Posts

Showing posts from January 25, 2019

বিদায় নিচ্ছে টাটার সাধের ন্যানো গাড়ি

Image
টাটার ন্যানো গাড়ি ২০২০ সালের এপ্রিল থেকে ন্যানো গাড়ির উৎপাদন এবং বিক্রি বন্ধ করে দেবে টাটা। গতকাল বৃহস্পতিবার টাটা সংস্থার যাত্রীবাহী গাড়ি বিভাগের প্রেসিডেন্ট মায়াঙ্ক পারিখ এ ঘোষণা দেন। মায়াঙ্ক পারিখ বলেন, ‘গুজরাটের সানন্দে আমাদের ন্যানো গাড়ির উৎপাদন হয়। ২০২০ থেকে দেশে নতুন জ্বালানি বিধি বিএস-সিক্স চালু হলে টাটা আর বর্তমানের ন্যানো গাড়িকে বিএস-সিক্স মানকে উন্নীত করবে না। ফলে ২০২০ সালের এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে ন্যানোর উৎপাদন ও বিক্রয়।’ ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী এই টাটা। ২০০৬ সালে সাধারণ মানুষের জন্য সস্তার গাড়ি তৈরির পরিকল্পনা করে তারা। কথামতো পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরে এক লাখ টাকা দামের ন্যানো গাড়ি তৈরি কারখানা গড়ার উদ্যোগ নেয় কোম্পানিটি। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এতে সম্মতি দেন। রাজ্য সরকারের কাছ জমি পাওয়ার পর সিঙ্গুরে কারখানা নির্মাণকাজ শুরু করে টাটা। তবে পরবর্তীতে এক লাখ রুপি দাম ধরে রাখতে পারেনি টাটা। যদিও প্রথমদিকে এক লাখ রুপিতেই ন্যানো গাড়ি বিক্রি হয়। পশ্চিমবঙ্গ সরকারের এই জমি অধিগ্রহণের বিষয়ে আপত্তি জানান সিঙ্গুরের একদল চাষি...

ভারতরত্ন পাচ্ছেন প্রণব মুখার্জি

Image
প্রণব মুখার্জি (ফাইল ছবি) ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 'ভারতরত্ন' পাচ্ছেন দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তিনিসহ তিনজনকে ভারতরত্ন দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত সরকার। ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়। ভারতরত্নের তালিকায় যুক্ত হলো আরও এক বাঙালির নাম। প্রণব মুখার্জি ছাড়াও মরণোত্তর ভারতরত্ন পাচ্ছেন সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকা ও সমাজকর্মী নানাজি দেশমুখ। ঘোষণার পর নরেন্দ্র মোদি টুইট করে তিনজনের ভূমিকার কথাই উল্লেখ করেছেন। প্রণব মুখার্জি সম্পর্কে তিনি লিখেছেন, 'প্রণব দা, আমাদের সময়কার একজন অসাধারণ রাষ্ট্রনেতা। তিনি দশকের পর দশক অক্লান্ত ও নিঃস্বার্থভাবে দেশের সেবা করে গিয়েছেন। দেশের উন্নয়নে উনার বড় ভূমিকা রয়েছে। তার বুদ্ধি ও জ্ঞানের কোনও বিকল্প নেই।' সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকা প্রসঙ্গে মোদি বলেন, তার গান প্রত্যেক প্রজন্মেই সমানভাবে স্বীকৃতি পেয়েছে। তার গানে ছড়িয়েছে সম্প্রীতিও ভ্রাতৃত্বের বার্তা। তিনি ভারতীয় সঙ্গিতে পরিচিতি দিয়েছেন বিশ্বে। নানাজি দেশমুখ সম্পর্কে মোদি লিখেছেন, গ্রামোন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান র...

নিজস্ব মিসাইল কেন্দ্র গড়লো সৌদি আরব

Image
সৌদি আরব ইতিমধ্যে ক্ষেপণাস্ত্র নির্মাণ ও পরীক্ষাকেন্দ্র নির্মাণ করেছে বলে সংবাদ মাধ্যমে বলা হয়েছে। ছবি: সংগৃহীত। নিজের দেশে এ বার ব্যালিস্টিক মিসাইল বানাতে চলেছে সৌদি আরব। ইতিমধ্যে ক্ষেপণাস্ত্র নির্মাণের ফ্যাক্টরি তৈরিও হয়েছে। এমনটি জানিয়েছে ওয়াশিংটন পোস্টের এক রিপোর্ট। প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে, বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সৌদি রাজধানী রিয়াদের অদূরে আল-ওয়াটাহ'য় তৈরি হয়েছে ক্ষেপণাস্ত্র ঘাঁটি। মার্কিন বিশেষজ্ঞ টিমের ডেভিড শ্মের্লারের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা আল-জাজিরা জানায়, ক্ষেপণাস্ত্র নির্মাণ ও পরীক্ষার কেন্দ্র ইতিমধ্যে বানিয়ে ফেলেছে সৌদি আরব। শ্মের্লার জানান, সৌদি আরবের আর কোথাও এ ধরনের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র নেই। সেদিক থেকে সৌদির এই পদক্ষেপ বেশ তাৎপর্যপূর্ণ। আরো পড়ুন:  দূতাবাস স্টাফদের ভেনেজুয়েলা ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের সৌদি আরব পরমাণু অস্ত্র বানানোর অনুমতি এখনও পায়নি। তবে, ইরানের ক্রমাগত হুমকির মুখে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্প্রতি পরমাণু অস্ত্র বানানোর বিষয়েও অনুমতি আদায়ে ইচ্ছে প্রকাশ করেন। ইত্তেফাক/এসআর

জরুরি অবস্থা জারির খসড়া তৈরি করছে হোয়াইট হাউস

Image
  ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে মার্কিন সরকারের অচলাবস্থা দ্বিতীয় মাসেও চলমান রয়েছে। ডেমোক্রেটদের নেতৃত্বাধীন কংগ্রেসের বিরোধিতায় চাহিদানুযায়ী সাড়ে ৬শ’ কোটি ডলার অর্থ বরাদ্দ না পাওয়ায় জরুরি অবস্থা জারি করে দেয়াল নির্মাণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। হোয়াইট হাউজের অভ্যন্তরীণ কিছু নথি ঘেঁটে এ তথ্য জানা গেছে। খবর সিএনএনের। মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের অনুপ্রবেশ ঠেকাতে দেয়াল নির্মাণে প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণা করা হবে বলে গত মাসেই হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানালেও জরুরি অবস্থা জারি করা নিয়ে খসড়া প্রস্তুত করা হচ্ছে, যা দেয়াল নির্মাণে ৭শ’ কোটি ডলার নিশ্চিত করবে বলে জানা গেছে। হোয়াইট হাউজ ও কংগ্রেস দেয়াল নির্মাণে একটি চুক্তিতে পৌঁছাতে চেষ্টা করছে। তাই এখন পর্যন্ত নির্দেশনা জারি করে মার্কিন সামরিক বাহিনীকে সীমান্তে দেয়াল নির্মাণের নির্দেশনা দেয়া হয়নি। এমনকি পরিকল্পনা থেকেও পুরোপুরি সরে আসেনি ট্রাম্প প্রশাসন। এখন সংকট কাটাতে দেয়াল নির্মাণে বিকল্প পরিকল্পনা নিয়ে ভাবা হচ্ছে,...

কিডনি ভালো রাখার ৮ উপায়

Image
                                প্রতীকী ছবি কিডনি রক্ত ফিলটার করে, মূত্রের পরিমাণ নিয়ন্ত্রণ করে, হর্মোন উৎপাদন করে৷ এই সব ক্ষেত্রে সমস্যা দেখা দিলে তার অর্থ, কিডনি ঠিকমতো কাজ করছে না। কিডনি ভালো রাখার পন্থাগুলো দেখা যাক৷ সচল থাকুন! সক্রিয় থাকুন! খেলাধুলা, হাঁটাচলা, এক্সারসাইজ হল ব্লাড প্রেসার কমিয়ে রাখার এবং ডায়াবেটিস রোখার শ্রেষ্ঠ পন্থা৷ ডায়াবেটিস থেকেই কিডনি’র সমস্যা দেখা দেয়৷ ডায়ালিসিস পেশেন্টদের ৩০ শতাংশ হল ডায়াবেটিসের রোগী৷ ব্লাড সুগার চেক করান! ব্লাড সুগারের লেভেল স্টেডি থাকা চাই৷ উচ্চ ব্লাড সুগার কিডনির ভেতরের ব্লাড ভেসেল’গুলোর ক্ষতি করে, ফলে ঠিকমতো রক্ত পরিশোধন হয় না৷ ব্লাড সুগার ঠিক থাকলে, কিডনিও ভালো থাকে৷ ব্লাড প্রেসারের খেয়াল রাখুন! উচ্চ রক্তচাপ কিডনি ফেইলিওর-এর দ্বিতীয় প্রধান কারণ৷ দীর্ঘমেয়াদে হাই ব্লাড প্রেসার ব্লাড ভেসেলগুলোর ক্ষতি করতে পারে৷ কিডনির কর্মক্ষমতা অক্ষত রাখার জন্য রক্তচাপ ১৪০/৯০-এর বেশি হলে চলবে না৷ রক্তচাপ কম রাখার জন্য দরকার প...

বলিউডের সবচেয়ে দামি ১০ নায়িকা

Image
প্রিয়াঙ্কা চোপড়া একটা সময় ছিল যখন পুরুষরাই দাপট দেখাতেন সিনেমা পাড়ায়। তাদের পারিশ্রমিকও অনেক বেশি ছিল। সেই যুগ আর নেই। এখন অনেক নারী অভিনেত্রীই পুরুষ সতীর্থের চাইতে বেশি পারিশ্রমিক নেন। ১. দীপিকা পাড়ুকোন দর্শক ও প্রযোজকদের ব্লকব্লাস্টার ছবি উপহার দেয়ায় তাঁর জুড়ি নেই৷ ভারতের অর্থনীতি বিষয়ক পত্রিকা বিজনেস টুডে’র খবর অনুযায়ী, দীপিকা প্রতি ছবিতে ১০ থেকে ১২ কোটি রুপি পারিশ্রমিক নেন৷ তাঁর ছবি বাজিরাও মাস্তানি, পিকু ও ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি প্রযোজকদের জন্য সোনার খনি হয়ে এসেছে৷ সম্প্রতি হলিউডে মহাতারকা ভিন ডিজেলের সঙ্গে ট্রিপল এক্স সিরিজে অভিষেকের পর তাঁর পারিশ্রমিক আরো বেড়েছে বলে খবর বেরিয়েছে৷ ২. কঙ্গনা রানাউত গত কয়েক বছরে কঙ্গনার উত্থান অনেকটা সিনেমার গল্পের মতোই৷ তানু ওয়েডস মানু, কুইন ও তানু ওয়েডস মানু রিটার্নসে তাঁর অনবদ্য অভিনয় তাঁকে অনেক উচ্চতায় নিয়ে গেছে৷ বিশেষ করে কুইন ছবিটির কথা বলতেই হয়৷ ভারতের গণমাধ্যমের খবর, রেঙ্গুন ছবিটির জন্য তিনি এগারো কোটি রুপি দাবি করেছেন, যা তাঁকে এ তালিকায় দ্বিতীয় স্থানে নিয়ে এসেছে৷ ৩. কারিনা কাপুর বলিউডে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, পু...

চীনকে চাপে রাখতে যৌথ নৌমহড়া চালাল যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

Image
ফাইল ছবি ফের উত্তেজনা বাড়াল যুক্তরাষ্ট্র। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে যৌথ নৌমহড়া চালাল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। মহড়ায় অংশগ্রহণকারী দেশ দুটি জানিয়েছে, গত শুক্রবার থেকে চলেছে এই মহড়া। এই অঞ্চলের বিতর্কিত দ্বীপের উপর অধিকারের দাবি রয়েছে চীনের। আর সেই জন্যই বেজিংয়ের দাবি মোকাবিলা করতে মিত্রদের সহযোগিতা চাইছে ওয়াশিংটন। তারই অংশ হিসেবে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে।  মহড়ায় মার্কিন গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ইউএসএস ম্যাকক্যাম্পবেল এবং ব্রিটিশ নৌবাহিনীর ফ্রিগেট এইচএমএস আরগিল অংশ নিয়েছে। মহড়ায় দুই দেশের যৌথ অভিযান চালানোর সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। চলতি মাসের গোড়ার দিকে ম্যাকক্যাম্পবেল চীনের পার্সেল দ্বীপের ১২ নটিক্যাল মাইলের মধ্য দিয়ে টহল দিয়েছে। চীনা এই দ্বীপের ওপর ভিয়েতনাম এবং তাইওয়ানও অধিকার দাবি করে আসছে।  এদিকে, গত আগস্টে আক্রমণের কাজে ব্যবহৃত ব্রিটিশ উভচর যুদ্ধজাহাজ এইচএমএস অ্যালবিনোও একই দ্বীপের কাছ দিয়ে টহল দিয়েছিল। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

ভেনিজুয়েলার প্রতি সমর্থন জানাল ইরান তুরস্ক রাশিয়া

Image
ইরান, রাশিয়া এবং তুরস্ক ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের প্রতি সমর্থন ঘোষণা করেছে। বিরোধী নেতা হুয়ান গুয়াইডো নিজেকে ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার পর মার্কিন যুক্তরাষ্ট্র তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়ার ঘটনাকে কেন্দ্র করে এ সমর্থন ঘোষণা করা হয়। এদিকে, মার্কিন এমন ন্যক্কারজনক পদক্ষেপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন মাদুরা। এর আগে গাইডোর তৎপরতাকের অভ্যুত্থান হিসেবে ঘোষণা করেছেন এবং তাকে কারাগারে পাঠাবেন বলেও হুমকি দিয়েছে ভেনিজুয়েলার সরকার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বৃহস্পতিবার বলেছেন, তেহরান ভেনিজুয়েলার বৈধ সরকারকে সমর্থন করছে। দেশটির অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপের প্রয়াস, অবৈধ কোনো পদক্ষেপ বা জনগণের বিরুদ্ধে অভ্যুত্থানের প্রচেষ্টার মুখে এ সমর্থন দেয়া হবে। এদিকে, ভেনিজুয়েলার সঙ্গে সংহতি ঘোষণা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তায়্যিপ এরদোগান। মাদুরোর সঙ্গে আজ টেলিফোন সংলাপের সময়ে এ ঘোষণা দেন তিনি। টেলিফোন সংলাপের সময়ে তিনি মাদুরোর উদ্দেশ্য বলেন, মাদুরো আমার ভাই। দৃঢ় অবস্থা...

খাশোগি হত্যায় আন্তর্জাতিক তদন্তের নেতৃত্ব দেবে জাতিসংঘ

Image
ফাইল ছবি সাংবাদিক জামাল খাশোগি হত্যার আন্তর্জাতিক তদন্তে নেতৃত্ব দেবে জাতিসংঘ। সংস্থার বিচারবহির্ভূত হত্যাকান্ড সংক্রান্ত বিশেষজ্ঞ অ্যাগেনস কাল্লামার্ড বলেছেন, খাশোগি হত্যাকান্ডে আমি একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের নেতৃত্ব দেবো। আগামী ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি তুরস্ক সফর করতে পারেন বলে জানিয়েছেন। এর আগে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছিলেন। আরও পড়ুন:  ৩৯ হাজার ৩১৭ জন শিক্ষককে নিয়োগের সুপারিশ করেছে গত বছরের ২ অক্টোবর ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাশোগিকে তুরস্কের সৌদি কনস্যুলেটে হত্যা করা হয়। সৌদি আরবের একটি দল তাকে হত্যা করে। তবে এর সঙ্গে যুবরাজের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে সৌদি আরব। - রয়টার্স ইত্তেফাক/আরকেজি