Posts

Showing posts from September 3, 2017

বিএনপির সংবাদ সম্মেলনে রিজভী 'পছন্দের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের পাঁয়তারা চলছে'

Image
নানা অজুহাত সৃষ্টি করে প্রধান বিচারপতিকে সরিয়ে বা ছুটিতে গেলে সরকারের পছন্দের একজনকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের পাঁয়তারা চলছে বলে অভিযোগ করছে বিএনপি। আজ রবিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, "সংবিধানের ৯৭ অনুচ্ছেদে বলা হয়েছে, প্রধান বিচারপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে প্রধান বিচারপতি তার দায়িত্বপালনে অসমর্থ বলে রাষ্ট্রপতির কাছে সন্তোষজনকভাবে প্রতীয়মান হলে ক্ষেত্রমত অন্য কোনো ব্যক্তি ওই পদে যোগদান না করা পর্যন্ত কিংবা প্রধান বিচারপতি তার দায়িত্ব পুনরায় গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের অন্যান্য বিচারকের মধ্যে যিনি কাজের অভিজ্ঞতায় প্রবীণতম, তিনি ওই দায়িত্ব পালন করবেন। " তিনি বলেন, "সংবিধানের ৯৭ অনুচ্ছেদের ‘অপপ্রয়োগ’ এবং সংসদে বিল এনে এই অনুচ্ছেদ সংশোধনের যে কোনও 'অপচেষ্টা' সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে। " বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, "নির্বাহী বিভাগ ও আওয়ামী লীগের নেতারা ক্ষুব্ধ বিচার বিভাগের ওপর। এ...

ভারতের প্রথম পূর্ণ নারী প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামণ

Image
কাগজ অনলাইন ডেস্ক:  ভারতের নতুন প্রতিরক্ষা মন্ত্রী হয়েছেন নির্মলা সীতারামণ। এর আগে গুরুত্বপুর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তিনি প্রধানমন্ত্রীত্বের পাশাপাশি এই মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন। সেই হিসেবে হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম পূর্ণ নারী মন্ত্রী হয়েছেন নির্মলা। রবিবার নরেন্দ্র মোদীর সরকার তৃতীয়বারের মতো ১৩ জন মন্ত্রী পালাবদল হয়েছে। মনোহর পারিকার গোয়ার মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন অরুণ জেটলি। পারিকার মন্ত্রণালয় ছাড়ার পরে সামরিক বাহিনীর সংস্কারসহ বেশ কিছু কাজ অসম্পুর্ণ রেখে চলে যান যার ফলে বেশ অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে। ভারতের উত্তর ও পশ্চিম ফ্রন্টে সতর্কাবস্থায় রয়েছে। - বিজ্ঞাপন - সীতারামণ এর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা বিস্ময়ের সৃষ্টি করেছে, এই পদের জন্য নিতীন গাদকারির নাম শোনা যাচ্ছিল। অনেকে মনে করছিল ডোকলাম সংকটের সফল সমাপ্তির কারণে অরুণ জেটলির কথাও ভাবছিল। মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে নির্মলা বলেন, একটি ছোট শহর থেকে আসা এবং দলীয় নেতৃত্বের সমর্থনে বেড়ে ওঠা...

কাদের সিদ্দিকী গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে

Image
কাগজ অনলাইন প্রতিবেদক:  কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম গুরুতর অসুস্থ। তাকে উন্নত চিকিৎসার জন্য রবিবার বিকেলে হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় আনা হয়েছে। জানা গেছে, কাদের সিদ্দিকীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হবে। পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ঢাকা থেকে টাঙ্গাইল আসার পথে সাভার এলাকায় পৌছানোর পর তার জ্বর আসে। এক পর্যায়ে তিনি বারইপাড়ায় তার এক রাজনৈতিক কর্মীর বাড়িতে ওঠেন। তিনি শুক্রবার টাঙ্গাইল এসে নিজ বাসভবনে প্রাথমিক চিকিৎসা নেন। এরপরও অবস্থার অবনতি হলে ঈদের দিন সন্ধ্যায় তার দেহের তাপমাত্রা আরো বেড়ে যাওয়ায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। - বিজ্ঞাপন - টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমও সাইদুর রহমান বলেন, শনিবার তিনি হাসপতালে ভর্তি হয়ে ছিলেন। পরীক্ষার পর জানা যাবে, তার চিকিৎসা চলছে এখন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক পুতুল রায় বলেন, শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাস...

ড্রামে উদ্ধার নারীর মরদেহটি নরসিংদীর স্কুল শিক্ষিকার

Image
গাজীপুরে ড্রাম থেকে উদ্ধার হওয়া নারীর মরদেহটি  নরসিংদী জেলার পূর্ব ব্রাহ্মনদি এলাকার  আব্দুর রহিমের মেয়ে এবং আনসার উল্লাহর স্ত্রী নার্গিস বেগমের (৫৪)। আনসার উল্লাহ সাবেক এনএসআইর (জাতীয় তদন্ত নিরাপত্তা বিভাগ)  কর্মকর্তা। নার্গিস তার দ্বিতীয় স্ত্রী।  নিহত নার্গিস নরসিংদীর ঘোরাদিয়া সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষিকা ছিলেন। সেখানে থেকেই তিনি চাকুরি করেন। ছুটির দিনে বা কোন প্রয়োজনে ঢাকার বাসায় থাকেন নার্গিস।   নিহত নার্গিসের ভাই মো. সাইদুর রহিম জূয়েল জানান, আনসার উল্লাহ সাবেক এনএসআইর কর্মকর্তা। তিনি ঢাকার ১৭০নম্বর তেজকুনীপাড়াস্থ বাসায় প্রথম স্ত্রী ও উভয় পক্ষের সন্তানদের নিয়ে বসবাস করেন। তিনি সম্প্রতি প্রথম স্ত্রী নিয়ে মক্কায় হজ্বব্রত পালন করছেন। আগের ঘরে দুই মেয়ে রয়েছে। নার্গিসের ঘরে তিন ছেলে-মেয়ের মধ্যে বড় ছেলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছোট ছেলে কুয়েটর তৃতীয় বর্ষের ছাত্র। সবার বড় মেয়েও ঢাকায় বসবাস করেন। জয়দেবপুর থানার এসআই মন্তোষ চন্দ্র দাস বলেন, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তেজকুনীপাড়ার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন নার্গিস । শনিবার ঈদের দিন দুপুরে ...

মিয়ানমার সফরে মোদি রোহিঙ্গা ইস্যুতে কী অবস্থান নেবে ভারত?

Image
মিয়ানমারে নতুন করে সহিংসতা শুরু হওয়ার পর যখন বিপুল সংখ্যায় রোহিঙ্গারা সেদেশ থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসছেন, সেই সময়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  রাষ্ট্রীয় সফরে মিয়ানমার যাচ্ছেন। মঙ্গলবার থেকে শুরু হতে চলা ওই সফরে রাখাইন প্রদেশের সহিংসতা ও রোহিঙ্গা শরণার্থীদের বিষয়েও আলোচনা হবে ভারত আর মিয়ানমারের মধ্যে। তবে ভারত বলছে, নিরাপত্তা ও মানবিকতার ইস্যুগুলি তোলার সঙ্গেই তারা রাখাইন অঞ্চলে সামাজিক উন্নয়নের ওপরেও জোর দিচ্ছে। ভারতে চলে আসা রোহিঙ্গা শরণার্থীরা বলছেন, এরকম সহিংসতা বন্ধে নরেন্দ্র মোদি জোরালোভাবে মিয়ানমারের সংখ্যালঘুদের সমর্থনে এগিয়ে আসুন এটাই তারা চান। রাখাইনের সহিংসতা স্বাভাবিক ভাবেই আন্তর্জাতিক মহলেরও নজরে পড়েছে, তাই প্রতিবেশী দেশ হিসাবে এবং মিয়ানমারের বন্ধু রাষ্ট্র হওয়ার কারণে এ বিষয়ে ভারতের ভূমিকা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সবাই। এক সংবাদ সম্মেলনে মিয়ানমার ও বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথন বলেন, ‘সম্প্রতি যে সহিসংতা চলছে, তখনই আমাদের তরফে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করা হয...

আরাকান বিদ্রোহীদের ধরতে ‘রোহিঙ্গাদের’ সহযোগিতা চায় সেনাবাহিনী

Image
বিচ্ছন্নতাবাদী সংগঠন মিয়ানমার আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সদস্যদের ধরিয়ে দিতে স্থানীয় মুসলিম রোহিঙ্গাদের সহযোগিতা চায় মিয়ানমারের সেনাবাহিনী। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদপত্র নিউ লাইট অব মিয়ানমার এর বরাত দিয়ে রয়টার্স এ সংবাদ দিয়েছে। মিয়ানমার সেনাবাহিনীর চেক পোস্টে সন্দেহভাজন বিদ্রোহীদের হামলার প্রেক্ষিতে রাখাইন রাজ্যে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। এ পর্যন্ত সেই অভিযানে কয়েক’শ নিরস্ত্র জনগণের হত্যার অভিযোগ ওঠেছে। আর গত ৮ দিনে অভিযান চলাকালে ৬০ হাজারের মতো রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে প্রবেশ করেছে। নাফ নদীতে নৌকাডুবিতেও বহু রোহিঙ্গা মারা গেছেন। এ অবস্থায় বিদ্রোহীদের ধরিয়ে দিতে স্থানীয় মুসলিম জনগোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়ে মংডু শহরে মাইকিং করা হয় বলে রাষ্ট্র নিয়ন্ত্রিত এই পত্রিকাটি জানায়।প্রতিবেদনে আরও বলা হয়,  বিদ্রোহীদের দমনে গ্রামে নিরাপত্তা বাহিনী প্রবেশ করলে স্থানীয়দের উস্কানিমূলক আচরণ বা অস্ত্র প্রদর্শন থেকে বিরত থাকতে বলা হয়েছে। রাখাইনের উত্তরাঞ্চলে মুঙ্গনিতে গ্রামবাসী দুজন এআরএসএ সদস্যকে ধরে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়ার তথ্যও ওই প্রতিবেদনে উল্লেখ করা হ...

২ ও ৫ টাকার নোট কমাতে পদক্ষেপ

Image
দুই ও পাঁচ টাকার কাগজের নোট বাজারে কম ছাড়তে চাইছে বাংলাদেশ ব্যাংক। ভল্টে প্রচুর ধাতব মুদ্রা জমে যাওয়ায় কাগজের নোট কমানোর লক্ষ্যেই এই পদক্ষেপ বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। বুধবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক নিন্দেশনায় বলা হয়েছে, এখন থেকে কোনো ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে ২ ও ৫ টাকার কাগজের নোট নিতে চাইলে আগে ৮০ ভাগ ধাতব মুদ্রা (কয়েন) নিতে হবে। এরপর বাকি ২০ ভাগ নেওয়া যাবে কাগজের নোট। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা  বলেন,“মূলত বাজার থেকে দুই ও পাঁচ টাকার কাগজের নোট কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। “কাগজের মুদ্রা বাজারে থাকলেও বেশির ভাগ ধাতব মুদ্রার সার্কুলেশন (বাজারে) না থেকে বাংলাদেশ ব্যাংকের ভল্টে পড়ে রয়েছে। ভল্টে বিপুল পরিমাণ কয়েন জমা হওয়ায় স্থান সংকুলান হচ্ছে না।” এ কারণে কাগজের মুদ্রার তুলনায় ধাতব মুদ্রা বেশি নেওয়ার জন্য ব্যাংকগুলোকে নিন্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এ সিদ্ধান্তের ফলে ব্যাংকগুলোর বিরুদ্ধে ধাতব মুদ্রা না নেওয়ার যে অভিযোগ আছে, সেটাও দূর হবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।

আরাকান আর্মির সদস্যসহ আটক ৩

Image
বান্দরবান-চিম্বুক সড়কের ওয়াইজংশন এলাকা থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির ২ সদস্যসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার রাতে আটকের সময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও একটি মোটরসাইকেলসহ অন্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বান্দরবান থেকে মোটরসাইকেল যোগে থানছি যাওয়ার পথে ওয়াইজংশন ক্যাম্পের সেনা সদস্যরা তাদের আটক করে। আটকরা হলেন—আরাকান আর্মির সদস্য ম্যাসোয়াই (২০), খয়লিথোয়াই (২১) ও মোটরসাইকেল চালক উঞোম মারমা (২১)। সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকরা ওয়াইজংশন ক্যাম্প পাশ কাটিয়ে যাচ্ছিল। তাদের গতিবিধি সন্দেহ হলে তিনজনকেই জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে নগদ সাড়ে ৯ লাখ টাকা, আরাকান আর্মির ব্যবহৃত সিল (কর্নেল পদবির), কয়েকটি মোবাইল সেট, মিয়ানমারের ডিকশনারি, একটি মোটরসাইকেলসহ অন্য সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটকদের অধিক জিজ্ঞাসাবাদের জন্য বান্দরবান সদরে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে খয়লিথোয়াই মারমার বাবা চয়নই আরাকান আর্মির কর্মকর্তা ছিলেন। সংগঠন ছেড়ে দেওয়ার পর তিনি বান্দরবান শহরের মধ্যমপাড়ায় বসবাস কর...

বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণির ছাত্রী

Image
ঢাকার সাভারে নদীতে নৌকায় করে বেড়াতে গিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রী (১৪) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, ওই কিশোরীর গ্রামের বাড়ি ভোলার সদর উপজেলায়। সে ও তার মা তেঁতুলঝোড়া ইউনিয়নের একটি বাসায় একটি কক্ষ নিয়ে ভাড়া থাকে। পড়াশুনা করে স্থানীয় ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণিতে। গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) আগে বিকেলে ওই ছাত্রী তার এক বান্ধবীকে নিয়ে বাড়ির পাশে একটি নদীতে নৌকায় করে বেড়াতে যায়। এ সময় স্থানীয় নিমেরটেক এলাকার হেরোইন ব্যবসায়ী শিপু মিয়া (২১) কৌশলে ওই ছাত্রীর বান্ধবীকে মারধর করে একটি জায়গায় আটকে রাখে। এরপর ওই ছাত্রীকে একটি ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। রাত ১১টার দিকে ওই ছাত্রীকে ছেড়ে দেন শিপু মিয়া। এ সময় ধর্ষণের কথা কাউকে জানালে ওই স্কুলছাত্রী ও তার মাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয় ওই মাদক ব্যবসায়ী। পরে ওই ছাত্রী বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি তার মাকে জানায়। তার মা সাভার মডেল থানা পুলিশকে ঘটনা জানান। পরে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্ত...

বান্দরবানে আরাকান আর্মির ২সদস্যসহ ৩ জন আটক

Image
বান্দরবানে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির ২ সদস্যসহ ৩জনকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার সকালে বান্দরবানের চিম্বুক সড়কের ওয়াইজংশন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-আরাকান আর্মির সদস্য ম্যাসোয়াই (২০), খয়লিথোয়াই (২১) ও মোটরসাইকেল চালক উঞম মারমা (২১)। সূত্র জানায়, এই তিনজন সকালে মোটরসাইকেলে করে ওয়াইজংশন সেনা ক্যাম্পের সামনে দিয়ে থানছি যাচ্ছিলেন। এসময় তাদের দেখে সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। তাদের কাছে নগদ সাড়ে নয় লাখ টাকা, আরাকান আর্মির ব্যবহৃত সিল, কয়েকটি মোবাইল ফোন সেট, মিয়ানমারের ডিকশনারিসহ অন্য সরঞ্জাম পাওয়া যায়। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।  সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য বান্দরবান সদরে নেয়া হয়েছে।   

সৈয়দ আশরাফ পরবর্তী রাষ্ট্রপতি?

Image
দেশের ১৭তম রাষ্ট্রপতি কি হতে যাচ্ছেন সৈয়দ আশরাফুল ইসলাম? আওয়ামী লীগের মধ্যে এই গুঞ্জন ক্রমশ: প্রবল হচ্ছে। দেশের ১৬তম রাষ্ট্রপতি হিসেবে মো: আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ২৩ এপ্রিল। সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি পরপর দুবার রাষ্ট্রপতি থাকতে পারেন। সে হিসেবে আওয়ামী লীগ চাইলেই বর্তমান রাষ্ট্রপতিকে আরও ৫ বছর মেয়াদে অর্থাৎ, ২০২৩ সাল পর্যন্ত রাখতে পারে। রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। তাই বর্তমান রাষ্ট্রপতির দ্বিতীয় মেয়াদে থাকা না থাকা সম্পূর্ণ আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আগামী বছরের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ রাষ্ট্রপতি পদে পরিবর্তনের চিন্তাভাবনা করছে। কঠিন সময়ে বিশ্বস্ততা এবং বিচক্ষণতার বিবেচনা থেকে রাষ্ট্রপতি হিসেবে সৈয়দ আশরাফুল ইসলামের নাম আলোচিত হচ্ছে বলে আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। জিল্লুর রহমানের মৃত্যুর পর সে সময়কার স্পিকার আবদুল হামিদ ২৪ এপ্রিল ২০১৩ সালে রাষ্ট্রপতি হিসেবে অভিসিক্ত হন। আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, ষোড়শ সংশোধনীর রায়ের পর সংকটে রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে আওয়ামী লীগের মধ্যে ...

39 19.1K কী হতে যাচ্ছে?

Image
ক’দিন আগেও পরিস্থিতি ছিল সরকারের একক নিয়ন্ত্রণে। পরিস্থিতি পাল্টেছে। কারো ধারণা ঘন ঘোর অন্ধকারের দিকে দেশ এগোচ্ছে। কেউ মনে করেন- সরকার কোণঠাসা। সব প্রতিক্রিয়ায় ভাটার টান, সব হাঁকডাক ভীতির গান। তারপরও সবাই মনে করেন, কিছু একটা ঘটতে যাচ্ছে। যাই ঘটুক, পরিস্থিতি ঘোলাটে। তাই দুর্বিষহ এবং অনিশ্চিত পরিবেশ-পরিস্থিতির মধ্যে আমাদের বসবাস। সবার মনে একটা প্রশ্ন- কী হতে যাচ্ছে। মানুষের মন যখন কু-গায়, তখন কিছু একটা ঘটেই যায়। বিশেষত বিচার বিভাগের মুখোমুখি দাঁড়িয়ে আছে নির্বাহী বিভাগ। দেশের ইতিহাসে এমন পরিস্থিতি নজিরবিহীন। সাবেক বিচারপতি খায়রুল হক এবং শামসুদ্দিন মানিক ছাড়া আইন, বিচার ও যুক্তি মেপে চলেন এবং বলেন; এমন কোনো মানুষ আপিল বিভাগের রায় ও পর্যবেক্ষণ নিয়ে প্রান্তিক মন্তব্য করেননি। আওয়ামী লীগ নেতাদের কথা আলাদা। সুশীল ও বুদ্ধিবৃত্তিক চর্চার জগতের কোনো মানুষ রায় ও পর্যবেক্ষণ নিয়ে প্রান্তিক মন্তব্য করেননি। উল্টো সহমত পোষণ করেছেন। পক্ষে-বিপক্ষে অবস্থানটা রাজনীতিবিদদের। সাবেক অন্য কোনো বিচারপতিও লাগামহীন মন্তব্য করে ওপরের দিকে থু থু ছিটাননি। রায়ের পর্যবেক্ষণ নিয়ে ুব্ধ হতে পারত বিএনপি-জাতীয় পার্...

ঝুম বর্ষণ হতে পারে

Image
আগামী ৭২ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সিলেট ও চট্রগ্রাম বিভাগসহ দেশের কোথাও কোথাও বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে বলে আজ আবহাওয়ার এক বার্তায় বলা হয়েছে। এছাড়া রংপুর, বরিশাল, দিনাজপুর , রাজশাহী, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টিসহ ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অফিস জানায়।  সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯০%। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪১ মিনিটে।  আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ,বিহার এবং হিমালয় হয়ে বাংলাদেশের উত্তারাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

চাকরিজীবীরা শতভাগ পেনশন সমর্পণের সুযোগ

Image
সরকারি চাকরিজীবীদের জন্য অবসর-উত্তর ছুটি বাতিল ও শতকরা শতভাগ পেনশন সমর্পণ সুবিধাসংক্রান্ত বিষয়ে নতুন এক মতামত দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এতে অবসর-উত্তর ছুটি বাতিল করে শতকরা শতভাগ পেনশন-সুবিধা দেয়ার বিষয়ে এক ডেডলাইন নির্ধারণ করে দেয়া হয়েছে। বলা হয়েছে, চলতি বছরের ৩০ জুনের আগে যেসব সরকারি চাকরিজীবীর আংশিক বা সম্পূর্ণ অবসর-উত্তর ছুটি বাতিল করে শতকরা শতভাগ পেনশন সমর্পণ বা হস্তান্তরের আদেশ জারি করা হয়েছে কেবল তারাই এই সুবিধা প্রাপ্য হবেন। একই সাথে অভোগকৃত বা বাতিলকৃত পিএলআর-এর জন্য কোনো বেতন ভাতাদি পাবেন না সরকারি চাকরিজীবীরা। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের জিজ্ঞাসার জবাবে এই মতামত দেয়া হয়েছে বলে জানা গেছে। অর্থ বিভাগ সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, অর্থ মন্ত্রণালয়ের পক্ষে বলা হয়েছে, যে কর্তৃপক্ষ পিএলআর (অবসর-উত্তর ছুটি) মঞ্জুর করেছে সে কর্তৃপক্ষ তা বাতিল করতে পারে। তবে পিএলআর ভোগরত যে কর্মচারীগণের ক্ষেত্রে ৩০-০৬-২০১৭ তারিখের আগে আংশিক বা সম্পূর্ণ পিএলআর বাতিল করে শতভাগ পেনশন সমর্পণের আদেশ জারি করা হয়েছে কেবল তাদের ক্ষেত্রে ১০০ ভাগ পেনশন সমর্পণের সুবিধা প্রযোজ্য হবে।  অর্থ মন্ত্রণা...

মরুভূমিতে সপরিবারে আটকা পড়েছে ৩০০ আইএস যোদ্ধা

Image
সিরিয়ার মরুভূমিতে ইসলামিক স্টেট গোষ্ঠীর ২০টিরও বেশি যানের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন-নেতৃত্বাধীন কোয়ালিশন। এই গাড়িগুলো মরুভূমিতে কয়েক দিন ধরে আটকে পড়া প্রায় ৩০০ আইএস যোদ্ধা এবং তাদের পরিবারকে সাহায্য করতে এসেছিল। মার্কিন কোয়ালিশন বাহিনী বলছে, এদের মধ্যে 'অভিজ্ঞ যোদ্ধারা' রয়েছে, তবে সাথে নারী ও শিশু থাকায় তাদের ওপর বোমা ফেলা হয়নি। এই আইএস সদস্যরা সম্প্রতি লেবানন-সিরিয়া সীমান্তে হেজবোল্লাহর সাথে এক লড়াইয়ে পরাজিত হয়, এবং তাদের দখলে থাকা শেষ ভূখন্ডটি হারায়। এর পর লেবাননের হেজবোল্লাহর সাথে তারা এক সন্ধি করে এবং হেজবোল্লাহ এই উগ্রবাদীদের সিরিয়ার পূর্বাঞ্চলে অন্য একটি আইএস নিয়ন্ত্রিত এলাকায় চলে যাবার অনুমতি দেয়। কিন্তু মার্কিন-নেতৃত্বাধীন কোয়ালিশন তাদের পথ আটকে দেয়। তারা বোমা ফেলে রাস্তা ধ্বংস করে দিলে প্রায় তিন শ' আইএস যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের বহনকারী বাসগুলো মরুভূমিতে আটকা পড়ে । সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকায় হুমায়না এবং আল-সুখনা নামে দুটি শহরের মাঝখানে মরুভূমিতে আটকা পড়েছে এই বাসগুলো। বাগদাদি জীবিত! একজন উর্ধতন মার্কিন জ...

রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে জাতিসঙ্ঘ মহাসচিবের আহ্বান

Image
মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের বিরুদ্ধে চলা অব্যাহত গনহত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসঙ্ঘ মহাসচিব আন্তেনিয়ো গুতেরাস। রাখাইন রাজ্যে সংবরণ ও শান্তি প্রতিষ্ঠার প্রতি আহ্বান জানান তিনি।অন্যথায় পরিস্থিতি একটি মানবিক বিপর্যয়ের দিকে যাবে বলে সতর্ক করেন জাতিসঙ্ঘ মহাসচিব। শুক্রবার জাতিসঙ্ঘ মহাসচিব এক বিবৃতিতে তার এ উদ্বেগের কথা জানান। ওই বিবৃতিতে জাতিসঙ্ঘ মহাসচিব আরো জানান, এটি মিয়ানমার সরকারের দায়িত্ব হবে যে রাখাইন রাজ্যে এবং বাংলাদেশে জাতিসঙ্ঘ ও অন্যান্য সহযোগী মানবিক সাহায্য সংস্থার নির্বিগ্নে মানবিক সহযোগিতার কাজ পরিচালনা করার জন্য নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করা। সহিংসতার মোকাবেলায় একটি সর্বাত্মক প্রচেষ্টা প্রয়োজন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। জাতিসঙ্ঘের সাবেক মহাসচিব কফি আনানের দেয়া সুপারিশগুলো যথাযথ বাস্তবায়নের প্রতি জোর আরোপ করেন জাতিসঙ্ঘ মহাসচিব আন্তেনিয়ো গুতেরাস। উল্লেখ্য গত সপ্তাহের শুরুতে কফি আনানের নেতৃত্বাধীন এডভাইজরি কমিশন অন রাখাইন স্টেইট মিয়ানমারের পশ্চিমা লের রাজনৈতিক , আর্থ-সামাজিক এবং মানবিক উন্নয়নে একটি সুপারিশ-সংবলিত প্রতিবেদন প্রকাশ করে। শরণা...

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু : আহত ২

Image
রাজধানীর শিক্ষাভবনের সামনের রাস্তায় প্রাইভেট কারের সঙ্গে একটি সিএন্ডজি চালিত অটোরিকশার সংঘর্ঘে মীম নামে তিন বছরের এক শিশু নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৭টায় এই দুর্ঘটনা ঘটে বলে ঢাকা মেডিক্যল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়। মীমের বাবা রিকশা চালক কামরুল ইসলাম সকালে মোহাম্মদপুরের বাসা থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর বাবা-মা’সহ মীমকে হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান। কামরুল ইসলামের বাড়ি ভোলার চর ফ্যাশন এলাকায়। মীম তার বাবা-মার সঙ্গে মোহাম্মদপুরে থাকত।

রোহিঙ্গা মুসলিম নিয়ে মিয়ানমার সেনাবাহিনী কী ভাবছে?

Image
‘বাঙালি সমস্যা' একটা দীর্ঘদিনের সমস্যা, যা সমাধানের পথ নেই: মিয়ানমারের সেনাবাহিনী গত এক সপ্তাহে মিয়ানমারের রাখাইন রাজ্যে ২৬০০ বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে৷ শনিবার এ তথ্য জানিয়েছে মিয়ানমার সরকার৷ গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই সহিংসতায় এখন পর্যন্ত চারশ'রও বেশি মানুষ প্রাণ হারিয়েছে৷ জাতিসঙ্ঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, গত এক সপ্তাহে বাংলাদেশে পালিয়ে গেছে ৫৮ হাজার রোহিঙ্গা৷ মিয়ানমার কর্তৃপক্ষের অভিযোগ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা এআরএসএ রোহিঙ্গাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে৷ তবে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা বলছেন, সেখানকার সেনাবাহিনী তাদের সেখান থেকে তাড়িয়ে দিতেই বাড়িঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে, নির্বাচরে হত্যা করছে রোহিঙ্গাদের৷ রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, ‘‘তিনটি গ্রামের ২৬২৫টি বাড়ি পুড়িয়ে দিয়েছে জঙ্গি গোষ্ঠী এআরএসএ''৷ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, মিয়ানমার সেনাবাহিনী বাড়িগুলোতে আগুন লাগিয়েছে৷ বাংলাদেশের নাফ নদীর পাশে শরণার্থী শিবিরে গাদাগাদি করে আশ্রয় নিয়েছেন রোহিঙ্গারা৷ স্থানীয়দের অনেকে ...

ব্রয়েলার মুরগি কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?

Image
মুরগি প্রিয় বাঙালিদের কছে ক্ষমা চেয়েই বলছি একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে ব্রয়েলার মুরগি শরীরের পক্ষে একেবারেই ভালো নয়। তাই আজ থেকেই ব্রয়েলার মুরগির পরিবর্তে দেশি মুরগি খাওয়া শুরু করুন। তাতে হয়তো খরচ বাড়বে, কিন্তু শরীরটা তো বাঁচবে।  আসলে যেভাবে ব্রয়েলার মুরগিদের বড় করা হয়, তা একেবারেই সঠিক পদ্ধতি নয়। সর্বোপরি, বৈজ্ঞানিক পদ্ধতির তোয়াক্কা না করেই তাদের ব্রিড করানো হয়, যার সরাসরি প্রভাব পড়ে আমাদের শরীরের উপর। মুরগি মোটাসোটা হবে তো তা থেকে বেশি মাংস পাওয়া যাবে, ফলে লাভ হবে বেশি। এই লোভে যেভাবে মুরগিদের মোটা করা হয় তা একেবারেই স্বাস্থ্যকর নয়। তাই সাবধান!  তথ্য ১:  প্রথমত কাঁচা মাংসে প্রচুর মাত্রায় ব্য়াকটেরিয়া থাকে। আর দোকানে যেভাবে একাধিক মুরগিকে এক সঙ্গে রাখা হয় তাতে দু-পাঁচটার শরীরে সেই ক্ষতিকর ব্য়াকটেরিয়াগুলি প্রবেশ করে না যাওয়াটা কোনও অস্বাভাবিক নয়। আর এমনটা যে হয় না, সে কথা কেউ নিশ্চিত করে বলতে পারে কি? শুধু তাই নয়, যখন মুরগী কাটা হয় তখনও জীবিত মুরগির শরীর থেকে কাঁচা মাংসে ব্য়াকটেরিয়া চলে যাওয়ার আশঙ্কা থেকে যায়। আর এই জীবাণু যদি আমাদ...

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়ে উল্লসিত মুস্তাফিজের পরিবার

Image
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়ে উল্লসিত মুস্তাফিজের পরিবার। তাই এবারের ঈদটা ভিন্নভাবে কাটছে কাটার মাস্টারের পরিবারে। বিশাল গরু কোরবানিও দিয়েছে তার পরিবার। মুস্তাফিজের গ্রামের বাড়ি সাতক্ষীরার তেতুলিয়ায় ঈদুল আযহায় বইছে আনন্দের বন্যা। মুস্তাফিজ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ না করতে পারলেও সদ্য টেস্ট জয়ে উল্লসিত তার পরিবারের সদস্যরা। কোরবানি প্রতিবার দিলেও এবারের আয়োজন ভিন্ন। বিশাল জার্সি গরু কোরবানি দেওয়া হয়েছে। আগামী টেস্টও যাতে বাংলাদেশ জিততে পারে তার জন্য দোয়া কামনা করেছেন তার বাবা ও ভাই।

রোহিঙ্গা গ্রামের ৭০০ বাড়িতে আগুনের নতুন উপগ্রহ-চিত্র

Image
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলছে, মিয়ানমার থেকে পাওয়া নতুন উপগ্রহ-চিত্রে দেখা যাচ্ছে যে একটি রোহিঙ্গা মুসলিম গ্রামের ৭০০-রও বেশি বাড়ি আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। সংস্থাটি বলছে, এসব ছবি গভীরভাবে উদ্বেগজনক, এবং এতে ধারণা পাওয়া যাচ্ছে যে রাখাইন প্রদেশের উত্তরাঞ্চলে ধ্বংসলীলার মাত্রা আসলে আগে যা ভাবা হয়েছিল তার চাইতে অনেক বেশি।

রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে হত্যাকাণ্ড বন্ধের দাবিতে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ

Image
মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চলমান হত্যাকাণ্ড এবং সহিংস নির্যাতন বন্ধের দাবিতে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ হয়েছে।  রাজধানী জাকার্তায় মিয়ানমার দূতাবাসের সামনে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশে সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতি হয়। অবশ্য বিক্ষোভকারীরা শেষপর্যন্ত মিয়ানমারের কূটনৈতিক মিশনের সামনে সমাবেশ করেছে। এ সময়ে তারা মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চলমান সহিংসতা বন্ধের দাবিতে শ্লোগান দেন। এ ছাড়া, মিয়ানমারের মুসলমানদের সঙ্গে সংহতিও প্রকাশ করেন তারা। বিক্ষোভকারীরা ইন্দোনেশিয়া থেকে মিয়ানমারের রাষ্ট্রদূতের বহিষ্কারের দাবি জানায়। তারা অং সান সুকির সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়। এ সময়ে তারা সুকির ছবি সংবলিত পোস্টার পদদলিত করে। পোস্টারে সুকির ছবির নিচে ‘সবচেয়ে আমানবিক নারী’ কথাটি লেখা ছিল। বিক্ষোভে ইন্দোনেশিয়ার সর্বশ্রেণীর মানুষ অংশ গ্রহণ করে। বিক্ষোভকারী দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের জোরালো আহ্বান জানান। এদিকে, জাতিসংঘ এবং জাকার্তা সরকারকে রোহিঙ্গা নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পৃথক আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় মুস...

জাতিসংঘ রোহিঙ্গাদের খাদ্য সাহায্য স্থগিত করল

Image
মিয়ানমারের রাখাইন রাজ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা-নির্যাতন ক্রমাগতভাবে বাড়তে থাকার মুখে নিরাপত্তার কারণ দেখিয়ে সহিংতার শিকার রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর মধ্যে জরুরি খাদ্য সরবরাহ কর্মসূচি স্থগিত করে দিয়েছে জাতিসংঘ। গতকাল শনিবার ডব্লিউএফপির এক বিবৃতিতে বলা হয়, রাখাইন রাজ্যে সহিংসতায় অভ্যন্তরীণভাবে গৃহহীন দুই লাখ ৫০ হাজার এবং অন্যান্য অতি দরিদ্র মানুষের মধ্যে যে খাবার সাহায্য দেওয়া হতো তা স্থগিত করা হলো। এদের মধ্যে রাখাইন রাজ্যেই বিভিন্ন ক্যাম্পে থাকা এক লাখ ২০ হাজার মানুষ ডব্লিউএফপির খাবারের ওপরই নির্ভর করত, যাদের অধিকাংশই রোহিঙ্গা। ২০১২ সাল থেকে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের খাদ্য সহযোগিতা দিয়ে আসছিল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এতে আড়াই লাখ মানুষের খাদ্যের সংস্থান হত। কিন্তু এ কর্মসূচি স্থগিত করায় তাদের খাদ্য নিরাপত্তায় চরম অনিশ্চয়তা তৈরি হল। তবে ডব্লিউএফপির বিবৃতিতে আরো বলা হয়েছে, চলমান সহিংসতায় বিপদগ্রস্ত সব সম্প্রদায়ের মধ্যে সাহায্য কার্যক্রম পুনরায় শুরু করতে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের চেষ্টা করছেন তাঁরা। বর্তমান সহিংসতায় নতুন আরো যেসব লোক আক্রান্...

নিক্ষেপণযোগ্য হাইড্রোজেন বোমা তৈরির দাবি উত্তর কোরিয়ার

Image
উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে, তারা নিক্ষেপণযোগ্য হাইড্রোজেন বোমা তৈরি করেছে। দেশটির নেতা কিম জং উন নিউক্লিয়ার উইপন্স ইনস্টিটিউট পরিদর্শনের পর এ দাবি করা হয়। কিমের ওই ইনস্টিটিউট পরিদর্শনের একটি ছবিও ওই প্রতিবেদনে ছাপানো হয়।    কিমকে উদ্বৃত করে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে, দেশের অভ্যন্তরে হাইড্রোজেন বোমা তৈরির সব উপাদান তৈরি করা হয়েছে। গত জুলাইতে উত্তর কোরিয়া দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল। এই হাইড্রোজেন সেসব বোমা আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলে বহন করা যাবে। কিম বলেন, আমাদের নিজস্ব প্রচেষ্টা ও প্রযুক্তিতে আমরা দুর্দান্ত শক্তিসম্পন্ন এই অস্ত্র তৈরি করেছি। হাইড্রোজেন বোমার সব উপাদানই আমাদের নিজস্ব তৈরি।