প্রিন্ট করুন printer বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি
দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ভারত ও পাকিস্তানে সাম্প্রতিক সফরে প্রত্যাশার চেয়ে বেশি বিনিয়োগ প্রস্তাব দিয়ে ওই দুটি দেশের মানুষের মন জয় করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সুলতান। এবার বাংলাদেশেও বড় বিনিয়োগের প্রস্তাব পাঠাচ্ছেন তিনি। তবে ঢাকায় এ সফরে নিজে না এসে যুবরাজ তার মনোনীত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাচ্ছেন, যারা বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সরকার ও বেসরকারি খাতের সঙ্গে আলোচনা করবেন। এ দলটির নেতৃত্ব দেবেন দেশটির অর্থ ও পরিকল্পনামন্ত্রী মোহাম্মাদ আল তোয়াইজরি এবং বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ড. মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবি। এক দিনের সফরে এ দলটির ঢাকায় আসার কথা রয়েছে। সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, এযাবৎকালের সবচেয়ে বড় বিনিয়োগ পরিকল্পনা নিয়ে ঢাকায় আসছে সৌদি সরকারের উচ্চপর্যায়ের এ দলটি। ৬ মার্চ রাতে অথবা ৭ মার্চ সকালে তাদের ঢাকা পৌঁছানোর কথা। এ সফরে অন্তত ২০ বিলিয়ন ডলারের (২ হাজার কোটি ডলার) বিনিয়োগ প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। প্রতিনিধি দলে সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত চারটি দফতরের শীর্ষ কর্মকর্তা ছাড়াও দেশটির শীর্ষ ব্যবসায়িক গ্রু...