অবশেষে অচলাবস্থা অবসানে পিছু হটলেন ট্রাম্প

অবশেষে অচলাবস্থা অবসানে পিছু হটলেন ট্রাম্প
মার্কিন সরকারের অচলাবস্থা ৩ সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছেন ট্রাম্প। ছবি: সংগৃহীত।
অবশেষে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদী অচলাবস্থা অবসানে পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩৫ দিন ধরে চলা মার্কিন সরকারের অচলাবস্থা ৩ সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছেন ট্রাম্প। শুক্রবার ট্রাম্প মার্কিন সরকারের অচলাবস্থা নিরসনে একটি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মার্কিন সরকারের অচলাবস্থার ৩৫তম দিনে হোয়াইট হাউজের গোলাপ বাগানে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি সংস্থায় তহবিল যোগানোর বিষয়ে চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেন ট্রাম্প। চুক্তি অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি কার্যক্রমে অর্থায়ন নিশ্চিত হয়েছে।
তবে এ সময়ের মধ্যে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দ না পেলে বা যথাযথ চুক্তি না হলে ফের অচলাবস্থার হুমকি দেন তিনি।
ট্রাম্প মার্কিন সরকারের সাময়িকভাবে অচলাবস্থা অবসান ঘোষণা দেওয়ার পর বলেন, দীর্ঘ দিন ধরে মার্কিন সরকারে অচলাবস্থার কারণে লাখ লাখ মানুষ নানা সমস্যায় পড়েছে। তাদের কথা ভেবেই সাময়িকভাবে অচলাবস্থার অবসান ঘটানো হল।
এসময় ফেডারেল কর্মীদের ট্রাম্প ধন্যবাদ জানান এবং তাদের ‘অভাবনীয় দেশপ্রেমিক’ আখ্যা দেন।
ইত্তেফাক/এসআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা