Posts

Showing posts from March 16, 2019

জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু

Image
আজ শনিবার থেকে শুরু হচ্ছে ‘জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ’।  ‘কোনো জাল ফেলবো না, জাটকা ইলিশ ধরবো না’ -এই স্লোগানে দেশের ইলিশ অধ্যুষিত ৩৬টি জেলায় পালিত হবে ‘জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ’। সপ্তাহব্যাপী এ কর্মসূচি চলবে আগামী ২২ মার্চ পর্যন্ত।  জাটকা সংরক্ষণ সপ্তাহ পালনের আওতাভুক্ত জেলাগুলো হলো- ঢাকা, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নাটোর, জামালপুর, পাবনা, কুড়িগ্রাম ও গাইবান্ধা। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

২য় কাঁচপুর সেতু ও ভুলতা ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Image
ফাইল ছবি দ্বিতীয় কাঁচপুর সেতু, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় চারলেন ফ্লাইওভার এবং লতিফপুর রেলওয়ে ওভারপাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের জন্য সবার কাছে দোয়া চেয়ে শেখ হাসিনা বলেন, ওবায়দুল কাদেরের জন্য দোয়া করবেন, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে এসে পুরো উদ্যোমে কাজ করতে পারেন। জানা গেছে, বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে নির্মিত ৩৯৭ দশমিক ৩ মিটার দৈর্ঘ্যের চারলেন বিশিষ্ট দ্বিতীয় কাঁচপুর সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৯৫০ কোটি টাকা। আগের কাঁচপুর সেতুর সমান উচ্চতায় এই সেতু নির্মাণে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। বাংলাদেশে এই প্রথম এ প্রযুক্তি ব্যবহার করে সেতুটি নির্মাণ করা হয়েছে। আগের কাঁচপুর সেতু পুর্নর্বাসনের ফলে এর আয়ুষ্কাল নির্ধারিত ৫০ বছর মেয়াদের সঙ্গে আরো ৪০ বছর বৃদ্ধি পেয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় চারলেন বিশিষ্ট ফ্লাইওভার নির্মাণে ব্যয় হয়েছে ৩৫৩ দশমিক...

'কাদের সুস্থ হয়ে ফিরলে তাকে নিয়ে ব্রিজটি দেখতে যাবো'

Image
সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের জন্য সবার কাছে দোয়া চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওবায়দুল কাদেরের জন্য দোয়া করবেন, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে এসে পুরো উদ্যোমে কাজ করতে পারেন। তিনি বলেন, দ্বিতীয় কাঁচপুর সেতু নিয়ে আমাদের মন্ত্রী ওবায়দুল কাদেরের অনেক আগ্রহ ছিল। কথা ছিল সেখানে গিয়ে আমি ব্রিজটি উদ্বোধন করবো। কিন্তু দুর্ভাগ্য ওবায়দুল কাদের হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওবায়দুল কাদের ফিরে এলে তাকে নিয়ে ব্রিজ পরিদর্শনে যাবো। আজ শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় কাঁচপুর সেতু, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় চারলেন ফ্লাইওভার এবং লতিফপুর রেলওয়ে ওভারপাস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় শেখ হাসিনা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া পালন করি সেখানে আমাদের ক্রিকেটাররা নামাজ পড়তে গিয়েছিল। সেখানে একজন আহত মহিলা তাদের মসজিদে যেতে মানা করেছিল। তাদের (ক্রিকেটার) জীবন বেঁচে যায়। প্রধানমন্ত্রী জানান, আগামীতে নিরাপত্তার বিষয়টি ভালোভাবে যাচাই করে ক্রিকেট টিম পাঠানো হবে।  বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

নাটোরে মানসিক ভারসাম্যহীন ভাবীকে দেবরের নির্যাতনের অভিযোগ

Image
বাড়ির দরজা খুলে না দেওয়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে লোহার রড দিয়ে নির্যাতন করে গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে এক যুবকের বিরুদ্ধে। ওই যুবক সম্পর্কে ওই নারীর দেবর। জানা গেছে, হাতে-পায়ে এবং দু’চোখে রক্তাক্ত অবস্থায় স্বামীর সাথে চিকিৎসা নিতে নাটোরের বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন ওই গৃহবধু। নির্যাতনের শিকার গৃহবধুর নাম বাসরী সাহা। তিনি বাগাতিপাড়া উপজেলার পার্শ্ববর্তী লালপুরের চংধুপইল বাজার এলাকার গীরী ধারা সাহার স্ত্রী। বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে কথা হয় বাসরী সাহার সাথে। নির্যাতনের শিকার হওয়ার ভয়াবহ বর্ণনা দেন বাসরী সাহা। তিনি জানান, তিনি মানসিক সমস্যায় পঙ্গু হয়ে গেছেন। মাঝে মধ্যে এ রকম সমস্যা হলে তিনি অদ্ভূত আচরণ করেন। শুক্রবার সকালে স্বামীর সাথে বাইরে যাওয়ার কথা ছিল। কিন্তু না নিয়ে যাওয়ায় বাড়ির দরজা বন্ধ করে ভেতরে ছিলেন। এসময় তার দেবর মনোজ সাহা দরজা খুলতে বললেও তিনি খুলেননি। স্বামী না আসা পর্যন্ত খুলবেন না জানালে ঘরের জানালা ভেঙে তার দেবর ঘরে ঢুকে তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। চোখের মধ্যে হাত ঢুকিয়ে চোখ নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এসময় ত...

বাসে তুলে দেয়ার কথা বলে মা-মেয়েকে গণধর্ষণ, গ্রেফতার ২

Image
নরসিংদী জেলার শিবপুর উপজেলায় মহাসড়কে বিকল হয়ে যাওয়া বাস থেকে মা ও মেয়েকে ফুসলিয়ে অন্য বাসে তুলে দেয়ার কথা বলে আটকে রেখে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়।  গ্রেফতারকৃতরা হলেন- শিবপুরের সৃষ্টিঘর এলাকার আনোয়ার হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও আব্দুল বারেকের ছেলে শফিক (২৫)।    পুলিশ ও নির্যাতিতদের স্বজনরা জানায়, শুক্রবার বিকালে ঢাকা থেকে বাসে করে ধর্ষণের শিকার মা ও মেয়ে হবিগঞ্জ যাচ্ছিলেন। সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিঘর বাসস্ট্যান্ডের অদূরে বাসটি বিকল হয়ে যায়। এসময় গ্রেফতার দেলোয়ার ও শফিক মা ও মেয়েকে অন্য বাসে তুলে দেয়ার কথা বলে স্থানীয় একটি জুট মিলের পরিত্যক্ত কক্ষে নিয়ে যায়। সেখানে আলাদা দুটি কক্ষে আটকে রেখে মা ও মেয়েকে পালাক্রমে ধর্ষণ করে তারা। এসময় মা ও মেয়ের চিৎকারে আসামিরা পালিয়ে যায়। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নির্যাতনের শিকার মা বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত দু...

এ বার মঙ্গলে ওড়ানো হবে হেলিকপ্টার!

Image
এ বার হেলিকপ্টার, ‘লাল গ্রহ’ মঙ্গলেও। ছবি- নাসা ভাবুন, যেখানে এতটাই পাতলা বায়ুমণ্ডল যে তা প্রায় নেই বললেই চলে, সেই মুলুকে এ বার বাতাসের চেয়ে ভারী একটা হেলিকপ্টার উড়বে! ঘুরবে। তার মাথার দু’জোড়া পাখা ঘুরবে বনবন করে। এখানে নয়, ওখানে নয়। সেই হেলিকপ্টার উড়বে এ বার এই সৌরমণ্ডলের আরও একটি গ্রহে।  মঙ্গলে । পৃথিবীর পিঠে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, তার ১ লক্ষ ফুট উপরে বায়ুমণ্ডল যতটা পাতলা হয়ে গিয়েছে, লাল গ্রহ মঙ্গলে তেমনই বায়ুমণ্ডলে মাত্র ১৫ ফুট উপর দিয়ে উড়ে যাবে সেই হেলিকপ্টার। মনে করিয়ে দেবে আমাদের গ্রহে প্রথম উড়ানের জন্মদাতা দুই রাইট ভাইয়ের কথা। কল্পবিজ্ঞানের গল্প নয়, নয় কোনও মহাকাব্যেরও কাহিনী। আগামী বছরেই ‘লাল গ্রহে’ ওই হেলিকপ্টার পাঠাচ্ছে নাসা। যার মাথায় বনবন করে ঘুরবে দু’জোড়া রোটর ব্লেড। পাখা। লম্বায় যেগুলি চার ফুটের। মিনিটে প্রায় আড়াই হাজার বার পাক মারতে পারে ওই হেলিকপ্টারের পাখাগুলি। পৃথিবীতে হেলিকপ্টারের মাথায় থাকা রোটর ব্লেড বা পাখাগুলি যে গতিবেগে ঘোরে, তার ১০ গুণ গতিবেগে। হেলিকপ্টারের মাথায় থাকবে সৌর প্যানেল। সূর্যালোক টেনে নিয়ে যা হে...

প্রধানমন্ত্রীর মাঝে মায়ের ছায়া দেখতে পাই: ডাকসু ভিপি নুর

Image
শনিবার বিকেলে গণভবনে প্রধানন্ত্রীর সাথে মতবিনিয়ম করেন ডাকসুর নেতাকর্মীরা। ছবি: বাসস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেছেন, ​‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে নিজের মায়ের ছায়া দেখতে পাই।’ শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বক্তব্য প্রদানকালে নুর এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আড়াই বছর বয়সে আমি মাকে হারাই। ছোটবেলায় আমার একজন স্কুল শিক্ষিকার মাঝে মায়ের ছায়া দেখতে পেয়েছি। আর একজনের মধ্যে আমি মাতৃত্বকে খুঁজে পেয়েছি। তিনি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব ও উন্নয়নকাজ বিশ্বে তাকে প্রশংসনীয় অবস্থানে নিয়েছে উল্লেখ করে ভিপি নুর ডাকসু কার্যকরে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। আরো পড়ুন:  সন্তানের জন্য দোয়া চাইলেন ক্রাইস্টচার্চ হামলায় আহত পিতা এরআগে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে গণভবেন পৌঁছান তারা। গণভবনের গেটে নেমে ডাকসুর নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী...

নোবেল শান্তি পুরস্কার দৌড়ে এগিয়ে ১৬ বছরের কিশোরী!

Image
সুইডেনের গ্রেটা থুনবার্গ। ১৬ বছরের এই কিশোরী পরিবেশ রক্ষার জন্য সক্রীয় কর্মী হিসেবে কাজ করেন। এই বয়সে পরিবেশ সচেতনতায় তার নেতৃত্ব নজর কেড়েছে গোটা বিশ্বের। টাইম ম্যাগাজিনের বিচারে গত বছর কমবয়সী প্রভাবশালীদের তালিকায় ছিল গ্রেটা। এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেল ১৬ বছরের এই কিশোরী। মূলত ছাত্র-ছাত্রী ও যুবদের পরিবেশ রক্ষার কাজে নিয়োজিত হতে উদ্বুদ্ধ করে গ্রেটা। পরিবেশ সচেতনতার উদ্দেশ্যে স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে আন্দোলনেও নেমেছিলেন তিনি। গত বছর অগস্টে তিনি ছাত্র-ছাত্রীদের নিয়ে সুইডেনের পার্লামেন্টের সামনে ধর্নাও দেন। পরিবেশ রক্ষার্থে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে তার বক্তব্যে নজর কেড়েছে সকলের। পরিবেশ রক্ষার্থে এই কিশোরীর অবদানের কথা মাথায় রেখেই তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া হয়েছে। গ্রেটা যদি এ বছর নোবেল শান্তি পুরস্কার জিতে, তাহলে ফের নতুনভাবে লেখা হবে নোবেলের ইতিহাস। কারণ, সে ক্ষেত্রে গ্রেটাই হবে সবচেয়ে কম বয়সী নোবেল জয়ী। এর আগে পাকিস্তানের মালালা ইউসুফ জাই নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন মাত্র ১৭ বছর বয়সে। সূত্র : ...

পরিবেশ বাঁচাতে রাস্তায় লাখো শিশু-কিশোরের বিক্ষোভ

Image
ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা ও এশিয়ার রাস্তাগুলো শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। ছবি: সংগৃহীত। জলবায়ু পরিবর্তন ঠেকাতে কার্যকর পদক্ষেপ গ্রহণে বিশ্বনেতৃবৃন্দের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী বিক্ষোভ দিবস উপলক্ষ্যে শুক্রবার বিশ্বব্যাপী লাখ লাখ শিশু-কিশোর রাস্তায় নেমে এসেছে। ব্যাংকক থেকে বার্লিন ও লাগোস থেকে লন্ডন পর্যন্ত বিভিন্ন দেশের রাজধানীর শ্রেণীকক্ষগুলো ফাঁকা রেখে শিক্ষার্থীরা রাস্তায় নেমে এই বিক্ষোভ করে। বিশ্বের ১শ’রও বেশি দেশের স্কুল শিক্ষার্থীরা তাদের ধর্মঘটে সাড়া দেয়। ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা ও এশিয়ার রাস্তাগুলো শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। এ সময় তারা ‘যদি আপনারা বড়দের মতো দায়িত্বশীল আচরণ না করেন, তবে আমরাই করব।’ ও ‘আপনারা আমাদের ভবিষ্যত ধ্বংস করছেন।’ লেখা প্ল্যাকার্ড বহন করে ও শ্লোগান দেয়। তিন দশক ধরে সতর্কতা সত্ত্বেও কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের মাত্রা ২০১৭ সাল ও গত বছর অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। স্টকহোমে নোবেল পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্ত ১৬ বছর বয়সী সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ সুইডিশ সরকারি টেলিভিশন এসভিটিকে বলেন, ‘আ...

ক্রাইস্টচার্চে হতাহতদের সহায়তায় একদিনে জমা পড়ল ২২ কোটি টাকা

Image
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্ধুকধারীর হামলার পর হতাহতদের সহায়তায় গত ২৪ ঘণ্টায় ২.৫ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি জমা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২২ কোটি টাকা। নিউজিল্যান্ড হেরাল্ড অনলাইনের খবর, মসজিদে হামলার ১১ ঘণ্টা পর গত শুক্রবার রাতে নিউজিল্যান্ড কাউন্সিল অফ ভিক্টিম সাপোর্ট গ্রুপ হতাহতদের সহায়তায় পেজ খোলে।  এর মধ্যে 'গিভ এ লিটল' নামের এক পেজ থেকে এসেছে ১.৬ মিলিয়ন ডলারেরও বেশি। এছাড়া 'লাঞ্চগুড' নামের অপর একটি পেজ থেকে এসেছে ১.১ মিলিয়নেরও বেশি। এসব পেজে হতাহতদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ভালবাসা, সহনশীলতা এবং ঐক্যকে উৎসাহিত করতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। খবরে বলা হয়, ক্যাম্পেইন থেকে উঠা সকল অর্থ নিউজিল্যান্ডের ইসলামিক তথ্য কেন্দ্রের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের পরিবারের মধ্যে বণ্টন করা হবে। প্রসঙ্গত, স্থানীয় সময় গতকাল শুক্রবার জুমার নামাজ চলাকালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদ ও নিকটবর্তী লিনউড মসজিদে বন্দুকধারীর হামলায় ৪৯ জন নিহত হয়েছেন। পৃথক এই দুই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। বিডি...

স্তব্ধ ক্রাইস্টচার্চ, ফুলেল শ্রদ্ধায় নিহতদের স্মরণ

Image
সংগৃহীত ছবি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে হামলার ঘটনায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। ৪১ জন নিহত হয়েছেন আল নূর মসজিদে এবং ৭ জন মারা গেছেন লিনউড মসজিদের ঘটনায়। আরেকজন হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় মারা যান। এই সন্ত্রাসী হামলায় স্তব্ধ পুরো বিশ্ব। উঠেছে নিন্দার ঝড়। তারই জের ধরে ফুলেল শ্রদ্ধায় নিহতদের স্মরণ করছেন ক্রাইস্টচার্চবাসী। এরই মধ্যে এ ঘটনায় দেশটির অস্ত্র আইনে ব্যাপক পরিবর্তন আনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন। এদিকে হামলায় প্রধান অভিযুক্ত ব্রেন্টন ট্যারান্টকে ২০ দিনের রিমান্ডে দিয়েছেন দেশটির আদালত। থমকে থাকা নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নিহতদের প্রতি ফুলেল শ্রদ্ধায় যেন চলছে আতঙ্কের জাল ছেঁড়ার চেষ্টা। শনিবার ক্রাইস্টচার্চ পার্কে জড়ো হন শতশত মানুষ। এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবার ও আহতদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন। বলেন, হামলাকারী বৈধ অস্ত্র বহন করায় গুলি কিনতে সমস্যার মুখে পড়েনি। নিউজিল্যান্ডের অস্ত্র নিয়ন্ত্রণ আইনে ব্যাপক পরিবর্তন আনা হবে বলেও জানান তিনি।  জাসিন্দা আরডার্ন ...

এবার বুবলী আইসক্রিম!

Image
আমার কিছু কিছু ভক্তদের ভালোবাসায় সত্যি অভিভূত এবং আবেগাপ্লুত হই প্রায় সময়। বাংলাদেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা হোক আর বিভিন্ন জেলা থেকে হোক, আপনাদের সবার দোআ আর ভালোবাসায় আমি সত্যি পরিপূর্ণ। আজ আবার নতুন করে সিলেটবাসীদের কাছে একটু বেশি কৃতজ্ঞ হলাম, আমার নাম এবং ছবি দিয়ে সিলেটে বুবলী আইসক্রিম পাওয়া যাচ্ছে, এটা সত্যি আমার জন্য অনেক বড় ব্যাপার। এত অল্প সময়ে আপনারা আমাকে এতো আপন করে নিয়েছেন যা আমাকে আগামীর পথচলায় আরো বেশি শক্তি যোগাবে। অনেক ভালোবাসা আর শ্রদ্ধা আপনাদের প্রতি! (সিলেট থেকে ছবিগুলো পাঠিয়েছেন যেসব ভাইরা তাদের প্রতি অনেক কৃতজ্ঞ, আর অনুগ্রহ করে বুবলী আইসক্রিম এর গুণগত মান সঠিক আছে কিনা তা আশা করছি নিশ্চিত করবেন।) অসংখ্য ধন্যবাদ! (ফেসবুক থেকে সংগৃহীত) বিডি প্রতিদিন/ফারজানা 

সেমিতে বাংলাদেশের সামনে ভারত

Image
সংগৃহীত ছবি বয়সভিত্তিক দলে একাধিক সাফল্য বাংলাদেশ দলের। কিন্তু ভারতের মূল দলের বিপক্ষে কখনোই জয় পায়নি বাংলাদেশ নারী ফুটবল দল। সেই শঙ্কা থেকেই সাফের সবচেয়ে সফল দলটাকে এড়াতে চেয়েছিল গোলাম রব্বানী ছোটনের দল। কিন্তু স্বাগতিক নেপালের কাছে অসহায় আত্মসমর্পণের পর সেমিফাইনালে ভারতের সামনে পড়ার শঙ্কা জেগেছে বাংলাদেশের। শনিবার সাফ নারী চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালের কাছে ৩-০ গোলে হেরে গ্রুপ ‘এ’তে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। সেমিতে খেলবে গ্রুপ ‘বি’র সেরা দলের বিপক্ষে। অন্যদিকে গ্রুপ ‘বি’তে সেরা হওয়ার লড়াইয়ে অনেকটাই এগিয়ে ভারত। রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে জয় কিংবা ড্র করলেও সেমিফাইনালে বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে পাবে সাফের বর্তমান চ্যাম্পিয়নরা। ভারতকে এড়াতে শনিবারের নেপাল ম্যাচই ছিল সাবিনা খাতুনদের ভরসা। ভারতের মতো নেপালের বিপক্ষেও কখনোই জয় না পাওয়া লাল-সবুজদের লক্ষ্য ছিল প্রথমবারের মতো ইতিহাসকে ভাঙার। কিন্তু রঙ্গশালা স্টেডিয়ামে শনিবারের ম্যাচটা শুরুই হয়েছে বাংলাদেশের হোঁচট দিয়ে। ম্যাচের ছয় মিনিটের সময় বাংলাদেশের এক ডিফেন্ডারের হেডে বল নিজেদের জালেই জড়িয়ে গেলে এগিয়ে যায় নে...

নীলফামারীতে ছয় কি.মি.রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

Image
নীলফামারীতে পৌণে ছয় কিলোমিটার সড়ক নির্মাণ কাজের উদ্বোধণ করা হয়েছে। শনিবার দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করেন নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।  নির্মিতব্য রাস্তার মধ্যে রয়েছে নীলফামারী সদরের খোকশাবাড়ি ইউনিয়ন থেকে রামকলাহাট, নীলফামারী পৌরসভা বর্ডার থেকে রামকলাহাট ভায়া দেবীরডাঙ্গা বাজার এবং চড়াইখোলা ইউনিয়নের চড়াইলোখা থেকে কম্পিউটার বাজার।  এসময় নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী সদর উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম বক্তব্য দেন।  উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, ‘রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন শীর্ষক-২ প্রকল্পের উদ্যোগে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে এলজিইডির তত্বাবধানে এ নির্মাণ কাজ করা হচ্ছে । বিডি-প্রতিদিন/বাজিত হোসেন