মায়ের ডাকে ফিরে এলো জঙ্গি ছেলে
কাশ্মীরে ফুটবলার ছেলের লস্কর-ই-তৈয়বায় যোগদানের খবরে মায়ের কান্নাজড়ানো আকুতিতে অবশেষে ফিরে এলো ছেলে মজিদ খান (২০)। গতকাল সে কাশ্মীরে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। কয়েকদিন আগে মজিদের রাইফেল হাতে এক ছবি দেখে তার মা আয়েশা বেগম (৫০) কান্নায় ভেঙ্গে পড়েন।
ছেলেকে ফিরে আসার জন্য তিনি অশ্রুসিক্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি হাজার হাজার মানুষ তা শেয়ার করেন। রীতিমতো এটি কাশ্মীরসহ বিভিন্নস্থানে আলোড়ন সৃষ্টি করে। মজিদ খান জম্মু-কাশ্মীরের প্রথম শ্রেণির ক্লাব অনন্তনাগের একজন ফুটবলার। এনডিটিভি।
ইত্তেফাক/সেতু
Comments