দখলকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি অবৈধ নয়: যুক্তরাষ্ট্র
ছবি: বিবিসি ফিলিস্তিনের পশ্চিম তীর দখল করে ইসরায়েলের বসতি স্থাপনকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, পশ্চিম তীরে ইসরায়েলি বেসামরিক বসতি স্থাপনের বিষয়টি আন্তর্জাতিক আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ নয়। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে ইসরাইল স্বাগত জানালেও তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন। খবর বিবিসি ও রয়টার্স’র। মাইক পম্পেও বলেন, ‘আইনি বিতর্কের সকল পক্ষের বক্তব্য শোনার পর যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তে পৌঁছেছে যে পশ্চিম তীরে ইসরায়েলের বেসামরিক বসতি স্থাপন আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ নয়।’ বেসামরিক বসতি স্থাপনকে আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলা ঠিক হয়নি এবং এর ফলে শান্তি ব্যাহত হয়েছে বলে উল্লেখ করেন পম্পেও । এদিকে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে উচ্ছ্বসিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের এই অবস্থান বদল ঐতিহাসিক ভুলকে ঠিক করেছে। তিনি অন্যান্য দেশকেও যুক্তরাষ্ট্রের পথ অনুসরণের আহ্বান জানান। এদিকে ফিলিস্তিনের প্রধান মধ্যস্থতাকারী সায়েব অ্যারেকাত মার্কিন সিদ্ধান্তটিকে বৈশ্বিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও শান্ত...