হালুয়াঘাটে জনপ্রিয় হচ্ছে 'মুড়ি' থেকে ধান চাষ পদ্ধতি
বোরো ফসলের কেটে নেয়া ধান গাছের মুড়ি (স্থানীয় ভাষায় নাড়া) থেকে ধান ফলনের পদ্ধতি ধীরে ধীরে জনপ্রিয় উঠছে। এ চাষ পদ্ধতিতে চমক সৃষ্টি করেছেন ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার পশ্চিম কড়ইতলী গ্রামের কৃষকরা। এই পদ্ধতিতে ধান আবাদ করে লাভবান হচ্ছেন আশপাশের গ্রামের কৃষকরাও। উপজেলা কৃষি অফিসের তথ্যমতে এবার উপজেলায় গাজিরভিটা, জুগলী, ভূবনকুড়া ও সদর হালুয়াঘাট ইউনিয়নের প্রায় ৩০ হেক্টর জমিতে মুড়ি ধানের আবাদ করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, চাষিরা ইরি বোরো কাটার পর পড়ে থাকা ধান গাছের নাড়া থেকে এক পদ্ধতিতে ধান চাষ করে ব্যাপকভাবে লাভবান হচ্ছেন। মুড়ি থেকেও যে ধান চাষ হয় এতোদিন সাধারণ কৃষকের মধ্যে সেই ধারনাই ছিল না। স্থানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শে এবার তারা এই ধান চাষ করে ব্যাপক আলোড়ন তুলেছেন। কোনো প্রকার সেচ ও সার প্রয়োগ ছাড়াই শুধুমাত্র কয়েকবার কীটনাশক স্প্রে করেই তারা মুড়ি থেকে ধান উৎপাদন করছেন। ফলে এ পদ্ধতিতে ধান চাষ এলাকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে উপজেলার পশ্চিম গোবরাকুড়া গ্রামের কৃষক ইসহাক মিয়া জানান, বোরো মৌসুমে ১ বিঘা জমিতে বি আর-২৯ ধান চাষ করেন। ধানের ফলন হয় প্রায় ২০ মণ। এ ...