সোহরাওয়ার্দীতে কাল সমাবেশের অনুমতি পেল ঐক্যফ্রন্ট

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কাল মঙ্গলবার সমাবেশের অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ সোমবার দুপুরে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি প্রথম আলোকে এ কথা জানান।
আজ দুপুরে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিসহ দলটির তিন নেতা সমাবেশের অনুমতির জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয়ে যান।
পরে শহীদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, সমাবেশের অনুমতির জন্য তিনি, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ও সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ আজ ডিএমপি কমিশনারের কার্যালয়ে যান। সেখানে যাওয়ার পর সমাবেশের অনুমতি দেয় পুলিশ।
শহীদ উদ্দিন চৌধুরী বলেন, কাল বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশটি হবে। অনুমতি পাওয়ার পর এখন মঞ্চ তৈরির কাজ চলছে। 

সমাবেশে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেন, মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন।
প্রথম আলো

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা