Posts

Showing posts from November 18, 2019

ইয়েমেনে ২ সৌদি সেনা নিহত

Image
ছবি: সংগৃহীত ইয়েমেন সীমান্তে দায়িত্ব পালন কালে দুই সৌদি সেনা সদস্য নিহত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সৌদি নিউজ এজেন্সি’ সোমবার খবরটি নিশ্চিত করেছে। তবে তারা কিভাবে মারা গেছেন সে বিষয়ে বিস্তারিত জানায়নি বার্তা সংস্থাটি। নিহতরা হচ্ছেন- সাঈদ আল-গামিদি ও বেদর ইসা এস-সেলিমি। তারা ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে দায়িত্ব পালন করছিলেন। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলার প্রধান লক্ষ্যবস্তু সৌদি সেনারা। চলতি মাসের শুরুতে জিযান এলাকায় হুতিদের হামলায় পাঁচ জন সৌদি সেনা নিহত হন। আরও পড়ুন:  খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ৪ ডিসেম্বর ইয়েমেনে ২০১৪ সালে রাজধানী সানাসহ বেশকিছু এলাকা হুতিরা দখলের পর থেকেই সেখানে সহিংসতা ও বিশৃঙ্খলা চলছে। তবে ২০১৫ সালে হুতিদের দমনে সৌদি জোট বিমান হামলা চালানোর পর থেকে দেশটিতে বিশৃঙ্খলা আরও বেড়ে যায়। ২০১৫ সালের পর থেকে এখন পর্যন্ত কয়েক হাজার বেসামরিক ইয়েমেনি নাগরিক ও সৌদি সেনা নিহত হয়েছেন। জাতিসংঘ বলছে, ইয়েমেনে অন্তত ১ কোটি ৪০ লাখ লোক অনাহারে মৃত্যু ঝুঁকিতে রয়েছেন। ইত্তেফাক/এসইউ

ক্যান্সারের পর বদলে গেছেন স্বামী, আবেগঘন পোস্ট সোনালির

Image
ফাইল ছবি বলিউড অভিনেত্রীর সোনালি বেন্দ্রের ক্যান্সার ধরা পড়েছিল ২০১৮ সালে। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই খবর প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী। তারপর থেকেই শুরু হয়েছিল তার লড়াই। নেটিজেনরা সব সময়ে নজর রেখেছেলিন সোনালির শারীরিক অবস্থার উপর। সোনালিও নিয়মিত আপডেট দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। নিউ ইয়র্কে চিকিৎসা চলেছিল তার। আপাতত তিনি সুস্থ হয়ে ভারতে আছেন।  ক্যান্সারের সঙ্গে লড়ার সময়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে ছিলেন তার স্বামী গোল্ডি বেহেল। সেই গোল্ডি নাকি সোনালির ক্যান্সারের পরে অনেকটাই বদলে গিয়েছেন। কী প্রসঙ্গে এই কথা বললেন এই অভিনেত্রী? সোনালি ও গোল্ডির ১৭ তম বিবাহবার্ষিকীতে সোনালি জানান, তার ক্যান্সার হওয়ার পর থেকে গোল্ডি অনেক বদলে গিয়েছেন। এখন তিনি শুধু সোনালির পছন্দ-অপছন্দের দিকেই খেয়াল রাখেন। ‌‌‌‌ সোনালি ইনস্টাগ্রামের সেই পোস্টে লেখেন, গত বছর এই দিনে আমরা নিউ ইয়র্কের হাসপাতালে ছিলাম। তখন থেকেই বেন্দ্রে ও বেহেল জীবনের দু'টি অধ্যায় দেখেছে। একটি হল ক্যান্সারের আগে। আর একটি ক্যান্স্রের পরে। তখন থেকেই আমার ইচ্ছা এগিয়ে যাওয়া ও জীবনে নতুন কিছু করা। তাই ১৭তম বিবাহবার্ষিকীত...

ছেলেকে নিষ্ঠুরভাবে মারছেন গৃহকর্মী, অফিসে বসে এ দৃশ্য দেখলেন বাবা! (ভিডিও)

Image
বাবা-মা দুজনেই চাকরি করেন। ছোট্ট শিশুটিকে রেখে যান বাসায় গৃহকর্মী শাহিদা ওরফে তাজনারার (৪৫) কাছে। কিন্তু সেই গৃহকর্মী বাবা-মার অনুপস্থিতিতে শিশুটিকে নির্দয়ভাবে মারছেন। আর এই দৃশ্য অফিসে বসে দেখলেন বাবা ইঞ্জিনিয়ার মো. আল আমিন সরকার। গত বৃহস্পতিবার রাজধানীর শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে। ইতোমধ্যে ছোট্ট শিশুকে ভয়াবহ নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জানা যায়, বাবা মো. আল আমিন সরকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। অন্যদিকে, শিশুটির মা লুৎফুন্নাহার উপজেলা শিক্ষা কর্মকর্তা। এই দম্পতির একমাত্র শিশু আবদুল্লাহ আবতাই আয়াতের বয়স মাত্র দুই বছর। স্বামী-স্ত্রী দু'জনেই চাকরি করায় আয়াত থাকত বাসায় গৃহকর্মী শাহিদার কাছে। কিছুদিন ধরেই সন্তানকে দেখে এমনই কিছু একটা আশংকা হয়েছিল বাবার। যে কারণে তিনি দ্রুত নিজের বাসায় সিসি ক্যামেরা স্থাপন করেন। আইপি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ তিনি নিজের স্মার্টফোনেই লাইভ দেখতে পারতেন।  এদিকে, গত বৃহস্পতিবার অফিসে বসে ভয়ংকর এক দৃশ্য চোখে পড়ল আল আমিন সরকারের। সিসি ক্যামেরায় ধরা পড়ে গৃহকর্মী দ্বারা সন্তানকে নির্যাতনের দৃশ্য! বাথরু...

শান্তি সম্মেলনে যোগ দিতে কম্বোডিয়া গেলেন স্পিকার

Image
ফাইল ছবি সরকার ও সুশীল সমাজের মধ্যে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার অঙ্গিকারে আয়োজিত ‘এশিয়া প্যাসিফিক সামিট-২০১৯’-এ যোগ দিতে আজ কম্বোডিয়া গেলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। কম্বোডিয়ার রাজধানী নমপেনে ১৯ নভেম্বর এ সম্মেলনের উদ্বোধন হবে। এশিয়া প্যাসেফিক সামিটের ওয়েব সাইট থেকে জানা যায়, একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তুলতে সমাজে বিরজমান দ্বন্দ্বের অবসান, অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কোম্বোডিয়া সরকার, ইনিভার্সাল পিস ফেডারেশন ও সিভিল সোসাইটি অর্গানাইজশন যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ বিশ্বের পঞ্চাশটির বেশি দেশের সাবেক রাষ্ট্রপতি, স্পিকার, সংসদ সদস্য, বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ, নারী আন্দোলনের প্রতিনিধি, গবেষক, শিক্ষাবিদ, গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।  সংসদের গণসংযোগ বিভাগ জানায়, ‘এশিয়া প্যাসিফিক সামিট-২০১৯’-এ যোগ দিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ কম্বোডিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। কম্বোডিয়ার রাজধানী নমপেনে আয়োজিত অনুষ্ঠানটি ১৮-২১ ন...

মিসরের মরুতে গড়ে উঠছে আকাশমুখী বন

Image
চীনের দূষণে ভরা শহরগুলোতে আকাশমুখী এ ধরনের বন জনপ্রিয় হয়েছে। ছবি: রয়টার্স মিসরের মরুভূমি এলাকায় প্রথমবারের মতো খাড়া বন গড়ে তোলা হচ্ছে। কায়রোর পূর্বে মরুভূমিতে এই উল্লম্ব বনের কাজ চলছে। ইতালীয় স্থপতি এবং নগর-পরিকল্পনাবিদ স্তেফানো বোয়েরি তিনটি ভবনে দূষণপ্রতিরোধী গাছ লাগানোর নকশা করেছেন। রয়টার্সের খবরে জানা যায়, স্তেফানো বোয়েরি বিশ্বের বিভিন্ন শহরে এ ধরনের খাড়া ওপরের দিকে ওঠা বনের নকশা করেছেন। তবে মিসরের প্রকল্পটি আফ্রিকা মহাদেশে প্রথম। স্তেফানো মিসরীয় নকশাবিদ সিমা সালাস ও ইতালীয় স্থপতি লরা গাতির সঙ্গে সমন্বিতভাবে সাততলা ভবনগুলোতে এই বনের নকশা করছেন। ভবনগুলোতে স্তরে স্তরে ৩৫০টি গাছ লাগানো হবে। শতাধিক প্রজাতির ১৪ হাজার গুল্মও লাগানো হবে। তিনটি ভবনের একটি হোটেল হবে। অন্য দুটি হবে বসবাসের। পরিকল্পিত নতুন প্রশাসনিক রাজধানীতে মন্ত্রণালয়, দূতাবাস, আবাসিক এলাকা গড়ে তোলা হবে। গড়ে তোলা হবে অর্থনৈতিক এলাকা। নতুন এই রাজধানী বর্তমান রাজধানী কায়রোর স্থলাভিষিক্ত হবে। জনজট, যানজট ও বায়ুদূষণের কারণে কায়রো মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। বোয়েরি বলছেন, মাত্র কয়েক শ বর্গমিটার এলাকায় কয়েক হা...

শপথ নিলেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট

Image
গোটাবায়া রাজাপাকসে। ছবি: সংগৃহীত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন গোটাবায়া রাজাপাকসে। সোমবার তাকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়া। নির্বাচনে জয়ী হওয়ার একদিন পরই শপথ নিলেন সাবেক এই সেনা কর্মকর্তা। খবর আল জাজিরা’র। শ্রীলঙ্কার প্রাচীন রাজ্য অনুরাধাপুরার রুয়ানওয়েলি সেয়া বৌদ্ধ মন্দিরে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শপথ নেওয়ার পর নতুন প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, তার সরকার জাতীয় নিরাপত্তাকে প্রাধান্য দেবে। তাছাড়া নিরপেক্ষ বৈদেশিক নীতি মেনে দেশ পরিচালনা করবে। আরও পড়ুন:  শেরপুরে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশি গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে গোটাবায়া অন্তত ৫৩ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন। গোটাবায়া রাজাপাকসে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ্র রাজাপাকসের ছোট ভাই। তিনি তামিল বিদ্রোহ দমনকালে দেশটির প্রতিরক্ষা সচিব ছিলেন। ইত্তেফাক/এসইউ

অভিবাসীদের সমান সুযোগ দিতে চান বরিস জনসন

Image
ব্রিটেনের অভিবাসন ব্যবস্থা ঢেলে সাজানোর অঙ্গীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হিসেবে এতদিন ব্রিটেনকে ইইউ নাগরিকদের এ ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হয়েছিল।  ক্ষমতায় ফিরে ব্রেক্সিট কার্যকর করে জনসন বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য ব্রিটেনে অভিবাসনের সমান সুযোগ করে দিতে চান। সে ক্ষেত্রে ২০২১ সালের জানুয়ারি মাস থেকে যেসব বিদেশি ব্রিটেনে বসবাস করার অনুমতি পাবেন, সামাজিক ভাতা ও স্বাস্থ্য পরিসেবার ক্ষেত্রে ব্রিটিশ নাগরিকদের মতো ছাড় পেতে তাদের পাঁচ বছর অপেক্ষা করতে হবে। আগামী ১২ ডিসেম্বর আগাম নির্বাচনের প্রচার প্রচারণা বেশ জমে উঠেছে। জনমত জরিপে প্রধানমন্ত্রী বরিস জনসনের টোরি দল প্রধান প্রতিদ্বন্দ্বী লেবার দলের তুলনায় ১০ থেকে ১৭ শতাংশ এগিয়ে রয়েছে। চলতি সপ্তাহেই দুই দল আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতাহার প্রকাশ করতে চলেছে। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী জনসন ও লেবার নেতা জেরেমি কর্বিন প্রথম টেলিভিশন বিতর্কে পরস্পরের মুখোমুখি হবেন। এবারের নির্বাচনের মূল বিষয় অবশ্যই ব্রেক্সিট। সানডে টেলিগ্রাফ সংবাদপত্রের সঙ্গে এক সাক্ষাৎকারে বরিস জন...

বলিভিয়ার অশান্তির নেপথ্যে ‘সাদা সোনা’, যা পরবর্তী বিশ্বের আকাঙ্ক্ষিত বস্তু

Image
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। গত ২০ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগে অশান্ত হয়ে ওঠে দেশটির রাজনৈতিক অঙ্গন। পদত্যাগ করতে বাধ্য হন দেশটির প্রেসিডেন্ট ইভো মোরালেস।  সাবেক রক্ষণশীল সিনেটর জিনাইন আনেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিজের নাম ঘোষণা করলেও এবার রাস্তায় নেমেছে মোরালেসপন্থিরা। বলিভিয়ার এই অশান্তির কারণ হিসেবে সামনে চলে এসেছে এক ‘সাদা সোনা’র গল্প। বলিভিয়ার এমন অশান্ত রূপ ধারণ করার নেপথ্য কারণ হিসেবে সামনে চলে এসেছে দেশটির এক মূল্যবান খনিজ সম্পদ। ‘সাদা সোনা’ হিসেবে পরিচিতি পাওয়া এই খনিজের নাম আসলে লিথিয়াম। এই লিথিয়ামই হতে যাচ্ছে পরবর্তী বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত বস্তু। কারণ হালকা এই ধাতুটি ইলেকট্রিক ব্যাটারি তৈরির অতি গুরুত্বপূর্ণ কাঁচামাল। জ্বালানি তেলের বিকল্প খোঁজা পৃথিবীর কাছে তাই লিথিয়ামই হতে যাচ্ছে পরবর্তী শক্তি উৎস। এটিকে বলা হচ্ছে, ভবিষ্যতের ‘নতুন তেল’। পৃথিবীর বিভিন্ন দেশে জ্বালানি তেলের বদলে ব্যাটারিচালিত ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়ছে। তাই বাড়ছে লিথিয়ামের চাহিদাও। মূল্যবান এই খনিজটিকে একবিংশ শতকের ‘ফার্স্ট গোল্ড’ও বলেন অনেকে। কারণ...

চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডন যাচ্ছেন নওয়াজ শরিফ

Image
চিকিৎসার জন্য পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার লন্ডনে যাচ্ছেন। নওয়াজ শরিফের দল পিএমএল-এন এক বিবৃতিতে জানিয়েছে। কোনো শর্ত ছাড়াই এক্সিট কন্ট্রোল লিস্ট থেকে তার নাম বাদ দেওয়া হচ্ছে। এ ব্যাপারে পিএমএল-এন এর মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব জানিয়েছেন, মঙ্গলবার সকালে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসবে নওয়াজ শরিফকে নেওয়ার জন্য। তিনি বলেন, চিকিৎসকরা আলোচনা করে জানিয়েছেন, নওয়াজ শরিফ ভ্রমণ করার জন্য সক্ষম আছেন। এর আগে শনিবার লাহোর হাইকোর্ট নওয়াজ শরিফকে চিকিৎসার জন্য লন্ডন যেতে অনুমতি দেয়। চার সপ্তাহ সেখানে থাকতে পারবেন তিনি। তবে মেডিক্যাল পরীক্ষা-নীরিক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে সময় বাড়ানো যাবে। উল্লেখ্য, সম্প্রতি দেশটির সরকার জানায়, নওয়াজ শরিফকে বিদেশ যেতে হলে সাত থেকে সাড়ে সাত বিলিয়ন ডলারের ইনডেমনিটি বন্ড দিতে হবে। তবে লাহোর হাইকোর্ট সেই শর্ত বাদ দেওয়ার নির্দেশ দিয়ে বলেছে, শর্ত ছাড়াই নওয়াজকে বিদেশে যেতে দিতে হবে। আর দেশটির সরকার গতকাল জানিয়েছে, হাইকোর্টের নির্দেশ মন্ত্রিপরিষদের আকাঙ্খারই প্রতিফলন। সূত্র: ডন বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এবার রাতে মিসাইল অগ্নি-২'র সফল উৎক্ষেপণ

Image
সংগৃহীত ছবি রাতের অন্ধকারে ছুটল ভারতের মিসাইল অগ্নি-২। সফল উৎক্ষেপণ করা হল এই মিসাইলের। ২০ মিটার লম্বা এই ব্যালিস্টিক মিসাইল বহন করতে পারে ১০০০ কেজি পে-লোড। ২০০০ কিলোমিটার অতিক্রম করতে পারে এই মিসাইল। গত শনিবার (১৬ নভেম্বর) প্রথমবার নাইট ট্রায়াল হলো এই মিসাইলের। অর্থাৎ রাতের অন্ধকারে ছুটল মিসাইলটি। ওডিশার ড. আব্দুল কালাম আইল্যান্ড থেকে উৎক্ষেপণ করা হয় এই মিসাইল। মাটি থেকে মাটিতে নিশানা ধ্বংস করার এই পরীক্ষা চালানো হয়েছে। অগ্নি-২ মিসাইলের সফল পরীক্ষণ গত বছরেই করা হয়েছিল, কিন্তু রাতের অন্ধকারে এই মিসাইলের পরীক্ষণ প্রথমবার হল। এই মিসাইলের ক্ষমতা ২০০০ কিমি থেকে বাড়িয়ে ৩০০০ কিমি পর্যন্ত করা যেতে পারে। অগ্নি-২ মিসাইল নিউক্লিয়ার হাতিয়ার নিয়ে যেতে সম্পূর্ণভাবে সক্ষম। ভারত এর আগে এই বছরের ফেব্রুয়ারি মাসে অগ্নি-১ ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষণ করেছিল। ভারতীয় সেনা সামরিক সেনা কম্যান্ড বালাসোরের আবদুল কালাম দ্বীপ থেকে ইন্ট্রিগ্রেড টেস্ট রেঞ্জ লঞ্চ প্যাড ৪ থেকে ৭০০ কিমি দূর পর্যন্ত অগ্নি-১ মিসাইলের সফল পরীক্ষণ করেছিল। ২০ মিটার লম্বা অগ্নি-২ ব্যালাস্টিক মিসাইলের ওজন ১৭ টনের ...

ইরানে অশান্তি সৃষ্টির চক্রান্ত চলছে'

Image
ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছেন, তেলের দাম বৃদ্ধির অজুহাতে একটি চক্র দেশে অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র করছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে খামেনি এ কথা বলেন।  জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তেহরানসহ বেশ কয়েকটি শহরের বাসিন্দারা বিক্ষোভ মিছিল করেছেন। বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশ ও নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই ইরানের সর্বোচ্চ নেতা জাতীয় সম্প্রচার মাধ্যমে ভাষণ দিয়ে জনগণকে শান্ত থাকার পরামর্শ দেন। তিনি বলেন, দেশটির নিম্ন আয়ের ৬ কোটি মানুষকে ভর্তুকি দিতে গিয়ে তেলের দাম বাড়াতে হয়েছে। বিডি প্রতিদিন/আরাফাত