যুক্তরাষ্ট্রে রুশ নারী 'গুপ্তচর' আটক

যুক্তরাষ্ট্রে রুশ নারী 'গুপ্তচর' আটকট্রাম্প-পুতিন বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রে এক নারী গুপ্তচরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে রাজনৈতিক দলে অনুপ্রবেশ এবং রুশ সরকারের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।
২৯ বছর বয়সী ওই নারীর নাম মারিয়া বুটিনা। তিনি ট্রাম্পের রিপাবলিকান পার্টির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং অস্ত্র রাখার একজন সমর্থক বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।
তবে বুটিনার আইনজীবী রবার্ট ড্রিসকল জানান, তার মক্কেল কোনও এজেন্ট নন, বরং তিনি আন্তর্জাতিক সম্পর্কের একজন শিক্ষার্থী। এই ডিগ্রির সাহায্যে তিনি ব্যবসাকে তার পেশা হিসেবে নিতে চান। বুটিনার বিরুদ্ধে আনীত অভিযোগ বানোয়াট এবং এতে বুটিনা যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কোনও নীতি বা আইনকে প্রভাবিত বা হেয় করেছেন- এমন কিছুর উল্লেখ নেই। বরং তিনি মাসের পর মাস বিভিন্ন সরকারি সংস্থাকে সহযোগিতা করে আসছেন।
দেশটির ডিপার্টমেন্ট অব জাস্টিস(ডিওজে) এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটনে বসবাসকারী বুটিনাকে গত রবিবার গ্রেপ্তার করা হয় এবং বুধবার আদালতে শুনানি না হওয়া পর্যন্ত তাকে কারাগারে থাকতে হবে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা