Posts

Showing posts from January 26, 2019

হ্যান্ডশেক' করতে পরিণীতির দিকে হাত বাড়ালেন মোদি, অতঃপর...

Image
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন বলিউডের বেশ কয়েকজন তারকা। এদের মধ্যে ছিলেন পরিণীতি চোপড়াও। সেই সাক্ষাতের ছবি কয়েকদিন ধরেই ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিগুচ্ছের একটি ছবি এবার ভাইরাল হয়েছে। সেই ছবিতে ট্রোলড হলেন নায়িকা।  ছবিতে দেখা যাচ্ছে, পরিণীতির দিকে করমর্দনের জন্য হাত বাড়াচ্ছেন নরেন্দ্র মোদি। কিন্তু পরিণীতি পাল্টা হাত না বাড়িয়ে নমস্কার করছেন। নেটিজেনদের কৌতূহল, কেন পরিণীতি মোদির সঙ্গে করমর্দন করলেন না? সেটা নিয়ে নানা কৌতুকপূর্ণ মন্তব্যে ছেঁয়ে যাচ্ছে স্যোশাল মিডিয়া। বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৯/মাহবুব

দেড় দশক ধরে মঙ্গলের মাটিতে থাকা ‘অপরচুনিটি’ এখনও কোমায়!

Image
নাসার অপরচুনিটি রোভার। -ফাইল ছবি। ১৫ বছরে পা দিল  মঙ্গলের  মাটিতে নামা নাসার রোভার মহাকাশযান ‘অপরচুনিটি’। গত ৯ মাস ধরে অপরচুনিটি অবশ্য রয়েছে ‘কোমা’য়। পাসাডেনায় নাসার গ্রাউন্ড কন্ট্রোল রুম বা মঙ্গলের কক্ষপথে থাকা কোনও মহাকাশযানের পাঠানো কম্যান্ডেই সে আর সাড়াশব্দ করছে না। কোনও সিগন্যালও পাঠাচ্ছে না। গত বছরের জুনে ভয়ঙ্কর ধূলিঝড় হয়েছিল মঙ্গলের ‘পারসিভ্যারেন্স ভ্যালি’ বা উপত্যকায়। কাছেপিঠেই থাকা অপরচুনিটি তার পরেই চলে গিয়েছে কোমায়। নাসার এই রোভারটি মঙ্গলের মাটিতে নেমেছিল আজ থেকে ১৫ বছর আগে। ২০০৪-এর ২৪ জানুয়ারি। লাল গ্রহের যে জায়গাটিতে নেমেছিল নাসার ওই রোভার, তার নাম- ‘মেরিডিয়ানি প্লেনাম’। পরের দিনই (২৫ জানুয়ারি, ভারতীয় সময় সকাল সাড়ে ১০টা) সে প্রথম সিগন্যালটি পাঠিয়েছিল নাসার গ্রাউন্ড কন্ট্রোলে। অপরচুনিটির চেহারাটা একটা গল্ফ কার্ট (গল্ফের বল ও স্টিক রাখা হয় যেখানে)-এর মতো। ভাবা হয়েছিল তা ১ কিলোমিটারের বেশি চষে বেড়াতে পারবে না মঙ্গলের মাটি। কিন্তু সব হিসেবনিকেশ ওলটপালট করে দিয়ে গত ১৫ বছরে মঙ্গলের বুকে ৪৫ কিলোমিটার বা ২৮ মাইলেরও বেশি চষে বেড়িয়েছে অপরচুনিট...

জঙ্গিবাদে অর্থায়নে ইউরোপীয় ইউনিয়নের তালিকায় সৌদি

Image
যুবরাজ সালমান সন্ত্রাসবাদে অর্থায়নকারী দেশের খসড়া তালিকায় সৌদি আরবের নাম অন্তর্ভুক্ত করেছে ইউরোপীয় কমিশন। সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ করতে এবং অর্থ পাচার রোধে যথেষ্ট ভূমিকা রাখতে না পেরে ইউরোপীয় ইউনিয়নের জন্য হুমকি তৈরি করছে এমন দেশের তালিকায় সৌদি আরবের নাম উঠে এসেছে।  খবরে বলা হয়েছে, সাম্প্রতি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে সৌদি। এর মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের এমন খসড়া তালিকায় থাকাটা সৌদির জন্য নতুন করে চাপ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। গত বছরের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন খাসোগি। প্রথমদিকে তার মৃত্যুর খবর অস্বীকার করলেও পরে সৌদির তরফ থেকে জানানো হয় যে, কনস্যুলেটের ভেতরে সংঘর্ষে জড়িয়ে নিহত হয়েছেন খাসোগি। অর্থ পাচার এবং সন্ত্রাসবাদে অর্থায়নের বিরুদ্ধে লড়াই করতে বিশ্বের ধনী দেশগুলোর সমন্বয়ে গঠিত হয়েছে ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স (এফএটিএফ)। এই সংস্থার মানদণ্ডের ওপর ভিত্তি করেই সম্প্রতি একটি খসড়া তালিকা তৈরি করেছে ইইউ। ইরান, ইরাক, সিরিয়া, আফগানিস্তান, ইয়েমেন এবং উ...

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত ফ্রান্স!

Image
ছয় জাতি পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলেও ফ্রান্সসহ অন্যান্য রাষ্ট্র চুক্তি বহাল রাখার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এবার নতুন বিষয় নিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বললেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জঁ ইভ লা দিরইয়া বলেন, আমরা দেখতে চাচ্ছি- তেহরান নিজের ক্ষেপণাস্ত্র কর্মসূচির লাগাম টেনে ধরুক। অন্যথায় নতুন নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত ফ্রান্স। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, চলতি সপ্তাহে ইরানের সঙ্গে ডলারের বাইরে গিয়ে বাণিজ্য সুবিধা স্থাপনে ইউরোপীয় সিদ্ধান্তে সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এই ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও মার্কিন নিষেধাজ্ঞা পাশা কাটিয়ে ইরানের সঙ্গে সম্পর্ক রক্ষায় পক্ষপাতি তিনি। জঁ ইভ লা বলেন, যদি আলোচনা ফলপ্রসূ না হয়-তবে কঠোর নিষেধাজ্ঞা বসাতে আমরা প্রস্তুত। ইরান সেটা জানেও।

মাইনাস ৩০ ডিগ্রিতে জীবন বাজি রেখে পতাকা উত্তোলন সেনার

Image
সীমান্তে ১৮ হাজার ফিট উচ্চতায় লাখাদে হিমবীররা প্রজাতন্ত্র দিবস পালন করেছে। ছবি: সংগৃহীত। ভারতে শনিবার ৭০তম প্রজাতন্ত্র দিবস পালন উপলক্ষে দেশটি নানা আয়োজন করেছে। দিবসটি উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো দিল্লি। এছাড়া পুরো দেশ জুড়ে জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। সীমান্তে ১৮ হাজার ফিট উচ্চতায় লাখাদে হিমবীররা প্রজাতন্ত্র দিবস পালন করেছে। চারদিকে সাদা বরফ। তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস। এমন অবস্থায় বিশেষ সাদা রঙের জ্যাকেট পরে পতাকা উত্তোলন করেন সেখানকার সেনারা। আরো পড়ুন:  প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ভারতের ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ-ই হিমবীর নামে পরিচিত। ইত্তেফাক/এসআর

হিটলারের আঁকা ছবির নিলাম স্থগিত

Image
অ্যাডলফ হিটলারের আঁকা নিদারথালের প্রাকৃতিক ভূদৃশ্য। ছবি: সংগৃহীত নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের আঁকা তিনটি জলরং ছবির নিলাম বন্ধ করে দিয়েছে বার্লিনের পুলিশ। বার্লিনের বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান ক্লোস ইন্টারনেটে হিটলারের আঁকা তিনটি জলরং ছবির নিলাম বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী ছবি সংগ্রহকারকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। জলরং দিয়ে আঁকা তিনটি প্রাকৃতিক ভূদৃশ্যের ছবি অ্যাডলফ হিটলার ১৯১০ ও ১৯১১ সালে এঁকেছিলেন বলে বার্লিনের নিলাম প্রতিষ্ঠান ক্লোস জানিয়েছিল। ছবিগুলোর নাম ছিল ‘আলপাইন ল্যান্ডস্কেপ’, ‘নিদারথাল’ ও ‘ভেন্ট’। তিনটি ছবিই ছিল ওই অঞ্চলগুলোর প্রাকৃতিক সৌন্দর্যের। নিলামে প্রতিটি ছবির প্রারম্ভিক মূল্য ধরা হয়েছিল চার হাজার ইউরো বা চার লাখ টাকা। নিলামের ঘোষণার পর থেকে তা হিটলারের আঁকা কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়। নিলামের আগেই বার্লিনের ফৌজদারি তদন্ত বিভাগের তদন্তকারীরা বিচার বিভাগীয় অনুসন্ধানের জন্য ছবিগুলো জব্দের আবেদন করেছিল। আদালত ছবিগুলো জব্দের পক্ষে মত দিলে পুলিশ নিলামের আগে গতকাল শুক্রবার বার্লিনের পাঙ্কোভ এলাকায় অবস্থিত নিলাম প্রতিষ্ঠান ক্লোস থেকে ছবি তিনটি জব্দ ...

ভারতে প্রজাতন্ত্র দিবসে হামলার ছক, সংঘর্ষে নিহত ২ জঙ্গি

Image
জঙ্গিরা ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবসে হামলার পরিকল্পনা করেছিল। ছবি: সংগৃহীত। ভারতে শনিবার ৭০তম প্রজাতন্ত্র দিবসে সেনা বাহিনীর সামরিক অভিযানে ২ জঙ্গি নিহত হয়েছে। নিহত ওই ২ জঙ্গি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে হামলার পরিকল্পনা করেছিল বলে জানানো হয়। খবর এনডিটিভির। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারত অধ্যুষিত জম্মু-কাশ্মিরের শ্রীনগরে শনিবার ভোরে গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালায় দেশটির সেনা। সেনাদের উপস্থিতি টের পের গুলি ছোঁড়ে জঙ্গিরা। এতে পাল্টা আক্রমণে ২জঙ্গি নিহত হয়। এছাড়া সংঘর্ষে ৩ জন নিরাপত্তা কর্মী আহত হয়েছে। আরো পড়ুন:  আমেরিকার অবিচারের বিরুদ্ধে আজীবন কথা বলব: ইসলাম গ্রহণকারী নারী পুলিশ জানায়, জঙ্গিরা শ্রীনগরে প্রজাতন্ত্র দিবসে হামলার ছক কষেছিল। অভিযানে দুইটি একে-৪৭ রাইফেল ও গুলি উদ্ধার করেছে পুলিশ। ভারতে আজকের ৭০তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পুরো দেশ জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইত্তেফাক/এসআর

মাটির নিচে মিলল ৪ টনের সোনার মুখোশ!

Image
সংগৃহীত ছবি কলম্বিয়ার ককা উপত্যকায় একটি আখের খেতে ট্রাক্টর চালাচ্ছিলেন এক কৃষিজীবী। হঠাৎ ধাতব এক শব্দ। মাটির নীচ থেকে উদ্ধার হয় প্রায় চার টনের আস্ত সোনার মুখোশ। ফলে প্রকাশ্যে আসে মালাগানা সংস্কৃতির বেশ কিছু অজানা কথা। শুধুমাত্র একটা সোনার মুখোশকে কেন্দ্র করে খুন, লুটপাট- একের পর এক ঘটনায় সরগরম হয়ে ওঠে ওই এলাকা। কলম্বিয়ার ককা উপত্যকায় পাওয়া এই সোনার মুখোশ প্রথম লুকিয়ে রেখেছিলেন ওই কৃষিজীবী। কিন্তু এই খবর চাপা থাকেনি। প্রায় ৫০০ বর্গমিটার বিস্তৃত ছিল এই চাষের জমি, যা পরে প্রত্নতাত্ত্বিক স্থানের খ্যাতি পায়। এই মুখোশের জন্য খুনোখুনিও হয়। ১৯৯২ সালে ওই একই এলাকা থেকে মালাগানা সংস্কৃতির বেশ কিছু প্রত্নতাত্ত্বিক সামগ্রী উদ্ধার হয়। এর মধ্যে অন্যতম একটা সোনার চিমটে, যা ভ্রূ ঠিক করতে ব্যবহার করতেন প্রাচীনকালের অভিজাত ব্যক্তিরা। প্রত্নস্থল থেকে সোনা লুটের সময় ১৯৯৩ সালে এক ব্যক্তি এখানে খুন হন। চার টনের মুখোশ মেলায় শত শত সমাধি ধ্বংস করা হয়। আরও বেশি সোনা খুঁজে পাওয়ার লোভে লুট হতেই থাকে। ধীরে ধীরে প্রত্নতত্ত্ববিদদের কাছে ওই সংস্কৃতির নানা অজানা তথ্য সামনে আসে। স্থানীয় লুটেরাদের হাত থেকে ও...

নাটোরে জেলেদের জালে দক্ষিণ আমেরিকার ‘সাকার মাছ’

Image
দক্ষিণ আমেরিকার ‘সাকার মাছ’ । ছবি : সংগৃহিত নাটোরের সিংড়া উপজেলার গুড়নই নদীতে জেলেদের জালে দক্ষিণ আমেরিকার ‘সাকার মাছ’ ধরা পড়েছে। শুক্রবার সকালে ওই নদী থেকে জেলেরা মাছটি ধরে। এরপর সিংড়া বাসস্ট্যান্ড এলাকার মাছটি বিক্রয়ের জন্য আনা হয়। মাছটির গায়ে ছোট ছোট কাটা রয়েছে। পিঠের ওপরে ও দুই পাশে রয়েছে আরো তিনটি বড় কাটা। মুখের রয়েছে ধারাল দাঁত। এরা আগাছা, জলজ পোকামাকড় ও বিভিন্ন ধরণের ছোট মাছ খেয়ে থাকে। স্থানীয় মাছ ব্যবসায়ী সোহেল তালুকদার তিনশ টাকায় মাছটি কিনে নদীতে অবমুক্ত করেছেন বলে জানান চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। আরো পড়ুন : ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ সিংড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, এটা ‘সাকার মাছ’। মূলত এটা দক্ষিণ আমেরিকার মাছ। দক্ষিণ আমেরিকা থেকে এই মাছ এ্যাকুরিয়ামের শোভা বর্ধনের জন্যই আনা হয়েছিল। কিন্তু এখন সেটা আর এ্যাকুরিয়ামের মধ্যে সীমাবদ্ধ নাই। এক সময় এই মাছ বাংলাদেশে দেখা যেতো। এখন প্রায় বিলুপ্তি ঘটেছে। আবার কিছুদিন ধরে চলনবিল ও তার আশপাশের নদীতে এই মাছের দেখা মিলছে। ইত্তেফাক/ইউবি

গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ইয়াবা কারবারিদের বাড়িঘর

Image
টেকনাফে এক ইয়াবা ব্যবসায়ীর বিধ্বস্ত বাড়ি -বাংলাদেশ প্রতিদিন গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ইয়াবা কারবারিদের বাড়িঘর টেকনাফে এক ইয়াবা ব্যবসায়ীর বিধ্বস্ত বাড়ি -বাংলাদেশ প্রতিদিন টেকনাফ সদরের শাপলা চত্বর থেকে মিনিট দশেক দূরত্বের নাজিরপাড়া। টেকনাফ পৌরসভার একেবারে শেষ প্রান্তে সদর ইউনিয়নের একটি গ্রাম। মূল সড়ক থেকে মাঠের পাশ দিয়ে কয়েক কদম হাঁটলেই মাঠের কোনায় এই গ্রামের জিয়াউর রহমানের আলিশান ডুপ্লেক্স বাড়ি। পেশায় ইয়াবা কারবারি জিয়া গত বছরের নভেম্বরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন। তার বাড়িটিও অর্ধমৃত। বাড়ির প্রবেশপথের প্রধান ফটক থেকে শুরু করে সামনের পুরো অংশ ভাঙাচোরা। দরজা-জানালা সবই ভেঙে পড়েছে। দেখে মনে হয় যুদ্ধবিধ্বস্ত বাড়ি। জিয়ার বাবা মো. ইসলাম জানান, বাড়িটি বুলডোজার দিয়ে পুলিশ গুঁড়িয়ে দিয়েছে। অবশ্য পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। জিয়ার বাড়ির মতোই তার পাশের বাড়িটিও গুঁড়িযে দেওয়া। বাড়িটির মালিক নুরুল হক ভুট্টো। শুধু এ দুটি বাড়িই নয়, টেকনাফ উপজেলার অনেক গ্রামে পা রাখলেই এমন দুমড়ে-মুচড়ে যাওয়া অন্তত অর্ধশত বাড়ির দেখা মিলবে। প্রতিটিই আলিশান ডুপ্লেক্স বাড়ি। বাড়ির মালিকরা ইয়াবার জাঁদরেল ব্যবসায়ী।...

টিউলিপের দাবিতে পাল্টাল ব্রিটিশ বিধি

Image
যুক্তরাজ্য সংসদের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ভোটদান বিধি পাল্টে গেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ  সিদ্দিকের দাবির পরিপ্রেক্ষিতে। এখন থেকে গর্ভবতী সংসদ সদস্যরা শারীরিকভাবে হাউসে উপস্থিত হতে না পারলেও, প্রতিনিধির মাধ্যমে সংসদীয় ভোট প্রদান করতে পারবেন। একে বলা হচ্ছে প্রক্সি ভোটিং। হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির মনোনয়নে কমন্সের সদস্য নির্বাচিত হওয়া টিউলিপ সন্তান প্রসবের জন্য তার ভোটাধিকার প্রশ্নে আপস করতে রাজি ছিলেন না। কিন্তু ব্রিটিশ হাউস অব কমন্সের নিয়ম, সংসদ সদস্যকে শারীরিকভাবে উপস্থিত হয়ে ভোট দিতে হবে। তাই নির্ধারিত সিজারিয়ান অপারেশন বিলম্বিত করার সিদ্ধান্ত নেন তিনি। গত ১৫ জানুয়ারি হুইল চেয়ারে করে কমন্সে যান ভোট দিতে। ওই দিন ব্রেক্সিট কার্যকরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মের প্রস্তাবিত খসড়া চুক্তিটি পাসের জন্য ভোটাভুটি হয়েছিল। টিউলিপের সিদ্ধান্ত তখন বিশ্বজুড়ে বিভিন্ন সংবাদমাধ্যমের আলোচিত বিষয় হয়ে উঠেছিল। বিধি পরিবর্তনে টিউলিপ সিদ্দিকের দাবির পরিপ্রেক্ষিতে এ সপ্তাহেই কমন্সে বিষয়টি নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়। সদ্য বাবা-মা হওয়া সংসদ সদস্য...

ডিভোর্সের পর এবার রোশনের প্রেমে শ্রীবন্তী

Image
সুপার মডেল কৃষ্ণ ভিরাজের সঙ্গে বিচ্ছেদের পর আবারও প্রেমে পড়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। প্রেমিক রোশন সিংহ একটি এয়ারলাইন কোম্পানির কেবিন ক্রু সুপারভাইজার। কলকাতার পার্ক সার্কাস অঞ্চলের এক পাঞ্জাবি পরিবারের ছেলে রোশন ঘনিষ্ঠ মহলে মন্টি নামেই পরিচিত।  শোনা যাচ্ছে, শ্রাবন্তীর ভগ্নিপতির পরিচিত রোশন। আনন্দবাজার পত্রিকার খবর, তাঁর মাধ্যমেই চার মাস আগে রোশনের সঙ্গে পরিচয় হয় শ্রাবন্তীর। প্রথম দিকে শুধুই বন্ধুত্ব ছিল, সম্প্রতি তা সিরিয়াস দিকে মোড় নিয়েছে। শ্রাবন্তীর প্রাক্তন স্বামী কৃষ্ণও ছিলেন তাঁর এক আত্মীয় পূর্ব পরিচিত। নায়িকা নাকি ঘনিষ্ঠ মহলে বলেছেন, রোশন মানুষ হিসেবে অত্যন্ত ভাল। এ কথা নাকি তিনি কৃষ্ণ সম্পর্কেও বলতেন। প্রতিবেদনে বলা হয়েছে, এবার নায়িকা বুঝে শুনে পা ফেলছেন। দু’পক্ষ থেকেই সম্পর্কটা গোপন রেখেছেন। তবে বেশ কয়েকবার তাঁদের ডিনারে ও পার্টিতে দেখা গেছে। রোশনের বাড়িতেও যাতায়াত আছে শ্রাবন্তীর। তাঁর ছেলেরও রোশনকে বেশ পছন্দ। এই মুহূর্তে নায়িকার ফোকাস ক্যারিয়ারে। বারবার সম্পর্কের টানাপড়েনে তাঁর ক্যারিয়ারে ক্ষতি হয়েছে। এবার তিনি তা চান ...

নাসর ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের

Image
আন্তর্জাতিক মহলে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে মরিয়া বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। তারই জের ধরে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য নাসর নামের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার ওই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় পাকিস্তানি সেনাবাহিনী।  আইএসপিআরের দেয়া ওই বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড নাসর ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। সেনাবাহিনীর কাক্সিক্ষত প্রযুক্তিগত সক্ষমতা যাচাই এবং অপারেশনাল দক্ষতা অর্জনের অংশ হিসেবেই এই পরীক্ষা চালানো হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। নাসর ক্ষেপণাস্ত্রের ব্যাপারে বলা হয়েছে, এর নির্ভুলতার মাত্রা অনেক বেশি, একই সাথে সঠিক স্থানে আঘাতও হানতে পারে।  ক্ষেপণাস্ত্রের পরীক্ষা প্রত্যক্ষ করেছেন সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল জুবায়ের মাহমুদ হায়া। সেইসাথে সফল পরীক্ষা সম্পন্ন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ তিনি জানান। এ সময় পাকিস্তানের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থার উন্নয়ন করায় তিনি বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানান। ...

ভেনেজুয়েলা নিয়ে দ্বন্দ্বে আমেরিকা-রাশিয়া

Image
ভেনেজুয়েলাকে ঘিরে ঠান্ডা লড়াইয়ে জড়িয়ে পড়েছে আমেরিকা ও রাশিয়া-সহ বিশ্বের শক্তিধর দেশগুলি। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অস্বীকার করে ভেনেজুয়েলার সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা বুধবারই জানিয়েছিল আমেরিকা। পাশাপাশি বিরোধী নেতা হুয়ান গাইডোকে অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে মাদুরোকে কোণঠাসা করতে চেয়েছিল আমেরিকা ও দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশগুলি।  কিন্তু পরের দিনই পাল্টা জবাব দিলেন মাদুরো। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক ডেকে মাদুরোকে সমর্থন জোগানোর কথা ঘোষণা করেছে ভেনেজুয়েলার সামরিক বাহিনী। তার পাশে দাঁড়িয়েছে রাশিয়াও। বৃহস্পতিবার মাদুরোকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়ে এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত হস্তক্ষেপের তীব্র নিন্দা করে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।  বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

বিনামূল্যে গাঁজা দিচ্ছে মার্কিন সংস্থা

Image
বেতন না পাওয়া কর্মীদের বিনামূল্যে গাঁজা দেওয়ার ঘোষণা দিয়েছে একটি মার্কিন সংস্থা। ছবি: সংগৃহীত। মার্কিন সরকারের ইতিহাসে দীর্ঘমেয়াদী অচলাবস্থায় বিপর্যস্ত বহু আমেরিকান। অচলাবস্থার কারণে বহুদিন থেকেই বেতন পাচ্ছেন না সেখানকার প্রায় আট লক্ষাধিক কর্মী। বেতন না পাওয়া এসব কর্মীদের জন্য সুখবর দিয়েছে একটি মার্কিন গাঁজা প্রস্তুত কারক সংস্থা। আমেরিকার অন্যতম গাঁজা প্রস্তুতকারী সংস্থা ‘বাডট্রেডার’ ঘোষণা দিয়েছে, বেতন না পাওয়া কর্মীদের বিনা মূল্যে গাঁজা দেওয়া হবে। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে বিনামূল্যে ‘মেডিক্যাল মারিজুয়ানা’ দেওয়ার কথা জানিয়েছে বাডট্রেডার। ওই পোস্টে তারা জানিয়েছে, ‘মার্কিন সরকারে অচলাবস্থার কারণে যে সমস্ত ফেডেরাল কর্মীরা মেডিক্যাল মারিজুয়ানা কিনতে পারছেন না, তাদের বিনামূল্যে গাঁজা দেবে বাডট্রেডার।’ তবে যত খুশি গাঁজা বিনামূল্যে দেবে না ওই সংস্থা। ক্যালিফোর্নিয়ার অ্যাডল্ট ইউজ নিয়ম মেনে একটি নির্দিষ্ট পরিমান গাঁজা বিনামূল্যে দেবে তারা। বাডট্রেডার সংস্থার সিইও ব্রাড ম্যাকলাঘলিন বলেছেন, ‘বেতন না পেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া মানুষদের একটু স্বস্তি দিতেই আমাদের এই ...

অবশেষে অচলাবস্থা অবসানে পিছু হটলেন ট্রাম্প

Image
মার্কিন সরকারের অচলাবস্থা ৩ সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছেন ট্রাম্প। ছবি: সংগৃহীত। অবশেষে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদী অচলাবস্থা অবসানে পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩৫ দিন ধরে চলা মার্কিন সরকারের অচলাবস্থা ৩ সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছেন ট্রাম্প। শুক্রবার ট্রাম্প মার্কিন সরকারের অচলাবস্থা নিরসনে একটি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন। খবর বিবিসির। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মার্কিন সরকারের অচলাবস্থার ৩৫তম দিনে হোয়াইট হাউজের গোলাপ বাগানে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি সংস্থায় তহবিল যোগানোর বিষয়ে চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেন ট্রাম্প। চুক্তি অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি কার্যক্রমে অর্থায়ন নিশ্চিত হয়েছে। তবে এ সময়ের মধ্যে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দ না পেলে বা যথাযথ চুক্তি না হলে ফের অচলাবস্থার হুমকি দেন তিনি। আরো পড়ুন:  বিনামূল্যে গাঁজা দিচ্ছে মার্কিন সংস্থা ট্রাম্প মার্কিন সরকারের সাময়িকভাবে অচলাবস্থা অবসান ঘোষণা দেওয়ার পর বলেন, দীর্ঘ দিন ধরে মার্কিন সরকারে অচলাবস্থার কারণে লাখ লাখ মানুষ না...

সৌদি আরবে ‘বিনোদনের বছর ২০১৯, চলবে লাইভ মিউজিকও

Image
২০১৯ সাল সৌদি আরবের বিনোদনের বছর হবে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়। ছবি: সংগৃহীত। রক্ষণশীল সৌদি আরবে ২০১৯ সালটি আদতেই হতে চলেছে এক বিনোদনের বছর। লাইভ সংগীতানুষ্ঠান, কমেডি শো’সহ আরো নানা আয়োজনের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে ইতোমধ্যেই। দেশটির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ) এ নতুন পরিকল্পনা ঘোষণা করেছে। ব্যাপক পরিসরে বিনোদনের এমন উদ্যোগ সৌদি আরবে আগে কখনো দেখা যায়নি। বিশ্বের বিনোদন পিপাসু মানুষদের কাছে সৌদি আরবকে সেরা ১০ দেশের একটি পরিণত করার লক্ষ্য নিয়ে মঙ্গলবার রাতে রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে জিইএ প্রধান তুর্কি আল-শেখ ওই ঘোষণা দেন। তিনি বলেন, লক্ষ্য অর্জনের জন্য জিইএ এরই মধ্যে দেশি-বিদেশি শতাধিক অংশীদারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নিয়ে আলোচনা করেছে। রেস্তোরাঁ এবং ক্যাফে মালিকদেরকেও লাইভ সংগীত এবং কমেডির মতো বিনোদোনের জন্য লাইসেন্স দেওয়া হবে বলে জানান আল-শেখ। নতুন পরিকল্পনায় সৌদি আরবের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিষয় নিয়ে প্রতিযোগিতা আয়োজন করার কথাও বলা হয়েছে। আল-শেখ বলেন, ‘বিনোদনের গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিযোগিতা। ইসলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং আলেম-ও...

ব্রাজিলে বাঁধ ধসে নিহত ৭

Image
বাঁধ ধসের ঘটনায় এখনো ১৫০ জন লোক নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। ছবি: সংগৃহীত। ব্রাজিলের দক্ষিণাঞ্চলে খনি কোম্পানির কাছে একটি বাঁধ ধসে কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ১৫০ জন। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। খবর বিবিসির। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দেশটির মিনাস জেরাইস প্রদেশের ব্রুমাদিনহো শহরের ওই বাঁধটি ধসে পড়ে। এতে এলাকার মানুষ, ভবন ও যানবাহন কাঁদা মাটির নিচে চাপা পড়ে। আরো পড়ুন:  ভারতরত্ন উপাধিতে ভূষিত প্রণব মুখার্জি দেশটির জরুরি বিভাগ জানায় হেলিকপ্টারে করে আটকে পড়া লোকদের উদ্ধার করা হচ্ছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  ব্রাজিলের সবচেয়ে বড় খনি কোম্পানি ভেলের নিয়ন্ত্রণে থাকা বাঁধটির ধসের কারণ এখন পর্যন্ত জানা যায়নি বলে খবরে বলা হয়েছে। ইত্তেফাক/এসআর

অস্ট্রেলিয়ায় তীব্র তাপদাহে ৯০ বন্য ঘোড়ার মৃত্যু

Image
সেন্ট্রাল অস্ট্রেলিয়ার সান্তা তেরেসার একটি শুকিয়ে যাওয়া জলাশয়ে ৯০টি মৃত বন্য ঘোড়া খুঁজে পেয়েছে অ্যাবোরিজিন্যাল রেঞ্জার্সের একটি দল। এই সপ্তাহের রেকর্ড ভাঙা তীব্র দাবদাহে তাদের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ সেন্ট্রাল ল্যান্ড কাউন্সিলের(সিএলসি) একটি বিবৃতির বরাত দিয়ে এসব কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবিসি নিউজ। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তারা এই মৃত ঘোড়াগুলো এবং মৃতপ্রায় আরও ৫০টি ঘোড়া সেখান থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে। কারণ এসব ঘোড়ার মরদেহ আশেপাশের অন্যান্য জলাশয়ের পানি বিষাক্ত করতে পারে। তীব্র দাবদাহের কারণে নির্ভরযোগ্য পানির উৎসগুলো শুকিয়ে যাওয়ায় জনবিরল এই অঞ্চলের ঘোড়া এবং অসংখ্য অন্যান্য প্রাণি তৃষ্ণায় মারা যাচ্ছে। কিন্তু তাদেরকে সহযোগিতা করতে কেউ প্রস্তুত নয় বলে বিবৃতিটিতে বলেন সিএলসি’র পরিচালক ডেভিড রস। বিডি প্রতিদিন/হিমেল

ব্রাজিলে খনির বাঁধ ধসে নিহত ৭, নিখোঁজ ২০০

Image
সংগৃহীত ছবি ব্রাজিলের পূর্বাঞ্চলে একটি খনির বাঁধ ধসে অন্তত ৭ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও দুইশ জন বলে জানা গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটির মিনাস জিরাইস রাজ্যের ব্রুমাদিনহোর বেলো হরিজনতো শহরে বিস্ফোরণ থেকে ‘মিনা ফিইজো’ খনিতে বাঁধ ধসের ঘটনা ঘটে। খনিটি বেলো হরিজনতো থেকে ৪০ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত। ঘটনার পর দ্রুত অভিযান শুরু করেন উদ্ধারকর্মীরা। তবে বহু মানুষ নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা বৃদ্ধির পাওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। একইসঙ্গে নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় লোকজনের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।  এদিকে ওই ঘটনার পর সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, বাঁধ ধস এলাকার আশপাশের সড়কে ছড়িয়ে পড়েছে কাদা। শুধু তাই নয়, কাদার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা।  বিডি প্রতিদিন/ ওয়াসিফ