Posts

Showing posts from November 18, 2017

আদিবাসীদের ঐতিহ্য তেবিলের খাবার

Image
আদিবাসীদের ঐতিহ্য অথিতিদের ডেনি তেবিলের খাবার Source   Nung Nung Marma ‎ Wake up Bangladesh Chittagong Hill Tracts indigenous People

আদিবাসী সংস্কৃতি বিলুপ্তপ্রায়, কমছে আদিবাসীর সংখ্যা

Image
আদিবাসী সংস্কৃতি বিলুপ্তপ্রায়, কমছে আদিবাসীর সংখ্যা জাতীয় ,  রাজনীতি  বিভাগে প্রকাশিত প্রকাশের সময়ঃ জুলাই ২০, ২০১৭ দেখা হয়েছে  ১৪৫ সর্বশেষ হালনাগাদঃ জুলাই ২০, ২০১৭ সময় ১১:৩৫ অপরাহ্ন দীর্ঘ কয়েক বছরে ১০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রায় দুই লাখ দুই হাজার ১৬৪ একর জমি কেড়ে নেয়া হয়েছে৷ এর মারাত্মক বিরূপ প্রভাব পড়েছে আদিবাসী জীবনযাত্রা আর সংস্কৃতিতে। বলতে গেলে আদিবাসী সংস্কৃতি বিলুপ্তপ্রায়, দেশে কমছে আদিবাসীর সংখ্যা৷ আদিবাসীদের এ অবস্থার জন্য রাষ্ট্র এবং বাঙালির জাত্যাভিমানকেও দায়ী মনে করেন অনেকে৷ লেখাটি ডয়চে ভেলে ( www.dw.com/bn)  প্রকাশিত কিছু তথ্য অবলম্বনে সম্পাদিত। অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাত গত ২০১৬ সালের নভেম্বর মাসে ‘পলিটিক্যাল ইকোনমি অফ আনপিপলিং অফ ইন্ডিজিনাস পিপলস: দ্য কেইস অফ বাংলাদেশ’ শিরোনামে একটি গবেষণা গ্রন্থ প্রকাশ করেছেন৷ সেখানে তিনি বলেছেন, ‘‘বাংলাদেশে সরকার ২২টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে স্বীকার করে না৷ ২৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে স্বীকার করা হলেও বাস্তবে দেশের ৪৮ জেলায় ৪৯টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস৷ আর তাদের মোট জনসংখ্যা ৫০ লাখ, যদিও...

কুমারিত্ব নিলামে তুললেন মডেল, মূল্য ২৪ কোটি টাকা!

Image
নিজের কুমারিত্বকে নিলামে তুলেছেন ১৯ বছর বয়সী এক মার্কিন মডেল। যিনি মডেল ফ্যাশন জগতে 'গিসেলে' নামে পরিচিত। এই কুমারিত্ব-নিলাম সংঘটিত হয়েছে জার্মানির কুখ্যাত ওয়েবসাইট সিন্ডেরেলা এসকর্টস-এর মাধ্যমে।   একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ, আবু ধাবির এক এজেন্ট তিন মিলিয়ন মার্কিন ডলারে (বাংলাদেশি টাকায় ২৪ কোটি) গিসলের কুমারিত্ব কিনে নেন। প্রতিক্রিয়ায় গিসেলে জানান, এত দিনে তার স্বপ্ন সফল হল। তিনি এই বিপুল অর্থ দিয়ে নতুন একটা বাড়ি কিনবেন, ডানা মেলে বিশ্ব ভ্রমণে বের হবেন। গিসেলের এই 'কুমারিত্ব বিক্রয়' নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গিসেলের মতে, কুমারিত্ব এক প্রকার 'বন্ধন'। তিনি যদি 'বন্ধনমুক্ত' হন, তা হলে পাবলিকের কী! সেই সঙ্গে গিসেলে আরও জানিয়েছেন, তিনি এমন কোনো ব্যক্তির সঙ্গে তার 'প্রথম অভিজ্ঞতা' শেয়ার করতে চান, যিনি তার প্রেমিক নন। সিন্ডেরেলা এসকর্টস-এর খোঁজ পাওয়ার আগেই গিসেলে তার কুমারিত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন বলেই জানা গেছে। এই এজেন্সি তার স্বপ্নকে সফল করেছে বলেই তার ধারণা। প্র...

বান্দরবানে মারমা আদিবাসী তরুনী নিখোঁজ সন্ধান চান পরিবার / প্রকাশিত: ২০১৭-০৫-০২ ২১:০৪:২৩ আপডেট: ২০১৭-০৫-০২ ২২:১৮:৪৩

Image
বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রাম থেকে এক মারমা আদিবাসী তরুণী নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। জানা যায় তিনি কক্সবাজারে বেড়াতে এসে নিখোঁজ হন। সোনাইছড়ি ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক বিজয় মার্মা জানান, এক সপ্তাহ পূর্বে স্থানীয় মৃত অক্যজ মার্মার মেয়ে মাএইম্যা মার্মা (১৮) বাড়ি থেকে কক্সবাজার বেড়াতে গিয়ে আর ফিরে আসেনি। নিখোঁজের পর থেকে ওই তরুণী ব্যবহৃত মোবাইলের দুটি সিমে সংযোগ পাওয়া যাচ্ছেনা। সূত্র জানায়, তার পরিবার অত্যন্ত অসহায় ও গরীব হওয়ায় খোঁজাখুঁজির সামর্থ্যও নেই তাদের। কোথাও তার সন্ধান পেলে নিকটস্থ থানা কিংবা ০১৬২৪৫৬৪৪৮৮ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। Source   Ghyana Chakma Jummo  and  Pai Hla Marma  shared a  link .

মায়ের ডাকে ফিরে এলো জঙ্গি ছেলে

Image
কাশ্মীরে ফুটবলার ছেলের লস্কর-ই-তৈয়বায় যোগদানের খবরে মায়ের কান্নাজড়ানো আকুতিতে অবশেষে ফিরে এলো ছেলে মজিদ খান (২০)। গতকাল সে কাশ্মীরে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। কয়েকদিন আগে মজিদের রাইফেল হাতে এক ছবি দেখে তার মা আয়েশা বেগম (৫০) কান্নায় ভেঙ্গে পড়েন।  ছেলেকে ফিরে আসার জন্য তিনি অশ্রুসিক্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি হাজার হাজার মানুষ তা শেয়ার করেন। রীতিমতো এটি কাশ্মীরসহ বিভিন্নস্থানে আলোড়ন সৃষ্টি করে। মজিদ খান জম্মু-কাশ্মীরের প্রথম শ্রেণির ক্লাব অনন্তনাগের একজন ফুটবলার। এনডিটিভি। ইত্তেফাক/সেতু

তিব্বতে নিখোঁজ চীনা পর্বতারোহীর লাশ উদ্ধার

Image
উদ্ধারকর্মীরা দিনব্যাপী তল্লাশি চালিয়ে শুক্রবার হিমালয়ের উত্তর পাশে মাউন্ট নোইজিনকাংসাং এ নিখোঁজ এক চীনা পর্বতারোহীর লাশের সন্ধান পেয়েছে। সৌখিন পর্বতারোহী লি পর্বতের ৭ হাজার ২০৬ মিটার উঁচু থেকে নিখোঁজ হন।  তিনি একাই সেখানে আরোহণ করেন। ৮ নভেম্বর তিনি ও তার সঙ্গী ঝু পর্বতটিতে একটি শিবির স্থাপন করেন। তিব্বত পর্বতারোহী দলের ডেপুটি ক্যাপ্টেন ও উদ্ধারকারী দলের সদস্য ঝাজি সেরিং বলেন, তারা লি’র লাশ খুঁজতে একটি টেলিস্কোপ ব্যবহার করেন। লাশটি যেখানে আছে সেখানে যাওয়ার পথ পিচ্ছিল হওয়ায় পা পিছলে নিচে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই উদ্ধারকর্মীরা সে চেষ্টা করছে না। সিনহুয়া। ইত্তেফাক/সাব্বির 

শ্রীলংকায় গুজবের জেরে বৌদ্ধ-মুসলিম দাঙ্গা, গ্রেফতার ১৯

Image
শ্রীলংকায় ভুয়া সোশাল মিডিয়ার পোস্ট ও গুজবকে কেন্দ্র করে গিনটোলা শহরে মুসলিম-বৌদ্ধ সংঘর্ষে কমপক্ষে ৪ জন আহত হয়েছে। শনিবার এর জের ধরে ১৯ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। শনিবার দেশটির আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রী সাগালা রত্নানায়েকে বলেছেন, পরিস্থিতি বর্তমানে সম্পুর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, দাঙ্গা নিয়ন্ত্রণ পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার বর্ণনা দিয়ে পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকেরা বলেন, গত নভেম্বরের ১৩ তারিখ একজন মুসলিম নারী তার শিশু একজন সিংহলিজ তরুণের মোটরসাইকেলের ধাক্কায় আহত হন। এতে তিনজনই আহত হন, এবং বাইক চালক ২৫ হাজার শ্রীলংকার মুদ্রা জরিমানা দিয়ে ঘটনার মিটমাট করে। মোটরসাইকেল চালককে জামিন দেয়া হয়।  কিন্তু গত বৃহস্পতিবার এই ঘটনার জের ধরে হামলার ঘটনা ঘটে। যদিও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কেউ ছিল না, সেই হামলায় একজন মুসলিম আহত হয়। এর জের ধরে সিনহলি ব্যক্তির বাড়িতে হামলা হয় যাতে ১ জন সিনহলি আহত হয়। শুক্রবার ঘটনা আরো গুরুতর রূপ ধারণ করে যাতে রাজনীতিবিদ ও ধর্মীয় নেতারা উসকানি দেন। শুক্রবার সন্ধ্যায় আরেকটি সহিংসতার ঘটনা ঘটে যার ফলে কারফ...

কিশোরকে ধর্ষণ, গৃহবধূ গ্রেফতার

Image
১৭ বছরের কিশোরকে ধর্ষণ করার অভিযোগে ২৪ বছরের এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ। গৃহবধূর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ আইনে মামলা হয়েছে।  ভারতের কর্নাটকের কোলার গোল্ড ফিল্ড এলাকায় থাকত ওই গৃহবধূ এবং ওই কিশোর। তারা একে অপরকে চিনতো। চলতি বছরের ২৪ অক্টোবর থেকে দু‌জনেই নিখোঁজ ছিল। দুই পরিবারের পক্ষ থেকে পুলিশে নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়। পুলিশের কাছে নিখোঁজ গৃহবধূর ফটো দেখতে পেয়ে কিশোরের বাবা সন্দেহ করেন যে তার ছেলেকে নিয়ে ওই গৃহবধূ পালিয়েছেন।  পুলিশ জানিয়েছে, ২ জনের মেডিকেল পরীক্ষায় প্রমাণ হয়েছে কিশোর ও গৃহবধূর মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে। গৃহবধূর স্বামী পানীয় জলের ব্যবসা করেন। ২ বছর আগে বিয়ে হলেও কোনো সন্তান ছিল না ওই দম্পতির। অন্যদিকে ১৭ বছরের কিশোর পড়াশোনা ছেড়ে দিয়েছে।  পুলিশ সেই সময় কিশোরের বাবার অভিযোগকে অতটা গুরুত্ব না দিলেও পরে প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারে যে কিশোর ও গৃহবধূর মধ্যে সম্পর্ক ছিল। পুলিশ এরপর কোলার গোল্ড ফিস এলাকার বাসস্ট্যান্ডের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। ফুটেজে ধরা পড়ে  ২৪ অক্টোবর গৃহবধূ ও কিশোর অন্ধ্রপ্রদেশের বাসে উঠছে। পুলিশকে গৃ...

Nutritious food feeding for village school HF

Image

ছেলেকে রেখে কলকাতায় অপু, শাকিব দেখেন তালা

Image
সন্তান আব্রাম খান জয়কে বাসায় গৃহপরিচারিকার জিম্মায় রেখে কলকাতা গেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস—দিনভর এমন গুজবই ভেসে বেড়াচ্ছিল গণমাধ্যমে। অবশেষে সেই গুজবেরই সত্যতা মিলল। গতকাল শুক্রবার রাত নয়টায় রাজধানীর গুলশানের নিকেতনে অপুর বাসায় গিয়ে দেখা গেল এ চিত্র। গত বৃহস্পতিবার ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন শাকিব খান। ফিরেই গতকাল দুপুরে শুনতে পান এ ঘটনা। এরপরও যেন বিশ্বাস করতে পারছিলেন না। তাই নিজ চোখে দেখতে রাত নয়টায় অপুর নিকেতনের বাসায় যান তিনি। অপুর বাসায় গিয়ে শাকিব দরজায় কড়া নাড়লে ভেতর থেকে নারীকণ্ঠের একজন জানান, দরজা বাইরে থেকে তালা দেওয়া। খোলার জন্য তাঁদের কাছে কোনো চাবি নেই। এ ঘটনায় শাকিব বেশ আতঙ্কিত বোধ করেন। এ সময় তিনি জিজ্ঞেস করেন, অপু কোথায় গেছেন? ভেতর থেকে উত্তর আসে, বিদেশে গিয়েছেন। কখন ফিরবেন, সেটা তাঁরা বলতে পারেননি। পরিচয় জানতে চাইলে ভেতর থেকে তাঁর নাম শেলী বলে জানান। তখন শাকিব বলেন, ‘শেলী, কোনো কিছু দরকার হলে অবশ্যই আমাকে ফোন দেবে।’ এরপর শাকিব নিচে নেমে আসেন। তখন তিনি সঙ্গে থাকা লোকজনের মাধ্যমে ঘটনাটি নিকেতন সোসাইটির নেতাদের অবহিত করেন। সন্তানকে দেখতে না পেয়ে এ সময় তাঁকে বেশ বি...

ফাইনাল ফোরটি’ থেকে বাদ জেসিয়া

Image
মিস ওয়ার্ল্ড ২০১৭’ প্রতিযোগিতার সেমিফাইনালে ‘ফাইনাল ফোরটি’র সঙ্গে লড়তে হয়েছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলামকে। কিন্তু শেষরক্ষা হলো না। সেমিফাইনাল থেকে বাদ পড়েছেন তিনি। আজ শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় চীনের সানাইয়া শহরে শুরু হবে ৬৭তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান। আড়াই ঘণ্টার এই অনুষ্ঠান ডিজাইন করছে বেইজিং রাইজ। উপস্থাপনা করবেন টিম ভিনসেন্ট, মেগান ইয়ং ও স্টিভ ডগলাস। নতুন মিস ওয়ার্ল্ডকে মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে। চীনের সানাইয়া সিটি এরেনায় ৬৭তম মিস ওয়ার্ল্ড চূড়ান্ত অনুষ্ঠানের মঞ্চকে ঘিরে থাকবে কঠোর নিরাপত্তা। এরই মধ্যে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন জেসিয়া ইসলাম। জানা গেছে, আগামীকাল রোববার ঢাকার উদ্দেশে রওনা দেবেন জেসিয়া। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ আয়োজনের আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এবারই প্রথম মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আয়োজনের মাধ্যমে আমরা মূল প্রতিযোগিতায় প্রতিযোগী পাঠিয়েছি। শুরুতেই ফাইনাল ফোরটিতে বাংলাদেশের প্রতিযোগী পৌঁছাতে পেরেছে, এটা খুবই ইতিবাচক দিক। আমরা আশা করছি, ভবিষ্যতে যাঁরা এই প...

চীন-ভারত পানিযুদ্ধের ক্ষতির শিকার বাংলাদেশও

Image
তিব্বতের ইয়ারলাং তাসাংপো নদীতে চীনের তৈরি বাঁধ। এই নদীটিই ভারতের অরুণাচল আর আসামে ব্রহ্মপুত্র হয়ে বাংলাদেশে প্রবেশ করে যমুনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। বাংলাদেশ-ভারত-চীন, তিন দেশের বিপুল মানুষ এই নদীর পানির ওপর নির্ভরশীল। এক. জওহরলাল নেহরু ‘হিন্দি-চীনি ভাই ভাই’ বললেও চীন-ভারত বিবাদ বিস্তর এবং সেই তালিকা ক্রমে দীর্ঘ হচ্ছে। বিশ্বের জনসংখ্যার ৩৭ শতাংশ মানুষ আছে এই দুই দেশে। ফলে, চীন-ভারত উত্তেজনায় উদ্বিগ্ন সমগ্র দুনিয়া; বিশেষত দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষ। অরুণাচল, লাদাখ ও সিকিম-সন্নিহিত এলাকায় তিনটি স্থানে ভূখণ্ডগত প্রবল বিরোধ আছে এই দুই দেশে। আছে বেলুচিস্তানে চীনের অর্থনৈতিক করিডর নিয়ে ভারতের আপত্তি। ৪৮ সদস্যের এলিট ‘নিউক্লিয়ার সাপ্লাইয়ার্স গ্রুপ’-এর সদস্য হতে চায় ভারত। সেটা নিয়ে বাধা আছে চীনের তরফ থেকে। পাশাপাশি বেইজিং পাকিস্তানি নাগরিক মাসুদ আজহারকে নিয়ে জাতিসংঘে ভারতের বিপক্ষে অবস্থান নিয়েছে; যেভাবে চীনের আপত্তি সত্ত্বেও দালাই লামাকে মদদ দিচ্ছে ভারত। আশপাশের অনেক দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও বেইজিং ও নয়াদিল্লির দ্বন্দ্ব এখন অনেকখানি খোলামেলা। বিবাদিত বিষয়ের তালিকায় সচরাচর সী...

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক সাখাওয়াত নিহত

Image
বেলাল আহমদ,বিশেষ  প্রতিনিধি: বান্দরবানে সড়ক দুর্ঘটনায় মো. সাখাওয়াত হোসেন (৩৮) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (১৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বান্দরবান-কেরানীহাট সড়কের মৃত্তিকা ও পানি সংরক্ষণ অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাখাওয়াত বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের আইসিটি বিভাগের প্রভাষক ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া পদুয়া মীর পাড়ায় । প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে লোহাগাড়া থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে মৃত্তিকা ও পানি সংরক্ষণ অফিস এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ও কারো অভিযোগ না থাকায় কলেজ শিক্ষক মো. সাখাওয়াত হোসেন এর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। Source   মোহাম্মদ আলাউদ্দিন