Posts

Showing posts from June 27, 2018

রাশিয়ার রাস্তায় ফের চুমু খাওয়ার চেষ্টা নারী সাংবাদিককে

Image
জুলিয়া গুইমারাইস টিভি গ্লোবো ও স্পোর্টটিভি’র হয়ে কাজ করেন রাশিয়া বিশ্বকাপ ফুটবলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে যৌন হয়রানির শিকার হয়েছেন এক নারী ক্রীড়া সাংবাদিক। একতেরিনবুর্গে একটি লাইভ প্রতিবেদন নিয়ে কর্মরত ছিলেন জুলিয়া গুইমারাইস নামের এই ব্রাজিলিয়ান সাংবাদিক। এসময় তাকে চুমু খাওয়ার চেষ্টা করে এক ব্যক্তি। তবে তিনি সরে গিয়ে, এর প্রতিবাদ জানান। খবর বিবিসি’র। খবরে বলা হয়, কয়েকদিন আগেই বিশ্বকাপের শুরুতে কলম্বিয়ান এক নারী সাংবাদিককে হতে হয়েছিল যৌন হয়রানির শিকার। জুলিথ গঞ্জালেস থেরান নামের ওই সাংবাদিক জার্মান সংবাদ চ্যানেল ডয়েচে ভেলের হয়ে রাশিয়ায় অবস্থান করছেন। রাশিয়ার সসানস্ক শহরের একটি বিশ্বকাপ কাউন্টডাউন ঘড়ির সামনে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে কথা বলার সময় এক ব্যক্তি এসে তাকে জড়িয়ে ধরে চুমু দেন। তিনি তখন লাইভ অনুষ্ঠানে কথা বলছিলেন।  এমন ভয়াবহ ঘটনার পরও ঘাবড়ে না গিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে নিজের বক্তব্য শেষ করেন থেরান। কিন্তু চুপ থাকেননি জুলিয়া। বরঞ্চ কাজ থামিয়ে প্রতিবাদ করেছেন। কলম্বিয়ান নারী সাংবাদিক জুলিথ গঞ্জালেস থেরানকে রাশিয়ার সসানস্ক শহরের রাস্তায় কর্মরত অবস্থায় চুমু ...

থাইল্যান্ডে গুহায় আটকে পড়া শিশুদের উদ্ধার অভিযান বিঘ্নিত

Image
থাইল্যান্ডে ভারী বৃষ্টিপাতের কারণে একটি গুহায় আটকা পড়া ১২ শিশু ও তাদের ফুটবল কোচকে উদ্ধার করার অভিযান বিঘ্নিত হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। খবরে বলা হয়, বুধবার বৈরী আবহাওয়ার কারণে বন্যার পানিতে তলিয়ে যাওয়া গুহা থেকে পানি নিষ্কাশন করতে উদ্ধার কর্মীদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। শিশু ও তাদের কোচ সেখানে কয়েকদিন ধরে আটকা পড়ে আছে। তাদের আত্মীয়রা গভীরভাবে উদ্বিগ্ন। তারা আশা করছেন খুব শিগগিরই শিশুদের উদ্ধার করা হবে। এই ফুটবল দলের খেলোয়াড়দের বয়স ১১ বছর থেকে ১৬ বছরের মধ্যে। বৃষ্টিপাতে থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় থাম লুয়াং গুহার প্রধান প্রবেশপথটি আটকে গেলে শনিবার রাত থেকে তারা সেখানে আটকা পড়ে। রাতভর কয়েকশ উদ্ধারকারী গুহার বন্যার পানি নিষ্কাশনে উচ্চ ক্ষমতাসম্পন্ন পানির পাম্প স্থাপনে কাজ করেছে। কিন্তু অব্যাহত বৃষ্টিপাতে উত্তরাঞ্চলীয় চিয়ান রাই প্রদেশের ওই এলাকাটি তলিয়ে যাচ্ছে। বাসস। ইত্তেফাক/ জেআর

পরিবেশবান্ধব বাঁশের চাল

Image
বৃষ্টির পানি একটুও ঢুকবে না এ চাল দিয়ে। খটখটে রোদেও কংক্রিটের ছাদ বা টিনের ছাদের তুলনায় কম গরম হবে ছাদ! এমন একটি চাল যা দৃষ্টিনন্দন, শৈল্পিক এবং প্রকৃতিবান্ধব! এমন চাল তৈরি করছে 'বটপাকড় প্রাকৃতিক কৃষি খামার'। মানিকগঞ্জের ঘিওরের বালিয়াখোরা ইউনিয়নের বালিয়াখোরায় গড়ে তোলা এ খামারটির উদ্যোক্তা ৭ জন বিশ্ববিদ্যালয় পড়ুয়া উচ্চশিক্ষিত প্রকৃতিপ্রেমী তরুণ। 'বটপাকড় প্রাকৃতিক কৃষি খামার'-এর সমন্বয়ক দেলোয়ার জাহান জানান, তাদের সংগঠনটি প্রাকৃতিক ফসল উৎপাদন ও মানুষের কাছে তা পৌছে দেওয়ার জন্য বিপণন করে থাকে। তাদের প্রতিটি পণ্য রাসায়নিক উপাদানমুক্ত এবং হরমোন, পেস্টিসাইডমুক্ত সম্পূর্ণ প্রাকৃতিক, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব। তাদের লক্ষ দূষণমুক্ত বিশুদ্ধ খাদ্য মানুষের জন্য নিশ্চিত করা। যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রকৃতির প্রকৃত সুফল ভোগ করতে পারে। এ কাজটি তাদের ব্যবসায়ীক উদ্দেশ্যে নয় বরং এটি একটি আন্দোলন বলে দেলোয়ার জাহান উল্লেখ করেন। বাঁশ দিয়ে ঘরের চালা কিভাবে তৈরি করা হচ্ছে এবং কেন তৈরি করছেন এমন একটি প্রশ্নের জবাবে দেলোয়ার জাহান বলেন, উড়া বাঁশ দিয়ে এমন চাল তৈরি করা হয়েছে। বাঁশগ...

নির্বাচনের ঘুঁটি সাজাতে কলকাতায় আসছেন বিজেপির সভাপতি অমিত শাহ

Image
অমিত শাহ ভারতে আগামী বছরের মার্চ-এপ্রিলে লোকসভা নির্বাচন হবে। আগেভাগেই শুরু হয়ে গেছে নির্বাচনী দৌড়ঝাঁপ। নির্বাচনের ঘুঁটি সাজাতে আজ বুধবার কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দুদিনের এই সফরে অমিত শাহ বিজেপির নেতা ও কলকাতার বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করবেন। পূজা দিতে যাবেন বীরভূমের তারাপীঠ মন্দিরে। এবার বিজেপি পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে ২২টি আসনে জয়ের জন্য লক্ষ্য স্থির করেছে। এর মধ্যে সেই ২২টি আসনের তালিকাও রাজ্য বিজেপির নেতারা পাঠিয়ে দিয়েছেন অমিত শাহের কাছে। এসব আসনে বিজেপির জয়ের সম্ভাবনা খতিয়ে দেখবেন অমিত শাহ। তাই দুদিনের সফরে তাঁর কলকাতা আসার সিদ্ধান্ত। এবারের পঞ্চায়েত নির্বাচনে বীরভূম ও পুরুলিয়ায় বিজেপি ভালো ফল করেছে। এ দুটি এলাকা লক্ষ্য করে বিজেপি এ রাজ্যের ২২টি আসনে জেতার জন্য ঘুঁটি সাজাতে শুরু করেছে। পঞ্চায়েত নির্বাচনে বিজেপি এখন পশ্চিমবঙ্গের বাম দল ও কংগ্রেসকে পরাস্ত করে দ্বিতীয় শক্তিতে উঠে এসেছে। তাই অমিত শাহর পশ্চিমবঙ্গের এ অভিযান। আজ বেলা ১১টায় অমিত শাহের কলকাতা বিমানবন্দরে পৌঁছার কথা। বিমানবন্দরে নেমে তিনি সোজা চলে যাবেন কলকাতা পোর্টট্রাস্...

একই দিনে দুই নারীকে বিয়ে করল সোমালিয় যুবক

Image
একই দিনে দুই নারীকে বিয়ে করে আলোচনার সৃষ্টি করেছেন সোমালিয় যুবক বশির মোহামেদ। শনিবার সোমালিয়ান্দের সিনাই গ্রামে বিয়ে করেন বিয়ে করে মোহামেদ। তার দুই স্ত্রীর নাম ইকরা ও নিমো। বশির মোহামেদ জানান, তিনি আট মাস ধরে চেষ্টা চালিয়েছেন উভয়ই নারীর মন জয় করতে। অবশেষে দুইজনকেই একসাথে বিয়ে করতে রাজি করতে সক্ষম হন। অন্য পুরুষদের উৎসাহিত করতে তিনি এমনটা করেছেন বলে জানান। তিনি আরো বলেন, দুইজনকে একসাথে আমি আমার বাড়িতে নিয়ে আসি। আমি তাদের দুইজনকে খোলাখুলি জানাই যে আমি তাদের দুজনকেই ভালোবাসি। তারা উভয়েই সন্তুষ্ট। একসাথে দুইজনকেই বিয়ে করার কারণ হিসেবে বাশির বলেন, প্রথম থেকেই যাতে তারা একে অপরকে মেনে নিতে পারেন এবং পরষ্পরের প্রতি ঈর্ষান্বিত না হন। এছাড়া অনেক সন্তানের পিতা হতেই তিনি দুইজনকে বিয়ে করেছেন বলেও জানান। উল্লেখ্য, সোমালিয় সমাজে বহুবিবাহ প্রচলিত থাকলেই একসাথে দুই নারীকে বিয়ে করার ঘটনা নতুন।  ইত্তেফাক/রেজা

জাহাজ কর্মচারীকে বিয়ে করতে পরিবার ছাড়ছেন জাপানের রাজকুমারী

Image
একজন জাহাজের কর্মচারীকে বিয়ে করতে রাজপরিবার ত্যাগ করছেন জাপানের রাজকুমারী আয়াকো। গত দুই বছরে দুইজন রাজকুমারী একই ঘোষণা দিলেন যারা সাধারণ নাগরিককে বিয়ে করছেন। খবর সিএনএনের জাপানের সম্রাট আকিহিতোর ভাতিজি এবং প্রয়াত প্রিন্স তাকামোদের তৃতীয় কন্যা আয়াকো গতকাল মঙ্গলবার ঘোষণা দেন, জাহাজ কোম্পানি এনওয়াইকে লাইন এর কর্মচারী ৩২ বছর বয়সী কেই মোরিয়াকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। এক বছর আগে তাদের পরিচয় হয়। আগামী ১২ আগস্ট তাদের দুইজনের মধ্যে আংটি বদল হবে। ২৯ অক্টোবর টোকিওর একটি ধর্মীয় প্রতিষ্ঠানে বিয়ে হবে। মোরিয়ার সঙ্গে আয়াকোর পরিচয় হয় মা প্রিন্সেস তাকামোদের মাধ্যমে। একটি সমাজ কল্যাণ সংস্থায় কাজ করতে গিয়ে মোরিয়ার মা-বাবার সঙ্গে সম্পর্ক তৈরি হয় প্রিন্সেস তাকামোদের। এরপর তাদের পরিবারের সঙ্গে রাজপরিবারের সম্পর্ক গড়ে ওঠে। এর আগে গত মে মাসে আরেক রাজকুমারী মাকো একই সিদ্ধান্ত নেন। রাজপরিবারের বিধান অনুযায়ী, নাগরিকদের মধ্যে কাউকে বিয়ে করলে রাজপরিবারের উত্তরাধিকার ত্যাগ করতে হয়। ইত্তেফাক/মোস্তাফিজ