Posts

Showing posts from June 8, 2018

সিরিয়ার ইদলিবে বিমান হামলায় নিহত ৩৮

Image
সিরিয়ার বিদ্রোহী- অধ্যুষিত ইদলিব প্রদেশের এক গ্রামে বিমান হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন। শুক্রবার রাতে এই হামলা চালানো হয়েছে। পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শুক্রবার অবজারভেটরির পরিচালক  রামি আব্দুলরহমানকে উদ্ধৃত করে খবরে বলা হয়, কয়েকটি যুদ্ধ বিমান রাতের বেলায় ইদলিবের উত্তরাঞ্চলের জারদানা গ্রামে হামলা চালিয়েছে। যুদ্ধ বিমানগুলো সম্ভবত রুশ। গত মার্চ থেকে এখন পর্যন্ত কোন একক হামলায় সবচেয়ে বেশি মানুষ নিহতের ঘটনা এটি। ধারণা করা হচ্ছে, পরবর্তীতে নিহতের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। হামলায় আহতদের অবস্থা গুরুত্বর বলে জানিয়েছেন আব্দুলরহমান। উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে থাকা ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইত্তেফাক/ জেআর

মোদীকে হত্যার ষড়যন্ত্র ফাঁস, তদন্ত চায় সন্দিহান কংগ্রেস

Image
পুনে পুলিশের নরেন্দ্র মোদীকে খুনের চক্রান্ত উদঘাটনের দাবিতে সংশয় প্রকাশ করলেন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম। পুনে পুলিশ গত ডিসেম্বরে অনুষ্ঠিত এলগার পরিষদ ও তারপর পুনের ভিমা-কোরেগাঁওয়ের হিংসা, অশান্তির ব্যাপারে পাঁচজনকে গ্রেফতার করে তাদের মাওবাদী যোগ থাকার দাবি করেছে। পাশাপাশি তারা আরো দাবি করেন, আটকদের অন্যতম রোনা উইলসনের কম্পিউটার থেকে উদ্ধার হওয়া একটি ই মেল বার্তায় পরিষ্কার, প্রধানমন্ত্রী মোদীকেও প্রয়াত রাজীব গান্ধীর কায়দায় তার কোনও রোড শোয়ের সময় খুনের ছক কষা হয়েছে। রোনা ছাড়াও পুলিশ গ্রেফতার করে দলিত কর্মী সুধীর ধাওয়ালে, আইনজীবী সুরেন্দ্র গ্যাডলিং, মহেশ রাউত, সোমা সেনকে। প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনার সত্যতা নিয়ে সন্দিহান নিরুপমের বক্তব্য, বলছি না যে, পুলিশের দাবি একেবারে মিথ্যা, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে মোদীর এই পুরানো কৌশল। যখনই ওনার জনপ্রিয়তা ধাক্কা খায়, ওনাকে খুনের চক্রান্তের খবর ছড়ানো হয়। এবারের খবরটাও কতদূর সত্য, তদন্ত করে দেখা দরকার। পুনে পুলিশ আড়ি পেতে মাওবাদীদের নিজেদের মধ্যে আদানপ্রদান করা যে বার্তা শুনেছে, তাতে বলা হয়েছে, কমরেডরা ...

সৌদি যুবরাজ সালমানের নতুন ছবি প্রকাশ

Image
গত ২১ এপ্রিল রিয়াদের রাজপ্রাসাদের বাইরে গোলাগুলির ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গুলিবিদ্ধ হওয়ার খবর রটনার পর তাকে বহুদিন প্রকাশ্যে দেখা যায়নি। তবে যুবরাজ মোহাম্মদকে নিয়ে প্রকাশিত খবর উড়িয়ে দিয়ে ছবি ও ভিডিও প্রকাশ করে দেশটি। এতে তাকে বিভিন্ন বৈঠকে আলোচনা করতেও দেখা গেছে। এসব খবরের মধ্যেই বাহরাইনে যুবরাজ হামাদ বিন ইসা আল খলিফা সৌদি আরব সফরে যান। মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে তারা আলোচনা করেন। ছবিতে দেখা যায়, বাহরাইনের সিংহাসনের উত্তরসূরি সালমান বিন হামাদ বিন ইসা আল খলিফাকে (মাঝে) শুক্রবার রাজপ্রাসাদে স্বাগত জানাচ্ছেন সৌদি আরবে তার সমকক্ষ মোহাম্মদ বিন সালমান। অন্য ছবিতে রাজকীয় প্রাসাদে বাহরাইনে তার সমকক্ষ সালমান বিন ইসা আল খালিফার সঙ্গে বৈঠকে মোহাম্মদ বিন সালমান। বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এরশাদের সাথে মার্কিন রাষ্ট্রদূতের দেড় ঘণ্টার বৈঠক

Image
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। আচ বারিধারায় প্রেসিডেন্ট পার্কের বাসভবনে এসে এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা রুদ্ধতার বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়ান টু ওয়ান এ বৈঠকে এরশাদ অার বার্নিকাট ছাড়া কেউ উপস্থিত ছিলেন না। বৈঠক সম্পর্কে এরশাদের ব্যক্তিগত সচিব মেজর (অব.) খালেদ অাখতার বলেন, বৈঠকের সময় অামি এরশাদের বাসভবনে অবস্থান করলেও অামি বৈঠকে উপস্থিত ছিলাম না। তারা একান্ত বৈঠক করেন। বৈঠকে কি বিষয়ে অালাপ হয়েছে জানতে খালেদ বলেন, বৈঠকে কি বিষয়ে অালাপ হয়েছে তা অামরা কেউ বলতে পারবোনা। কারণ, বৈঠকে তারা দুইজন ছাড়া কেউ ছিলো না। জাপা দলীয় সূত্রে জানা গেছে, মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের মেয়াদ শেষ পর্যায়ে। তাই বিদায়ী সাক্ষাত করেছেন বার্নিকাট। এছাড়া দেশের বিদ্যমান রাজনীতি, অাগামী জাতীয় নির্বাচনসহ সমসাময়িক বিষয়েও অালাপ হয়েছে বলে সূত্র জানায়। এদিকে হঠাৎ করে এরশাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ও লম্বা বৈঠক রাজনৈতিক মহলে সৃষ্টি করেছে ব্যাপক কৌতু...

ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সৌদিতে চার ব্যক্তির মৃত্যুদণ্ড

Image
সৌদি আরবের বিশেষ অপরাধ আদালত। ফাইল ছবি। ইরানের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে চার নাগরিককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে সৌদি আরবের এক অপরাধ আদালত। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা সৌদির শীর্ষ ব্যক্তিত্বদের খুন করার ষড়যন্ত্র করছিল। এ খবর দিয়েছে আল জাজিরা। স্থানীয় গণমাধ্যম আল-এখবারিয়ার বরাত দিয়ে খবরে বলা হয়, ইরানের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার কারণে চার সন্ত্রাসীকে মৃত্যুদণ্ড দিয়েছে অপরাধ আদালত। এই সন্ত্রাসীরা ইরানের শিবির থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। তারা (সৌদি আরবের) শীর্ষ ব্যক্তিত্বদের হত্যার পরিকল্পনা করছিল। সৌদি সরকার- সংশ্লিষ্ট গণমাধ্যম অনুসারে, মৃত্যুদণ্ড প্রাপ্ত ওই চার ব্যক্তি ইরানে একটি পর্যটন কার্যালয়ের মাধ্যমে ইরানে পৌঁছায়। সেখানে তারা ইরানের ইসলামিক রেভুলিউশনারী গার্ড কর্পস থেকে প্রশিক্ষণ নেয়। পৃথিবীতে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড দেয়া দেশগুলোর একটি  সৌদি আরব। ২০১৪ সালে থেকে এখন পর্যন্ত দেশটিতে ৬০০ মানুষকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সন্ত্রাসবাদ থেকে শুরু করে ধর্ষণ, সশস্ত্র ডাকাতি ও মাদক পাচারসহ নানাবিধ অপরাধে সেখানে মৃত্যুদণ্ড দেয়া হয়ে থাকে।  ইত্তেফাক/ জেআর

কিমকে যুক্তরাষ্ট্রে নিমন্ত্রণ জানাতে পারেন ট্রাম্প

Image
দিন কয়েক পরেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সিঙ্গাপুরে উচ্চ পর্যায়ের ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে তিনি জানিয়েছেন, সিঙ্গাপুরের বৈঠকটি সুষ্ঠুভাবে সম্পন্ন হলে কিমকে যুক্তরাষ্ট্রে নিমন্ত্রণ জানাবেন। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, ১২ জুন কিমের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠক নিয়ে সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে এক বৈঠক করেছেন ট্রাম্প। বৈঠকের পরপরই কিমকে যুক্তরাষ্ট্রে নিমন্ত্রণ জানানোর বিষয়ে মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, সম্ভাবনা রয়েছে যে, কিমের সঙ্গে কোরীয় যুদ্ধ নিয়েও কোন সমঝোতায় পৌঁছাতে পারেন তিনি। তবে তিনি জানিয়েছেন, মূল আলোচনা শেষ হওয়ার পরে এই বিষয়ে আলোচনা হতে পারে। সাংবাদিকদের তিনি বলেন, সত্যিকারে যা গুরুত্বপূর্ণ তা শেষ হওয়ার পর এই বিষয়টি আসবে।  ট্রাম্প ও তার আঞ্চলিক মিত্ররা চায় যে, উত্তর কোরিয়া যেন তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করে দেয়। ট্রাম্প জানিয়েছেন, সে লক্ষ্য অর্জন করতে একটি বৈঠক যথেষ্ট হবে না। একাধিকবার বৈঠকে বসতে হবে। ট্রাম্পের সংবাদ সম্মেলনের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন...

কাতারকে 'না' ন্যাটোর

Image
মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কাতার। সম্প্রতি দেশটি উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর সদস্য পদ গ্রহণের আগ্রহ দেখায়। তবে তাদের সদস্যপদ লাভের আবেদন নাকচ করে দিয়েছে মার্কিন নেতৃত্বাধীন এই জোট। ন্যাটো বলেছে, ন্যাটোর সদস্যপদ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর জন্য নির্ধারিত রয়েছে। কাতারের প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার এক বক্তৃতায় ন্যাটো জোটের সদস্যপদ লাভের আগ্রহ প্রকাশ করার পর ও পশ্চিমা সামরিক জোট এ প্রতিক্রিয়া জানাল। কাতারের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ন্যাটোর সদস্যপদ লাভ করা তার দেশের ‘দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্য।’ ২৯ দেশকে নিয়ে গঠিত ন্যাটো জোটের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা ব্রাসেলসে বলেছেন, ওয়াশিংটন চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, একমাত্র ইউরোপীয় দেশগুলো ন্যাটো জোটের সদস্য হতে পারে। তবে তিনি এও বলেন, কাতার হচ্ছে ন্যাটো জোটের মূল্যবান ও দীর্ঘদিনের অংশীদার। কাতারের ওপর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইনের অবরোধ আরোপের এক বছরপূর্তিতে মঙ্গলবার কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালেদ বিন মোহাম্মাদ আল আতিয়া ন্যাটো জোটে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি বলেন, ন...