মোদীর পাঠানো শেষ চিঠি মন ছুঁয়ে গেছে: প্রণব মুখার্জি
আপ্লুত প্রণব মুখার্জি। রাষ্ট্রপতিত্বের শেষ দিনে একটি চিঠি পৌঁছেছিল তার কাছে। দু’পাতার ছিল সেই চিঠিটি। এতে তার মন এতটাই ছুঁয়ে যায় যে অবসর নেওয়ার দিন দশেক পরেও চিঠির কথা তার মনে অনুরণিত হচ্ছে। চিঠিটি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রণব মুখোপাধ্যায়কে নিজের ‘পিতৃসুলভ ব্যক্তিত্ব’ বলে সেখানে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। দিল্লির রাজনীতি যখন একেবারেই অচেনা ছিল তার কাছে, তখন প্রণব মুখার্জি কীভাবে অভিভাবকের মতো পথ দেখিয়েছেন, মোদী সে কথা অকপটে লিখেছেন চিঠিতে। অভিভূত প্রণব মুখার্জি গতকাল টুইটারে তুলে ধরেছেন শেষ দিনে পাওয়া সেই চিঠির কথা।
‘‘রাষ্ট্রপতিত্বের শেষ দিনে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে একটা চিঠি পেয়েছি, যা আমার হৃদয়কে ছুঁয়ে গিয়েছে!’’ এই কথা লিখেই চিঠিটি টুইট করেছেন প্রণব মুখোপাধ্যায়। সারা জীবন রাজনীতির অলিন্দে কাটানো কোনও ব্যক্তিত্বের জন্য অবসরের দিনে ওই রকম এক চিঠি পাওয়া যে সত্যিই আপ্লুত হওয়ার মতো বিষয়, তা চিঠির বয়ানে স্পষ্ট। ‘‘তিন বছর আগে আমি দিল্লিতে এসেছিলাম একজন বহিরাগত হিসেবে। আমার সামনে তখন বিপুল এবং চ্যালেঞ্জিং কাজ ছিল। সে সময় আপনি আমার পিতৃসুলভ ব্যক্তিত্ব এবং পরামর্শদাতা হয়ে উঠেছিলেন। আপনার জ্ঞান, পথপ্রদর্শন এবং ব্যক্তিগত উষ্ণতা আমাকে অনেক বেশি আত্মবিশ্বাস ও শক্তি যুগিয়েছিল।’’ লিখেছেন নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রপতিকে লেখা ব্যক্তিগত চিঠিতে তাকে ‘পিতৃসুলভ ব্যক্তিত্ব’, ‘পথপ্রদর্শক’ বা ‘পরামর্শদাতা’ হিসেবে আখ্যা দেন, তখন রাজনৈতিক সৌজন্যের অনবদ্য ছবি তো তৈরি হয়ই, দেশের সাংবিধানিক কাঠামোও অসামান্য সার্থকতা পায়। মনে করছেন সংবিধান বিশেষজ্ঞরা। মোদীর চিঠিতে তার সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতাও কিন্তু ছত্রে ছত্রে ধরা পড়েছে। সেই উষ্ণতার ছাপ রাখতে সম্ভবত কিছুটা সচেতন ভাবেই প্রোটোকলের বেড়া ডিঙিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। চিঠিতে কোথাও কোথাও রাষ্ট্রপতিকে ‘প্রণবদা’ বলে সম্বোধন করেছেন প্রধানমন্ত্রী। মোদী লিখেছেন, ‘‘প্রণবদা, আমাদের রাজনৈতিক যাত্রা রূপ পেয়েছে ভিন্ন রাজনৈতিক দলে। কখনও কখনও আমাদের মধ্যে আদর্শগত পার্থক্যও দেখা গেছে। আমাদের অভিজ্ঞতাও আলাদা। কিন্তু আপনার বুদ্ধিমত্তা এবং জ্ঞান এতই প্রখর যে আমরা সহযোগিতার ভিত্তিতেই কাজ করতে পেরেছি।’’
২৪ জুলাই এই চিঠি পৌঁছেছিল রাষ্ট্রপতি ভবনে। ৩ আগস্ট তা টুইটারে প্রকাশ করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি। প্রণব মুখার্জির এই টুইটের পর কিন্তু আপ্লুত নরেন্দ্র মোদীও। তিনিও টুইট করলেন। লিখলেন, ‘‘প্রণবদা, আপনার সঙ্গে কাজ করার স্মৃতি আমি চিরকাল লালন করব।’’ -আনন্দবাজার পত্রিকা।
ইত্তেফাক/সাব্বির
Comments