এই প্রথম পৃথিবীর মতো বায়ুমণ্ডলের খোঁজ মিলল ভিন গ্রহে নিজস্ব প্রতিবেদন ৩ অগস্ট, ২০১৭, ১২:১৮:১৮ | শেষ আপডেট: ৩ অগস্ট, ২০১৭, ১২:১৭:২১ 1.8K 14 শিল্পীর চোখে ডব্লিউএএসপি-১২১-বি। ছবি সৌজন্য নাসা। আমাদের সৌরমণ্ডলের বাইরে একেবারে পৃথিবীর মতো বায়ুমণ্ডল রয়েছে, এমন একটি ভিনগ্রহের হদিশ মিলল। এই প্রথম। ভিন গ্রহটির নাম ডব্লিউএএসপি-১২১-বি। এই ভিন গ্রহটি রয়েছে আমাদের থেকে ৮৮০ আলোকবর্ষ দূরের নক্ষত্রমণ্ডল ডব্লিউএএসপি-১২১-তে। তার মানে আলোর গতিবেগে ছুটলে এই নক্ষত্রমণ্ডলে পৌঁছতে আমাদের সময় লাগবে ৮৮০ বছর। বুধবার নাসার তরফে এ খবর ঘোষণা করা হয়েছে। আরও পড়ুন: সৌরমণ্ডলের বাইরে এই প্রথম চাঁদ দেখল মানুষ Ads by Datawrkz নাসা জানিয়েছে, এই ভিনগ্রহের বায়ুমণ্ডল প্রায় পৃথিবীর মতোই। তার বিভিন্ন স্তরও রয়েছে। একেবারে নীচের স্তরে ট্রপোস্ফিয়ার তো রয়েইছে, রয়েছে তার উপরের স্তর স্ট্র্যাটোস্ফিয়ারও। আর সেই স্ট্র্যাটোস্ফিয়ারেই অত্যন্ত গরম জলের অণুর (জলীয় বাষ্প) সন্ধান পেয়েছে মহাকাশে থাকা হাবল স্পেস টেলিস্কোপ। গ্রহটির বায়ুমণ্ডলের অতটা উপরেও অত্য...
Posts
Showing posts from August 3, 2017
- Get link
- X
- Other Apps
বিশ্ব স্তন্যদান সপ্তাহ: সদ্যোজাতর একমাত্র পুষ্টিকর খাবার মায়ের দুধ সুমা বন্দ্যোপাধ্যায় ৩ অগস্ট, ২০১৭, ০৮:৫০:৪২ | শেষ আপডেট: ৩ অগস্ট, ২০১৭, ০৮:৪৯:৪৫ 4.1K 47 মায়ের দুধকে সদ্যোজাতর প্রথম ভ্যাকসিন বলা যায় অনায়াসে। অন্যান্য অনেক ব্যাপারে পিছিয়ে থাকলেও পাঁচ বছরের কমবয়সী শিশুদের মৃত্যুর ব্যাপারে আমরা একেবারে প্রথম সারিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী আমাদের দেশে প্রত্যেক বছর ১,১৭,২৮৫ জন পাঁচ বছরের কমবয়সী শিশু মারা যায় স্রেফ ডায়রিয়ার কারণে। পাকিস্থান, মায়ানমার, কেনিয়াকে পেছনে ফেলে শিশুমৃত্যুর ব্যাপারে অনেক কদম এগিয়ে আমাদের দেশ। এই ঘটনা প্রতিরোধ করতে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারেন শিশুর জননী। হ্যাঁ বিশেষজ্ঞরা তাই বলছেন। আরও পড়ুন: স্তন্যদানের ছবি পোস্ট করে বিতর্কে প্রেসিডেন্টকন্যা জন্মের পর থেকে প্রথম ছয় মাস যে শিশু শুধুমাত্র মায়ের দুধ খেয়ে বেড়ে ওঠে তাদের ডায়রিয়া সহ অন্যান্য অসুখবিসুখের সঙ্গে লড়াই করার ক্ষমতা অনেকতাই বেশি। মায়ের দুধকে সদ্যোজাতর প্রথম ভ্যাকসিন বলা যায় অনায়াসে। বিশেষ করে শিশু ভূমিষ্ঠ হবার কিছুক্ষণ পর মায়...
- Get link
- X
- Other Apps
বিশ্ব স্তন্যদান সপ্তাহ: সদ্যোজাতর একমাত্র পুষ্টিকর খাবার মায়ের দুধ সুমা বন্দ্যোপাধ্যায় ৩ অগস্ট, ২০১৭, ০৮:৫০:৪২ | শেষ আপডেট: ৩ অগস্ট, ২০১৭, ০৮:৪৯:৪৫ 4.1K 47 মায়ের দুধকে সদ্যোজাতর প্রথম ভ্যাকসিন বলা যায় অনায়াসে। অন্যান্য অনেক ব্যাপারে পিছিয়ে থাকলেও পাঁচ বছরের কমবয়সী শিশুদের মৃত্যুর ব্যাপারে আমরা একেবারে প্রথম সারিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী আমাদের দেশে প্রত্যেক বছর ১,১৭,২৮৫ জন পাঁচ বছরের কমবয়সী শিশু মারা যায় স্রেফ ডায়রিয়ার কারণে। পাকিস্থান, মায়ানমার, কেনিয়াকে পেছনে ফেলে শিশুমৃত্যুর ব্যাপারে অনেক কদম এগিয়ে আমাদের দেশ। এই ঘটনা প্রতিরোধ করতে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারেন শিশুর জননী। হ্যাঁ বিশেষজ্ঞরা তাই বলছেন। আরও পড়ুন: স্তন্যদানের ছবি পোস্ট করে বিতর্কে প্রেসিডেন্টকন্যা জন্মের পর থেকে প্রথম ছয় মাস যে শিশু শুধুমাত্র মায়ের দুধ খেয়ে বেড়ে ওঠে তাদের ডায়রিয়া সহ অন্যান্য অসুখবিসুখের সঙ্গে লড়াই করার ক্ষমতা অনেকতাই বেশি। মায়ের দুধকে সদ্যোজাতর প্রথম ভ্যাকসিন বলা যায় অনায়াসে। বিশেষ করে শিশু ভূমিষ্ঠ হবার কিছুক্ষণ পর মায়...
- Get link
- X
- Other Apps
বৃহত্ হলেই মহত্ হওয়া যায় না, প্রমাণ করছে চিন অঞ্জন বন্দ্যোপাধ্যায় ৩ অগস্ট, ২০১৭, ০৫:৫৭:১৯ | শেষ আপডেট: ৩ অগস্ট, ২০১৭, ০৬:০২:৩৩ 6.1K 30 ফাইল চিত্র। বেশ অপ্রত্যাশিতই ঠেকছে এই আচরণ। মানানসই নয় একেবারেই। ক্ষমতা কখনও একা আসে না। ক্ষমতা যাঁর বা যাঁদের হাতে আসে, সঙ্গে করে তাঁর বা তাঁদের জন্য অনেকটা দায়িত্বও নিয়ে আসে। ক্ষমতাধরকে দায়িত্বশীল হতেই হয়। কিন্তু ভারতের ক্ষমতাশালী প্রতিবেশী চিনের আচরণে দায়িত্বশীলতার ছাপ বেশ কম। সীমান্তে যে সঙ্কট ঘনীভূত হয়েছে, তার প্রশমনের জন্য দুই দেশকেই দায়িত্বশীলতার সঙ্গে পদক্ষেপ করতে হবে, দুই দেশের কাছ থেকেই আচরণগত সংযম কাম্য। ভারত সেই সংযম দেখাচ্ছে অনেকাংশেই। কিন্তু চিনের তরফে একের পর এক অসংযমী বয়ান পরিস্থিতির প্রশমনের পথে খুব বড় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। চিন এবং ভারত, উভয়েই বৃহত্ শক্তি আজকের পৃথিবীতে। অর্থনৈতিক মাপকাঠিতে হোক বা সামরিক ক্ষমতার বিচারে, এই দুই এশীয় রাষ্ট্র এখন গোটা বিশ্বের কাছে সমীহের পাত্র। দুই প্রতিবেশী পরমাণু শক্তিধরও বটে। এমন দুই রাষ্ট্রের মধ্যে সঙ্ঘাতের পরিস্থিতি তৈরি হলে খুব বড় বিপর্য...
- Get link
- X
- Other Apps
জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সভা মঙ্গলবার ইত্তেফাক রিপোর্ট ০৩ আগষ্ট, ২০১৭ ইং ২০:৪৩ মিঃ আগামী ৮ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়ামের সভা ডাকা হয়েছে। রাজধানীর লালমাটিয়ায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠেয় প্রেসিডিয়াম সভায় সভাপতিত্ব করবেন জেপি চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি। সভায় বিরাজমান রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং জাতীয় শোক দিবসের কার্মসূচি চূড়ান্ত করা হবে। সভায় দলের প্রেসিডিয়ামের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের সাধরণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম অনুরোধ জানিয়েছেন। মরহুম এম এ কাইয়ূম স্মরণে স্মরণ সভা জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় যুবসংহতির সভাপতি এম এ কাইয়ূমের মৃত্যুতে আগামী রবিবার বাদ আছর লালমাটিয়ায় জেপির কেন্দ্রীয় কার্যালয়ে জেপি ও জাতীয় যুব সংহতির যৌথ উদ্যোগে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ওই স্মরণ সভা ও দোয়া মাহফিলে জেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মীকে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল...
- Get link
- X
- Other Apps
চালকবিহীন বাস সার্ভিস চালু করলো এস্তোনিয়া অনলাইন ডেস্ক ০৩ আগষ্ট, ২০১৭ ইং ১২:১৩ মিঃ চালকবিহীন বাস সার্ভিস চালু করেছে উত্তর ইউরোপের দেশ এস্তোনিয়া। গত তিনদিন ধরে দেশটির রাজধানীতে দুটো চালকবিহীন বাস চলাচল করতে দেখা গেছে। সরকারি সম্প্রচার প্রতিষ্ঠান ইআরআর জানিয়েছে, অন্য কোনো যানবাহন বা পথচারীর সঙ্গে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা হয়নি। তবে বেশ কবার শেষ মুহূর্তে দুর্ঘটনা এড়ানো গেছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন সোমবার সাইরেন এবং ফ্লাশ লাইটসহ একটি পুলিশ কারকে সাইড দেয়নি একটি বাস। একজন ফটোগ্রাফার দেখেছেন, মানুষ পারাপারের জায়গায় লাল বাতি ভেঙ্গে চলে যায় একটি বাস। তখন পথচারীরা অবাক বিস্ময়ে তাকিয়ে ছিলেন। ইআরআর বলছে, যদিও চালক নেই, তবুও ট্রাফিক আইনের অনুসরণ নিশ্চিত করতে বাসে একজনকে থাকতেই হবে। বাসগুলোর দাম পড়েছে এক লাখ ইউরো। বেসরকারি খাত থেকে এই বিনিয়োগ এসেছে। আগামী ছয় মাসের জন্য এস্তোনিয়া ইউরোপীয় ইউনিয়নের সভাপতি। এই গৌরব উদযাপনের জন্যই তালিনে চালকবিহীন এই বাস চালু করা হয়েছে। তবে ছয় মাস পরও এই বাস সার্ভিস চালু থাকবে কিনা তা জানা যায়নি। বিবিসি। ইত্তেফাক...
- Get link
- X
- Other Apps
চীনের প্রতি নমনীয় হচ্ছে আসিয়ান ইত্তেফাক ডেস্ক ০৩ আগষ্ট, ২০১৭ ইং ২০:৩২ মিঃ চলতি সপ্তাহে অনুষ্ঠিতব্য আসিয়ান (দ্য এসোশিয়েসন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস) মন্ত্রীদের বৈঠকে দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সামরিকীকরণ এবং কৃত্রিম দ্বীপ তৈরি নিয়ে নমনীয় অবস্থান নেওয়ার পথে হাঁটছে সংস্থাটি। আসিয়ান এই সংক্রান্ত আচরণ বিধির জন্য এমন একটি কর্মকাঠামো তৈরি করছে, যা বাধ্যতামূলক কিংবা বলপ্রয়োগের উপযোগী, এর কোনোটাই নয়। ওই কর্মকাঠামোর খসড়া পর্যালোচনা করে দেখা গেছে, আসিয়ানের যৌথ প্রজ্ঞাপনে চীনের বির্তকিত কর্মকাণ্ডের কোনো উল্লেখ নেই। এছাড়া ফাঁস হয়ে যাওয়া আসিয়ান-চীন সামুদ্রিক আচরণ বিধির খসড়াতে ইউএনসিএলওএস’কে (ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অন দ্য ল অব দ্য সি) আইনগতভাবে বাধ্যতামূলক করার কথা বলা হয়নি। এর আগে আসিয়ান চীনের কর্মকাণ্ড নিয়ে ‘গুরুতর উদ্বেগ’ জানিয়েছিল এবং ‘অসামরিকীকরণ এবং ভূমি পুনরুদ্ধারসহ সব ধরণের কর্মকাণ্ডে আত্মনিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিয়েছিল’। কিন্তু সাম্প্রতিক খসড়ায় এসব কথার বদলে ‘বিতর্কিত বিষয়ে একতরফা ব্যবস্থা’ এড়ানোর কথা উল্লেখ করা হয়েছে। ২০১৭ সালে আসিয়ানের সভা...
- Get link
- X
- Other Apps
চীনের প্রতি নমনীয় হচ্ছে আসিয়ান ইত্তেফাক ডেস্ক ০৩ আগষ্ট, ২০১৭ ইং ২০:৩২ মিঃ চলতি সপ্তাহে অনুষ্ঠিতব্য আসিয়ান (দ্য এসোশিয়েসন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস) মন্ত্রীদের বৈঠকে দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সামরিকীকরণ এবং কৃত্রিম দ্বীপ তৈরি নিয়ে নমনীয় অবস্থান নেওয়ার পথে হাঁটছে সংস্থাটি। আসিয়ান এই সংক্রান্ত আচরণ বিধির জন্য এমন একটি কর্মকাঠামো তৈরি করছে, যা বাধ্যতামূলক কিংবা বলপ্রয়োগের উপযোগী, এর কোনোটাই নয়। ওই কর্মকাঠামোর খসড়া পর্যালোচনা করে দেখা গেছে, আসিয়ানের যৌথ প্রজ্ঞাপনে চীনের বির্তকিত কর্মকাণ্ডের কোনো উল্লেখ নেই। এছাড়া ফাঁস হয়ে যাওয়া আসিয়ান-চীন সামুদ্রিক আচরণ বিধির খসড়াতে ইউএনসিএলওএস’কে (ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অন দ্য ল অব দ্য সি) আইনগতভাবে বাধ্যতামূলক করার কথা বলা হয়নি। এর আগে আসিয়ান চীনের কর্মকাণ্ড নিয়ে ‘গুরুতর উদ্বেগ’ জানিয়েছিল এবং ‘অসামরিকীকরণ এবং ভূমি পুনরুদ্ধারসহ সব ধরণের কর্মকাণ্ডে আত্মনিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিয়েছিল’। কিন্তু সাম্প্রতিক খসড়ায় এসব কথার বদলে ‘বিতর্কিত বিষয়ে একতরফা ব্যবস্থা’ এড়ানোর কথা উল্লেখ করা হয়েছে। ২০১৭ সালে আসিয়ানের সভা...
- Get link
- X
- Other Apps
মোদীর পাঠানো শেষ চিঠি মন ছুঁয়ে গেছে: প্রণব মুখার্জি অনলাইন ডেস্ক ০৩ আগষ্ট, ২০১৭ ইং ২০:৪৬ মিঃ আপ্লুত প্রণব মুখার্জি। রাষ্ট্রপতিত্বের শেষ দিনে একটি চিঠি পৌঁছেছিল তার কাছে। দু’পাতার ছিল সেই চিঠিটি। এতে তার মন এতটাই ছুঁয়ে যায় যে অবসর নেওয়ার দিন দশেক পরেও চিঠির কথা তার মনে অনুরণিত হচ্ছে। চিঠিটি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রণব মুখোপাধ্যায়কে নিজের ‘পিতৃসুলভ ব্যক্তিত্ব’ বলে সেখানে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। দিল্লির রাজনীতি যখন একেবারেই অচেনা ছিল তার কাছে, তখন প্রণব মুখার্জি কীভাবে অভিভাবকের মতো পথ দেখিয়েছেন, মোদী সে কথা অকপটে লিখেছেন চিঠিতে। অভিভূত প্রণব মুখার্জি গতকাল টুইটারে তুলে ধরেছেন শেষ দিনে পাওয়া সেই চিঠির কথা। ‘‘রাষ্ট্রপতিত্বের শেষ দিনে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে একটা চিঠি পেয়েছি, যা আমার হৃদয়কে ছুঁয়ে গিয়েছে!’’ এই কথা লিখেই চিঠিটি টুইট করেছেন প্রণব মুখোপাধ্যায়। সারা জীবন রাজনীতির অলিন্দে কাটানো কোনও ব্যক্তিত্বের জন্য অবসরের দিনে ওই রকম এক চিঠি পাওয়া যে সত্যিই আপ্লুত হওয়ার মতো বিষয়, তা চিঠির বয়ানে স্পষ্ট। ‘‘তিন বছর আগে আমি দিল...
- Get link
- X
- Other Apps
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে কাননবালার পরিবারের অনশন অনলাইন ডেস্ক ০৩ আগষ্ট, ২০১৭ ইং ১৯:৩০ মিঃ পটুয়াখালীর দশমিনার সংখ্যালঘু কাননবালার পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে অনশন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে কাননবালার পরিবারের পক্ষ থেকে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি মামলা প্রত্যাহার ও তার পরিবারকে যে ভিটা ছাড়া করার ষড়যন্ত্রের তার হাত থেকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে এ অনশন কর্মসূচি পালন করেন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলাকালে সংহতি জানায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যপরিষদের প্রেসিডিয়াম সদস্য সাংবাদিক বাসুদেব ধর, হিন্দু মহাজোটের পলাশ কান্তি দে, বাংলাদেশ বেদান্ত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি সাংবাদিক কিশোর কুমার সরকার, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব, মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া, বাংলাদেশ কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান তামান্নাসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়া কাননবালার ছেলে অ...