Posts

Showing posts from July 26, 2019

মহাকাশে মানুষ পাঠাতে যাচ্ছে পাকিস্তান

Image
ফাইল ছবি পাকিস্তানের নিজস্ব কোন রকেট উৎক্ষেপণ কেন্দ্র নেই। তবে এবার মহাকাশে মানুষ পাঠাতে যাচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। ফাওয়াদ চৌধুরী জানান, কে মহাকাশে যাবেন তা নির্বাচন করবে বিমান বাহিনী। তারা ৫০ জন পাইলটকে বেছে নেবে। তারপর সেই ৫০ জন থেকে ২৫ জনকে বাছাই করা হবে। সেখান থেকে বেছে নেওয়া হবে ১০ জনকে। এই ১০ জনকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর তাদের মধ্যে সেরাকে বেছে নেওয়া হবে মহাকাশে পাড়ি দেওয়ার জন্য। ২০২০ সালে শুরু হবে এই নির্বাচন প্রক্রিয়া। ২০২২ সালে মহাকাশে পাড়ি দেবেন সেই ব্যক্তি। প্রথম পাকিস্তানি হিসাবে মহাকাশে যাওয়ার কৃতিত্ব অর্জন করবেন তিনি। আরো পড়ুন :  ‘#মি-টু’ নিয়ে তিশা মহাকাশে পাড়ি দিতে গেলে তো একটি উৎক্ষেপণ কেন্দ্র লাগে। কিন্তু পাকিস্তানের নিজস্ব কোনও রকেট উৎক্ষেপণ কেন্দ্র নেই। এ নিয়ে চীনের সঙ্গে কথা হয়েছে পাকিস্তানের। চীনের কাছ থেকে প্রযুক্তিও নিতে হবে পাকিস্তানকে। তারপর সব ঠিকঠাক হয়ে গেলে ২০২২ সালে মহাকাশযান উৎক্ষেপণ করে দেবে চীন। ইত্তেফাক/ইউবি

ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিল করলো ফিলিস্তিন

Image
এসব বাড়ি-ঘর ভেঙে ফেলা হচ্ছে। ছবি: বিবিসি ইসরায়েলের সঙ্গে করা সব ধরনের চুক্তি বাতিল করেছে ফিলিস্তিন। শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, জেরুজালেমের শহরতলীতে কিছু ফিলিস্তিনি বাড়ি- ঘর ইসরায়েল ধ্বংস করার পর এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয় ফিলিস্তিন কর্তৃপক্ষ। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলছেন, ‘ইসরায়েলের সঙ্গে করা চুক্তিগুলো তারা আর মেনে চলবে না। এই ঘোষণা বাস্তবায়নের জন্য তারা এখন একটি কমিটি গঠন করবে।’ এ বিষয়ে ইসরায়েল এখনও কোন মন্তব্য করেনি। তবে ইসরায়েল দাবি করছে, এসব বাড়িঘর অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। আরো পড়ুন:  রাজশাহীতে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট গত ২৫ বছর ধরে ইসরায়েল এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে যেসব চুক্তি হয়েছে তাতে নিরাপত্তা সহযোগিতাসহ নানা ধরনের প্রশাসনিক ব্যবস্থাপনার বিষয় ছিল। পশ্চিম তীরের বেশ কয়েকটি ফিলিস্তিনি বাড়ি-ঘর ভেঙে দেয়ার পর ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বেড়েছে। আন্তর্জাতিক অঙ্গন বলছে, ইসরায়েলের এই ধরনের আচরণ ঠিক নয়। ইত্তেফাক/জেডএইচ