নিজস্ব মিসাইল কেন্দ্র গড়লো সৌদি আরব

নিজস্ব মিসাইল কেন্দ্র গড়লো সৌদি আরব
সৌদি আরব ইতিমধ্যে ক্ষেপণাস্ত্র নির্মাণ ও পরীক্ষাকেন্দ্র নির্মাণ করেছে বলে সংবাদ মাধ্যমে বলা হয়েছে। ছবি: সংগৃহীত।
নিজের দেশে এ বার ব্যালিস্টিক মিসাইল বানাতে চলেছে সৌদি আরব। ইতিমধ্যে ক্ষেপণাস্ত্র নির্মাণের ফ্যাক্টরি তৈরিও হয়েছে। এমনটি জানিয়েছে ওয়াশিংটন পোস্টের এক রিপোর্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে, বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সৌদি রাজধানী রিয়াদের অদূরে আল-ওয়াটাহ'য় তৈরি হয়েছে ক্ষেপণাস্ত্র ঘাঁটি।
মার্কিন বিশেষজ্ঞ টিমের ডেভিড শ্মের্লারের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা আল-জাজিরা জানায়, ক্ষেপণাস্ত্র নির্মাণ ও পরীক্ষার কেন্দ্র ইতিমধ্যে বানিয়ে ফেলেছে সৌদি আরব।
শ্মের্লার জানান, সৌদি আরবের আর কোথাও এ ধরনের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র নেই। সেদিক থেকে সৌদির এই পদক্ষেপ বেশ তাৎপর্যপূর্ণ।
সৌদি আরব পরমাণু অস্ত্র বানানোর অনুমতি এখনও পায়নি। তবে, ইরানের ক্রমাগত হুমকির মুখে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্প্রতি পরমাণু অস্ত্র বানানোর বিষয়েও অনুমতি আদায়ে ইচ্ছে প্রকাশ করেন।
ইত্তেফাক/এসআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা