আদিবাসী সংস্কৃতি বিলুপ্তপ্রায়, কমছে আদিবাসীর সংখ্যা জাতীয় , রাজনীতি বিভাগে প্রকাশিত প্রকাশের সময়ঃ জুলাই ২০, ২০১৭ দেখা হয়েছে ১৪৫ সর্বশেষ হালনাগাদঃ জুলাই ২০, ২০১৭ সময় ১১:৩৫ অপরাহ্ন দীর্ঘ কয়েক বছরে ১০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রায় দুই লাখ দুই হাজার ১৬৪ একর জমি কেড়ে নেয়া হয়েছে৷ এর মারাত্মক বিরূপ প্রভাব পড়েছে আদিবাসী জীবনযাত্রা আর সংস্কৃতিতে। বলতে গেলে আদিবাসী সংস্কৃতি বিলুপ্তপ্রায়, দেশে কমছে আদিবাসীর সংখ্যা৷ আদিবাসীদের এ অবস্থার জন্য রাষ্ট্র এবং বাঙালির জাত্যাভিমানকেও দায়ী মনে করেন অনেকে৷ লেখাটি ডয়চে ভেলে ( www.dw.com/bn) প্রকাশিত কিছু তথ্য অবলম্বনে সম্পাদিত। অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাত গত ২০১৬ সালের নভেম্বর মাসে ‘পলিটিক্যাল ইকোনমি অফ আনপিপলিং অফ ইন্ডিজিনাস পিপলস: দ্য কেইস অফ বাংলাদেশ’ শিরোনামে একটি গবেষণা গ্রন্থ প্রকাশ করেছেন৷ সেখানে তিনি বলেছেন, ‘‘বাংলাদেশে সরকার ২২টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে স্বীকার করে না৷ ২৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে স্বীকার করা হলেও বাস্তবে দেশের ৪৮ জেলায় ৪৯টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস৷ আর তাদের মোট জনসংখ্যা ৫০ লাখ, যদিও...