Posts

Showing posts from November 26, 2018

ইউক্রেনের জাহাজ জব্দ রাশিয়ার, উত্তেজনা চরমে

Image
ছবি সংগৃহীত রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের নৌবাহিনীর তিনটি জাহাজ জব্দ করেছে। এছাড়া এতে ইউক্রেনের ৬ জন কর্মকর্তা আহত হয়েছেন। ফলে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। খবর বিবিসির। ইউক্রেনের জাহাজ রাশিয়া সীমান্তে প্রবেশ করায় সংকটের শুরু হয় বলে অভিযোগ রাশিয়ার। তবে দুটি দেশই একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট পেদ্রো পোরোশেংকো বলেছেন, এর প্রতিক্রিয়ায় তিনি পার্লামেন্টে সোমবার সামরিক আইন জারির ঘোষণার জন্য আহ্বান জানাবেন। এছাড়া তিনি রাশিয়ার এমন আচরণকে উম্মত্ত বলে বর্ণনা করেছেন। ইউক্রেনের কর্মকর্তারা তাদের ৬ জন নাবিকের আহত হওয়ার কথা জানালেও রাশিয়া তাদের এই অভিযোগ মিথ্যা বলে। রাশিয়ার দাবি ইউক্রেনের তিন জন নাবিক আহত হয়েছেন। দুইদেশের মধ্যে বিগত কয়েক মাস ধরেই উত্তেজনা ক্রমশ বাড়ছিল। বিশেষ করে কৃষ্ণ সাগরে এবং ক্রিমিয়ান উপকূলে আজোভ সাগরে। ইত্তেফাক/এসআর

বিরোধীদের দমনে সৌদিকে তথ্যপ্রযুক্তি দিচ্ছে ইসরাইল

Image
এবার ইসরাইলের কাছ থেকে অস্ত্র কিনছে সৌদি আরব। সরকারবিরোধীদের দমন করতে উন্নতমানের গোয়েন্দা সরঞ্জাম কিনতে এরই মধ্যে ইসরাইলের সাইবার কোম্পানি এনএসও’র সঙ্গে সৌদি কর্মকর্তাদের এ নিয়ে গোপন আলোচনা হয়েছে।  খবর ইসরাইলি দৈনিক হারেৎজের। সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সংস্কার কার্যক্রম তুঙ্গে ওঠার কিছু দিন আগে ভিয়েনায় ২০১৭ সালে ওই আলোচনা হয়েছিল। উদ্দেশ্য ছিল-সৌদি সরকারের বিরোধীদের ওপর গোয়েন্দা নজরদারি করা। ওই আলোচনায় অংশ নিয়েছিল সৌদি গোয়েন্দা সংস্থার প্রধানের খুব ঘনিষ্ঠ ব্যক্তি আব্দুল্লাহ আল মালিহি এবং সাবেক গোয়েন্দাপ্রধান তুর্কি আল ফয়সাল, পদস্থ সৌদি কর্মকর্তা নাসের আল কাহতানিসহ এনএসও’র কয়েকজন কর্মকর্তা। ইসরাইলি ওই প্রতিষ্ঠানটি তখন 'পেগাসাস-থ্রি' নামের একটি গোয়েন্দা সরঞ্জাম দেখিয়েছিল, যার সাহায্যে মোবাইল টেলিফোনের ওপর ব্যবহারকারীর অজান্তেই গোয়েন্দাবৃত্তি করা যায়। এ প্রযুক্তির মাধ্যমে মোবাইল ব্যবহারকারীর কথোপকথনের অডিও-ভিডিও সহজেই রেকর্ড করা যায়। কাহতানি তখন ভিয়েনার মোবাইল মার্কেট থেকে একটি আইফোন কিনে পেগাসাসের কার্যক্রম সম্পর্কে নিশ্চিত হয়েছিলেন। বিডি প্রতিদিন/কালাম

তরুণদের মন জয় করতে চায় দলগুলো

Image
এবারে নির্বাচনে তরুণদের কর্মসংস্থানের বিষয়টি বিশেষ স্থান পাবে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে। ছবি: প্রথম আলো একাদশ জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে তরুণ ভোটাররা। রাজনৈতিক দলের নেতারা বলছেন, এবার তরুণদের ভোট সংখ্যায় অনেক। তাঁদের টানতে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে তাঁদের সুবিধার কথা উল্লেখ করবে। এ ছাড়া তাঁদের কর্মসংস্থানের বিষয়টি বিশেষ বিবেচনা পাবে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে। তরুণদের জন্য কেমন হবে নির্বাচনী ইশতেহার—এ নিয়ে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের হালনাগাদ শেষে নতুন ভোটারের সংখ্যা ৪৩ লাখের বেশি। সব মিলিয়ে এবার ভোটার সংখ্যা ১০ কোটি ৪১ লাখের বেশি। এই ভোটারদের প্রায় আড়াই কোটি ভোটারই তরুণ। ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনের সময় ভোটার ছিলেন ৯ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ১৬৭ জন। ২০০৮ সালে ছিলেন ৮ কোটি ১০ লাখ ৮৭ হাজার। অর্থাৎ, গত ১০ বছরে তরুণ ভোটার বেড়েছে ২ কোটি ২৫ লাখ। আগামী নির্বাচনে এঁরাই জয়-পরাজয়ে মুখ্য ভূমিকা রাখবেন। তরুণদের ভোট যাঁরা বেশি পাবেন, তাঁদের ব...

সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর, প্রথম শ্রেণিতে লটারি ২০ ডিসেম্বর

Image
ফাইল ছবি ঢাকা মহানগরীর স্কুলে পার্শ্ববর্তী এলাকায় শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ এলাকা কোটা সংরক্ষণ করার নির্দেশনা দিয়ে ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা-২০১৮’ প্রণয়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল রবিবার এ নীতিমালাটি প্রকাশ করা হয়। নীতিমালায় ২০১৯ শিক্ষাবর্ষে সব মহানগরী, বিভাগীয় শহর ও জেলা সদরের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা সদরেও কেন্দ্রীয় অনলাইন পদ্ধতিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা বাধ্যতামূলক। তবে নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো কারণে অনলাইনে কার্যক্রম চালানো না গেলে কেবল উপজেলার ক্ষেত্রে ম্যানুয়ালি করা যাবে। নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আবশ্যিকভাবে লটারির মাধমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। পাশাপাশি শূন্য আসনের সমান সংখ্যক অপেক্ষমাণ তালিকাও প্রস্তুত রাখতে হবে। ভর্তি কমিটি কর্তৃক নির্ধারিত তারিখে নির্বাচিত শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তি করা হবে। কোটা সংরক্ষণ ঢাকা মহানগরীতে সরকারি বিদ্যালয়ে ওই এলাকার ৪০ শতাংশ কোটা রেখে অবশিষ্ট ৬০ শতাংশ আসন স...