নওগাঁয় চুরি হওয়া নয়টি মোটরসাইকেল উদ্ধার, আটক ১

নওগাঁয় চুরি হওয়া নয়টি মোটরসাইকেল উদ্ধার, আটক ১
উদ্ধার করা মোটরসাইকেল এবং (ইনসেটে) আটক মোটরসাইকেল চোরচক্রের সদস্য সজিব।
নওগাঁয় চুরি যাওয়া নয়টি মোটরসাইকেল উদ্ধারসহ আন্তজেলা চোর চক্রের সদস্য সজিবকে (৩০) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টায় নওগাঁ সদর থানায় সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম এ তথ্য জানান। সজিব বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বাড়ইপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিত্বে গত ২৬শে ফেব্রুয়ারি জয়পুরহাট জেলার ভাদশা গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে আজিজুল হককে (৫০) আটক করে ডিবি পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আন্তজেলা চোর চক্রের সদস্য সজিবকে আটক করা হয়। এ সময় বিভিন্ন কোম্পানির নয়টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সজিব চোরাই মোটরসাইকেলগুলো ক্রেতাদের কাছে বিশ্বস্থতার জন্য কাস্টম অফিসের ভুয়া কাগজপত্র তৈরি করে বিক্রি করত। অভিযান অব্যহত আছে।’
ইত্তেফাক/নূহু

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা