Posts

Showing posts from November 5, 2018

ঐশ্বরিয়ার দখলে রয়েছে আকাশছোঁয়া যে ৫ সম্পত্তি

Image
ফাইল ছবি গত ১ নভেম্বর ৪৫ বছর পূর্ণ করলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। কিন্তু এখনও তার সৌন্দর্যে মাত বলিউড। তবে শুধু সৌন্দর্য নয়, তিনি খুব শৌখিন দ্রব্য ব্যবহার করেন, এমন খবরও রয়েছে সর্বমহলে। জানা গেছে, ঐশ্বরিয়ার দখলে রয়েছে ৫টি আকাশছোঁয়া মূল্যের জিনিস। দেখে নেওয়া যাক, সেই পাঁচটি জিনিস কী কী-  একমাত্র মেয়ে আরাধ্যার জন্মদিনে ঐশ্বরিয়া রায় তাকে একটি গাড়ি উপহার দেন। এই অডি এ৮এল গাড়িটির দাম ১.১২ কোটি টাকা।  বলিউডে অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ে অন্যতম রাজকীয় বিয়ে। শুধু তাই নয়, সাবেক মিস ওয়ার্ল্ডের বিয়ের পোশাক ও গয়নার দামও ছিল আকাশছোঁয়া। বিয়ের শাড়িটির দাম ছিল ৭৫ লক্ষ টাকা।  বিয়ের আংটির দাম ৫০ লক্ষ টাকা।  অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার একটি বাড়ি রয়েছে দুবাইতে। দুবাইয়ের স্যাংচুয়ারি ফলস ও জুমেরিয়া গলফ এসটেটের কাছে এই বাড়ির দাম ১৫.৬ কোটি টাকা।  মুম্বাইয়ের বান্দ্রাতেও কার্লা আবাসনেও একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে বচ্চন-বহুর। পাঁচটি বেডরুমের এই ফ্ল্যাটের দাম ২১ কোটি টাকা।  বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সোহরাওয়ার্দীতে কাল সমাবেশের অনুমতি পেল ঐক্যফ্রন্ট

Image
সমাবেশে জাতীয় ঐক্যফ্রন্টের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখবেন। ফাইল ছবি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কাল মঙ্গলবার সমাবেশের অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ সোমবার দুপুরে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি প্রথম আলোকে এ কথা জানান। আজ দুপুরে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিসহ দলটির তিন নেতা সমাবেশের অনুমতির জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয়ে যান। পরে শহীদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, সমাবেশের অনুমতির জন্য তিনি, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ও সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ আজ ডিএমপি কমিশনারের কার্যালয়ে যান। সেখানে যাওয়ার পর সমাবেশের অনুমতি দেয় পুলিশ। শহীদ উদ্দিন চৌধুরী বলেন, কাল বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশটি হবে। অনুমতি পাওয়ার পর এখন মঞ্চ তৈরির কাজ চলছে।  সমাবেশে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেন, মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন।

ভারতীয় জেল থেকে মুক্তির পর গীতা নিয়ে বাড়ি গেল পাকিস্তানি!

Image
সংগৃহীত ছবি দীর্ঘ ১৬ বছর ভারতীয় জেলে কারাভোগের পর ভগবৎ গীতা নিয়ে দেশে ফিরেছেন জালালুদ্দিন নামে পাকিস্তানি এক নাগরিক।  রোববার ভারতের বারানসি কেন্দ্রীয় জেল থেকে মুক্তি পান জালালুদ্দিন।  জালালুদ্দিনের বাড়ি পাকিস্তানের সিন্ধু প্রদেশে। পুলিশের একটি বিশেষ টিম জালালুদ্দিনকে অম্রিতসর নিয়ে যায়।  সেখান থেকে ওয়াগাহ-আত্রাই সীমান্ত দিয়ে তাকে পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়।  ভারতীয় সেনানিবাসে হামলায় জড়িত থাকার অভিযোগে জালালুদ্দিনের ১৬ বছর কারাদণ্ড দেন আদালত।  বারানসি জেলের সিনিয়র সুপারিন্টেনডেন্ট ‍আম্ব্রিশ গৌড় জানান, পাকিস্তানি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে তাকে আমরা স্থানীয় ‍কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করি।  জেল থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে আমাদের কাছ থেকে একটি ভগবৎ গীতা চেয়ে নেন তিনি। তিনি আরও বলেন, জালালুদ্দিন যখন হাইস্কুল পাশ করেছে তখন তাকে গ্রেফতার করা হয়।  জেলে থেকে ইন্দিরা গান্ধি ওপেন ইউনিভার্সিটি থেকে তিনি মাস্টার্স সম্পন্ন করেছেন।  ইলেকট্রিসিটির ওপর একটি ব্যবহারিক কোর্সও শেষ করেছেন।  এমনকি জেলের ক্রিকেট লীগে ৩ বছর আম্পায়ার হিসেবে দ্বায়িত্ব পাল...

মারা গেলেন অ্যাসিড হামলার শিকার দুর্নীতিবিরোধী সেই নারী কর্মী

Image
না ফেরার দেশে পাড়ি জমালেন ভয়াবহ অ্যাসিড হামলার শিকার ইউক্রেনের দুর্নীতিবিরোধী কর্মী কাটারিনা হান্ডজিউক। ঘটনার তিন মাস পর মৃত্যু হল তার। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ৩১ জুলাই ইউক্রেনে ‘দ্য সাউথ সিটি অব খারাসনে’ ৩৩ বছর বয়সী কাটারিনা অ্যাসিড আক্রমণের শিকার হন। এতে তার শরীরের ৪০ শতাংশ পুড়ে যায়। নষ্ট হয়ে যায় চোখের বেশির ভাগ অংশ। মানবাধিকার নিয়ে কাজ করার পাশাপাশি কাটারিনা ছিলেন খারাসন সিটির কাউন্সিলর। তিনি ইউক্রেনের রাজধানীতে ১১টি প্রজেক্টে কাজ করে আসছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট পেতরো পরোসেনকো জানিয়েছেন, ‘যে বা যারা এই হামলার সাথে জড়িত তাদের অবশ্যই শাস্তি দেয়া হবে। এ ঘটনায় এরই মধ্যে পাঁচজনকে কারাগারেও নেয়া হয়েছে।’ তবে কাটারিনার  মৃত্যুর সঠিক কারণ এখনও জানা না গেলেও স্থানীয় গণমাধ্যম বলছে, উচ্চ রক্তচাপের কারণে তার মৃত্যু হতে পারে। এদিকে অ্যাসিড হামলার পর সেপ্টেম্বরে কাটারিনা একটি ক্যাম্পেইনের মাধ্যমে রাশিয়ার সমর্থিত বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিল। একটি ভিডিও পোস্টে দেখা যায় তিনি ইউক্রোনীয়দের ব্যাপক দুর্নীতির বিরুদ্ধেও লড়াইয়ের...

ট্রাম্পের হুমকি পেয়ে মেক্সিকোতে আশ্রয় চাইছে অভিবাসীরা

Image
মেক্সিকোর কাছে এখন পর্যন্ত রাজনৈতিক আশ্রয়ের জন্য মোট ৩ হাজার ২৩০টি আবেদন জমা পড়েছে। ছবি: সংগৃহীত। মধ্য আমেরিকার দেশগুলোর ৩ হাজার ২শ’র বেশি নাগরিক গত দুই সপ্তাহে মেক্সিকোর কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছে। এরা যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশী। শনিবার দেশটির সরকার একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।   আবেদনকারীদের সিংহভাগই হন্ডরাসের। এরা পায়ে হেঁটে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা চালায়। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানায়, এখন পর্যন্ত রাজনৈতিক আশ্রয়ের জন্য মোট ৩ হাজার ২৩০টি আবেদন জমা পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমবর্ধমানভাবে পায়ে হেঁটে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অভিবাসী প্রত্যাশীদের বিরুদ্ধে অবস্থান নেয়ায়, অনেকে সেখানে প্রবেশের চেষ্টা বাদ দিয়ে, মেক্সিকোতেই থেকে যাচ্ছে।   কর্মকর্তারা বলেন, ৪শ’টির বেশি আবেদন বাতিল করে তাদেরকে দেশত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। এই সব অভিবাসী প্রত্যাশীরা নিজ দেশে দারিদ্র্য ও কর্মসংস্থানের সুযোগের অভাবে দেশত্যাগী হচ্ছেন।   ইত্তেফাক/টিএস

আজই ইরানের বিরুদ্ধে আরোপ হচ্ছে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা

Image
মার্কিন বিরোধী আন্দোলনের মধ্যেই আজ সোমবার ইরানের বিরুদ্ধে এ যাবতকালের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞায় ছয় জাতির পারমাণবিক চুক্তির আওতায় ২০১৫ সালে ইরানের বিরুদ্ধে যেসব মার্কিন নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছিল, সেগুলোও পুনর্বহাল করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।  খবর বিবিসির । এতে ইরান অর্থনীতির চালিকাশক্তি জ্বালানি, জাহাজ ও ব্যাংকিং খাত মারাত্মক হুমকির মুখে পড়বে। এদিকে ইরান জানিয়েছে, সোম ও মঙ্গলবার সামরিক সক্ষমতা জানান দিতে আকাশে সামরিক মহড়ার আয়োজন করছে তারা। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ইঙ্গিত দেয়ার পর থেকেই দেশটিতে মার্কিনবিরোধী ব্যাপক বিক্ষোভ চলছে। তেহরানে মার্কিন দূতাবাসে ঘেরাও করে বিক্ষোভ করছে ইরানের জনগণ। গত মে মাসে ছয় জাতির পারমাণবিক চুক্তিকে ‘ত্রুটিপূর্ণ’ আখ্যা দিয়ে তা থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র।  বিডি-প্রতিদিন/৫ নভেম্বর ২০১৮/আবুল কালাম