0:34 Kaziranga National Park, Assam short TVC
Posts
Showing posts from September 9, 2017
কাতারের সঙ্গে সংলাপ স্থগিত করেছে সৌদি আরব
- Get link
- X
- Other Apps
প্রকৃত ঘটনা বিকৃত করার’ অভিযোগ এনে কাতারের সঙ্গে প্রস্তাবিত সংলাপ স্থগিত করেছে সৌদি আরব। দুই দেশের নেতাদের মধ্যে ফোন কলের একটি খবর প্রকাশ হওয়ার পরপরই শনিবার সৌদি আরবের পক্ষ থেকে নতুন এ সিদ্ধান্তের কথা জানানো হয়। শুক্রবার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান টেলিফোনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে চলমান বিরোধ নিয়ে আলোচনা করেন বলে উভয় দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র। দুইনেতার আলাপের পর কাতারের বার্তা সংস্থা কিউএনএ-র প্রতিবেদনে বলা হয়, ‘কাতারের আমির এবং সৌদি যুবরাজ, উভয়েই উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) দেশগুলোর মিত্রতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সংলাপে বসে সঙ্কট সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।’ এতে আরো বলা হয়, ফোনে কথা বলার সময় যুবরাজ মোহাম্মদ ‘রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের কোনো ক্ষতি না হয় এমনভাবে বিতর্কিত বিষয়গুলো সমাধান করার জন্য দু’জন দূত নিযুক্ত করার যে প্রস্তাব দিয়েছেন’ তাকে স্বাগত জানিয়েছেন শেখ তামিম। কাতারের বার্তা সংস্থার কিউএনএ’র খবর প্রচারের পর সৌদি আরব বিবৃতি প্রকাশ করে দেশটির পররাষ্...
রোহিঙ্গাদের জন্য ডেনমার্কের সাড়ে ২৫ কোটি টাকা
- Get link
- X
- Other Apps
মিয়ানমারে সহিংসতা থেকে প্রাণভয়ে বাংলাদেশে সদ্য পালিয়ে আসা রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে ডেনমার্ক সরকার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডব্লিউএফপি)- ২৫ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী উলা টোর্নায়েস বলেন, ‘আমি রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন। আমি বেসামরিক মানুষের ওপর যে কোন ধরনের সহিংসতার নিন্দা জানাচ্ছি। আমি রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি অন্যান্য বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি জরুরি ভিত্তিতে কয়েক হাজার মানুষকে মানবিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানাচ্ছি। অবিলম্বে এই সব মানুষের মানবিক সহায়তার প্রয়োজন।’ তিনি আরো বলেন, ‘যখন আমাদের আন্তর্জাতিক মানবিক সাহায্যদাতা অংশীদাররা রাখাইনের সহায়-সম্বলহীন মানুষের সহায়তায় এগিয়ে এসেছে, ঠিক সেই মুহূর্তেই ডেনমার্ক তাদেরকে আর্থিক সহায়তায় প্রস্তুত রয়েছে। এদিকে আমরা বাংলাদেশে অবস্থানরত শরণার্থীদের সহায়তায় ত্রাণ তৎপরতা জোরদার করছি। শরণার্থীদের সহায়তায় বাংলাদেশ কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’ ডব্লিউএফপি ও জাতিসংঘে...
৪০ হাজার রোহিঙ্গা মুসলমানকে ভারত ছাড়া করবেন মোদি
- Get link
- X
- Other Apps
( প্রিয়.কম ) যখন সারা বিশ্ব জুড়ে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা নিয়ে প্রতিবাদ চলছে তখনই ভারতে আশ্রয় নেওয়া ৪০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে ভারত থেকে বের করে দেওয়ার ব্যাপারে সরকারি নথি জারি করেছে নরেন্দ্র মোদি সরকার। ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু বলেন, ‘যেহেতু ভারতে কোনো শরণার্থী আইন নেই। নেহরু সরকার থেকে শুরু করে মোদি সরকার , কেউই জাতিসংঘের ১৯৫১ সালের ‘রিফিউজি কনভেনশনের’ ঘোষণাপত্রে সই করেনি। আলাদা করে কোনো আইনও ভারতে তৈরি হয়নি। তাই এই পদক্ষেপকে অবৈধ বলার সুযোগ নেই।’ ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি (ইউএনএইচসিআর) এর দিল্লি অফিস থেকে প্রায় ১৪ হাজার রোহিঙ্গা মুসলমান শরণার্থীদের নাম পরিচয় পরীক্ষা করে নথিভুক্ত করলেও , ভারতে তার আইনত কোনো স্বীকৃতি নেই। এটি এক ডিলে দুই পাখি শিকারের মত উল্লেখ করে কিরেণ রিজিজু বলেন, ‘একদিকে তিনি (মোদি) বর্তমান মিয়ানমার সরকারের সঙ্গে কূটনৈতিক সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছেন। সে দেশে চিনের প্রভাব যাতে বেশি না পড়ে , তার জন্য মায়ানমার সফরে গিয়ে সে দেশে রোহিঙ্গা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের লড়াইকে সমর্থন জ...
মিয়ানমারের সাথে সামরিক সম্পর্ক বাড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- Get link
- X
- Other Apps
মার্কিন সিনেট আগামী সপ্তাহে প্রতিরক্ষা ব্যয় সংক্রান্ত একটি বিলে ভোট দেবে বলে অ্যাসোসিয়েট প্রেস বা এপি আজ (শনিবার) জানিয়েছে। বিলটি পাস হলে মিয়নামারের সেনাবাহিনীর সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে পারবে পেন্টাগন। এদিকে, খসড়া বিলের আওতায় সমুদ্রে নিরাপত্তা রক্ষার পাশাপাশি শান্তিরক্ষা এবং মানবপাচার রোধে দুই দেশের সামরিক বাহিনী নানা প্রশিক্ষণ এবং ওয়ার্কশপে অংশ নেয়ার কথা বলা হয়েছে বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে। অবশ্য মার্কিন সিনেটের আর্মড সার্ভিস কমিটির প্রধান রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইনকে বিলের ব্যাপারে প্রশ্ন করা হলে তা তিনি এড়িয়ে যান। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যাগরিষ্ঠ রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যার ইস্যুতে দেশটির নেতা অং সাং সু চির বিরুদ্ধে নিন্দা জানাতে আমেরিকা ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে নিন্দার ঝড় বইছে। সূত্র : এপি
৩৫ খণ্ড লাশের পরিচয় পাওয়া গেছে, আটক ৩ ইত্তেফাক রিপোর্ট ও ভ্রাম্যমাণ প্রতিনিধি
- Get link
- X
- Other Apps
সাভার উপজেলার আশুলিয়ায় ড্রামের মধ্য থেকে উদ্ধার হওয়া নারীর ৩৫ খণ্ড লাশের প্রাথমিক পরিচয় জানাতে পেরেছে পুলিশ। নিহত ওই নারী ঝিনাইদহ সদরের নৈহাটি বড়পাতা গ্রামের তক্কেল মণ্ডলের মেয়ে তাসলিমা আক্তার। তিনি আশুলিয়ার হামীম গ্রুপের নেক্স ক্যালেশন নামে পোশাক কারখানায় কর্মরত ছিলেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে ঝিনাইদহ সদর এলাকা থেকে শনিবার সকালে তিনজনকে আটক করেছে। তারা হলেন- সদর থানার বাগডাঙ্গা গ্রামের আকরাম, আলিনুর ও মুকুল। আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল জানান, গত ১ সেপ্টেম্বর আশুলিয়ার জামগড়া এলাকার একটি বাড়ির ড্রাম থেকে নারীর ৩৫ খণ্ড লাশ উদ্ধার করে পুলিশ। তারপর থেকেই পুলিশ অজ্ঞাত নারীর পরিচয় ও হত্যাকাণ্ডের বিষয়ে কাজ শুরু করে। ইত্তেফাক/ আরকেজি
মানুষ আর মানুষ : ছুটছে তারা আশ্রয়ের খোঁজে এম মাঈন উদ্দিন, উখিয়া সীমান্ত থেকে ফিরে
- Get link
- X
- Other Apps
আসাদ আলীর লাশ কবর দিতে নিয়ে যাচ্ছে একদল রোহিঙ্গা। তারা দাবি করেছেন, নাফ নদী অতিক্রমের সময় মিয়ানমার বাহিনীর গুলিতে নিহত হন আসাদ আলী কক্সবাজারের উখিয়া সদর থেকে টেকনাফ পর্যন্ত সড়কের পাশে ও পাহাড়ে এখন রোহিঙ্গা আর রোহিঙ্গা। দুচোখ যে দিকে যাবে শুধু মানুষ আর মানুষ দেখা যাবে। কোলে শিশু নিয়ে, কাঁধে বৃদ্ধ মা-বাবাকে নিয়ে ছুটছে আশ্রয়ের আশায়। সম্বল বলতে পরনের কাপড় ছাড়া কিছু নেই তাদের কাছে। সড়কে খাদ্যবাহী কোনো গাড়ি দেখলে পেছন পেছন ছুটছে তারা। শুধু সামান্য ত্রাণের জন্য। এক প্যাকেট বিস্কুট পেয়ে তাদের চোখ মুখে উচ্ছ্বাস দেখা গেছে। মনে হয় পুরো পৃথিবী সে পেয়ে গেছে। রোহিঙ্গারা ত্রাণের জন্য হাহাকার করছে। এক টুকরো পলিথিনের ছাউনি যেনো তাদের কাছে সোনার হরিণ। অথবা একমুঠো চিড়া পেলেও মনে হয় যেনো আকাশ পেয়ে গেছেন তারা। বিভিন্ন এলাকা থেকে ব্যক্তি ও সংগঠনের উদ্যোগে যাওয়া ত্রাণের গাড়িগুলোকে ঘিরে ধরছেন তারা। গত দু'দিন উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে এসব চিত্র দেখা গেছে। এখনো খোলা আকাশের নিছে রয়েছে হাজার হাজার রোহিঙ্গা নারী-পুরুষ। কেউ কোনো মতে প্লাষ্টিক দিয়ে পাহাড়ে মাথা গোঁজার ঠাঁই পেলেও খাবারের অ...
মিয়ানমারে সহিংসতায় নিহত ১০০০
- Get link
- X
- Other Apps
রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা পরিবার ঝুড়িতে করে দুই শিশুকে নিয়ে শুক্রবার সকালে কক্সবাজারের টেকনাফের হারিয়াখালে পৌঁছে। ছবি: আশরাফুল আলম মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাণ্ডবে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে মুসলিম রোহিঙ্গার সংখ্যাই বেশি। মিয়ানমার সরকারের প্রকাশিত নিহত মানুষের সংখ্যার চেয়ে এ সংখ্যা দ্বিগুণের বেশি। আজ শুক্রবার জাতিসংঘের মিয়ানমারবিষয়ক মানবাধিকার প্রতিনিধি ইয়াংহি লি বার্তা সংস্থা এএফপিকে এসব কথা বলেন। ওই কর্মকর্তা মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে এ ব্যাপারে খোলামেলা আলোচনা করার জন্য আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ বলেছে, গত দুই সপ্তাহে ২ লাখ ৭০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে। বাংলাদেশের শরণার্থীশিবিরগুলোতে পালিয়ে আসা রোহিঙ্গাদের থাকার মতো যথেষ্ট জায়গা হচ্ছে না। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘর্ষের পর পালিয়ে আসার সময় অনেকে রোহিঙ্গাই নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী লোকজনের বরাত দিয়ে ইয়াংহি লি বলেছেন, ‘এর মধ্যে এক হাজার বা তারও বেশি লোক প্রাণ হারিয়েছে।’ বাংলাদেশ সর্বশেষ রোহিঙ্গাদের অনুপ্রবেশ নিয়ে রীতিমতো হ...
যুক্তরাষ্ট্রের উদ্বেগ রোহিঙ্গার ভারে কঠিন অবস্থা বাংলাদেশে কালের কণ্ঠ
- Get link
- X
- Other Apps
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর চলা সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশ যে কঠিন পরিস্থিতিতে পড়েছে, তার স্বীকৃতি দিয়েছে বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নোয়ার্ট মিয়ানমারের সহিংস পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি জানি, অন্য যেকোনো দেশের মতোই শরণার্থীদের ভার বাংলাদেশকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে। ’ যুক্তরাষ্ট্র বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে জানিয়ে নোয়ার্ট বলেন, ‘বার্মার উত্তরাঞ্চলীয় রাজ্য রাখাইনের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ’ গত ২৫ আগস্ট রাখাইনে পুলিশ চেকপোস্ট ও সেনা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির হামলার পর সেখানে পাল্টা সেনা অভিযানের মুখে প্রতিদিনই রোহিঙ্গা মুসলমানরা দেশ ছাড়ছে। ওই হামলার নিন্দা জানানোর পাশাপাশি আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আর সহিংসতা না ...
রোহিঙ্গাশূন্য হতে চলেছে মিয়ানমার ► হাজারের বেশি রোহিঙ্গা হত্যা : জাতিসংঘ ► এখনো নিষ্ক্রিয় বিশ্ব সম্প্রদায় ► আট লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশে
- Get link
- X
- Other Apps
উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদী সংগঠন ‘মাবাথা’র জাতি ও ধর্ম রক্ষার আন্দোলনের ফলে মিয়ানমারের রাখাইন রাজ্যে আগেই কোণঠাসা হয়ে পড়েছিল সংখ্যালঘু মুসলমান রোহিঙ্গারা। গত বছরের অক্টোবর থেকে, বিশেষ করে গত ২৪ আগস্টের পর থেকে নিরাপত্তা বাহিনী ও রাখাইন বৌদ্ধদের উদ্যোগে জাতিগত নিধন ও গণহত্যার ফলে রাখাইন তথা পুরো মিয়ানমারই এখন রোহিঙ্গাশূন্য হতে চলেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে গত দুই সপ্তাহে সামরিক বাহিনীর নেতৃত্বে অভিযানে হাজারেরও বেশি সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমান নিহত হয়েছে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। সংস্থাটির মিয়ানমারে মানবাধিকারবিষয়ক স্পেশাল র্যাপোর্টিয়ার (বিশেষ দূত) ইয়াংহি লি গতকাল শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সহিংসতার মাত্রা থেকে তাঁরা ধারণা করছেন এক হাজার বা তারও বেশি রোহিঙ্গা মুসলমান এরই মধ্যে নিহত হয়েছে। তাঁর মতে, উভয় পক্ষেই হতাহত হওয়ার আশঙ্কা থাকলেও রোহিঙ্গারাই ব্যাপকভাবে এর শিকার হয়েছে। জাতিসংঘ শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে দুই লাখ ৭০ হাজারেরও বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ সংখ্যা তিন লাখ ছাড়াবে বলে জাতিসংঘের কর্মকর্তারা...
ভিডিও প্রকাশের হুমকি দিয়ে ধর্ষণ, স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা
- Get link
- X
- Other Apps
টাঙ্গাইলের সখীপুরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরও কয়েকবার ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সখীপুর থানায় করা মামলায় লিটন আহম্মেদকে (৪৩) আসামি করা হয়। মেয়েটির সঙ্গে কথা বলে ও মামলার এজাহার থেকে জানা যায়, এ বছরের ফেব্রুয়ারিতে লিটনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় মেয়েটি। ওই দৃশ্য ভিডিও করা হয়। এরপর হুমকি দেওয়া হয়, ঘটনাটি প্রকাশ পেলে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে এবং মেয়ের মা-বাবাকে মেরে ফেলা হবে। এই ভয় দেখিয়ে আরও ছয়-সাতবার মেয়েটিকে ধর্ষণ করা হয়। মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি প্রকাশ পায়। ২৩ আগস্ট স্থানীয় একটি ক্লিনিকে করা আলট্রাসনোগ্রাফি প্রতিবেদনে বলা হয়, মেয়েটি ১৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা। মেয়েটির বাবা বলেন, ‘বিষয়টি এলাকায় প্রকাশ পেলে লিটন আমাদের পরিবারকে মামলা না করার জন্য চাপ দেন। মেয়ের নামে জমি লিখে দিতে চান।’ এ ব্যাপারে জানতে লিটন আহম্মেদের সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোনের সংযোগ কেটে দেন। পরে তাঁর বাবা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রথম আলো কে বলেন, ‘এ ঘটনা শুনে আমি খুবই লজ্জা পে...
বুদ্ধ ফের আবির্ভূত হলে রোহিঙ্গাদের রক্ষা করতেন: দালাই লামা
- Get link
- X
- Other Apps
মিয়ানমারের সংখ্যাগুরু বৌদ্ধ সম্প্রদায় ও সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিব্বতের ধর্মগুরু দালাই লামা। তিনিও ১৯৮৯ সালে তিব্বতের স্বাধীনতা সংগ্রামে অহিংস ভূমিকা পালন করার জন্য শান্তিতে নোবেল পুরস্কার পান। ওয়াশিংটন ডিসিতে আমেরিকান পিস ইনস্টিটিউটে বক্তৃতাদানকালে তিনি বলেন, একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে মায়ানমারের নেত্রী অং সান সূচীর নৈতিক দায়িত্ব হচ্ছে সংখ্যাগুরু বৌদ্ধ সম্প্রদায় ও সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে চলমান সংঘাত নিরসন করা। ২০১৬ সালে ক্ষমতায় আসার পরই সূচীর সঙ্গে বৈঠক করেন জানিয়ে দালাই লামা বলেন, আমি সূচীকে রোহিঙ্গা ইস্যুতে আরো খোলাখুলিভাবে আলোচনার জন্য অনুরোধ জানিয়েছি। যদিও মানবাধিকার সংস্থা সমূহ রোহিঙ্গা সমস্যা সমাধানে সূচীর নীরবতার তীব্র নিন্দা করে আসছে। দালাই লামা আরো বলেন, ‘মিয়ানমারের মুসলমানদের প্রতি কিছু বৌদ্ধ ভিক্ষুর ঘৃণাত্মক দৃষ্টিভঙ্গি রয়েছে। যারা এ ধরণের চিন্তা ভাবনা ধারণ করেন, তাদেরকে তিনি বুদ্ধের চেহারা স্মরণ করতে বলেন।’ তিনি এও বলেছেন, ‘আজ যদি বুদ্ধ আবির্ভূত হতেন, তাহলে তিনি মিয়ানমার...
রোহিঙ্গা বিতাড়নের প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ রোহিঙ্গা নির্যাতনকে ‘জাতিগত নির্মূল’ বললেন ডেসমন্ড টুটু
- Get link
- X
- Other Apps
ডেসমন্ড টুটু মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর সামরিক অভিযানের নামে নিপীড়ন বন্ধের আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডেসমন্ড টুটু। সেই সঙ্গে অং সান সু চির নীরবতার নিন্দা জানিয়েছেন তিনি। টুইটারে নিজের অফিশিয়াল অ্যাকাউন্টে পোস্ট করা এক খোলা চিঠিতে টুটু মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান নিপীড়নকে ‘জাতিগত নির্মূল’ বলেও মন্তব্য করেন। ৮৫ বছর বয়সী ডেসমন্ড টুটু দক্ষিণ আফ্রিকার একজন সমাজকর্মী এবং কেপটাউনের আর্চবিশপ ইমেরিটাস। বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ১৯৮০ সালের দিকে বিশ্বজুড়ে সাড়া ফেলে দেন তিনি। ১৯৮৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান টুটু। খোলা চিঠিতে ডেসমন্ড টুটু লেখেন, ‘আমি এখন বৃদ্ধ, জরাগ্রস্ত এবং আনুষ্ঠানিকভাবে অবসরপ্রাপ্ত। তারপরও গভীর বিষণ্নতা থেকে নীরব থাকার প্রতিশ্রুতি ভঙ্গ করলাম আমি। বছরের পর বছর ধরে আমার টেবিলে আপনার একটি ছবি ছিল। মিয়ানমারের জনগণের জন্য ভালোবাসা ও প্রতিশ্রুতি রক্ষায় আপনাকে যে অবিচার এবং ত্যাগ স্বীকার করতে হয়েছে, তা মনে করিয়ে দিত এই ছবিটি। আপনি ন্যায়পরায়ণতার প্রতীক হয়ে উঠেছিলেন।’ চিঠিতে টুটু আরও লেখেন, ‘জনজীবনে আপনার (সু চি) উত্থানের ...
জীবনীগ্রন্থের লেখকের মন্তব্য সু চি নিজের প্রচার করা মূল্যবোধই মানছেন না
- Get link
- X
- Other Apps
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের নেত্রী অং সান সু চির আচরণে গভীর হতাশা প্রকাশ করেছেন তাঁর জীবনীগ্রন্থ ‘ দ্য পারফেক্ট হোস্টেজ ’-এর লেখক জাস্টিন উইন্টল। এই ব্রিটিশ লেখক বলেন, সু চি তাঁর নিজের প্রচার করা মূল্যবোধই মানছেন না। অথচ এই মূল্যবোধ তাঁকে একজন মহান ব্যক্তি হিসেবে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছিল। গত বুধবার রাতে প্রচারিত বিবিসির নিউজ নাইট অনুষ্ঠানে উইন্টল এসব কথা বলেন। রোহিঙ্গা প্রসঙ্গে সু চির নীরবতা এবং চলমান সংকট নিয়ে গণ্যমাধ্যমের খবরকে ‘ফেইক নিউজ’ (ভুয়া খবর) আখ্যায়িত করার পরিপ্রেক্ষিতে নিউজ নাইট এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রচার করে। এতে জাস্টিন উইন্টল বলেন, ‘সু চির জনসমর্থন আছে, ক্ষমতা আছে। কিন্তু যতটুকু দেখছি, বহির্বিশ্ব তাঁকে নিয়ে কী ভাবছে, সে বিষয়ে আর পাত্তাই দিচ্ছেন না সু চি। তিনি তাঁর মূল্যবোধের খেই হারিয়ে ফেলেছেন।’ বিবিসির প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে নয়, এবার ফেইক নিউজ (ভুয়া খবর) কথাটি উচ্চারিত হয়েছে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মিয়ানমারের গণতন্ত্রকামী ও ‘মানবাধিকারের রক্ষক’ বলে পরিচিত নেত্রী সু চির মুখ থেকে, যিনি মানবিক নেতা হিসেবে বারাক ওবামা ও আঙ্গেল...
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত মৃত্যুও তাঁদের বন্ধুত্বকে ছিন্ন করতে পারেনি
- Get link
- X
- Other Apps
কাসিফ হামিদ সাব্বিরের (২৪) জন্মদিন ছিল গত বৃহস্পতিবার। ফেসবুকে বন্ধুরা শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর দীর্ঘ জীবনও প্রার্থনা করেন। কিন্তু সে জীবন থেমে গেছে মাত্র এক দিন পর, শুক্রবার বিকেলে। মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন ছোটবেলার বন্ধু মোহাম্মদ আবদুল আহাদও (২৩)। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে চট্টগ্রাম নগরের মুরাদপুরের ফরেস্ট গেট এলাকায় আখতারুজ্জামান চৌধুরী উড়ালসড়কে সাব্বিরদের মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি বাস। এতে মোটরসাইকেলের পেছনের আসনে থাকা আহাদ উড়ালসড়ক থেকে নিচের রাস্তায় পড়ে যান। আর সাব্বির ছিটকে পড়েন উড়ালসড়কেই। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মোটরসাইকেলে চালকের আসনে ছিলেন সাব্বির। চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র আহাদ। সাব্বির পড়তেন হাজী মুহাম্মদ মহসিন কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষে। তাঁর বাড়ি চট্টগ্রাম নগরের মধ্যম গোসাইলডাঙার ফকিরহাট এলাকায়। চার ভাইবোনের মধ্যে সাব্বির তৃতীয়। তাঁর বাবা মৃত আবদুল হামিদ। অন্যদিকে আহাদ পরিবারের একমাত্র ছেলে। তাঁর বাবা আবদুর নূর ও মা রোজিনা বেগম হজ পালনের জন্য এখন সৌদি আরবে আছেন।...
আমদানির সমঝোতা স্মারক স্বাক্ষর মিয়ানমার থেকে চাল আসবে ৩ লাখ টন
- Get link
- X
- Other Apps
১০ লাখ টন চাল আমদানির লক্ষ্য নিয়ে মিয়ানমার গিয়েছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। কিন্তু মিয়ানমার সরকার রাজি হয়েছে ৩ লাখ টন চাল দিতে। ওই পরিমাণ চাল আমদানির একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ ও মিয়ানমার। তবে এর মধ্যে ৫০ হাজার টন সিদ্ধ ও আড়াই লাখ টন আতপ চাল দেবে মিয়ানমার। গত বৃহস্পতিবার মিয়ানমারের রাজধানী নেপিডোয় একটি পাঁচ তারকা হোটেলে ওই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মিয়ানমারের পক্ষে দেশটির বাণিজ্যমন্ত্রী থান মিন্ট নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্থা মিয়ানমার রাইস ফেডারেশন আগামী ছয় বছর প্রতিবছর ৩ লাখ টন চাল বাংলাদেশে সরবরাহ করবে। তবে ওই চালের দাম কত হবে, তা ঠিক হবে আরও পরে। সংস্থাটির একটি প্রতিনিধিদল চলতি মাসে বাংলাদেশে এসে দাম নিয়ে আলোচনা করে তা ঠিক করবে। তবে ওই চাল আগামী ডিসেম্বরের আগে বাংলাদেশে আসছে না বলে সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট সই টুন মিয়ানমারের দুটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন। ইলেভেন মিয়ানমার ও দা গ্লোবাল পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎক...
চীনের গা ঘেঁসে অত্যাধুনিক হেলিপ্যাড নির্মাণ ভারতের
- Get link
- X
- Other Apps
ভারতের অরুণাচল প্রদেশের আনজাও জেলায় রয়েছে ওয়ালং। ১৯৬২ সাল পর্যন্ত সে এলাকায় কপ্টার, হালকা বিমান ওঠানামা করত। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, একেবারে চীন সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে থাকা ওয়ালংয়ে ১৯৬২ সালে ভারতীয় বাহিনীর ‘১১ ইনফ্যান্ট্রি ব্রিগেড’ চীনের পিএলএ বাহিনীর মুখোমুখি হয়েছিল। ভারতীয় বাহিনীর পরাজয়ের পর থেকেই ওই ওয়ালং বন্ধ হয়ে যায়। ফের চালু হল ওয়ালংয়ের ‘অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ড’ বা এএলজি। যার জেরে চীনের গা ঘেঁসে থাকা অরুণাচল প্রদেশের এই এএলজি বিমান বাহিনীর হাত আরও শক্ত হল বলেই মনে করছেন ভারতের রাজনৈতিক পর্যবেক্ষকরা। যদিও বিমান বাহিনীর এই প্রসঙ্গে দাবি, সামরিক কোনও কারণ নয়, প্রত্যন্ত এলাকায় থাকা স্থানীয় মানুষদের সাহায্যের জন্যই ওয়ালংয়ের গুরুত্ব বেশি। যদিও বিমান বাহিনী সূত্রে জানা গেছে, চিন সীমান্তে নজরদারি, প্রহরা ও সেনা তথা বিমান বাহিনীর শক্তি বাড়াতে এএলজিগুলি ফের সক্রিয় করে তোলার জন্য ২০১৩ সালে কাজ শুরু করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রালয়। সেই মতো ওয়ালংয়ের পাশাপাশি, মেচুকা, জিরো, টুটিং, আলং ও বিজয়নগরের এএলজিগুলিও সক্রিয় করে তোলা ও পরিকাঠামো উন্নয়নের কাজ শু...
যে কারণে সুচির নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না অনলাইন ডেস্ক
- Get link
- X
- Other Apps
মিয়নমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর ব্যাপক নির্যাতন ও গণহত্যার পরও নীরবতার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন শান্তিতে নোবেল পুরস্কারজয়ী দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সুচি। এরপরই তার নোবেল শান্তি পুরস্কার কেড়ে নেয়ার জন্য গত কিছুদিন ধরেই দাবি তুলেছেন অনেকে। তবে ১৯৯১ সালে সুচিকে দেওয়া নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে নেয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন নোবেল শান্তি পুরস্কার কমিটির প্রধান বেরিট রেইস এন্ডারসন। বিবিসি জানায়, নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদেরও অনেকে চিঠি লিখে এবং বিবৃতি দিয়ে আং সান সুচি-কে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছিলেন। পাশাপাশি অনলাইনে বিভিন্ন সাইটে আং সান সুচির নোবেল পুরস্কার প্রত্যাহারের আবেদনে সই করেন হাজার হাজার মানুষ। পুরস্কার ফিরিয়ে নেওয়া সম্ভব নয়-এর ব্যাখ্যায় নোবেল শান্তি পুরস্কার কমিটির প্রধান বলেন, কাউকে যখন এই পুরস্কার দেয়া হয়, তাঁকে আগের কাজের মূল্যায়নের ভিত্তিতেই দেয়া হয়। ১৯৯১ সালে আং সান সুচি-কে এই পুরস্কার দেয়া হয়েছিল মিয়ানমারে স্বাধীনতার জন্য সামরিক একনায়কত্বের বিরুদ্ধে সংগ্রাম করার কারণে। কিন্তু...