১৪ দিন সময় লাগে সেজন্য তাদের ১৪ দিন নিবিড় তত্ত্বাবধায়নে রাখা হবে। এখানে সার্বক্ষণিক চিকিৎসক থাকবে স্বাস্থ্য অধিদপ্তরের পাশাপাশি সেনাব...

শৈত্যপ্রবাহ বিস্তৃতি লাভ করতে পারে

Image
ফাইল ছবি। যশোর, কুষ্টিয়া ও টাঙ্গাইল অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তৃতি লাভ করতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। রবিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরণের কুয়াশা পড়তে পারে। আরও পড়ুন :  বাসচাপায় মা মেয়েসহ তিনজনের মৃত্যু আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, রাজারহাটে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী ৭২ ঘণ্টায় শেষের দিকে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ইত্তেফাক/এমআরএম

অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ

Image
আজ থেকে শুরু হচ্ছে বইমেলা। গত কয়েক দিন ধরে চলে তারই প্রস্তুতি —রেহেনা আক্তার বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা ২০২০ আজ রবিবার থেকে শুরু হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে তার স্মৃতির প্রতি উত্সর্গ করা হয়েছে এবারের বইমেলা । আজ বিকাল তিনটায় গ্রন্থমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি মেলা পরিদর্শনে যাবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। এবারের মেলার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বাংলা একাডেমি প্রকাশিত বঙ্গবন্ধু রচিত তৃতীয় বই ‘আমার দেখা নয়াচীন’-এর আনুষ্ঠানিক প্রকাশনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন। এবার বইমেলার একটি নতুন থিম নির্ধারণ করা হয়েছে। আর তা হলো বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ। গ্রন্থমেলা ব...

জাজিরা প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর ২৩তম স্প্যান

Image
পদ্মা সেতুর ২২তম স্প্যান বসানোর ১২ দিনের মাথায় এবার বসানো হয়েছে ২৩তম স্প্যান। আজ রবিবার দুপুরে জাজিরা প্রান্তের ৩১ ও ৩২ নাম্বার পিলারে ২৩ নাম্বার স্প্যানটি বসানো হয়েছে। এতে পদ্মা সেতুর ৩ হাজার ৪শত ৫০ মিটার দৃশ্যমান হয়েছে। পদ্মাসেতুর উপ-সহকারী প্রকৌশলী হুমাায়ন কবির জানান, আজ সকাল সাড়ে নয়টায় ১৫০ মিটার দীর্ঘ ও ৩ হাজার ১৪০ টন ওজনের ২১তম স্প্যানটিকে বসানোর জন্য ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার 'তিয়ান-ই' ভাসমান ক্রেনে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে নিয়ে আসা হয়। এরপর স্প্যানটিকে পিলারে উপরে তোলার কার্যক্রম শুরু হলে দুপুর ১ টা ৩০ মিনিটে স্প্যানটি বসানো সম্পন্ন হয়। এ শিডিউল ঠিক থাকলে আগামী ২০২০ সালের বছরের জুলাই নাগাদ ৪১টি স্প্যান বসানো শেষ হবে। পদ্মা সেতুর প্রকৌশলী সূত্রে জানা যায়, পদ্মাসেতুর মোট ৪২টি পিলারের মধ্যে বর্তমানে কাজ সম্পন্ন হয়েছে ৩৫টির। সেতুতে ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ৪১০টি রেল স্ল্যাব বসানো হয়েছে। ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ১২৫টি স্ল্যাব বসানো শেষ হয়েছে। পদ্মাসেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে চীন থেকে মাওয়ায় এসেছে ৩৩টি স্প...

যুক্তরাষ্ট্রের ভিসা লাভের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখে কয়েকটি দেশ

Image
মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা লাভের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে কয়েকটি দেশ। এসব দেশের মধ্যে রয়েছে কিরগিস্থান, মিয়ানমার, ইরিত্রিয়া, নাইজেরিয়া, সুদান ও তানজানিয়া। তবে এটি পূর্ণাঙ্গ কোনও ভ্রমণ নিষেধাজ্ঞা নয়। এছাড়াও যুক্তরাষ্ট্র “জন্ম পর্যটন” সম্পর্কিত একটি নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার আওতায় ইউরোপীয় দেশগুলো ছাড়া অন্যান্য দেশের গর্ভবতী মায়েরা যুক্তরাষ্ট্রের মাটিতে এসে সন্তানপ্রসব করাতে পারবেন না। আগের নিয়মে যুক্তরাষ্ট্রের মাটিতে ভুমিষ্ট হলেই তারা নাগরিকত্ব লাভ করতো।  সূত্র: ভয়েস অব আমেরিকা বিডি প্রতিদিন/কালাম

চরফ্যাশন মাতালেন শাকিব খান-মৌসুমী ও পপিরা (ভিডিও)

Image
শাকিব-পপি ভোলার চরফ্যাশন মাতালেন শাকিব খান, মৌসুমী ও পপিরা। গতকাল ১ ফেব্রুয়ারি বিকেলে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন সরকারি কলেজের ৫০ বছর পূর্তিতে এ আয়োজন করা হয়। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় সব অভিনেতা-অভিনেত্রীদের চোখ ধাঁধানো পারফরম্যান্সে মুগ্ধ চরফ্যাশনবাসী।  অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে উপস্থাপনা করতে আসেন নায়ক রিয়াজ। এরপর পারফরম্যান্স নিয়ে হাজির হন মৌসুমী। তিনি ‘চারদিকে শুধু তুমি ও মৌসুমী’ শিরোনামের গানের সঙ্গে নাচেন। এরপরেই মঞ্চে ওঠেন চিত্রনায়িকা পপি। সহশিল্পীদের নিয়ে ‘আমার মন বলে তুমি আসবে’ শিরোনামের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন তিনি। মঞ্চে শাকিব খান ও পপি যখন উঠেন তখন দর্শকের করতালিতে পুরো অনুষ্ঠান মুখর করে তুলেন। এছাড়াও মঞ্চে পারফর্ম করেছেন নায়ক সায়মন সাদিক, নায়িকা তমা মির্জা ও চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী ঝিলিকসহ স্থানীয় শিল্পীরা। শনিবার দুপুরে ভোলার চরফ্যাসন সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে এ সুবর্ণজয়ন্তী উৎসবে প্রধান অতিথি ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।  এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী, যুব ও ক্রীড়া মন...

দেশ সেরা ইনিংস খেললেন তামিম ইকবাল

Image
তামিম ইকবাল। ছবি: সংগৃহীত প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড করে নিজের নামের পাশে ট্রিপল সেঞ্চুরির মালিক হলেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট লিগে পূর্বাঞ্চলের হয়ে ব্যাট করতে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে ৫৫৫ রান সংগ্রহ করে তামিমের দল। এর আগে অধিনায়ক মুমিনুল হকও ১১১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিএলের মধ্যাঞ্চলের দেয়া ২১৩ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ৬২ রানের মাথায় তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামা পিনাক ঘোষ আউট হন। এরপর মুমিনুল হককে নিয়ে ২৯৬ রানের এক অসাধারণ জুটি গড়েন দুইজন। অধিনায়ক ১১১ রানে আউট হলেও একপাশ আগলে রাখেন তামিম ইকবাল। মুমিনুলের পর ইয়াসির আলীকে নিয়ে সাবলীলায় ব্যাট করতে থাকেন তামিম। দিন শেষে ২২২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। রবিবার মাঠে নেমে আগের মতোই ব্যাট চালাতে থাকেন এই ওপেনার। তুলে নেন ক্যারিয়ার সেরা ট্রিপল সেঞ্চুরি। এর ফলে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ৩০০ রানের মালিক বনে যান তামিম। পরে ৩৩৪ রানে অপরাজিত থাকার পর ইনিংস ডিক্লেয়ার করেন। ৩৩৪ রান করতে তামিম ইকবাল ক্রিজে ছিলেন ৫৮৫ মিনি...

মাস্ক না পরা নাগরিকদের শাসন করতে ড্রোন ব্যবহার চীনের!

Image
ওষুধ ছিটাতে ড্রোনের ব্যবহার চীনের মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চীনের নানা পদক্ষেপ নজর কেড়েছে বিশ্ববাসীর। এবার জানা গেছে, ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কথা বলতে সক্ষম ড্রোন ব্যবহার করছে চীন। যেসব নাগরিক মাস্ক পরেননি এবং নিষেধাজ্ঞা না মেনে ঘরের বাইরে বেরিয়েছেন তাকে বকা দিয়ে সতর্ক করবে এসব ড্রোন। নাগরিকদের সতর্ক করে এসব ড্রোন বলছে, 'তাড়াতাড়ি মাস্ক পরো।' হ্যাঁ তোমাকেই বলছি, 'নিষেধাজ্ঞা অমান্য করে বাইরে বের হয়েছে কেন?' করোনাভাইরাস ঠেকানোর অংশ হিসেবে ওষুধ ছিটিয়ে দিতেও চীন ড্রোন ব্যবহার করছে।  এরমধ্যে এক সপ্তাহেই হাসপাতাল নির্মাণ করে সারাবিশ্বকে চমকে দিয়েছিল চীন। এক সপ্তাহে ওই হাসপাতাল নির্মাণের পর আরও কয়েকটি হাসপাতাল নির্মাণ করছেন চীন। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ার পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩০৪ জনের। এ ভাইরাসে এখন পর্যন্ত ১৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। সূত্র: বিজনেস ইনসাইডার, সিএনএন   বিডি প্রতিদিন/ফারজানা

পোকার আক্রমণে অতিষ্ঠ পাকিস্তান, জরুরি অবস্থা জারি

Image
কিছুতেই স্বস্তি মিলছে না ইমরান সরকারের। একটার পর একটা সমস্যা লেগেই রয়েছে তার দেশে। অন্য কিছু নয়, এবার খোদ পঙ্গপালের হানায় জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে পাকিস্তানবাসীর। যা নিয়ে রীতিমত উষ্মা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। জানা গেছে, দেশটির পাঞ্জাবের সিন্ধু প্রদেশের একটি বৃহৎ অংশের ফসল ধ্বংস করে দিচ্ছে মরুভূমির পঙ্গপাল। ফলে পঙ্গপালদের এই আক্রমণ থেকে বাঁচতে পাকিস্তান সরকার একটি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে।  খবর ডন নিউজের। প্রতিবেদনে বলা হয়েছে, পঙ্গপালের আক্রমণ ঠেকাতে শুক্রবার একটি জরুরি বৈঠক তলব করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সেখানেই এই সংক্রান্ত জাতীয় জরুরি অবস্থার কথা ঘোষণা করেন তিনি। সেদিনের ওই বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের চারটি প্রদেশের ফেডারেল মন্ত্রী এবং পাক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই বৈঠকে একটি জাতীয় কর্মপরিকল্পনা অনুমোদিত হয়। যেখানে বর্তমানের এই সংকটজনক দশা কাটিয়ে উঠতে ৭.৩ বিলিয়ন পাকিস্তানি রুপির প্রয়োজন বলে জানান প্রধানমন্ত্রী। শুধু তাই নয়,পঙ্গপালের এই প্রাদুর্ভাব রোধ করতে এবং শস্যের ক্ষতি রুখতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সমস্ত...

চীনের উহানে সেরে উঠলেন করোনায় আক্রান্ত ১০৩/ ১ ফেব্রুয়ারি, ২০২০ ২২:৫৭

Image
চীনের উহান শহরে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ১০৩ মানুষ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। শনিবার উহানের মেয়র ঝাও জিনওয়াংয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বিষয়টি জানিয়েছে। খবরে বলা হয়, ৩১ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে উহানের  মেয়র জানান, ৩০ জানুয়ারি পর্যন্ত শহরটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল দুই হাজার ৬৩৯ জন। এর মাঝে ১০৩ জন সুস্থ হয়েছে হাসপাতাল ছেড়েছেন।  শহর প্রশাসনের কর্মকর্তা লি কিয়াং জানান, করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে উহানের রেডক্রস সোসাইটি ৮ কোটি ৬৫ লাখ মার্কিন ডলারেরও বেশি আর্থিক অনুদান  পেয়েছে। এছাড়া অনুদান হিসেবে এ সংস্থাটি এখন পর্যন্ত প্রায় সাড়ে নয় হাজার মাস্কবক্স, ৮১ হাজার চশমা, প্রয়োজনীয় ওষুধপত্র ও চিকিৎসা সরঞ্জাম পেয়েছে।  উহানের সহকারী মেয়র জু হংলান জানান, করোনাভাইরাসে উদ্ভূত সংকটের মধ্যেও শহরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পর্যাপ্ত যোগান রয়েছে। এ দিয়ে অন্তত আরো এক সপ্তাহ চালানো যাবে।  বিডি প্রতিদিন/আল আমীন

মিয়ানমারসহ নতুন ছয় দেশের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

Image
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিয়ানমার ও নাইজেরিয়াসহ নতুন ছয়টি দেশের ওপর বিধিনিষেধ দিয়ে বিস্তৃত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন। শুক্রবার এক আদেশে তিনি এ নতুন নিষেধাজ্ঞা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নতুন বিধিনিষেধের ফলে ইরিত্রিয়া, নাইজেরিয়া, মিয়ানমার ও কিরগিজস্তানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ কমে আসবে। সুদান ও তানজানিয়ার নাগরিকদের জন্য বন্ধ হবে ‘ডাইভারসিটি ভিসা’। তবে দেশ ছয়টির নাগরিকদের ভ্রমণ ভিসা, শিক্ষার্থী ও ব্যবসা সংশ্লিষ্ট ভিসা আগের মতোই চালু থাকবে। নিরাপত্তা ও তথ্য-ভাগাভাগি বিষয়ে যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া মান অর্জনে ব্যর্থ হওয়ায় নতুন এ ছয় দেশকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে বলে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত সেক্রেটারি শ্যাড ওলফ জানিয়েছেন। ট্রাম্প প্রশাসনের নতুন এ নীতি ২১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। মূলত পাসপোর্ট সংক্রান্ত প্রযুক্তির আধুনিকায়ন না ঘটানো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্দেহভাজন জঙ্গি ও অপরাধীদের বিষয়ে তথ্য ভাগাভাগি না করার কারণেই এ দেশগুলোকে ভিসা নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে ওলফ জানিয়েছেন ...

মোহাম্মদ তৌফিক ইরাকের নতুন প্রধানমন্ত্রী

Image
ইরাকের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ তৌফিক এলাহীকে দায়িত্ব দেয়া হয়েছে। ইরাকের নতুন সরকার গঠনের আর মাত্র এক মাস বাকি আছে। এরই মধ্যে মোহাম্মদ তৌফিককে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিলেন প্রেসিডেন্ট বারহাম সালেহ।  শনিবার তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন দেশটির প্রেসিডেন্ট বারহাম সালেহ। শনিবার মোহাম্মদ তৌফিক এক ভিডিও বার্তায় ঘোষণা দেন, তাকে ইরাকের প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, ‌‘আপনারা ত্যাগ ও সাহসিকতা না দেখালে দেশ পরিবর্তন হবে না। আমি আপনাদের বিশ্বাস করি এবং এ কারণে আমি চাই আপনারা আন্দোলন চালিয়ে যান।’ এছাড়া তিনি বিক্ষোভকারীদের হত্যার দায় এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন

চীন সফরকারীরা ঢুকতে পারবে না অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে

Image
মহামারী করোনাভাইরাসের কারণে বৈশ্বিক জরুরি অবস্থা জারি করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ ভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য সম্প্রতি সময়ে চীন সফর করা বিদেশিদের নিজ নিজ দেশে প্রবেশ করতে দিচ্ছে না অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র। গতকালই যুক্তরাষ্ট্র এ ঘোষণা দিয়েছিল। এবার সে একই সিদ্ধান্ত দিয়েছে অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়ার নাগরিক, তাদের পরিবারের ওপর নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। চীনের হুবেই প্রদেশ ভ্রমণ করেছেন এমন ব্যক্তিদের তাদের দেশে প্রবেশ করতে দিচ্ছে না জাপান ও তাইওয়া।  চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩০৪ জনের মৃত্যু হয়েছে।  চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী পুরো বিশ্বে করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪,৩৮০ জন। এর বেশিরভাগই চীনের। চীনের বাইরেও ২১টি দেশে এ ভাইরাসে ১০০ জন আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাস ঠেকাতে চীনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে বেশ কয়েকটি দেশ। এবার ভিয়েতনামও চীন, হংকং ও ম্যাকাউয়ে ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে। ১ মে পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর অন্তত ১০,০০০ ফ্...