Posts

Showing posts from January 31, 2019

১০ দিন পর ইরানি সাংবাদিককে মুক্তি দিল যুক্তরাষ্ট্র

Image
ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মারিজিয়েহ হাশেমিকে সংবর্ধনা দেয় সহকর্মীরা ইরানি সাংবাদিক মারিজিয়েহ হাশেমি (৫৯) যুক্তরাষ্ট্রের বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর দেশে ফিরেছেন। বুধবার তিনি তেহরানে ফিরেছেন বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় ইংলিশ চ্যানেল প্রেস টিভি। এখানেই উপস্থাপকের কাজ করেন তিনি। মারিজিয়েহ হাশেমি ইরান-যুক্তরাষ্ট্র; দুই দেশেরই নাগরিক।  মারিজিয়েহ হাশেমির ছেলে বলেন, মিসৌরির সেন্ট লুইস থেকে ১৩ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়। সেখানে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' নামে একটি প্রামাণ্যচিত্রের শ্যুটিং করেছিলেন এ সাংবাদিক। এর আগে নিউ অরলিন্সে তিনি তার আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করেছিলেন।  আটক করার পর ওয়াশিংটন ডিসির ডিস্ট্রিক বিচারের সামনে মারিজিয়েহ হাশেমিকে দুই বার হাজির করা হয়। তবে কী ঘটনায় তার সাক্ষ্য নেয়া হয়েছে তা জানা যায়নি। ২৪ জানুয়ারি তাকে মুক্তি দেয়া হয়। সূত্র: আল জাজিরা বিডি প্রতিদিন/ফারজানা

হোদাইদা থেকে হুতি বিদ্রোহীদের সরাতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে আরব-আমিরাত

Image
যুদ্ধবিদ্ধস্থ ইয়েমেনের হোদাইদা বন্দর। ছবি: আল-জাজিরা ইয়েমেনের হোদাইদা নগরী থেকে হুতি বিদ্রোহীদের সরাতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার জন্য প্রস্তুতি নিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। বুধবার (৩০ জানুয়ারি) জাতিসংঘ সমর্থিত চুক্তির অধীনেই এই শক্তি প্রযোগ করা বলে আরব-আমিরাতের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বর্তমানে হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে নগরীর হোদাইদা বন্দর। তবে ইতিমধ্যে সৌদি জোটের সহযোগিতায় ইয়েমেনের বেশ কয়েকটি দল এই বন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এদিকে দেশটিতে মাসব্যাপী চলা যুদ্ধবিরতিতে হোদাইদা থেকে সেনা প্রত্যাহার করতে পারেনি কোনো পক্ষই। এতে করে নতুনকরে বৃদ্ধি পেয়েছে হামলার ঝুঁকি। এছাড়াও দেশটিতে বাড়ছে ভয়ঙ্কর দুর্ভিক্ষের ঝুঁকি। আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনওয়ার গারগাশ বলেন, 'পশ্চিমা সমর্থিত সুন্নি মুসলিম আরব জোট বুধবার হোদাইদা প্রশাসনিক বিভাগে অন্তত ১০টি হুতি প্রশিক্ষণ শিবিরে হামলা চালিয়েছে'। এক টুইটার বার্তায় তিনি জানান, 'স্টকহোম চুক্তি মানতে হুতিদের বাধ্য করতে সৌদি জোট আরও শক্তি প্রয়োগের প্রস্তুতি নিয়েছে'। আরও পড়ুন:   তীব্র শী...

সালমানের প্রথম প্রেমিকার মেয়ে এখন বলিউড অভিনেত্রী

Image
সালমান খান-শায়েষা সায়গল শায়েষা সায়গল। বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী বলা হচ্ছে তাকে। তার সঙ্গে বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীর আত্মীয়তার সম্পর্ক রয়েছে। সেটা তার মায়ের দিক থেকে। সালমান খানের কলেজ জীবনের প্রথম প্রেমিকা ছিলেন শাহিন। শায়রা ও দিলীপ কুমারের সঙ্গে সালমানের অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল সেই সময়। সেই শাহিনেরই মেয়ে শায়েষা। সালমান তাই এই অভিনেত্রীকে নাকি ডেবিউ করাতেও চেয়েছিলেন। ১৯ বছর বয়সেই শাহিনের সঙ্গে নাকি সালমানের ব্রেকআপ হয়ে যায়। তার পর শাহিন বিয়ে করেন সুমিতকে। সেই সুমিত আর শাহিনেরই মেয়ে শায়েষা। বলিউড সূত্রের খবর, সালমান অত্যন্ত খেয়াল রাখেন ‘শিবায়ে’ অভিনেত্রীর, স্নেহও করেন। এর আগে এক পার্টিতে দেখাও গেছে তাদের। সালমান নাকি ঘনিষ্ঠ মহলে এও বলেছেন, শায়েষাকে দেখলেই অল্প বয়সের শাহিনের কথাই তার মনে পড়ে যায়। অজয় দেবগণের ‘শিবায়ে’ ছবিতে অভিনয় করেছেন শায়েষা। আবারও শিগগিরই নতুন ছবিতে দেখা যেতে পারে এই অভিনেত্রীকে। তবে শায়েষার প্রথম ছবি তামিল। ছবির নাম ছিল অখিল। সেটি বেশ জনপ্রিয় হয়েছিল। মুম্বাইয়ের ইকোলে মণ্ডলে স্কুল থেকে পড়াশোনা করেছেন শায়েষা। কোনদিন ৯০ শতাংশের...

প্রেমিকের জন্য পুরস্কার অনুষ্ঠানে অনুপস্থিত টেইলর

Image
টেইলর সুইফট টেইলর সুইফটের ক্যারিয়ারের সময়টা এখন তুঙ্গে। একদিকে প্রকাশ্যেই প্রেম করছেন, অন্যদিকে নতুন গান নিয়েও বেশ আলোচনায় আছেন তিনি। বর্তমানে নতুন আরো একটি গানের কাজে ব্যস্ত আছেন মার্কিন এই পপ তারকা। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত স্ক্রিন অ্যাক্টর গিল্ড পুরস্কার প্রদান অনুষ্ঠানে যেতে পারেননি তিনি। প্রেমিক জো এলনের নতুন একটি ছবির প্রিমিয়ার ছিল সেদিন। আর এ কারণেই পুরস্কার প্রদান অনুষ্ঠান বাদ দিয়ে প্রেমিকের অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন টেইলর। আর এ নিয়ে সমালোচনাও সৃষ্টি হয়েছে। কারণ সেই পুরস্কার প্রদান অনুষ্ঠানে হলিউডের প্রায় সকল তরুণ তারকা উপস্থিত ছিলেন। এমন একটি জায়গায় তার না আসাটা খানিকটা নেতিবাচকভাবে দেখছেন অনেকে। আরও পড়ুন:  মার্কিন গোয়েন্দা প্রধানের সঙ্গে ট্রাম্পের মতবিরোধ তবে বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছেন টেইলর। তিনি বলেন, ‘এই অনুষ্ঠানে আমি কেবল অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলাম। তাই সেখানে যাওয়াটা আমার জন্য খুব একটা জরুরি ছিল না। তবে আমি দুঃখিত। এমন একটি অনুষ্ঠানে যেতে পারলে ভালো লাগতো। তবে ব্যক্তিগত কারণে সেখানে যাওয়াটা সম্ভব হয়নি। যারা বিষয়টি নেতিবাচকভাবে দেখছেন তাদের...

পাকিস্তানের কাছে বড় ধাক্কা খেলো চীন

Image
ফাইল ছবি ফের ধাক্কা খেলো চীন। কারণ চীনের সঙ্গে হাত মিলিয়ে তৈরি হওয়া বিদ্যুৎ প্রকল্পে আপত্তি জানাল পাকিস্তান। চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের (সিপিইসি) অধীনে এই বিদ্যুৎ প্রকল্পটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঠিকও হয়ে গিয়েছিল নাম। নাম দেওয়া হয়েছিল রহিম ইয়ার খান বিদ্যুৎ প্রকল্প।  পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আমলে এই প্রকল্পটির প্রস্তাব দিয়েছিল পাকিস্তানই। কিন্তু সেই প্রকল্পকেই না বলে দিল ইসলামাবাদ। খবর অনুযায়ী, পাকিস্তানের ইমরান খান সরকার আপাতত স্থগিত রাখতে চাইছে এই প্রকল্পকে। ইতোমধ্যে বেইজিংকে সেকথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এমন ধাক্কা নতুন কিছু নয়, গত ডিসেম্বরে অষ্টম জয়েন্ট কো-অর্ডিনেশন কমিটির বৈঠকে এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুত্ প্রকল্পটি সিপিইসি’র তালিকা থেকে বাদ দেওয়ার কথা জানান পাক প্রতিনিধিরা। বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী মাখদুম খুসরো বখতিয়ার। এই প্রকল্পের বদলে দেশের বিদ্যুৎ ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের ব্যবস্থা করার দাবি করা হয়েছে। শুধু এই প্রকল্পটি নয়, গত মাসে বর্তম...

সংসদে দলিতদের প্রতিনিধিত্ব করতে চান বনানী

Image
বনানী বিশ্বাস। ছবি: দীপু মালাকার বনানী বিশ্বাস। তাঁর নামের সঙ্গে দলিত, নমশূদ্র, মতুয়া শব্দগুলো যুক্ত আছে। আর শুধু এই শব্দগুলোর জন্যই তিনি হয়ে যান ‘অস্পৃশ্য’। বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হন। দেশে এ পর্যন্ত অনেক সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু জন্ম ও পেশাগত কারণে বৈষম্য এবং বঞ্চনার শিকার দলিতদের অধিকার নিয়ে তেমনভাবে কেউ কথা বলেনি। সংসদ, গণমাধ্যম কোথাও এই দলিতরা প্রাধান্য পায় না। তাই জাতীয় সংসদে দাঁড়িয়ে নিজেদের বৈষম্যের কথা তুলে ধরতে চান বনানী বিশ্বাস। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন বনানী বিশ্বাস। তিনি ছাড়াও ঋষি সম্প্রদায়ের ধরা দেবী দাস, হরিজন সম্প্রদায়ের সুচিত্রা রানী ভক্ত এবং মণি রানী মনোনয়ন ফরম কিনেছেন। বনানী বিশ্বাস বলেছেন, ‘আওয়ামী লীগ ইচ্ছে করলেই আমাদের চারজনের মধ্য থেকে একজনকে সংরক্ষিত আসনের জন্য মনোনীত করতে পারে। এটি করলে দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী লীগ ও সরকারের ভাবমূর্তিতেই বাড়তি কিছু যোগ হবে। প্রশংসিত হবে সব জায়গায়।’ মনোনয়ন ফরম কেনাসহ বনানী বিশ্বাসকে সার্বিক সহায়তা দিয়েছেন ২০১৯ সালকে জাত-পাতবিরোধী বর্ষ হিসেবে ঘো...

মার্কিন গোয়েন্দা প্রধানের সঙ্গে ট্রাম্পের মতবিরোধ

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র, ইসলামিক স্টেটের (আইএস) পরাজয়সহ বিভিন্ন হুমকির বিষয়ে গোয়েন্দা প্রধানদের দাবির সঙ্গে প্রকাশ্যে দ্বিমত পোষণ করেছেন তিনি। মঙ্গলবার মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটিতে বৈশ্বিক হুমকি সংক্রান্ত এক শুনানিতে গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানরা বলেন, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র পরিত্যাগ করার সম্ভাবনা নেই। আইএস পরাজিত হয়েছে দাবি করে প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের যে সিদ্ধান্ত জানিয়েছেন তাতে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রতিরক্ষা স্থাপনা ও মিত্রদের জন্য হুমকি বাড়বে। এছাড়া রাশিয়া এবং চীনের হুমকি বাড়ছে। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দেশ দু’টি ‘সাইবার গুপ্তচরবৃত্তি’র চেষ্টা করতে পারে। বৈশ্বিক হুমকি মূল্যায়ন বিষয়ক প্রতিবেদনে তারা আরও বলেছেন, বর্তমানে ইরান কোনো পরমাণু অস্ত্র তৈরি করছে না। আরও পড়ুন:  ৩রা ফেব্রুয়ারি উপজেলা নির্বাচনের তফসিল গোয়েন্দাদের এই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে ট্রাম্প বুধ...