বিদায় নিচ্ছে টাটার সাধের ন্যানো গাড়ি
টাটার ন্যানো গাড়ি ২০২০ সালের এপ্রিল থেকে ন্যানো গাড়ির উৎপাদন এবং বিক্রি বন্ধ করে দেবে টাটা। গতকাল বৃহস্পতিবার টাটা সংস্থার যাত্রীবাহী গাড়ি বিভাগের প্রেসিডেন্ট মায়াঙ্ক পারিখ এ ঘোষণা দেন। মায়াঙ্ক পারিখ বলেন, ‘গুজরাটের সানন্দে আমাদের ন্যানো গাড়ির উৎপাদন হয়। ২০২০ থেকে দেশে নতুন জ্বালানি বিধি বিএস-সিক্স চালু হলে টাটা আর বর্তমানের ন্যানো গাড়িকে বিএস-সিক্স মানকে উন্নীত করবে না। ফলে ২০২০ সালের এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে ন্যানোর উৎপাদন ও বিক্রয়।’ ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী এই টাটা। ২০০৬ সালে সাধারণ মানুষের জন্য সস্তার গাড়ি তৈরির পরিকল্পনা করে তারা। কথামতো পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরে এক লাখ টাকা দামের ন্যানো গাড়ি তৈরি কারখানা গড়ার উদ্যোগ নেয় কোম্পানিটি। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এতে সম্মতি দেন। রাজ্য সরকারের কাছ জমি পাওয়ার পর সিঙ্গুরে কারখানা নির্মাণকাজ শুরু করে টাটা। তবে পরবর্তীতে এক লাখ রুপি দাম ধরে রাখতে পারেনি টাটা। যদিও প্রথমদিকে এক লাখ রুপিতেই ন্যানো গাড়ি বিক্রি হয়। পশ্চিমবঙ্গ সরকারের এই জমি অধিগ্রহণের বিষয়ে আপত্তি জানান সিঙ্গুরের একদল চাষি...