Posts

Showing posts from February 18, 2018

ইসরায়েলি জঙ্গিবিমান লক্ষ্য করে হামাসের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

Image
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের গুলিতে দুই কিশোর শহীদ হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত দুই কিশোরের পরিচয় প্রকাশ করেছে যাদের একজনের নাম সালাম সাবাহ এবং অন্যজনের নাম আবদুল্লাহ আবু শেইখা। তাদের দুজনেরই বয়স ১৭ বছর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাফা শহরের পূর্বে তাদের গুলি করে ইসরায়েলি সেনারা। এর আগে ওই এলাকায় ইসরায়েলি বিমান থেকে কয়েক দফা হামলা ও মর্টারের গোলাবর্ষণ করা হয়।  ইসরায়েল দাবি করছে, তারা হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান ও মর্টার হামলা চালায়। ইসরায়েল আরও দাবি করছে যে, গাজা থেকে হামাসের ছোঁড়া রকেট ইসরায়েলের একটি বাড়ির ছাদে আঘাত হানে। এদিকে, হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম জানিয়েছে, তারা ইসরায়েলের বিমান হামলা রুখতে বিমান বিধ্বংসী ব্যবস্থা ব্যবহার করেছে।  এক বিবৃতিতে ইজ্জাদ্দিন আল-কাসসাম বলেছে, ইসরায়েলি আগ্রাসনের জবাব দেয়ার অধিকার তাদের আছে।  অন্যদিকে, ইসলামি জিহাদ আন্দোলনের এক মুখপাত্র বলেছেন, গাজাকে শত্রুদের পিকনিক স্পটে পরিণত হতে দেয়া হবে না। বিডি প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত

ভূমিকম্প বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

Image
মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রী ও দেশটির ওয়াসাকা রাজ্যের গভর্নরকে বহন করা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে শিশুসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া মন্ত্রীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর বিবিসি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও ওসাকা রাজ্যের গভর্নরকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টার ভূমিকম্প বিধ্বস্ত এলাকা পরিদর্শন শেষে অবতরণের সময় বিধ্বস্ত হয়। ওই ঘটনার পর টেলিভিশন নেটওয়ার্ক টেলিভিসাকে স্বরাষ্ট্রমন্ত্রী আলফোসানো নাভারেতে বলেছেন, তার এবং ওসাকার গভর্নর আলেজান্দ্রো মুরাতের মারাত্মক কোনো ক্ষতি হয়নি। হেলিকপ্টারটি অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।  মেক্সিকোর দক্ষিণ ও মধ্যাঞ্চলে গতকাল শুক্রবার  ৭ দশমিক ২ মাত্রার  বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে। এই ভূকম্পন ব্যাপক ভীতির সঞ্চার করে। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।  ইত্তেফাক/আনিসুর