Posts

Showing posts from November 19, 2019

দখলকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি অবৈধ নয়: যুক্তরাষ্ট্র

Image
ছবি: বিবিসি ফিলিস্তিনের পশ্চিম তীর দখল করে ইসরায়েলের বসতি স্থাপনকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী  মাইক পম্পেও বলেছেন, পশ্চিম তীরে ইসরায়েলি বেসামরিক বসতি স্থাপনের বিষয়টি আন্তর্জাতিক আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ নয়। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে ইসরাইল স্বাগত জানালেও তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন। খবর বিবিসি ও রয়টার্স’র। মাইক পম্পেও বলেন, ‘আইনি বিতর্কের সকল পক্ষের বক্তব্য শোনার পর যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তে পৌঁছেছে যে পশ্চিম তীরে ইসরায়েলের বেসামরিক বসতি স্থাপন আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ নয়।’ বেসামরিক বসতি স্থাপনকে আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলা ঠিক হয়নি এবং এর ফলে শান্তি ব্যাহত হয়েছে বলে উল্লেখ করেন পম্পেও । এদিকে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে উচ্ছ্বসিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের এই অবস্থান বদল ঐতিহাসিক ভুলকে ঠিক করেছে। তিনি অন্যান্য দেশকেও যুক্তরাষ্ট্রের পথ অনুসরণের আহ্বান জানান। এদিকে ফিলিস্তিনের প্রধান মধ্যস্থতাকারী সায়েব অ্যারেকাত মার্কিন সিদ্ধান্তটিকে বৈশ্বিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও শান্ত...

পাকিস্তান ছাড়লেন নওয়াজ শরীফ

Image
এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে পাকিস্তান ত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। দুর্নীতির অভিযোগে তাকে ৭ বছরের জেল দেয়া হয়েছিল। সেখানে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন তিনি। তার জীবন সঙ্কটাপন্ন হয়ে পড়ে। এরই প্রেক্ষিতে তাকে জামিন দেয়া হয়।  মঙ্গলবার তিনি লাহোর থেকে লন্ডনের উদ্দেশে পাড়ি জমান। তার সঙ্গে রয়েছেন ছোট ভাই ও নিজের দল পিএমএলএনের সভাপতি শাহবাজ শরীফ ও ব্যক্তিগত চিকিৎসক ডা. আদনান খান।  পিএমএলের নেতা পারভেজ রশিদ বলেছেন, লন্ডনে পুরো চেকআপ করানোর পর বস্টন যাবেন নওয়াজ শরীফ। সফরকালে দু’ঘণ্টার জন্য তিনি অবস্থান করবেন দোহা’য়। আজ সকালে লাহোরের হজ টার্মিনালে দোহা থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করে। এরপর তাতে স্থাপন করা হয়েছে একটি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এবং একটি জরুরি অপারেশন থিয়েটার। অনাকাঙ্খিত পরিস্থিতি সামাল দেয়ার জন্য এই আয়োজন। এতে রয়েছেন চিকিৎসক ও প্যারামেডিকদের একটি দল।  বিডি প্রতিদিন/আরাফাত