Posts

Showing posts from July 17, 2018

হালুয়াঘাটে জনপ্রিয় হচ্ছে 'মুড়ি' থেকে ধান চাষ পদ্ধতি

Image
বোরো ফসলের কেটে নেয়া ধান গাছের মুড়ি (স্থানীয় ভাষায় নাড়া) থেকে ধান ফলনের পদ্ধতি ধীরে ধীরে জনপ্রিয় উঠছে। এ চাষ পদ্ধতিতে চমক সৃষ্টি করেছেন ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার পশ্চিম কড়ইতলী গ্রামের কৃষকরা। এই পদ্ধতিতে ধান আবাদ করে লাভবান হচ্ছেন আশপাশের গ্রামের কৃষকরাও। উপজেলা কৃষি অফিসের তথ্যমতে এবার উপজেলায় গাজিরভিটা, জুগলী, ভূবনকুড়া ও সদর হালুয়াঘাট ইউনিয়নের প্রায় ৩০ হেক্টর জমিতে মুড়ি ধানের আবাদ করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, চাষিরা ইরি বোরো কাটার পর পড়ে থাকা ধান গাছের নাড়া থেকে এক পদ্ধতিতে ধান চাষ করে ব্যাপকভাবে লাভবান হচ্ছেন। মুড়ি থেকেও যে ধান চাষ হয় এতোদিন সাধারণ কৃষকের মধ্যে সেই ধারনাই ছিল না। স্থানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শে এবার তারা এই ধান চাষ করে ব্যাপক আলোড়ন তুলেছেন। কোনো প্রকার সেচ ও সার প্রয়োগ ছাড়াই শুধুমাত্র কয়েকবার কীটনাশক স্প্রে করেই তারা মুড়ি থেকে ধান উৎপাদন করছেন। ফলে এ পদ্ধতিতে ধান চাষ এলাকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে।  এ বিষয়ে উপজেলার পশ্চিম গোবরাকুড়া গ্রামের কৃষক ইসহাক মিয়া জানান, বোরো মৌসুমে ১ বিঘা জমিতে বি আর-২৯ ধান চাষ করেন। ধানের ফলন হয় প্রায় ২০ মণ। এ ...

বেসামরিক পদকে সম্মানিত হবেন দুই অস্ট্রেলিয়ান ডুবুরি

Image
                                                 ডুবুরি ক্রেইগ চ্যালেন ও ডা. রিচার্ড হ্যারিস থাই গুহায় উদ্ধার অভিযানে যাওয়া দুই অস্ট্রেলিয়ান নাগরিককে সম্মানিত করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল।  তিনি জানিয়েছেন, থাইল্যান্ডের গুহায় বন্যার পানিতে প্লাবিত হওয়া আটকে পড়া ১২ কিশোরকে উদ্ধারে অভিযানে যাওয়া দুই অস্ট্রেলিয়ান ডুবুরিকে বেসামরিক পদক দিয়ে সম্মানিত করা হবে। জানা যায়, গুহায় উদ্ধার অভিযানে অংশ নেওয়া অস্ট্রেলিয়ান ডা. রিচার্ড হ্যারিস ও ক্রেইগ চ্যালেনকে কোন পদক দেয়া হবে সেটি এখনো নিশ্চিত নয়। এই দুইজন আন্তর্জাতিক উদ্ধার দলের অংশ হিসেবে থাম ল্যাং গুহায় প্রবেশ করেছিল। উদ্ধার অভিযানে ডা. হ্যারিস চিকিৎসা সহায়তা দিয়েছেন। প্রধানমন্ত্রী টার্নবুল বলেন, ‘আমরা যে অস্ট্রেলিয়ান মূল্যবোধ ধারণ করি’ তারা সেটিই সেখানে প্রমাণ করেছেন। গত সপ্তাহে ওয়াইল্ড বোরস ফুটবল দল ও তাদের সহকারী কোচকে উদ্ধারে তিনদিন ব্যাপী অভিযানের সময় ডাক্তার ...

‘তালেবানের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র’

Image
নাইন-ইলেভেনের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর হামলায় ক্ষমতাচ্যুত আফগান সশস্ত্র সংগঠন তালেবানের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র। দীর্ঘ ১৭ বছরের যুদ্ধের সমাপ্তি টানতে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এই আলোচনা চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর নেতৃত্বে থাকা জন নিকোলসন।  জেনারেল নিকোলসন বলেছেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও জানিয়েছেন, বিদেশি বাহিনীর ভূমিকা কি হবে সে বিষয়ে যুক্তরাষ্ট্র তালেবানের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত। আমরা আশা করছি তারা বিষয়টি উপলব্ধি করবে এবং এর মাধ্যমে শান্তি প্রক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে।’  এদিকে কাতারে অবস্থানরত তালেবানের রাজনৈতিক দফতরের একজন মুখপাত্র সোহাইল শাহিন জানিয়েছেন তারা নিকোলসনের বক্তব্য নিশ্চিত হওয়ার জন্য এখনও অপেক্ষা করছেন। বিষয়টি সত্যি হলে তারা নতুন এই উদ্যোগকে স্বাগত জানাবেন। তিনি বলেছেন, ‘এটি হচ্ছে তেমন একটা উদ্যোগ যা আমরা চাই এবং এটার জন্যই আমরা অপেক্ষায় ছিলাম। কারণ আমরা চেয়েছি আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারে যুক্তরাষ্ট্র সরাসরি আমাদের সঙ্গে আলোচনায় বসুক।’ ...

আন্তর্জাতিক আদালতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের অভিযোগ

Image
পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করায় ইরান আন্তর্জাতিক আদালতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম ঘাসমি বলেন, গতকাল অভিযোগটি তালিকাভুক্ত করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাবাদ জরিফ তার টুইটার বার্তায় বলেন, ‘বে-আইনীভাবে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় যুক্তরাষ্ট্রকে জবাবদিহিতে বাধ্য করাই এই অভিযোগ দায়েরের উদ্দেশ্য।’ উল্লেখ্য, মার্কিন সরকার গত মে মাসে ইরানের সাথে ২০১৫ সালে করা পারমাণবিক চুক্তি বাতিল ঘোষনা করে। ইত্তেফাক/রেজা

যুক্তরাষ্ট্রে রুশ নারী 'গুপ্তচর' আটক

Image
ট্রাম্প-পুতিন বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রে এক নারী গুপ্তচরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে রাজনৈতিক দলে অনুপ্রবেশ এবং রুশ সরকারের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। ২৯ বছর বয়সী ওই নারীর নাম মারিয়া বুটিনা। তিনি ট্রাম্পের রিপাবলিকান পার্টির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং অস্ত্র রাখার একজন সমর্থক বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। তবে বুটিনার আইনজীবী রবার্ট ড্রিসকল জানান, তার মক্কেল কোনও এজেন্ট নন, বরং তিনি আন্তর্জাতিক সম্পর্কের একজন শিক্ষার্থী। এই ডিগ্রির সাহায্যে তিনি ব্যবসাকে তার পেশা হিসেবে নিতে চান। বুটিনার বিরুদ্ধে আনীত অভিযোগ বানোয়াট এবং এতে বুটিনা যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কোনও নীতি বা আইনকে প্রভাবিত বা হেয় করেছেন- এমন কিছুর উল্লেখ নেই। বরং তিনি মাসের পর মাস বিভিন্ন সরকারি সংস্থাকে সহযোগিতা করে আসছেন। দেশটির ডিপার্টমেন্ট অব জাস্টিস(ডিওজে) এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটনে বসবাসকারী বুটিনাকে গত রবিবার গ্রেপ্তার করা হয় এবং বুধবার আদালতে শুনানি না হওয়া পর্যন্ত তাকে কারাগারে থাকতে হবে। বিডি-প্রতিদিন/ ই-জাহান

পুতিনের সঙ্গে বৈঠককে ‘চমৎকার সূচনা’ বললেন ট্রাম্প

Image
ফিনল্যান্ডে বৈঠকে করমর্দন করছেন ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। হেলসিঙ্কি, ১৬ জুলাই। ছবি: রয়টার্স রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠককে ‘চমৎকার সূচনা’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে সোমবার ট্রাম্প-পুতিনের মধ্যে ঐতিহাসিক ওই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিশ্বের শীর্ষ পারমাণবিক শক্তিধর এই দেশ দু’টির মধ্যকার সম্পর্কের সমস্যা কাটিয়ে তা সামনের দিকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দুই ঘণ্টারও বেশি সময় বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, এটি একটি চমৎকার সূচনা; প্রত্যেকের জন্যই অত্যন্ত ভালো সূচনা।’ এই বৈঠকে কেবলমাত্র দুই নেতার দোভাষীরাই উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতেই দুই নেতা করমর্দন করেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা দুই দেশ। গত কয়েক বছর ধরে খোলামেলা একসঙ্গে ভালো করে বসা হয়নি। আমি আশা করি, জটিলতা দূর হবে, অসাধারণ সম্পর্ক তৈরি হবে।’ রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ঘাটতির জন্য তাঁর পূর্বসূরিদের ‘মূর্খতা’কে দায়ী করে নিন্দা জানিয়েছেন ট্রাম্প। বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়...

ব্রিগেডিয়ার র‌্যাঙ্ক বাতিল করছে ভারতীয় সেনাবাহিনী

Image
দীর্ঘ ৩৫ বছর পর ব্রিগেডিয়ার পদ বাতিল করছে ভারতীয় সেন বাহিনী। এতে উন্নতির সুযোগ বাড়বে এবং সিভিল সার্ভিসের সঙ্গে সামঞ্জস্য আসবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ভারতীয় সেনা বাহিনীতে ১২ লাখ কর্মী রয়েছেন। তার মধ্যে ৪২ হাজার রয়েছেন কর্মকর্তা পদে। আগামীতে সেনাবাহিনীর ন’টি র‌্যাঙ্ক কমিয়ে করা হবে ছয় বা সাতটি র‌্যাঙ্ক। এই নতুন নিয়ম চালু হলে কর্নেল থেকে সরাসরি মেজর জেনারেল পদে উন্নতি হবে। অর্থ্যাৎ ব্রিগেডিয়ার পদের আর কোনও প্রাসঙ্গিকতা থাকবে না।  সেনা বাহিনীর এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, সিভিল সার্ভিসে মাত্র ৬টি পদ রয়েছে। একদিকে যখন সিভিল সার্ভিস এবং আইপিএস-এ নতুন নিয়ম চালু হয়েছে, সেখানে সশস্ত্র বাহিনী পুরনো পথেই হেঁটে এসেছে এতদিন। এর ফলে সেনা বাহিনীর পে স্কেলও অন্যান্যদের তুলনায় কমই থেকে গিয়েছে। ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত জুনেই একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করেছিলেন। সেই কমিটিতে রয়েছেন মিলিটারি সচিব এবং লেফট্যানেন্ট জেনারেল র‌্যাঙ্কের এক কর্মকর্তা। অফিসার ক্যাডার রিস্ট্রাকচারিং-এর উপর সমীক্ষা করে চলতি বছরের নভেম্বরের মধ্যে সেনাপ্রধানের কাছে রিপোর্ট জমা দেওয়ার ক...

তেহরানের পরমাণু কেন্দ্রে মোসাদের হানা, ৫০ হাজার নথি চুরি

Image
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের একটি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে অভিযান চালিয়েছে। তেহরানে অবস্থিত ওই পরমাণু কেন্দ্র থেকে প্রায় ৫০ হাজার নথি চুরি করেছে মোসাদ।এছাড়া অন্তত ১৬৩টি মেমোরি ও ভিডিও ডিস্ক হস্তগত করেছে তারা। এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। সোমবার এক প্রতিবেদনে নিউইয়র্ক টাইমস জানায়, ইরানের বহু বছরের পরমাণু গবেষণার অনেক তথ্য-উপাত্ত, অস্ত্রের নকশা ও অস্ত্র উৎপাদন পরিকল্পনা রয়েছে চুরি হওয়া নথিগুলোয়। এছাড়া অর্ধ টন ওজনের পরমাণু অস্ত্র তৈরির গোপন পদার্থও হস্তগত করেছে মোসাদ।  তারা আরও জানায় চলতি বছরের ৩১ জানুয়ারি এ অভিযান চালায় মোসাদ। প্রতিবেদনে পরমাণু কেন্দ্রের নাম উল্লেখ করা হয়নি। অভিযান চালানোর আগে দুই বছর ধরে তেহরানের নিকটবর্তী ওই পরমাণু কেন্দ্রের ওপর তীক্ষ্ণ নজরদারি করেছে মোসাদ। এরপর মোক্ষম সময় বুঝে চলতি বছরের ৩১ জানুয়ারি কেন্দ্রের গুদামে ঢুকে পড়ে তারা। প্রথমে তারা কেন্দ্রের সতর্কতা সংকেত ব্যবস্থা অকেজো করে। তবে এ বিষয়ে ইরানের কোনও মন্তব্য বা প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। বিডি-প্রতিদিন/ ই-জাহান