কিমকে যুক্তরাষ্ট্রে নিমন্ত্রণ জানাতে পারেন ট্রাম্প
দিন কয়েক পরেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সিঙ্গাপুরে উচ্চ পর্যায়ের ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে তিনি জানিয়েছেন, সিঙ্গাপুরের বৈঠকটি সুষ্ঠুভাবে সম্পন্ন হলে কিমকে যুক্তরাষ্ট্রে নিমন্ত্রণ জানাবেন। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, ১২ জুন কিমের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠক নিয়ে সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে এক বৈঠক করেছেন ট্রাম্প। বৈঠকের পরপরই কিমকে যুক্তরাষ্ট্রে নিমন্ত্রণ জানানোর বিষয়ে মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, সম্ভাবনা রয়েছে যে, কিমের সঙ্গে কোরীয় যুদ্ধ নিয়েও কোন সমঝোতায় পৌঁছাতে পারেন তিনি। তবে তিনি জানিয়েছেন, মূল আলোচনা শেষ হওয়ার পরে এই বিষয়ে আলোচনা হতে পারে। সাংবাদিকদের তিনি বলেন, সত্যিকারে যা গুরুত্বপূর্ণ তা শেষ হওয়ার পর এই বিষয়টি আসবে।
ট্রাম্প ও তার আঞ্চলিক মিত্ররা চায় যে, উত্তর কোরিয়া যেন তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করে দেয়। ট্রাম্প জানিয়েছেন, সে লক্ষ্য অর্জন করতে একটি বৈঠক যথেষ্ট হবে না। একাধিকবার বৈঠকে বসতে হবে।
ট্রাম্পের সংবাদ সম্মেলনের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, কিম জন উন তাকে ব্যক্তিগতভাবে ইঙ্গিত দিয়েছেন যে, উত্তর কোরিয়া পারমাণবিক নিরস্ত্রীকরণে ইচ্ছুক।
ইত্তেফাক/ জেআর
Comments