রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে হত্যাকাণ্ড বন্ধের দাবিতে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ


মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চলমান হত্যাকাণ্ড এবং সহিংস নির্যাতন বন্ধের দাবিতে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ হয়েছে। রাজধানী জাকার্তায় মিয়ানমার দূতাবাসের সামনে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশে সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতি হয়।
অবশ্য বিক্ষোভকারীরা শেষপর্যন্ত মিয়ানমারের কূটনৈতিক মিশনের সামনে সমাবেশ করেছে। এ সময়ে তারা মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চলমান সহিংসতা বন্ধের দাবিতে শ্লোগান দেন। এ ছাড়া, মিয়ানমারের মুসলমানদের সঙ্গে সংহতিও প্রকাশ করেন তারা।
বিক্ষোভকারীরা ইন্দোনেশিয়া থেকে মিয়ানমারের রাষ্ট্রদূতের বহিষ্কারের দাবি জানায়। তারা অং সান সুকির সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়। এ সময়ে তারা সুকির ছবি সংবলিত পোস্টার পদদলিত করে। পোস্টারে সুকির ছবির নিচে ‘সবচেয়ে আমানবিক নারী’ কথাটি লেখা ছিল।
বিক্ষোভে ইন্দোনেশিয়ার সর্বশ্রেণীর মানুষ অংশ গ্রহণ করে। বিক্ষোভকারী দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের জোরালো আহ্বান জানান। এদিকে, জাতিসংঘ এবং জাকার্তা সরকারকে রোহিঙ্গা নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পৃথক আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় মুসলিম সংস্থা নাহদাদুল উলেমা।
রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে হত্যাকাণ্ড বন্ধের দাবিতে

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা