বিএনপির সংবাদ সম্মেলনে রিজভী 'পছন্দের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের পাঁয়তারা চলছে'
নানা অজুহাত সৃষ্টি করে প্রধান বিচারপতিকে সরিয়ে বা ছুটিতে গেলে সরকারের পছন্দের একজনকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের পাঁয়তারা চলছে বলে অভিযোগ করছে বিএনপি। আজ রবিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, "সংবিধানের ৯৭ অনুচ্ছেদে বলা হয়েছে, প্রধান বিচারপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে প্রধান বিচারপতি তার দায়িত্বপালনে অসমর্থ বলে রাষ্ট্রপতির কাছে সন্তোষজনকভাবে প্রতীয়মান হলে ক্ষেত্রমত অন্য কোনো ব্যক্তি ওই পদে যোগদান না করা পর্যন্ত কিংবা প্রধান বিচারপতি তার দায়িত্ব পুনরায় গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের অন্যান্য বিচারকের মধ্যে যিনি কাজের অভিজ্ঞতায় প্রবীণতম, তিনি ওই দায়িত্ব পালন করবেন। " তিনি বলেন, "সংবিধানের ৯৭ অনুচ্ছেদের ‘অপপ্রয়োগ’ এবং সংসদে বিল এনে এই অনুচ্ছেদ সংশোধনের যে কোনও 'অপচেষ্টা' সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে। " বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, "নির্বাহী বিভাগ ও আওয়ামী লীগের নেতারা ক্ষুব্ধ বিচার বিভাগের ওপর। এ...