Posts

Showing posts from September 20, 2020

টিকা পেতে গরিব দেশের পাশে ইউরোপীয়ান কমিশন

Image
  করোনাভাইরাসের টিকা তৈরিতে কাজ করছেন গবেষকেরা ছবি: রয়টার্স সবার জন্য টিকা নিশ্চিতকরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে গৃহীত ‘কোভ্যাক্স’ উদ্যোগে সহযোগিতা করছে ইউরোপিয়ান কমিশন। দরিদ্র দেশগুলোতে করোনার টিকা সাহায্য হিসেবে ৪০ কোটি ইউরো বা ৮ কোটি ৮০ লাখ ডোজ টিকার সমান অবদান রাখবে সংস্থাটি। গত শুক্রবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভ্যাক্সে যে অবদান রাখা হবে, তার মধ্যে ২৩ কোটি ইউরো ঋণ হিসেবে দেবে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক। ‘টিম ইউরোপ’ ব্যানারে এই ঋণ দেওয়া হবে। টিকার বৈশ্বিক ন্যায্য বিতরণ নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের প্রচেষ্টার অংশ হবে এটি। এই অর্থ যোগ্য নিম্ন ও মধ্য আয়ের দেশে স্থানান্তরিত হবে। বিস্তারিত বিষয়গুলো নিয়ে এখনো আলোচনা চলছে। বাকি ১৭ কোটি ইউরো যাবে ইউরোপীয় ইউনিয়নের বাজেট থেকে নিশ্চয়তা হিসেবে। কমিশনের পক্ষ থেকে উৎপাদনকারীদের তাদের উৎপাদন ক্ষমতা বাড়িয়ে টিকা সব দেশে সরবরাহের জন্য আহ্বানের পাশাপাশি অবাধে টিকা দেওয়া ও উপকরণ রপ্তানিতে বিধিনিষেধ না করার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞাপন প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার ক...

এক শিফটে তাজমহল দেখতে পাবেন আড়াই হাজার মানুষ

Image
  ফাইল ছবি নভেল করোনাভাইরাসের কারণে ছয় মাস বন্ধ থাকার পর সোমবার থেকে আবার খুলছে ভারতের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ তাজমহল। সংক্রমণ ঠেকাতে নতুন নীতিমালায় প্রতি শিফটে আড়াই হাজার মানুষকে ঢুকতে দেয়া হবে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চলতি মাসের প্রথম সপ্তাহে উত্তর প্রদেশের পর্যটন কর্তৃপক্ষ তাজমহল খোলার সিদ্ধান্ত নেয়। তাজমহলের তত্ত্বাবধায়ক অমর নাথ গুপ্ত বলেন, ‘পূর্ব ও পশ্চিমের গেটগুলোতে স্যানিটাইজেশন, থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। সামাজিক দূরত্বের জন্য বৃত্ত আঁকা হয়েছে। একটি শিফটে কেবল মাত্র আড়াই হাজার দর্শনার্থীর ঢোকার অনুমতি দেওয়া হবে। যার জন্য অনলাইন বুকিং করতে হবে। বিদেশিদের জন্য ১ হাজার ১০০ টাকার প্রবেশমূল্য টিকিট কিনতে হবে এবং দেশের দর্শনার্থীরা জন্য় টিকিটের দাম ৫০ টাকা। সমাধিক্ষেত্রে প্রবেশের জন্য ২০০ টাকার অতিরিক্ত টিকিট লাগবে।’ রাজ্যটির পর্যটন বিভাগের ডেপুটি ডিরেক্টর অমিত শ্রীভাস্তভা বলেন, ‘২১ সেপ্টেম্বর তাজমহল খুলে দেয়া হবে। দর্শনার্থীদের কভিড-১৯ প্রটোকল মেনে চলতে হবে যেমন সামাজিক দূরত্ব রক্ষা করা এবং মাস্ক পরা বাধ্যতামূলক।’ আগ্রায় গত ২৪ ঘণ্টায় ১০৫ জনের শরীরে নভেল ...

সোমবার থেকে টানা পাঁচদিন প্রবল বৃষ্টির সম্ভাবনা যেসব অঞ্চলে

Image
  ফাইল ছবি মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় সারাদেশে সোমবার থেকে টানা পাঁচদিন বৃষ্টির শঙ্কা রয়েছে। এছাড়া দেশের কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভারতেও বৃষ্টি হওয়ার আশঙ্কা প্রবল। ফলে নদ-নদীর পানি আরও বাড়তে পারে। এতে করে ফের অস্থায়ী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে দীর্ঘ মেয়াদে বন্যা হওয়ার শঙ্কা খুবই কম। বিশেষ করে দক্ষিণাঞ্চলের বরিশাল, পটুয়াখালী, বাগেরহাট, বরগুনার মতো উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। এদিকে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় তাদের পর্যবেক্ষণে থাকা ১০১টি সমতল স্টেশনের মধ্যে ৫৩টির পানি বেড়েছে, কমেছে ৪৭টির, আর একটি স্টেশনের পানি অপরিবর্তিত রয়েছে। বর্তমানে সারাদেশে বিপৎসীমার ওপরে ওঠা নদীর সংখ্যা তিনটি। কুড়িগ্রামের ধরলা নদীর পানি ১১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এদিকে আবহওয়া অফিসের তথ্য মতে, ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলাসহ বেশ কয়েকটি স্থানে মৃদু তাপপ্রবাহ চলছে। যেটি রবিবারও অব্যাহত থাক...

তৃতীয় ধাপেও করোনার প্রথম ভ্যাকসিন নিলেন আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী

Image
  ভ্যাকসিনের তৃতীয় ট্রায়াল শুরু হলো সংযুক্ত আরব আমিরাতে। এবারও প্রথম করোনা ভ্যাকসিন গ্রহণ করলেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আল উওয়াইস। গতকাল শনিবার তিনি ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপে প্রথম ভ্যাকসিনটি গ্রহণ করেন। খবর এআরএন নিউজ সেন্টার এর।   জানা গেছে, চীনের সিনোফার্মার উদ্যোগ ভ্যাকসিন উন্নয়নে কাজ করছে। ভ্যাকসিন উন্নয়নে প্রথম ও দ্বিতীয় ধাপ পেরিয়ে এখন তৃতীয় পর্যায়ের ক্লিনিকেল ট্রায়াল শুরু হয়। স্বেচ্ছাসেবীদের মধ্যে শতভাগ সুরক্ষায় সার্স কোভ-২ এর এন্টিবডি তৈরি হয়।   ইতিপূর্বে বলা হয়, ভ্যাকসিনের ট্রায়াল যথাযথভাবে চলছে এবং মানুষের মধ্যের ভাইরাসের এন্টিবডি তৈরির ক্ষেত্রে এর ফলাফল খুবই উৎসাহজনক।ভ্যাকসিনের পরীক্ষা শুরু হওয়ার পর ছয় সপ্তাহে ১২৫টি দেশের প্রায় ৩১ হাজার স্বোচ্ছাসেবী ক্লিনিকেল ট্রায়ালে স্বোচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করে।  বিডি-প্রতিদিন/শফিক

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ১০০ মিলিয়ন ডলার দেবে সৌদি আরব

Image
  করোনাভাইরাস প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেবে সৌদি আরব। করোনা মহামারি প্রতিরোধে জাতিসংঘের গৃহীত প্রকল্প বাস্তবায়নের আন্তর্জাতিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের অন্যান্য সংস্থার জন্য এ অনুদান দেবে সৌদি সরকার। খবর আরব নিউজ। জাতিসংঘে মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে ভার্চুয়াল সভায় এ ঘোষণা দেন সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি আবদুল্লাহ আল মুআল্লিমি। শুক্রবার সৌদির রাষ্ট্রয়াত্ত বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করে। আল মুআল্লিমি এক টুইট বার্তায় বলেন, ‘করোন মহামারি প্রতিরোধে বৈশ্বিক ডাকে সাড়া দিয়ে সৌদি আরব এ সহায়তা প্রদান করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের অন্যান্য সংস্থাগুলো সৌদি আরবের অনুদান থেকে লাভবান হতে পারবে।’ বিডি প্রতিদিন/আবু জাফর

সিঙ্গাপুরে ফিরে গেছেন ড. বিজন কুমার শীল

Image
  আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ড. বিজন কুমার শীল সিঙ্গাপুরে ফিরে গেছেন। আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বিজন কুমার শীল সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, এমপ্লয়মেন্ট ভিসার জন্য সিঙ্গাপুরে ফিরে যাচ্ছেন। ভিসা পেলে শিগগির বাংলাদেশে ফিরে আসতে পারবেন বলে তিনি আশাবাদী। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানান, সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে গেছেন বিজন কুমার শীল। তার পর্যটক ভিসা আছে। কিন্তু এই ভিসায় বাংলাদেশে কাজ করা সম্ভব না। তাই ‘ই-ভিসা’ (এমপ্লয়মেন্ট ভিসা) নিতে তিনি সিঙ্গাপুরে গেছেন বলে গণস্বাস্থ্য কেন্দ্রকে জানিয়েছেন। সেখানে গিয়ে তিনি ই-ভিসার জন্য আবেদন করবেন। এই ভিসা নিয়ে দেড় থেকে দুই মাসের মধ্যে তিনি বাংলাদেশে ফিরে আসতে পারবেন বলে আশাবাদী। বিজন কুমার শীল গণস্বাস্থ্য কেন্দ্রের অ্যান্টিজেন্ট-অ্যান্টিবডি কিটসহ বড় বড় প্রকল্পে যুক্ত ছিলেন। বিজন কুমার শীল জন্মসূত্রে বাংলাদেশি হলেও বর্তমানে তিনি সিঙ্গাপুরের নাগরিক। তিনি পর্যটক ভিসা নিয়ে বাংলাদেশে এসেছিলেন। এই ভিসার মেয়াদ গত ১ জুলাই শেষ হয়ে যায়। বিডি...