১০ দিন পর ইরানি সাংবাদিককে মুক্তি দিল যুক্তরাষ্ট্র

১০ দিন পর ইরানি সাংবাদিককে মুক্তি দিল যুক্তরাষ্ট্র
ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মারিজিয়েহ হাশেমিকে সংবর্ধনা দেয় সহকর্মীরা

ইরানি সাংবাদিক মারিজিয়েহ হাশেমি (৫৯) যুক্তরাষ্ট্রের বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর দেশে ফিরেছেন। বুধবার তিনি তেহরানে ফিরেছেন বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় ইংলিশ চ্যানেল প্রেস টিভি। এখানেই উপস্থাপকের কাজ করেন তিনি। মারিজিয়েহ হাশেমি ইরান-যুক্তরাষ্ট্র; দুই দেশেরই নাগরিক। 
মারিজিয়েহ হাশেমির ছেলে বলেন, মিসৌরির সেন্ট লুইস থেকে ১৩ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়। সেখানে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' নামে একটি প্রামাণ্যচিত্রের শ্যুটিং করেছিলেন এ সাংবাদিক। এর আগে নিউ অরলিন্সে তিনি তার আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করেছিলেন। 
আটক করার পর ওয়াশিংটন ডিসির ডিস্ট্রিক বিচারের সামনে মারিজিয়েহ হাশেমিকে দুই বার হাজির করা হয়। তবে কী ঘটনায় তার সাক্ষ্য নেয়া হয়েছে তা জানা যায়নি। ২৪ জানুয়ারি তাকে মুক্তি দেয়া হয়। সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/ফারজানা

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা